নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

লেখকের নাম জানার পরও কালেক্টেড কেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮



বিলিয়ার রহমানের লেখা টা পড়ার পর, যখন একটা লেখা লিখতে বসছি তখন বারবার মনে হচ্ছে এক একটা লেখা সম্পন্ন করতে লেখক কতই না কষ্ট করে। হোক না সেই লেখা মানহীন কিংবা মান সম্পন্ন। কিন্তু সেই লেখাটা কপি পেস্ট মানে চুরি করে যখন অন্যত্র নিজের নামে প্রকাশ করে বাহ্ বাহ্ কুড়ায় সেই বাহ্ বাহ্ আসল লেখকের কলিজাটা হয়তো ছিদ্র করে দেয়। জানিনা অন্যান্যদের কেমন লাগে কিন্তু আমার অন্তত খুবই খারাপ লাগে।

দুপুর থেকে একটা বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি। এজন্য প্রায় ২৫-২৬ টা লেখা ঘাটতেছি। পাশাপাশি কিছু প্রিন্ট বইও আছে। এখন এত পরিশ্রমের পর যদি লেখাটি অন্যজন বিনা নামে অথবা নিজের নামে প্রকাশ করে তবে তাকে ক্ষমা করা যায় কী? কিন্তু করারই বা আছে কী? আমার জানা নাই।

বিভিন্নস্থানে দেখা যায়, পুরো লেখা কপি করতে পারছে কিন্তু লেখকের নামটাই ভারী হয়ে গেছে। তাই লেখকের নাম কপি করতে পারেনি।

অনেকে আছে লেখা কপি করে লিখে দেয় কালেক্টেড বা সংগৃহিত। হাজার বছর আগের লেখার লেখকের নাম ঠিকানা পাওয়া যায় অথচ ১০ মিনিট আগে প্রকাশিত লেখার লেখকের নাম খুঁজে না পেয়ে কালেক্টেড বা সংগৃহিত লিখে দেয়!

কালেক্টেড লেখার প্রয়োজনীয়তা কোথায়? লেখকের নাম লেখায় এত কষ্ট কেন? আমার বোধহয় ওরা লেখা পছন্দ করে কিন্তু লেখককে না। কিংবা অন্যের ঢোল বাঁজাবো কেন এমন মন-মানসিকতা নিয়ে থাকে। আবার হতেও পারে আমাকে দিয়ে অন্যজনের নাম ছড়াবে কেন?

আমাদের মন-মানসিকতার পরিবর্তন হোক। কালেক্টেড বা সংগৃহিত শব্দ নিপাত যাক।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১

জাহিদ হাসান বলেছেন: কপিরাইট বলে কোন বস্তু বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না ।
যে যার মত চুরি করে যাচ্ছে, লেখা, কবিতা, গল্প, কাহিনী,সুর,চিত্রকলা, সফটওয়্যার।
এ যেন সব পেয়েছির দেশ। X(

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫

পলাশমিঞা বলেছেন: এরা চোর নয়। চোররা এমন করেনা। ওরা বজ্জাত!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

আহা রুবন বলেছেন: কারও চোখে এমন চুরি করা লেখা ধরা পড়লে, কমেন্টে আদি লেখার লিঙ্ক দিয়ে তার প্রশংসা করুন। তার পরিচিতরা বন্ধুর পরিচয় জেনে যাবে। X(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: সুন্দর বুদ্ধি।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: সামু থেকে যদি কপি-পেস্ট বন্ধ করা যেতো।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩১

নিশি মানব বলেছেন: সমস্যা হলো কি জানেন, এরা জানেনা নাম কিভাবে কালেক্টট করতে হয়।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

অতঃপর হৃদয় বলেছেন: আইন প্রণয়ন করতে হবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: আইন প্রণয়নে কাজ হবে না। মানসিকতার পরিবর্তন জরুরী।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

কালীদাস বলেছেন: এই ব্লগেই কয়েকজন কপিপেস্টার আছেন যারা এমনকি কালেক্টেড শব্দটাও রাখেন না। যেমন ধরা যাক নিল্লজ্জ কপিপেস্টার ওয়েবসাইট ৪০৪ এরর। এই টাইপের কিছু লোক আছে, এদের জীবনের সবচেয়ে বড় স্বার্থকতাই হল কপিপেস্ট ল্যাদানো।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১১

সাকিব ইফতেখার বলেছেন: সহমত!

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২০

জাহিদ অনিক বলেছেন: এরা আসলে কিছুটা কপি করে ফেলেছে ঠিকই পেস্ট করার পরে ভাবে, লেখকের নাম দিব কি দিব না ?

এইভাবে দিব কি দিব না , দিব কি দিব না করতে করতে একসময় লিখে দেয় "সংগৃহীত" ।


এরা যে শুধু লেখা চুরিই করছে তাই না এরা মূল লেখকে পাত্তাও দিতেও চাইছে না ।
ইনারা হলেন উঁচু দরের প্রেজটিজ ওয়ালা চোর ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

সাইফুল১৩৪০৫ বলেছেন: হা হা হা। আপনার পুরো কমেন্টে দেখে খুবই মজা পাইলাম।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই দুঃখজনক ব্যাপার এটি। মানুষের সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে। আত্মঅহংকার বাড়ছে, তাই আত্মমর্যাদা কেউ খুঁজে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.