নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

একটি ছবি ও কয়েকটি প্রশ্ন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮


ছবিতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এককালের সন্মানীত ভিসি। একজন ভিসির কক্ষ ও তার অধীনস্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। আচ্ছা, ভিসির চেয়ারের হাতলে উপবেষ্টনকারী কে? কেন ওখানে বসে আছেন? বসার কোনো অধিকার আছে কি? ন্যুনতম সৌজন্যতাবোধ কি থাকা উচিৎ ছিল না? আশপাশে বসার জায়গা না থাকলেও কি ওখানে বসা যাবে? তাছাড়া আশপাশে বসার জায়গা নাই কি?

ছবি কার্টেসী দিয়ে যাই। অন্যথায় চৌর্যবৃত্তির দায়ে আটকা পড়ে যেতে পারি। ছবি: কেএইচএ আলম এর ফেজবুক ওয়াল থেকে নেয়া।

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

মলাসইলমুইনা বলেছেন: আমার ঢাকা ভার্সিটি !!!

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

নতুন বলেছেন: ভাই এই নিয়ে সমালোচনা করে সময় নস্ট করছি আমরা। এতে মহাভারত অসুদ্ধ হবার কোন কারন দেখছিনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

সাইফুল১৩৪০৫ বলেছেন: ঠিক আছে ভাই আপনি আপনার ভিসির চেয়ারের হাতলে বসে একটা ছবি দেন। তারপর বুঝব সমস্যা আছে কি নাই।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দরি মহিলা হইলে চেয়ারের হাতলে কেন কুলেও বসা যায়... আমরা শিক্ষিত মানুষ এ নিয়ে ভাবি না !!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমি তা বলিনা। শুধু তার সৌজন্যতার বিষয় বলি।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সোহানী বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দরি মহিলা হইলে চেয়ারের হাতলে কেন কুলেও বসা যায়...... =p~ :#)

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবির মানুষগুলোকে ছবির মতোই থাকতে দিন।
তাদের অন্তর্নিহিত ভাব প্রকাশ করে আমাদের
মনের সংকীর্নতাকে প্রকাশ না করি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: এটা আপনার ভার্সিটির ভিসিকে বলেন। একটা ছবি আপলোড চাই আপনারও। আপনার মনের সংকীর্ণতা আছে কি নাই প্রমাণ করুন।
ভিসির চেয়ারের হাতলে বসা কতটা অশোভন? নাকি কোনই সমস্যা নাই সেটা বলেন। আমিও অন্যকিছু মিন করিনি। তবে একজন পুরুষ কখনও এই কাজ করত না। মেয়েরা বিভিন্নভাবে আস্কারা খোঁজে। দুঃখিত মেয়েরা আবার আমার প্রতি ক্ষিপ্ত হতে পারেন। কিন্তু বাস্তবতা এমনই। কত দেখছি ভাইভাবোর্ডে।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

শেয়াল বলেছেন: খাইয়া দাইয়া কাইম কাইজ নাই বাঙালীর :-<

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার কি কাম শুনি?

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: @সোহানী আপু.... স্যরি, এখানে আর কি বলবো ভেবে পাচ্ছিলাম না! সেই ভদ্র মহিলা যেই হোক, তিনি যার চেয়ারের হাতলে বসেছেন তিনি একজন ভিসি, তার চেয়ারের হাতলে বসা আমার মাথায় ঢুকছে না, যেহেতু আরো লোকজন সেখানে উপস্থিত।

আমার কথায় কষ্ট না নেয়ার অনুরোধ আপু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

সাইফুল১৩৪০৫ বলেছেন: ভিসির চেয়ারের হাতলে বসা অশোভন আর বেয়াদবী ছাড়া কিছুই না। আদব-কায়দার অভাব আর কিছু না।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৫

আল ইফরান বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দরি মহিলা হইলে চেয়ারের হাতলে কেন কুলেও বসা যায়... আমরা শিক্ষিত মানুষ এ নিয়ে ভাবি না !! B-)) B-)
দিনে-দুফুরে ক্যামনে কুলের উপরে বসপে ? ? ?
তাই আপাতত হাতলের উপরেই কম্মটি সেরে নেয়া ;) :-B

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

এডওয়ার্ড মায়া বলেছেন: আপ্নেরা ছুটু ছুটু বেপারে বড় বড় গন্ডগোল করেন !

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

সাইফুল১৩৪০৫ বলেছেন: হ ভাই। ভিসিরই মাথা ধরেনা আর আমরা মাথা ব্যথায় বাঁচিনা।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: উনি একজন শিক্ষকই না, মিডিয়াকর্মীও। মিডিয়াকর্মীদের কতজনের কোলে বসতে হয়। আর আপনি হাতলে বসা নিয়ে মাথা ঘামাচ্ছেন।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বড় হুজুর ওয়াজ ফরমাইতেছেন, সাগরেদ সিনা সাফ করতে তাহার হাতলে উপবিষ্ট হইয়াছেন। পাব্লিক ব্যাপক বিনুদিত হইয়াছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

সাইফুল১৩৪০৫ বলেছেন: এসব কি বলেন ভাইয়া! আমি ভাবছিলাম আপনার মনমানসিকতা প্রশান্ত মহাসগরের মত। কিন্তু এখন দেখি.... খুবই পঁচা।
ধন্যবাদ ভাই।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৫

শুজা উদ্দিন বলেছেন: http://www.somewhereinblog.net/blog/nurubrl বলেছেন:
"তাদের অন্তর্নিহিত ভাব প্রকাশ করে আমাদের
মনের সংকীর্নতাকে প্রকাশ না করি"।

এইটা হইলো আধুনিকতার ভাষা। উনিও সংকীর্নতার ভয়ে কোন নারীকে কোলে নিতে দ্বিধা করবেন না মনে হয়। আধুনিকতা ও নারী অধিকারের নামে আমরা মেয়েদেরকে বেহায়া ও উলংগ করে ছেড়েছি। আধুনিকতা ও নারী অধিকারের নামে যা হোক, তার বিরুদ্ধে বলতে আমরা ভয় পাই।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: অনেকেই অনেক দিক টেনেছেন। কিন্তু আমি আমার কথা বলে যাই। পায়ের স্যান্ডেলকে পায়েই রাখুন আর মাথা টুপিকে মাথাতেই রাখতে হয়। উল্টাপাল্টা রাখলে অশোভনই হয়। একজন ভিসির চেয়ারের হাতলে বসে ফটোশেসন বেয়াদবী ছাড়া কিছুই নয়। কোথায় ভিসি আর কোথায় শিক্ষক। এটাকে যারা বড় মনের পরিচয় বলে সাপোর্ট করছেন তাদের অফিসের কাজের ছেলেটাকে আগামী সোমবার এইভাবে বসিয়ে একটা ছবি দেবেন। এবার দেখা যাক কত বড় মন আপনাদের। আমি মেয়েকে বলিনি। ধন্যবাদ।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১

মলাসইলমুইনা বলেছেন: ভাই সাইফুল ১৩৪০৫: শরতের এই শান্তি শান্তি দিনেও এতো কড়া কড়া কথা বললেন ! ভাই শিউলি ফুলের ঘ্রান নিন, মালা পড়ুন আর নরম করে বলুন | আমার ঢাকা ইউনিভার্সিটি ! মাননীয় শিক্ষকদের পড়াশোনায়,গবেষণায়,আচার ব্যবহারে উন্নতি না অবনতি কি যে হচ্ছে I আমি কনফিউজড ! বাই দ্যা ওয়ে, ভিসির চেয়ারের হাতলে বসা এই মহিলার পাবলিকেশন নিয়েই না ইউনিভার্সিটি ওফ শিকাগো চুরির অভিযোগ করেছে (ভুল হলে ধরিয়ে দেবেন প্লিজ )?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

সাইফুল১৩৪০৫ বলেছেন: কপি পেস্ট করা কি দোষের? আমিও তো আমার ভার্সিটিতে রিপোর্টের কাজ কপিপেস্ট মারছিলাম। তবে তা পাবলিশড করিবার অযোগ্য ছিল বলে স্যার আগেই ঘোষনা দিয়ে আমার আশার মুখে তালা মেরে দিয়েছেন। :D :P

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

রাফিন জয় বলেছেন: ধুর মিয়াঁ, বেডার কি শখ আল্লাদ নাই? ইট্টুস খানি দেখলেই আপনেরা লাইজ্ঞা যান এক্কেরে!

১৬| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৩

কূকরা বলেছেন: ছ্যা ছ্যা

১৭| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: সামান্য একটা ব্যাপার নিয়ে 'ত্যানা প্যাচানো' মানসিকতা বন্ধু করুন।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৯

সাইফুল১৩৪০৫ বলেছেন: আপনার চেয়ারের হাতলে আপনার অফিসের ছেলেকে বসতে দিবেন?

১৮| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটা ছবি আপলোড চাই আপনারও। আপনার মনের সংকীর্ণতা আছে কি নাই প্রমাণ করুন।
উপদেশ দেওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ,
নিজেকে প্রশ্ন করুন এটা আপনার মাঝে আছে কিনা।

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমি বলেছি টুপির জায়গায় টুপি আর জুতার জায়গায় জুতা রাখি। কাজের ছেলেমেয়েকে ওভাবেই দেখি। তাদের যত্ন আত্তি যতটা দরকার ততটাই করার চেষ্টা করি। কিন্তু আমার চেয়ারের হাতলে বসতে দিতে পারি না। এটা রীতিমত অশোভন ও অভদ্রতা দেখায় আমার চোখে। আপনার চোখে না দেখালে আপনিও বসান আপত্তি নাই। আমি বারবার বলতেছি ভিসির চেয়ারের হাতলে বসা অভদ্রতা। আপনি এটুকু কেন বুঝতেছেন না?

০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমি কি ভিসির সাথে তার ভিন্নকিছু টানছি নাকি? মনটা আপনার অন্যদিকে ছুটতে বুঝতেই পারছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.