নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরায় যা দেখেছি (১)

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৬

দীর্ঘদিন পর আবারও কী-বোডে আঙ্গুল রাখলাম। তবুও হয়তো আগের মতো সময় ও দরদ দিয়ে লিখতে পারব না। চাকরির সুবাদে কর্মস্থলের নানা জায়গায় ঘুরে বেড়াতে হয়। ঘোরাঘুরির সময় হাতের স্মার্টফোনের ক্যামেরায় কিছু ছবি ওঠাই। ছবি এডিট করাও জানি না। তাই কোনো প্রকার এডিট ছাড়াই মাঝেমাঝে আমার প্রিয় ছবিগুলো এই ব্লগে রেখে যেতে চাই। আমার ছবি আমার কাছে প্রিয়। হয়তো আপনাদেরও ভালো লাগবে এই প্রত্যাশায় শুরু করছি।

সবুজ-শ্যামল-গ্রাম বাংলা আজও তার অপরূপ সৌন্দর্যের পশরা সাজিয়ে রেখেছে। সবুজ আর সবুজ দেখলে আজও চোখ জুড়িয়ে যায়। হৃদয় ভরে ওঠে।

গ্রামের মেঠোপথ। বাই সাইকেল দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়াতে হয়েছিল। এত রূপ প্রিয় বাংলার!

ক্যামেরা একটু এদিক-ওদিক ঘুরিয়ে আগের রাস্তাটারই ছবি নিয়েছিলাম।

চারদিকে সবুজের সমারোহ। যদিও সবুজের ব্যাপ্তি মানব বসতির কারণে বহু কমে গেছে। ছবিটি জামালপুর জেলার সদর থানার ফৌজদারি এলাকার সামনে থেকে তুলেছিলাম।
সবগুলো ছবিই জামালপুর জেলার বিভিন্ন স্থান থেকে তোলা। একেবারে নতুন নতুন এলাকা থেকে তোলার কারণে জায়গাগুলোর নামও ঠিকমতো জানি না। যেহেতু আমি জামালপুরের স্থায়ী বাসিন্দা নই, তাই অনেক সময় সব এলাকার নাম জানাও সম্ভব হয় না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবিতে সমস্যা আছে। আকাশ জ্বলে গেছে।

০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১২

সাইফুল১৩৪০৫ বলেছেন: আসলে এতোবেশি রোদ ছিল যে মোবাইলের ক্যামেরায় আকাশ আনা যায়নি।

২| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভালো লেগেছে।

০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১২

সাইফুল১৩৪০৫ বলেছেন: ধন্যবাদ ভাই। উৎসাহিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.