নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
তুমি সুরম্য
সাইফুল ইসলাম সাঈফ
তোমার অন্তর উজ্জ্বল, তুমি সুরম্য
তোমাকে চাই প্রিয়, আমার কাম্য
দীর্ঘক্ষণ কেউই চিত্ত নাড়ায়নি, ভাবায়নি
এসো সানন্দে হৃদয়ে দিবো সম্মানি!
তুমি এসেছো আমার স্বপ্নে, খেয়ালে
তোমায় ভাবলে চিত্ত আমার দুলে!
এসো না! সংসার করি দুজনে
এসো না! থাকি মিশে কাননে!
অসময়ে ফুটলো ফুল, সুবাস ছড়ায়
সব রঙে রঙিন কে হারায়!?
এসময়ে এসে দিলাম আনন্দের বার্তা
জানো! না থাকার জন্য শূন্যতা!
তুমি শুধু উৎসাহ, প্রেরণা দিবে
তাতে চাওয়া মাত্র সব পাবে!
তোমায়, আমার খুব পছন্দ হয়েছে
তোমায় রাখতে চাই বুকে কাছে!
উভয়ে জ্বলজ্বল করবো এই জগতে
উঠবো প্রতিদিন সূর্যোদয় আগে, প্রভাতে!
কল্যাণকর হবে পৃথিবীতে ও পরজগতে
তোমায় নিয়ে থাকবো নিঝুম রাতে!
উত্তরা, ঢাকা।
২৫.১১.২৩
২| ২৬ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: সামনের বই মেলায় একটা বই প্রকাশ করুণ।
২৬ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: টাকা নাই...
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭
বিজন রয় বলেছেন: .
.
.
"তোমায়, আমার খুব পছন্দ হয়েছে
তোমায় রাখতে চাই বুকের কাছে"
............ বাহ! সুন্দর, সহজ, সরল প্রেম!!
লিখুন অনবরত।