নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
জান্নাত
সাইফুল ইসলাম সাঈফ
“জান্নাত” তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ
তোমার আগুনে পুড়ে একদম দগ্ধ!
তুমি আমার মনেরমত অতি পছন্দ
তুমি আমার হৃদয়ে ভীষণ আনন্দ!
তোমার জন্য-ই তো আমার অপেক্ষা
তুমি-ই আমার এতো দিনের আকাঙ্ক্ষা!
খোলো তোমার চিত্তের দরজা-জানালা
তোমার জন্যই তো আদৌ একেলা!
সানন্দে গ্রহণ কর আমায় উৎফুল্ল
একান্তে পেলে হবো, পাবো প্রফুল্ল!
তুমি রাজি হয়ে দাও সাড়া
তা-না হলে হবো উতলা আত্মহারা!
আমার যেরকম চাওয়া, তুমি সেরকম
তোমার মাঝেই শীতলতা, কঠোরই নরম!
তোমায় দেখলে, ভাবলে পাই প্রশান্তি
তোমার সঙ্গ পেয়ে দূর ক্লান্তি!
সাধ্যের মধ্যে চাওয়া করবো প্রাপ্তি
গহিন থেকে বলছি আমিই তৃপ্তি!
সহজে হারাও আমার বুকে নির্ভয়ে
সত্যি বলছি চিৎকারে তুমি হৃদয়ে!
প্রায় প্রত্যেকের ইচ্ছে পেতে জান্নাত
তোমার সাথে কাটাবো সুখের রাত!
তুমিই বুঝবে আর শুনবে কথা
তুমি নাই বিধায় যত ব্যথা!
উত্তরা, ঢাকা।
২৬.১১.২০২৩
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: জান্নাত লাভ করা চারটেখানি কথা নয়।