নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সারাদিন
সাইফুল ইসলাম সাঈফ
আজ সারাদিন বৃষ্টি হলো
আজ সারাদিন কেমন গেলো!?
রোদ জ্বলজ্বল নীল আকাশ
কিভাবে হবো বলো বিকাশ!?
আমি যে শেষ, শেষ
থাকি না কেন বেশ, বেশ!
সময় যে চলে যায়
কেন যে খালি হায়!
আসে না আসে না
বাসে না বাসে না!
শূন্যতা চায় কেবল পূর্ণতা
আমার যে শুধু ব্যকুলতা!
এদিন সেদিন চারদিক খুঁজি
বুঝি, বুঝি সবই বুঝি!
তবুও কিছুই করার নেই
রয়েছি আমি যেই সেই।
উত্তরা, ঢাকা।
০৩.১১.২০২৩
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: কবিতা টা মোটেও ভালো হয়নি।