নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অবয়ব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দেখো না অবয়ব সৌন্দর্য-
আয়নায়! কি চমৎকার দেহ, আশ্চর্য!
লাগে না দেখে নিজকে সুন্দর?
পছন্দ হয় না নিজ অন্তর?
কোন্ অঙ্গ তোমার ভীষণ মনোহর
দেখতে স্বীয় সুদর্শন তবুও পর!
অজস্র রূপে প্রায় প্রত্যেকে আসক্ত
তবুও আমরা অনেকে চাই মুক্ত!
পুরুষও হয় যৌন হয়রানির শিকার
খুব বিষাদে কাটে একা-বেকার!
একটি মানুষও থাকে না পাশে
অর্থ ছাড়া সব হারা শেষে...!
চিৎকার করি প্রতিমুহূর্ত নিরবে নির্জনে
কোনো লাভ নেই নিরাশ কাননে!
আমারও মেধা গুণ আছে বুঝলে
সাপোর্টের অভাবে সব আছে ঝুলে!
কত যতনে কঠিন শ্রমে ফলে
জিতলেই আসে কতজনে দলে দলে!
তোমার চেহারা না দেখা স্বপ্ন
হয়তো যাবে সব হবে ভগ্ন!
সবাই যুগল বা হয় জুটি
দিন শেষে পায় হঠাৎ ছুটি!
উত্তরা, ঢাকা।
০৩.১২.২০২৩
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: ভালো।