নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মানুষ
সাইফুল ইসলাম সাঈফ
পিতা আর মাতা, দুইজনের মিলনে
জন্ম নিলো সন্তান, শ্রেষ্ঠ চলনে।
তারাই বিভক্ত হলো দলে দলে-
খারাপ না, এটা পরিচয়, ফলে;
সৃষ্টি হলো জাতি, গোত্র, বর্ণে
নানা রকম, বিভিন্ন মতামত ধরণে।
তাই আমরা সবাই এক, সৃষ্ট
সুখ, হাসি, আর দুঃখ, কষ্ট!
যে যাই হোক মরি বাঁচি
প্রত্যেকের কিন্তু যে একই সূচি।
উত্তরা, ঢাকা।
২৬.০৯.২০২৩
২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: এইসব কবিতা, আজ থেকে ১০ বছর পর যখন আপনি নিজে পড়বেন। তখন আপনি লজ্জা পাবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪০
বিজন রয় বলেছেন: কবিতার বক্তব্য অনেক ভালো।
কিন্তু আপনার কবিতা লেখার রীতি এই সময়ের নয়।
এই বিষয়টি খেয়াল রাখুন।