নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
মাঝি চিন্তিত
সাইফুল ইসলাম সাঈফ
ঝড় এসেছে হঠাৎ
নৌকা দুলছে
মাঝি চিন্তিত
যেকোনো সময় ডুবে যেতে পারে
শান্ত ছিলো নদী
এখন কেনো হলো অশান্ত
তান্ডব চালচ্ছে তুফান
ভয়ে বলছে হে আল্লাহ আমায় বাঁচান!
আপনার কাছে আমার প্রাণ!
ক্ষমতাবান আমি নই
আল্লাহ শক্তিশালী আপনি
আমি স্বীকার করছি!
উত্তরা, ঢাকা।
২৪.১২.২০২৩
২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: হে হে--
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
বিজন রয় বলেছেন: এখানে মাঝি কি কবি?