নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
অর্ধচন্দ্র
সাইফুল ইসলাম সাঈফ
উৎসুক হয়ে চেয়ে আছি আসবে-
উঠবে চাঁদ, উঠবো ভোরে তবে।
তুমি পাশে থাকলে হবে যথাযথ
আমিও পালন করব সিয়াম যথার্থ
একা থেকে হয়নি ঠিক এখনো
না জাগতে পারলে, ডাকবে প্রাণো!
শহরের আকাশে অদেখা যায় চাঁদ
বাঁকা চাঁদ দেখার আনন্দ বাদ!
তবুও আসে রমজান, আহালান সাহালান
আত্মশুদ্ধি, সুবুদ্ধি, জাগে, করে আহ্বান।
কতদিনের স্বপ্ন একসাথে রাখবো রোজা
পাপ হচ্ছে প্রতিমুহূর্তে হবে সাজা।
এসো না! পাশে থাকো না!
পূর্ণ হবে জীবন, যাবে যাতনা।
রয়ে গেছি এখনো নিজে অর্ধচন্দ্র
পরিপূর্ণতা পাবে তুমি এলে বিনিদ্র!
উত্তরা, ঢাকা।
২৬.১২.২০২৩
২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৭
বিজন রয় বলেছেন: এটা তো অন্য অর্ধচন্দ্র!! আমি ভেবেছিলাম অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা দেওয়া।
তা কেমন চলছে আপনার?
অন্য ব্লগাদের পোস্টে মন্তব্য করেন না?
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩
সাইফুলসাইফসাই বলেছেন: আসলে সময় পাই না! পোস্ট করে চলে যাই।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: গার্বেজ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭
বাকপ্রবাস বলেছেন: পুরোচন্দ্র হবার অপেক্ষায় থাকলাম