নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
আমি বিস্মিত
সাইফুল ইসলাম সাঈফ
কত আগে হয়েছে ভোর, আলোকিত-
রোদে জ্বলজ্বল আকাশ, আমি বিস্মিত!
ওরা ঘুমে, বর্তমান সেই দীপ্তি
তবুও পাচ্ছে না চিত্ত তৃপ্তি।
ওরা ভয়ে! উৎপাদন করে অস্ত্র
ধ্বংস করার জন্য প্রকাশ্যে বিবস্ত্র!
বাতি যদি না জ্বলতো- অন্ধকার
কীভাবে পথ চলতে? সব আঁধার!
অস্বীকার করে কোনো লাভ নেই
শ্রেষ্ঠ-বিজয়ী, কর যত যাচাই।
উন্নত-অনুন্নত মানুষই, দেখা যায়
ভালো চিন্তার ব্যক্তিরা পর্বতের চূড়ায়।
শান্তি-সুখ প্রায় সবার প্রত্যাশা
তবুও আমরা দুখি, নিরাশ-হতাশা।
চাহিদা সকলে পূরণ হয় না
অর্জন করেও শেষে কিছু না।
পরিবর্তন করা এত সহজ না
যদিও মন বদলায়, সবার না।
একটু ভাবো না, পৃথিবী নিয়ে
শান্তি আনতে পারবে কী হৃদয়ে।
এত মতামত জগত জুড়ে অশান্তি
বেশিভাগ ভ্রান্তি, ক্লান্তি, কেবল যুক্তি।
আমরা বিভক্ত, আমরাই হচ্ছি রক্তাক্ত
সহজ সরল পথ কর উন্মুক্ত...
উত্তরা, ঢাকা।
২৩.০২.২০২৪
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও বিস্মিত।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।