নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
হাল
সাইফুল ইসলাম সঈফ
যেহেতু আশায় নেই, ভাষায় নেই
সেহেতু হাল ছেড়ে দিলাম হেই।
কল্পনায় নেই, নেই আঙ্গিনা জুড়ে
আমার কেবল মন পুড়ে, পুড়ে!
আমার স্বপ্ন তাহলে থাকলো বন্দি
কারো সাথে করবো না সন্ধি।
শেষ হয় না আমার লেখা
শেষ হয় না আমার শেখা।
চাওয়া হয় নাই কারো কাছে
তুমি করলে নিরাশ, সব মিছে।
কলম ছুঁইনা, কালিও ফুরায় না
নিজের রূপ দেখি প্রতিদিন, আয়নায়।
আমার চিন্তা আর যায় না
তাই খোঁচা দিতে ছাড়ে না।
সেক্টর-৫, উত্তরা, ঢাক।
০৫.০৩.২৪
২| ০৫ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২১
রাজীব নুর বলেছেন: ফালতু কবিতা হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর অনুভব