নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

!!!জায়নামনি ও একের পর এক আমার আক্কেলগুড়ুম মূহুর্তগুলি!!!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮



২০১২-২০১৩ এর এ্যাকাডেমিক ইয়ার শুরুর প্রথম দিন। বাচ্চাদেরকে নিউ ক্লাসের নিউ টিচারদের কাছে হস্তান্তর করলেন পুরোনো ক্লাসের টিচারেরা। আমিও যথারিতী প্লে-গ্রুপ টিচারের কাছ থেকে আমার নার্সারী ক্লাসের এক ঝাঁক নতুন বাচ্চা নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলাম।



ক্লাসে ঢুকেই কিছুক্ষন মজা করে তাদের সাথে নাচ, গান, নার্সারী রাইমস এমনকি একটুখানি মজা মজা এক্সারসাইজও করে ফেললাম। উদ্দেশ্য তাদেরকে নতুন ক্লাসের নতুন এই আমি টিচারের কাছে একটু সহজ করে তোলা।একটু পর টিফিন খাওয়া শেষ হলে আমি ওদেরকে গল্প শুনাতে বসলাম। প্রথমেই পড়ে শুনালাম "মাই ফার্স্ট ডে এ্যাট প্রিস্কুল" বইটা। যেখানে একটা বাচ্চা ও তার প্রথমদিন স্কুলে আসার নানা রকম অভিজ্ঞতা লেখা হয়েছে। মজার সেই বইটা পড়ে শেষ করবার পরও ওরা আরও আরও গল্প শুনতে চাইলো। মিস আরেত্তা বলো, আরেত্তা বলো।





তখন আমি মিঃ মেন সিরিজের মিস চ্যাটারবক্স বইটা টেনে নিলাম। এইখানে অবশ্য আমার একটা গুঢ় অভিসন্ধি ছিল যেন মিস চ্যাটারবক্সের গল্পটা শুনে ওরা প্রথম দিনেই বুঝে যায় বেশি কথা বলার কত বিপদ আর ক্লাসে যেন বেশি বক বক করে বেশি ঝামেলাও না করে । মিস চ্যাটারবক্স গল্পে মিস চ্যাটারবক্স এত কথা বলতো যে সে যেখানেই জব করতে যেত সেখানেই কথা বলতে বলতে কোনো কাজই শেষ করতে পারতোনা।এইভাবে চাইনিজ রেস্টুরেন্ট, ব্যাংক, শপিং মল সবখানেই জব হারালো সে। যাইহোক মিস চ্যাটারবক্সের গল্পটা ওরা খুব মন দিয়ে শুনলো।



যখন বলছিলাম মিস চ্যাটারবক্স সেস, চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট তখন ওরা হেসে গড়াগড়ি খাচ্ছিলো। এরপর টিফিন খাওয়া শেষ হতে আমি ওদের সবাইকে একটা করে পেপার দিয়ে ছবি আঁকতে বসালাম। ছবি আঁকা শুরুর আগে আমি বললাম,

: লিসেন চিলড্রেন, নাও উই আর গোইং টু ড্র মিস চ্যাটারবক্স’স পিকচার। সি, মিস চ্যাটারবক্স হ্যাজ শর্ট হেয়ার লাইক দিস, হার ড্রেস ইজ লাইক দ্যাট......... আমি সাথে সাথে বোর্ডে ড্র করে দেখাতে লাগলাম আর বুঝাতে লাগলাম ওরা কেমন করে আঁকবে। হঠাৎ একটা পিচকি হাত উঠালো। আমি ওর দিকে তাকাতেই সে বললো,

: মিস আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং .....

: ওকে.....

: মিস আ হ্যোয়াইল ব্যাক ইউ টোল্ড আস আবাউট মিস চ্যাটারবক্স এ্যান্ড উই স্য দেয়ার টু মাচ টকিং ওয়াজ ভেরী হার্মফুল ফর হার এ্যান্ড দ্যাট লেডি ওয়াজ ডিসগাস্টিং। সি মেড অল অফ হার কাস্টোমারস বোরড এ্যান্ড টায়ার্ড বাই ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড ইউ নো মিস, নাও ইউ আর অলসো ডুইং দ্যা সেইম থিং। ইউ আর ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড মেকিং আজ বোর্ড এ্যান্ড টায়ার্ড! সো ইউ স্যুড স্টপ ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক।

আমার অবস্থা তখন.........:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*





আরেকদিনের কথা- লজিক্যাল জায়না

আমি ওদেরকে পড়াচ্ছিলাম ওয়ান ওয়ান ইলেভেন, ওয়ান টু টুএল্ভ, ওয়ান থ্রী থার্টিন, ওয়ান ফোর ফোর্টিন, ওয়ান ফাইভ ফিফটিন......এমন সময় জায়না হাত উঠালো, মিস স্টপ প্লিজ! আমি ভয়ে ভয়ে বললাম, হ্যোয়াটস রং? সে বললো, মিস নাথিং ইজ রং, অনলি ইউ আর রং।

:ইজ দ্যাট সো?

: ইয়েস মিস। ইউ টোল্ড ওয়ান ওয়ান ইলেভেন। ইট স্যুড বি ওয়ান ওয়ান ওয়ানটিন, ওয়ান টু টুটিন, ওয়ান থ্রী থার্টিন এ্যান্ড ইউ মেড মোর মিসটেক মিস।

: মোর? হ্যোয়াট'স দ্যাট জায়না?

: ইউ সেইড, ওয়ান ফাইভ ফিফটীন, ওয়ান ফাইভ স্যুডেন্ট বি ফিফটীন মিস। এ্যাকচুয়ালী ইট হ্যাজ টু বি ফা---ই--ভ---টি---ন এন্ড ...........:-*

মাই গড!!! এই পন্ডিৎ পিচ্চিকে নিয়ে কই যাই আমি!!!!:-*



আরেকদিনের আক্কেলগুড়ুম কাহিনী-

ওদের ছুটি হতে তখন আর ১৫ মিনিটসের মত বাকী আছে। আমি বললাম, ওকে লেটস ডু রাইমস। ওরা যথারিতী নো নো মিস টেল আস স্টোরী!! কি আর করা ! আমি ঢঙ্গ ঢাঙ্গ করে বললাম, ওকে চিলড্রেন আই উইল টেল ইউ আ স্ম---ল স্টোরী। ওমনি পন্ডিৎ জায়না ঠাস করে উঠে দাঁড়ালো, এক্সিউজ মি মিস। ইউ আর ইউজিং দ্যা রং ওয়ার্ড ইন দ্যা রং প্লেস। আমি তো বাকহরা এমনিতেই! ওর মিস স্টপ প্লিজ শুনলেই আমার প্রাণ উড়ে যায়।হা করে তাকিয়েই আছি এই পিচকি বলে কিরে বাবা!!! সে আমার আক্কেল গুড়ুম বাকহরা অবস্থা দেখে বললো, ইউ হ্যাভ টু সে, চিলড্রেন আই উইল টেল ইউ আ শর্ট স্টোরী নট স্মল ওকে? মিস ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ইউজ প্রপার ওয়ার্ড ইন প্রপার প্লেস।:-*:-*:-*:-*:-*



জায়না যখন একজন অভিজ্ঞ বিউটিশিয়ান ও হেল্থ এক্সপার্ট- একদিন আমাদের ভাইস প্রিন্সিপাল এসেছেন ক্লাস ভিজিটে। উনি একটু হেলদী।জায়নাকে দেখে উনি বললেন, গুড মর্নিং জায়না। হাও আর ইউ ডুইং? জায়না অভিজ্ঞের মত মাথা নাড়িয়ে বললো, আই এ্যাম ডুইং ফাইন মিস বাট আই থিংক ইউ আর নট ডুইং দ্যা রাইট থিং। ভাইস প্রিন্সিপাল তো অবাক! উনি বললেন, মি!!!! হ্যোয়াট ডিড আই ডু জায়না? জায়না বললো, মিস ইউ আর গেটিং টু মাচ ফ্যাটি। ইউ স্যুড গো টু জিম। ইউ নো ইফ ইউ গো টু জিম, ইউ উইল ল্যুজ ইওর ফ্যাট, নাও ইউ আর লুকিং ফ্যাটি এ্যান্ড আগলি এ্যাজ ওয়েল, সো ইউ স্যুড থিংক অফ ইট মিস, ইফ ইউ আর ফ্যাটি এ্যান্ড আগলি নোবডি উইল লাইক ইউ এ্যান্ড মে বি ইওর হ্যাজবান্ড উইল অলসো নট লাভ ইউ এনিমোর। মে বি হি উইল নট লাইক ইউ এ্যান্ড …………………

ভাইস প্রিন্সিপালের সাথে সাথে আমিও তখন :-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-* আমি অবশ্য :-* এর সাথে সাথে টেবিলের তলা খুঁজছিলাম কিছুক্ষন নিজেকে আড়াল করার আশায়। :(



জায়না যখন পলিটিশিয়ান-

একদিন সে অনেক অনেক বেশী এগ্রেসিভ আচরণ শুরু করলো। একে মারছে, ওকে খামচি দিচ্ছে। আমি প্রথমে ওকে বুঝালাম , জায়না ইফ ইউ বিহেভ লাইক দ্যাট নোবডি উইল বি ইওর ফ্রেন্ড। ডু ইউ নো ইফ ইউ বিহেভ গুড উইথ আদারস এভরিওয়ান উইল হেল্প ইউ, এভরিওয়ান উইল লাভ ইউ ব্লা ব্লা ব্লা.......

কিন্তু তারপরও জায়নার বিহেভিয়ারে কোনো পরিবর্তন হলোনা। সে তারপরও ক্ষনে ক্ষনে একে খামচি ওকে ভেংচি দিতেই লাগলো। তখন আমি রাগ করে বললাম, জায়না নাও আই এ্যাম রিয়েলি গেটিং টু মাচ এংরী উইথ ইউ বিকজ ইউ আর নট লিসনিং টু মি। ইউ আর নট বিহেভিং ওয়েল উইথ আদারস আফটার সেভেরাল রিমাইন্ডারস।সো ইউ ক্যান নট গো টু গেমস ক্লাস নাও। ইউ হ্যাভ টু স্টে ইন দ্যা ক্লাসরুম ফর ২০ মিনিটস।

তখন জায়না কয়েক সেকেন্ড কি যেন ভাবলো তারপর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললো, মিস ডু ইউ নো ওয়ান থিং?

: হ্যোয়াট?

: ইউ আর ভে---র---র---রী প্রিটি!!!! আমি তো এ কথা শুনে যেমনি :-* তেমনি:)B-):D হয়ে গেলাম!!!!!!!!!!!!

বললাম রিয়েলী!!! আর ইউ শিওর? সে বললো, ইয়েস মিস ইউ আর জাস্ট লাইক আ রিয়েল ফেইরি প্রিন্সেস!!!!!! বলেই সে আমাকে জড়িয়ে ধরে হাজার হাজার কিস দিতে শুরু করে দিলো। তখন কি আর তাকে কোনো শাস্তি দেওয়া যায়!! হাজার হোক আমাকে আমার স্বপ্নের এ্যান্জেল থেকে রিয়েল এ্যান্জেল বানিয়ে দিয়েছে আমার প্রিয় জায়নামনি!!!!:):):).........:P



জায়না যখন একজন বিশিষ্ঠ তরিৎকর্মা প্রতুতপন্নমতি গল্পকার-আমি একদিন আমার রচিত হাবলুর খাতা গবলুর গাছের গল্প বললাম আমার প্রাণপ্রিয় দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি বেবিদেরকে এবং তাদেরকে বললাম জানো এই গল্পটা কিন্তু আমি লিখেছি। গল্পের পড়ালেখায় লাড্ডুগুড্ডু হাবলু কিভাবে একটা দুই শূন্য পাওয়া পরীক্ষার খাতা বাড়ির উঠোনে পুতে রেখে একদিন জ্যাক ইন দ্যা বিন স্টকের মত খাতার গাছ গজিয়ে উঠতে দেখলো আর তারপর সেই খাতার পাতায় প্রাকটিস করে করে কিভাবে পড়ালেখায় ভালো হয়ে উঠলো। এমনকি ফাইনাল পরীক্ষায় প্রথমও হয়ে গেলো সেটাই ছিলো গল্পের মূল প্রতিপাদ্য। গল্পটা শুনে কিছুক্ষনের মধ্যে জায়না বললো, মিস আমিও একটা গল্প বলতে চাই এ্যান্ড ইটস আ রিয়েল স্টোরী মিস। আমি বললাম তাই নাকি! বলোতো শিঘরী! শুনিতো তোমার গল্পটা। জায়না দাঁড়িয়ে গেলো গল্প শোনাতে, একদিন ওর বাবা নাকি একটা ডেইরীমিল্ক ফ্রুট এ্যান্ড নাট দিয়েছিলো ওকে। সে সেটা আধাটা খেয়ে বাকি আধাটা পুতে রেখেছিলো ফুলের টবে। পরদিন সে নাকি দেখলো ছোট্ট একটা গাছ আর সেইগাছ কিছুদিনের মাঝে বড় হতেই সে পেয়ে গেলো বিশাল বিশাল সব ডেইরী মিল্ক ফ্রুট এ্যান্ড নাট চকলেট আর এই কাহিনী নাকি ১০০% সত্যি। প্রমান স্বরূপ সে পরদিন ক্লাসের সবার জন্য ডেইরী মিল্ক ফ্রুট এ্যান্ড নাট চকলেট নিয়ে আসার প্রতিশ্রুতি জানালো।B-)





একদিন হঠাৎ জায়নামনি হতে আমার অপ্রত্যাশিত ও বিরল সন্মাণনা বা পুরষ্কার প্রাপ্তি-

ক্লাসে যাই করানো হয়, পড়ানো হয় বা শেখানো হয় জায়নামনি যেন আগে থেকেই সবকিছু ওর মত করে জেনে, বুঝে, শিখে বসে আছে। সে পারে তো উল্টা আমাদেরকেই শিখিয়ে দেয়। যাইহোক এ্যানুয়াল শোতে এবার আমি ওদেরকে ব্যালে ডান্স করাবো ঠিক করলাম। তো আমি ওদেরকে ব্যালে ইন্ট্রোডিউস করাতে খুব সুন্দর একটা ব্যালেরিনা ড্রেস ও জুতা পরা চুড়ো করে চুলবাঁধা ফুটফুটে একটা পিচ্চি মেয়ের ছবি দেখালাম। এরপর আমি ডিভিডিতে একটা সফ্ট ভারী সুন্দর মিউজিকের সাথে মেয়েটার নাচ দেখানো শুরু করলাম। জায়নামনি এই প্রথম মহা মুগ্ধ হয়ে গেলো ও অপার বিস্ময়ে, মুগ্ধতায় স্তব্ধ হয়ে নাচটা দেখতে শুরু করলো। ওর চোখ দুটো তখন জ্বলজ্বলে হীরের মত দ্যুতি ছড়াচ্ছিলো। নাচ শেষে আমি যখন বললাম, এবারে এই নাচটা তোমাদেরকে শেখানো হবে, ঠিক এমন সুন্দর একটা ড্রেস পরে, জুতা পরে , এইভাবে চুল বেঁধে তোমরা নাচ করবে....... এত টুকু বলতেই জায়নামনি মহা বিস্ময়ে, মুগ্ধতায় অভিভুত হয়ে গেলো। সে দৌড়ে এসে আমাকে বললো, মিস ইউ আর আ ভেরী গুড টিচার!!! আমি তো চমকে উঠলাম !!!!মহা অবাক আমি!!! মনে হয় ওর এই প্রশংসায় আমি ঠাস করে পড়েই যাচ্ছিলাম আর একটু হলে। এই প্রথম আমি জায়নামনিকে মুগ্ধ করতে পেরেছি ও জায়নামনি হতে বিরল সন্মাননা গুড টিচার উপাধি পেয়েছি। এর চাইতে বড় বিস্ময় আর কি হতে পারে!:-*





জায়নামনি যখন দারুন সত্যবাদী ও টিচারের কথার এক নিষ্ঠ সমর্থক-

সকালবেলার এ্যাসেম্বলীতে প্রিন্সিপ্যাল বেবিদেরকে উপদেশ দিলেন। চিলড্রেন, উইন্টার ইজ কামিং সো ইউ স্যুড থিনক এবাউট দ্যা পুওর পিপল টু। প্লিজ হেলপ দেম এ্যজ মাচ এ্যাজ ইউ ক্যান। এভরিবডি স্যুড বাই এ্যাটলিস্ট ওয়ান ওর টু ওয়ার্ম ক্লথস ফর দেম। ইউ ক্যান গিভ দেম ইওর ওল্ড ওয়ার্ম ক্লথস টু।



হঠাৎ আমার জায়নামনি হাত উঠালো। প্রিন্সিপাল তাকে ডাকলো। জানতে চাইলেন, সে কি বলতে চায়। সে গট গট করে হেটে গিয়ে এক স্কুল স্টুডেন্ট টিচার ও অন্যান্য স্টাফদের সামনে দাঁড়িয়ে বললো।



:মিস উই স্যুড নট গিভ দেম এনিথিং। প্রিন্সিপালের চোখ তো ছানাবড়া, দইবড়া বা রসগোল্লার মতই মনে হয় হয়ে গেলো। মুখখানা পৌষমাসের প্রারম্ভেও যেন আষাড়ের কালীমাখা আকাশ। তিনি বললন হ্যোয়াই? হ্যোয়াই আর ইউ টকিং লাইক দ্যাট বেবি ? সে বললো, বিকজ আওয়ার টিচার সেস দ্যাট। উই স্যুড নট গিভ দেম এনিথিং, উই স্যুড নট হেল্প দেম , বিকজ দে আর থিফ, দে আর রোবার, দে আর ব্যাড, দে আর .... ....... ......... সবার দৃষ্টি তখন বিদ্যুৎ চমকের ন্যায় চমকিত হয়ে জায়নাকে ছেড়ে আমার দিকে বিদ্ধমান । আমি তো আর একটু হলে মাথা ঘুরে পড়েই যেতাম অনেক কষ্টে ফ্লাগস্টান্ডটা ধরে যাও বা রক্ষা পেয়েছি আর কি। যাইহোক তাড়াতাড়ি কে ওকে থামালো, কে ওর মাইক অফ করলো, কি করে এসেম্বলি শেষ হলো কিছুই জানিনা আমি আর। শুধু একটু পরে প্রিন্সিপ্যালের রুমে নিজেকে আবিষ্কার করলাম।



প্রিন্সিপালের রুমে আমার বয়ান-

কিছুদিন আগে জায়না আমাকে প্রশ্ন করেছিলো, মিস হ্যোয়াই সাম পিপল স্লিপ অন দ্যা রোড? আমি বলেছিলাম বিকজ দে ডোন্ট হ্যাভ হাউজ লাইক ইউ বেবি, দে আর পুওর, দে ডোন্ট হ্যাভ নাইস ড্রেস লাইক ইউ, দে ডোন্ট হ্যাভ নাইস ফার্নিচার, দে ডোন্ট গেট ফুড প্রপারলি…… দে কাম ফ্রম ভিলেজ, দে ওয়ার্ক ইন ঢাকা সিটি ফর মানি। দে আর ভেরী আনলাকি ইউ নো?

সেসব শুনে ছোট ছোট বাচ্চাগুলোর চোখ ছলছল করে উঠেছিলো। আমার খুব ভালো লেগেছিলো যে তারা মানুষকে ভালোবাসে। ধনী পরিবারে জন্ম নিয়েও আর্ত মানুষের সেবায় একদিন নিশ্চয় নিজেদেরকে নিয়োজিত করবে। এরপরদিন ওর মা এসে আমাকে বললো, মিস কি বলেছেন আপনি জায়নাকে সে তো কাল সারারাত কান্না রাস্তার মানুষগুলোকে এনে তার বাসায় যেসব রুম খালি পড়ে আছে সেখানে ঘুমাতে দিতে হবে। এই নিয়ে অনেক ঝামেলা করেছে সে কাল রাতে। এটা শুনে আমি জায়নাকে কাছে ডেকে নিয়ে বললাম, জায়না আম্মুকে এইভাবে আর কখনও ডিস্টার্ব করোনা বেবি। যাকে তাকে আননোন অর স্ট্রেন্জারকে তো বাসায় রাখা যায়না জায়নাবেবি। সে আমাকে আস্ক করলো হ্যোয়াই? হ্যোয়াটস দ্য প্রবলেম উইথ আননোন পিপল? আমি বললাম অল স্ট্রেন্জারস মে নট বি গুড। দে মে বি থিফ, দে মে বি রোবার অর ব্যাড সো উই ক্যান নট গিভ দেম শেল্টার এ্যাট আওয়ার হোম বিকজ উই ডোন্ট নো দেম। সো সামটাইমস উই ওয়ান্ট টু হেল্প দেম বাট উই ক্যান্ট হেল্প দেম বেবি।

এসব শুনে জায়না চুপ করে গেলো। মেনে নিলো আমার যুক্তি। জায়না অনেক চালাক একটা মেয়ে। কিছুদিন আগেই সে দেখেছে তার পাশের ফ্লাটে কাজের ছেলে আর দারোয়ান দুজন মিলে সেই বাসায় ডাকাতি করা ঘটনাটি। কাজেই রোবারি কি সে খুব ভালোই জানে। যাই হোক এসব কিছুর ফলশ্রুতিতেই সে সেদিন সবার সামনে অস্বীকৃতি জানালো গরীবদেরকে হেল্প করতে আর এটাও জানিয়ে দিলো যে, সে শিক্ষা সে তার প্রানপ্রিয় টিচারের থেকেই পেয়েছে। কি আর করা!!! রক্ষে করো জায়নামনি। :((:((:((





জায়না ও তার বয় ফ্রেন্ডরা-

একদিন সকালে হঠাৎ জায়না এসে আমাকে জানালো,

:মিস ইউ নো? ফ্রম নাও আবরার ইজ মাই বয়ফ্রেন্ড!

আমি শুনেও না শোনার ভান করে এড়িয়ে গেলাম। কিন্তু জায়নামনি সবার সামনে গলা ফাটিয়ে তার নব্য বয়ফ্রেন্ডকে শিক্ষা দীক্ষা দিতে শুরু করলো।

: লিসেন আবরার, ফ্রম নাও ইউ আর মাই বয়ফ্রেন্ড ওকে? সো ইউ উইল অলওয়েজ বি উইথ মি। নেভার সিট উইথ আদার গার্লস। বয়ফ্রেন্ডস স্যুডেন্ট সিট বিসাইড এনি আদার গার্লস এক্সেপ্ট হিজ গার্লফ্রেন্ড।



আমি তাড়াতাড়ি ওকে ঠেকাতে সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে বোর্ডের সামনে ম্যাটে বসালাম। এটা ওটা বলার পর বললাম চিলড্রেন আই থিংক আফটার আ লং হলিডে ইউ আর ভেরী এক্সাইটেড এ্যান্ড হ্যাপী( আমার গুরুতর আলোচলার লঘু সুত্রপাত আর কি) এ্যান্ড স্পেশালি জায়না ইজ ভেরী হ্যাপী বিকজ সি মেড আবরার হার বয়ফ্রেন্ড। বাট জায়না ডু ইউ নো দেয়ার আর সাম বয় এ্যন্ড গার্লস ইন আওয়ার ক্লাস এ্যান্ড উই অল আর ফ্রেন্ডস। নাও উই উইল নট কল এনিওয়ান বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড । হোয়েন ইউ উইল গ্রোন আপ, ইউ উইল বি এইটিন ইয়ারস ওল্ড দেন অনলি ইউ ক্যান মেক বয়ফ্রেন্ড এ্যান্ড গার্ল ফ্রেন্ড বাট নাও উই আর অল ফ্রেন্ডস ওকে? সো ডোন্ট মেক এনিওয়ান স্পেশাল অর বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড ওকে? ইফ ইউ ডু লাইক দ্যাট ইওর আদার ফ্রেন্ডস উইল বি আপসেট, ইজন্ট দ্যাট ? সো এভেরিওয়ান ইজ এভরিওয়ানস ফ্রেন্ড।

তো সবাই খুব মন দিয়ে শুনলো জায়নাও হু হা করে মাথা নাড়লো। কিন্তু কিছু পরেই সে তার বয়ফ্রেন্ড ছাড়া অন্য কারো সাথে বসতে অস্বীকৃতি জানালো। তো আমি তাকে বললাম জায়না হ্যোয়াটস রং এগেইন? সে বললো, ডোন্ট ইউ নো? আবরার ইজ মাই বয় ফ্রেন্ড? আই হ্যাভ টু সিট বিসাইড হিম। তারপর সে বললো, ও আবরার ইউ আর মাই বয়ফ্রেন্ড। আই লাভ ইউ সো মাচ, আই কান্ট লিভ উইদাউট ইউ ফর আ সেকেন্ড.... ইত্যাদি ইত্যাদি ও ইত্যাদি!!! কি আর করা? ছুটির পর ওর মাকে ডেকে বললাম সকল ঘটনা। ওর মা বললো নিক চ্যানেল দেখে দেখে নাকি সে সেসব শিখেছে। যাই হোক আমি আমার এ্যাডভাইস বললাম মাকে। আমি বললাম ওকে বলবেন, সবাই আমরা ফ্রেন্ড। মা সন্মতি জানালো কারন তিনি একজন কো-অপারেটিভ মাদার, তিনি টিচাদের হেল্প চান প্রায়শই এবং জায়নাকে সামলাতেও, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বাড়িতে অনেক খানেই বেগ পেতে হয় তাকে।



যাইহোক পরদিন সকালে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর মা ওকে স্কুলে পাঠালেন। ক্লাসরুমে ঢুকেই জায়না ঘোষনা দিলো, লিসেন, ফ্রম নাও নোবডি ইজ স্পেশাল সো অনলি আবরার ইজ নট মাই বয়ফ্রেন্ড।অনলি হি ইজ নট স্পেশাল টু মি। এভরিবডি ইজ স্পেশাল! মাই মাম টোল্ড অল আর মাই ফ্রেন্ডস এ্যান্ড অল আর স্পেশাল। সো আই ডিসাইডেড ফ্রম নাও ইচ ডে ইচ বয় উইল বি মাই বয়ফ্রেন্ড। সো ইয়েসটারডে আই মেড আবরার মাই বয় ফ্রেন্ড বাট টুডে সাহিল উইল বি মাই বয়ফ্রেন্ড, টুমোরো ইহাব উইল বি মাই বয়ফ্রেন্ড, ডে আফটার টুমোরো জুনাইন উইল বি মাই বয়ফ্রেন্ড........... হ্যাপী????



আমার অবস্থা -#:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*



মাই গড!!!!! তোকে বললাম এখন বয়ফ্রেন্ড বানানো স্থগিত রাখতে । সময় এখনও পড়ে আছে তা না তুই এখন আসলি রোজ একটা করে নিউ নিউ বয় ফ্রেন্ড বানানোর পরিকল্পনা ডিসাইড করে!!!! :-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*:-*



যাই হোক এই আমার জায়নামনি। যদিও আমি রিয়েল নামটা ব্যাবহার করার পরিবর্তে ছদ্মনাম ব্যাবহার করেছি তবে আমার এই ছদ্মনামের জায়নামনির সত্যিকারের অসাধারণ অবিস্মরণীয় আক্কেল গুড়ুম মুহুর্তগুলি আমাকে উপহার দেবার ঘটনাবলী আরও বেশী স্মরণীয় করে রাখার জন্য আমি সেসব ব্লগের পাতায় লিখে রাখলাম এবং পুরো বছর জুড়েই তার কান্ডকীর্তি লিখে রাখবার ইচ্ছা আছে আমার। এটা শুধুমাত্র ফার্স্ট টার্মের কিছু ঘটনাবলী। সেকেন্ড টার্ম শুরু হলে বাকী ঘটনাবলীও নিয়ে আসবো ইনশাল্লাহ আর তারপর ফাইনাল টার্মের ঘটনাবলী।



ইমন জুবায়ের ভাইয়ার মৃত্যু মনকে আছন্ন করে রেখেছে তার মত একজন কির্তীমান ব্লগার,রাইটার এবং জ্ঞানী মানুষের দেখা আর কখনও এখানে পাবো কিনা জানিনা। তবে আমি আশাবাদী মানুষ। কখনও আশা হারাইনা। গতবছর যাদের লেখা পড়ে পড়ে মুগ্ধ হয়েছি এবং যাদের মধ্যে সত্যিকারের ভালো লেখকের সম্ভাবনার ছায়া দেখতে পেয়েছি আমার মতে মনে হয়েছে আর কি।



অপূর্ণ- যার চিন্তাভাবনা যুক্তিতর্কের শানিত ধারে আর লেখনীর গুণে মুগ্ধ হয়েছি। সিরাজ সাঁই- সত্যি কথা বলতে শুধু সঙ্গীত নিয়ে লিখলেও যাকে আমার আরেকজন ইমন জুবায়ের ভাইয়াই মনে হয়েছে। শের শায়রী- আরেকজন ভালো লেখকের ছায়া। রাতুল শাহ - এই ভাইয়াটাকে আমার একটু আলসে মনে হয় অথবা হয়তো ইন্জিনিয়ারিং পড়াশোনাটা নিয়ে একটু বেশিই বিজি থাকতে হয় তাকে তাই লেখালিখি কম কম হয়। তবে নিসন্দেহে আলকাপ বা আরও দু একটা লেখা দেখে বোঝা যায় চাইলেই ভাইয়াটা সবাইকে ছাড়িয়ে যাবে। তামিম ইবনে আমান- আরেকজন সম্ভাবনাময় ব্লগার + রাইটার। অন্যান্য দিকে ব্যাস্ততা কমিয়ে লেখালিখিতে মন দিলে পিচ্চিটাকে ঠেকায় কে! মুশাসি- তার লেখায় একটা কোমল মধুর ভাব আছে যা আমাকে টানে। কালা মনের ধলা মানুষ- আরেকজন জেন্টেল কোমলমতী ভাইয়া। লেখালিখিটাও ভাবিয়ে তোলে। কাল্পনিক ভালোবাসা- ভাইয়াটা লেখার মাঝে টেনে নিয়ে যায় আমাদেরকে যেন গল্পছলে। চেয়ারম্যান- তার নামটা দেখলেই বা মনে পড়লেই চোখে ভাসে সদা হাস্যজ্বল এক দুষ্টু দুষ্টু ভালোমানুষ ভাইয়া। যার জীবনে বুঝি কোনো দুঃখই নেই। সবাইকে হাসিখুশী রাখার যেন ব্রত নিয়েছে ভাইয়াটা। কবি শহিদুল- এত্তটুকুন বয়সে এমন সব কবিতা দেখে মুগ্ধ হই!!!এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা- ব্লগার মানে সত্যিই আসলে কি, স্বর্ণা আপুনিটা বুঝি আমাদেরকে সত্যি সত্যিই শিখিয়ে দেবে। এই এক্সপ্লেনেশনে যাবোনা। একদিন আপুটাকে নিয়ে আস্ত একটা পোস্টই দিতে হবে। হৈমন্তী- আপুটা যদিও অনেক কম কম লিখেছে তবুও আমার কাছে সে কেনো এত প্রিয় বলতে পারবোনা। কিছু কিছু ভালোলাগা ভালোবাসা ব্যাখ্যার অযোগ্য! তার মাঝেও মাতিয়ে রাখা বা ইচ্ছে করলেই এক হাত দেখিয়ে দেবার লুক্কায়িত সম্ভাবনা আমি কেনো যেনো দেখতে পাই জানিনা। গ্রাম্যবালিকা- মজার একটা আপু!!! লেখাগুলোও মজার!!! ফারাহ দিবা জামান- একজন সত্যিকারের কবি বা শিল্পীর যতটুকু আবেগ বা ভালোবাসা থাকে বিধাতা যেন তার চাইতেই বেশি কিছু দিয়েই গড়েছেন তাকে। শামীম আরা সনি- প্রথমদিকে একটু ভয় ভয় লাগতো। কিন্তু প্রতিবাদী চেহারার এই আপুটাকে এখন অনেক অনেক চিনি ও বুঝি। তার লেখাগুলোও দারুণ হচ্ছে। শুকনোপাতা- আমি তার গল্প পড়ে তার ফ্যান হয়ে গেছি।

অপু তানভীর- আমার অপুভাইয়ার নাম প্রিয় গল্পকারের স্থানে না নিলে ভাইয়াটা তো মনে হয় রাগ করে আমার সাথে কথাই বলবেনা আর। আর আসলেই ভীষন ভালোবাসি পিচ্চি ভালোমানুষ ভাইয়াটাকে আর তার প্রতিনিয়ত প্রেমেপড়ার মজার মজার গল্প গুলোকে।এছাড়া মেহদীভাইয়ার যৌক্তিক আলোচনা সমালোচনার ক্ষমতা আমাকে কিছু জায়গায় মুগ্ধ করেছে। সালমামনির দুষ্টুমী আর মজার মজার লেখা, রাফাতভাইয়ার মুগ্ধ করা স্কেচ আর আরমানভাইয়া সহ আরও অনেকের মানবতা বা সেবামূলক কার্য্যক্রমগুলো আসলেই চোখে পড়ার মত।



নতুন বছরে আরও আরও সুলেখক, জ্ঞানী, গুণী ও ভালোমনের ব্লগার ও মানুষগুলোয় ভরে উঠুক আমাদের সামহ্যোয়ারইনব্লগ।



সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা!!!!

মন্তব্য ৩৯৫ টি রেটিং +৮৩/-০

মন্তব্য (৩৯৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফাষ্টু হই!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: না পড়েই ফাস্টু হয়ে গেলা???

নাহ পড়াশুনার আর দাম নেই বুঝা গেলো!!!:(



ভাইয়া না পড়েই ফাস্টু হবার জন্য অনেক অনেক শুভকামনা।:)

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

প্রিন্স হেক্টর বলেছেন: ১ম +

বড় পোষ্ট, পড়তিছি :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: ওকেভাইয়া মন দিয়ে পড়ো।:)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

ফারাহ দিবা জামান বলেছেন: হায় হায় আপু তুমি এটা করলে কি!
লেখাটা পড়ে হাসছিলাম,
আর আস্তে আস্তে পড়ছিলাম,
ভাবছিলাম,
এখনকার বাচ্চারা তো কঠিন অবস্থা।
আমি কিছুদিন চিটাগং মাস্টার মাইন্ডে ছিলাম।
কঠিন অবস্থা।
এ লেভেলের এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল বয় ফ্রেন্ড আছে কিনা।
বোঝো অবস্থা!
বিজনেস স্টাডিজ পড়াতাম।
২০০৬ এর কথা।
আর হাসতে হাসতে শেষে আমার সম্বন্ধে যা লিখেছ-
পড়ে আবেগপ্রবন হয়ে গেলাম,আপু।

খুব লজ্জা পেলাম আর একি সাথে কৃতজ্ঞতা অনুভব করছি।
তোমার ভালবাসা আর আদর মুঠো ভরে নিলাম।
ভালো থেকো তুমি।
অনেক,
অনেক।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

শায়মা বলেছেন: আপুনি আমি জীবনে জায়নামনির মত কঠিন অবস্থার বাচ্চা দেখিনি ওর সব কান্ডকীর্তি লিখে রাজি রোজ রোজ ডায়েরীতে। কি যে সাংঘাতিক সে কি আর বলবো!!!!!!!!!!!!!


আরও আরও অনেক কিছুই আছে সব লিখতে গেলে কয় বছর লাগবে কে জানে?

তবে আমি ওর কান্ডগুলো সব লিখে রাখবো বলেই মনস্থ করেছি।

আর তোমার কথা !!!

সে তো ভাষায় প্রকাশ করার মত না।:)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: :):):)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: কি হলো ভাইয়া???

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মিস আ হ্যোয়াইল ব্যাক ইউ টোল্ড আস আবাউট মিস চ্যাটারবক্স এ্যান্ড উই স্য দেয়ার টু মাচ টকিং ওয়াজ ভেরী হার্মফুল ফর হার এ্যান্ড দ্যাট লেডি ওয়াজ ডিসগাস্টিং। সি মেড অল অফ হার কাস্টোমারস বোরড এ্যান্ড টায়ার্ড বাই ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড ইউ নো মিস, নাও ইউ আর অলসো ডুইং দ্যা সেইম থিং। ইউ আর ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড মেকিং আজ বোর্ড এ্যান্ড টায়ার্ড! সো ইউ স্যুড স্টপ ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক। =p~ =p~ =p~ =p~

ওয়ান ওয়ানটিন, ওয়ান টু টুটিন, ওয়ান থ্রী থার্টিন এ্যান্ড ইউ মেড মোর =p~ =p~

ছোটবেলায় আমার নিজের কাছেও তাই মনে হতো :P হুদাই কঠিন বানান শিখতে হইছে :-/ ওয়ান ওয়ানটিন, এই বানানগুলো কতো সহজ এবং সুন্দর :D

পোষ্ট পড়ে মজা পেলাম B-)

নতুন বছরের শুভেচ্ছা আপু।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!


বুঝলাম তুমি একজন মনোযোগী পাঠক!!!!!!!!!!!!!!!!



ভাইয়া অনেক অনেক ভালোবাসা আর থ্যাংকস তোমাকে।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

জুন বলেছেন: প্রথম প্লাস জায়নামনিকে :)
খুব সুন্দর পোষ্ট, মজা লাগলো অনেক শায়মা।
আসলে বাচ্চাদের যে কত বুদ্ধি না দেখলে বোঝা যায় না। সবাইকে নাকানি চুবানী খাইয়ে বেড়ানো কম কথা নয় :P

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: আপুনি আমি জন্মে এই জিনিস দেখিনি।

ওয়ান পিস ইন দ্যা ওয়ার্ল্ড!:P

নাকানি চুবানি মানে আমাকেই রোজ একবার চুবায় ডুবায় তুলে।:(

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

শিপু ভাই বলেছেন:



X(( X(( X((

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

শায়মা বলেছেন: হায় হায় এমন রাগের ইমো কেনো ভাইয়া???


৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শুকনোপাতা০০৭ বলেছেন: ইশ...!তোমার লেখা পড়ে তো আমার মনটা অনেক ভালো হয়ে গেছে!এতো সুন্দর সুন্দর,মাসুম বাচ্চাদের মাঝে থাকতে পারলে সত্যিই জীবনটাকে অন্য রকম মনে হয়... :) অনেক ধন্যবাদ আপু... :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!

মাঝে মাঝে জায়নামনিকে একটু শিক্ষা দিতে গম্ভীর মুখে শাসন করতে হয়। কিন্তু বিশ্বাস করবানা আপু তখন আমার পেট ফেটে যায় হাসিতে। সেই মূহুর্তে আমি যদি হেসে ফেলি সেটা নিয়েই আমি তখন টেনশনে পড়ে যাই।


জায়নামনি যেন তার বয়ফ্রেন্ডের সাথে কম্পুটার ক্লাসেও না বসতে পারে সেখানে বাগড়া দিতে আমি কম্পুটার টিচারকে বলে আসলাম ও সেই ক্লাসের দরজাটা একটু ফাক করে এক চোখ দিয়ে কুটনিদের মত দেখতে লাগলাম সে কি করে.................
কম্পিউটার ক্লাসে গিয়েই দেখি সে, ও আবরার নাও উই ক্যান সিট টুগেদার বলে জায়নামনি আবরারের হাত ধরে টানাটানি করছে। অমনি আমি দরজা খুলে ভেতরে ঢুকলাম। :P

আহারে আমার জায়নামনিটা আমার জ্বালায় একটু শান্তিতে বয়ফ্রেন্ডের সাথেও বসতে পারলোনা।:(


আপু জানো এই ঘটনাগুলো যখন যেখানেই মনে পড়ে আার মুখ হাসি হাসি হয়ে যায়। রাস্তাঘাটে মানুষজন আমার হাসি হাসি মুখ দেখা হা করে তাকিয়ে থাকে ভাবে আমার মাথায় বুঝি .........:(




:P

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

হাসান রেজভী বলেছেন: জায়না কথন ও পরবর্তীতে ব্লগার কথন ভাল লাগল .... :)

+++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া


জায়নাকে নিয়ে হোল ইয়ার থ্রী টার্মের ঘটনাবলী লেখার ইচ্ছা আমার।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

রোড সাইড হিরো বলেছেন: আপু, আপনার জায়নামনির কাহিনী পড়ে তো পুরাই আক্কেল গুরুম হয়ে গেলাম...

মজা লাগলো বেশ কাহিনীটা +++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

শায়মা বলেছেন: আমার রোজই বেশ কয়েকবার করে আক্কেল গুড়ুম হয় ভাইয়া।:P

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

প্রিন্স হেক্টর বলেছেন: পড়লাম। :#) :#)

কে শিক্ষিকা আর কে ষ্টুডেন্ট বুঝতে পারলাম না B:-/ B:-/

+ (আপনাকে না, জায়না কে)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

শায়মা বলেছেন: আমিও মাঝে মাঝে বুঝিনা ভাইয়া।:(

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

শহিদুল ইসলাম বলেছেন: হুম ,

জায়না মনি

শিক্ষায় দীক্ষিত হউক

আর প্রতিদিন একটা করে বয় ফ্রেন্ড চেঞ্জ করুক ! :(

এত অল্প বয়সে এত মজার মজার কান্ড ! যেন বহুকালের বুড়ী !

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

শায়মা বলেছেন: হায় হায় প্রতিদিন একটা করে চেন্জ করলে তো দেবদাস বেড়ে যাবে দুনিয়ায় অনেক অনেক ভাইয়া।:(


আর আসলেও ওর বুদ্ধি দেখে অবাক হই আমি!!!!!!!!!!!!

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

লোনলিফাইটার বলেছেন: আমি জায়নামনির ফ্যান আগে থেকেই !:#P .............................. লার্ন ফ্রম জায়না.........। X(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: লার্ন ফ্রম জায়না!!!!!!!!!!!!!!!!!


কি সর্বনাশ!!!!!!!!!!!!!!!!!!


ওর কাছ থেকে এইগুলা শিখবো নাকি আমি!!!!!!!!!!!!!!!


১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ৯ম ভালো লাগা। খুব সুন্দর পোস্ট।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: থ্যাংকস ভাইয়া!

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আবারও স্কুলে ভর্তি হইতে মুঞ্চায় B-)) B-))


জায়না বাদে আরও যেসব পিচ্চি আছে তাদের পোষ্টও অনেক মজার হবে । আশা করি তাদের পোষ্ট সামনে পাবো।

++++++++++++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

শায়মা বলেছেন: বাপরে !!!!!!!!!!!!!!!!!!!!!!


আরও সবার কথা জানতে চাও ভাইয়া????


তবে যাই বলো জায়নামনি ওয়ান পিস ইন দ্যা ওয়ার্ল্ড!!!!!!!!!!!!

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: যুগ যুগ জিও জায়না মনি। আসলেই ছোট্ট ছোট্ট পিচ্চুদের পড়াতে যে কী বেগ পেতে হয়, তা শিক্ষকরাই জানেন। মা'য়েরাও কম নন। বছরের শুরুতেই অনেক অনেক সুন্দর একটা পোস্ট আপি।

জায়না মনির আরো আরো গল্প শোনার অপেক্ষায় রইলাম।

ভালো থাকুন। সবসময়। ২০১৩ সালটা যেন কাটে এক স্বপ্নের বছর হিসেবে।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


তোমার জন্যও অনেক অনেক শুভকামনা।


তবে ছোট্ট ছোট্ট পিচ্চুপাচ্চুদের পড়ানো যত ঝামেলাই হোক রোজ রোজ হাসতে হাসতে মরে মরে আবার বেঁচে উঠতে হয়।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

রিমন রনবীর বলেছেন: ইয়া মাবুদ :-/ :-/ :-/
:!> পেলাম মেয়ের কথা শুনে। জায়নাকে :>
ডোন্ট ইউ নো? আবরার ইজ মাই বয় ফ্রেন্ড? আই হ্যাভ টু সিট বিসাইড হিম। তারপর সে বললো, ও আবরার ইউ আর মাই বয়ফ্রেন্ড। আই লাভ ইউ সো মাচ, আই কান্ট লিভ উইদাউট ইউ ফর আ সেকেন্ড.... B-)) B-)) B-)) B-))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: হা হা হা আমিও আক্কেলগুড়ুম হয়ে গেছিলাম ভাইয়া।:P

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~


ইদানিং কালের বাচ্চা কাচ্চা ভয়ঙ্কর!! ইচরে পাকা মনে হয়েছে এই মেয়েকে আমার। বড় হইলে কি হবে কে জানে!!

এবার আপনার কাছ থেকে সিরিজ পোস্ট পাবো।


ভাল লাগা

++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

শায়মা বলেছেন: হা হা হা
ওর মাও এই কথা বলেছে।


বলে মিস কি করবো আমি ওকে নিয়ে?


একদিন দেখি ওর হাতে একটা লাল সুতা বেঁধে দিয়েছে। আমি বললাম, জায়না হ্যোয়াট ইজ দিস?

সে বলে, মিস দিস ইজ আ থ্রেড। মাই মাম গেভ মি। মাম টোল্ড হোয়েনেভার আই উইল ফরগেট হাউ টু বিহেভ উইথ আদারস, আই উইল লুক এ্যাট দিস থ্রেড এ্যান্ড আই ক্যান রিমেমবার মাই মামস ফেস।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: একেই বলে বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর
সেকেন্ড টার্মের জায়নামনির মজা দেখার অপেক্ষায় রইলাম ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: হা হা অবশ্যই আমি সেকেন্ড টার্ম নিয়েও লিখবো।


এখন থেকেই ডায়েরী মেইনটেইন করছি।:)

২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

ইউসুফ খান বলেছেন: :) :) :) ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া।:P

২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু, আপনার জায়নামনির কথা শুনে মজা পেলাম । :)

মজার ব্যাপার কি জানেন আমারও একটা য্যায়না মনি আছে , আমার বোনের বেবি , ভেরী বিউটিফুল এবং মহা মহা পণ্ডিত । ওর কথাই মনে পড়ছিল পোষ্ট পড়তে পড়তে , খুব ভাল লাগল পোষ্ট ।
এখনকার বেবিরা বাপরে ......

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

শায়মা বলেছেন: তোমার যায়নামনির জন্য অনেক অনেক ভালোবাসা আপুনি!!!!!!!!!!!!!! অনেক অনেক শুভকামনা।:)



এখনকার বেবিরা আসলেই বাপরে!!!!!!!!!!


আপুনি তোমার যায়নার ছবি দেখাও।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

রেজোওয়ানা বলেছেন: মজার পোস্ট!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

শায়মা বলেছেন: হা হা রেজুমনি এই মজার পোস্টের পিছে জায়নাকে কন্ট্রোল করার কত যে দুঃখ কষ্টের কাহিনি আছে!!:(


যাইহোক সবশেষে বাসায় ফিরেও সে আমার হাসি থামতেই দেয়না।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

ভিয়েনাস বলেছেন: জায়নামনির বিরাট ফ্যান হয়ে গেলাম তো :)

জায়নামনির কাছ থেকে তো টিচারদেরও অনেক কিছু শিক্ষার আছে দেখছি :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

শায়মা বলেছেন: তাই তো ভাইয়া!!!!!!!!!!!!!!

জায়না উল্টা আমাদেরকে শিখায় দেয়।

:(

কি যন্ত্রনা বলোতো।:( :(

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা, পোলাপাইন যে ফাস্ট হইছে আজকাল!!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

শায়মা বলেছেন: আসলেই ভাইয়া।


তবে জায়না ফাস্টের ফার্স্ট!!!:)

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: সু, , , সু, , , সুবিশালা লেখা পড়তে পড়তে এসে শেষে সম্ভাবনাময় ব্লগারের তালিকায় কুনোব্যাঙের নাম না দেখে অত্যন্ত আহত হয়েছি /:)

পোষ্টদাতাকে তীব্র ধীক্কার, , , , X( X(



শুধুমাত্র জায়নার জন্য পোষ্টে প্লাস B:-/

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

শায়মা বলেছেন: হায় হায় তাইতো!!!!!!!!:(


তাই বলে ভেবোনা আমি তোমাকে চিনিনা কুনোব্যাঙভাইয়া!!!!!!!!!!!:P

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

একাকী বালক বলেছেন: বাপরে ধুমাইয়া ইংরেজী কয় দেখি। কোন স্কুল? ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

শায়মা বলেছেন: শুধু বলে ভাইয়া!!!


উল্টা আমাদেরকে শিখায় দেয়।:(

ওর ভয়ে একটু শান্তিতে পিচ্চিপাচ্চি ভেবে ওদের সামনে নিশ্চিন্তে ভুলভাল ইংলিশ বলারও উপায় নেই।


সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়।:(

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার নামটা পোষ্টে ছিলো না তো তাই ফাস্টু হওন লাগছে :( B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

শায়মা বলেছেন: হা হা ভাইয়া



ফাস্টু হওয়ার জন্য তোমাকে একটা রিওয়ার্ড দেওয়া হবে।:)

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

নীলফরিং বলেছেন:

চ্যানেলগুলো আর বন্ধ করা গেল না। কোন না কোন আগ্রাসনের স্বীকার আমাদের এই লোকালয়।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া। ওর মা বলেছিলো নিক চ্যানেল দেখে দেখে নাকি সে এই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড শিখেছে।

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এত পিচ্চি নিয়া আপ্নার মাথার চুল আস্ত আছে তো? আমি তো মাত্র দুই ঘন্টার জন্য আমার ভাগনা-ভাগনীর কাছে গেলেই ১০২টা চুল গায়েব। পোস্টে প্লাস++++ সকল জায়নামনিদের জন্য শুভ কামনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: কি বলো ভাইয়া!!!


আমি কেশবতী কইন্যা!!!


চুল যদি ছিড়তে না পারে তাই টাইটফিট করে সবসময় চুল বেধে স্কুলে যাই। :)

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল আর একই সাথে আবারো মনে পড়ে গেল আল্লাদী আপুমনিটার লেখাগুলো এরকমই হয়

:) :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

শায়মা বলেছেন: ইশরে!!!!!!!!!!!!!!


আসছেন আমার পিচকা বুড়াভাইয়াটা!!!!!!!!!!!!



:P

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

নিথর শ্রাবণ শিহাব বলেছেন: খুবই মজার একটা লেখা। অনেক ভাল লেগেছে পড়তে গিয়ে! :) সময়টা আনন্দে কাটলো

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

শায়মা বলেছেন: তোমাকে পড়াতে পেরেছি সেটাই আমার মজা লাগছে প্রিয় গল্পকারভাইয়া।:)

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

তারছেড়া লিমন বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা। মনভরে গেল গল্প পড়ে................ভাল থাকবেন।।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

শায়মা বলেছেন: তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ভাইয়া।:)

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: তোমার পোষ্টে কমেন্ট করতে চাইলে অনেক কষ্ট করতে হয়। এত্ত কমেন্ট!
তবে সবচেয়ে আর্শ্চয্য যখন দেখি ধৈয্য নিয়ে তুমি সবাকে মজার উত্তর দাও।
আমিও তোমার মত ব্লগার হতে চাই।

আমি পড়েছি গ্রামে। আমার গ্রামের সেই স্কুলে কোন বেড়া ছিল না। বেঞ্চ ছিলনা। তোমার মত ভাল টিচার ছিলনা। তারপরও তাদের মনে পড়ে। গ্রামে গেলে বৃদ্ধ সেই মানুষ গড়ার কারিগরদের দেখে মাথা নোয়াই। তাদের কাছে যে আমার পাহাড় সম রিন............

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: ইশ ভাইয়া তুমি কত্ত ভালো রাইটার সেটা বুঝি আমি জানিনা?



তবে ব্লগার আর রাইটারে একটু পার্থক্য আছে। ব্লগিং এর সাথে সাথে কমেন্ট আর তার উত্তর!!! সেটাও মজার পার্ট ।সেখানে তুমি অবশ্যই আমাকে ছাড়িয়ে যেতে পারোনি। হা হা হা আসলে আমার মত এত ফুরসৎ, কাজের অবসর বা নেই কাজ খই ভাজ কার আছে বলো???



আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি। তুমি কত্ত মজার লেখা লেখো তা তো আী জানিই!!!!:)


৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

ছোট নদী বলেছেন: =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫

শায়মা বলেছেন: :P

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

সজিব তৌহিদ বলেছেন: অনেক মন দিয়ে লেখাটি পড়ে বেুঝতেই পাড়লাম না কখন যে এতো লম্বা লেখা পড়ে শেষ করে ফেললাম। লেখার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে, টান আছে। কিন্তু কি সেই ভালোবাসা..? কি সেই টান তা বলতে পারি না। বুঝতেও পারি না। তবে অনুভব করতে এতো সরলভাবে, এতো নিরীহভাবে বাস্বব সত্য কথাগুলো আমি কেন শায়মা আপুর মত উপস্থাপন করতে পারি না। আপু তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না। ঈর্সা করতে ইচ্ছে করছে। আমি কেন পারি না এমন সরল সোজাভাবে ভেতরের কথা লিখতে। এই লেখা পড়ে তোমাকে ভালোবেসে ফেলেছি আপু। তাই আমাকে করো, ভুলে যেও, হারিয়ে ফেলে আমাকে। কিন্তু আমি খুঁজে নিবো তোমাকে.......বিশ্বাস করছো না শায়মা দিদি। একটু ঘুরে আসো না ...। দেখ না..। ‍তুমি আছো মোর প্রিয়তে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩

শায়মা বলেছেন: আরে ভাইয়া কি আবার টান???

এসব অতি সত্যকথন যা থেকে আমি টাসকি খেতে খেতে টাসকি রোগী হয়ে গেলাম প্রায়।:(

আর আমাকে ইর্ষা করোনা ভাইয়ামনি। ইর্ষার কিছুই নেই আসলে। যা মনে আসে তাই নির্দ্বিধায় লিখলেই এই দুনিয়ার সবচাইতে সরল লেখন সম্ভব ইহাই বুঝিয়াছি আমি।

তোমার ব্লগে এখুনি যাচ্ছি ভাইয়ামনি।

অনেক অনেক শুভকামনা।:)

৩৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

শামীম আরা সনি বলেছেন: হমমম আপু আমিও যখন স্কুলে টিচার ছিলাম প্রায় বাচ্চাকাচ্চাদের নিয়ে অনেক মজা হতো ।

কখনো বলতো ম্যাম ইউ আর লুকিং নাইস টুডে!

কখনো বলতো ইউর ড্রেস ইজ সোোোো লাভলি :#)

তবে সিনিয়র ক্লাসের কিছু ছেলে খুব পাজি ছিলো X(

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

শায়মা বলেছেন: হা হা আমি তো শুধুই পিচ্চিপাচ্চাদের টিচার তাই ওদের মহাপাজীমিগুলোও পাজী পাজী লাগেনা।:)


উপরে উপরে একটু গম্ভীরভাব দেখালেও পেট ফেটে যায় হাসিতে।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা,,,!! জায়নামনিতো মহাপন্ডিত!!,,,,,,, পোস্টটা পড়ে আমিতো আক্কেল গুড়ুম!!!!!!!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

শায়মা বলেছেন: আর আপুনি আমি তো ক্ষনে ক্ষনে আক্কেল গুড়ুম হই।:(

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

কামরুল হাসান শািহ বলেছেন: জায়নামনিতে মুগ্ধ

পিচ্চি পাচ্চা এমন না হলে হয়?

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

শায়মা বলেছেন: না তা হবে কেনো?


না হলে তো আমার জায়নামনির গল্পটাই লেখা হতনা।:)

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

শার্লক বলেছেন: khub moja paichi pore. :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

শায়মা বলেছেন: হা হা আমিও ভাইয়া।


ওর কান্ড দেখে হাসতে হাসতে মরে যাই আমি।

৪০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাবছি দেশে এলে জায়নামনির কাছে একটা শর্ট কোর্স কর্বো :) হা হা :)

বাচ্চা কাচ্চা আমার খুব খুব ভালো লাগে :)

আমি যেখানে পার্ট টাইম জব করি সেখানে অনেক পিচ্চির সাথে মজা করি।কয়েকটা তো আমার নাম মুখস্ত করে ফেলছে।আমাকে ডাকে " লাদিল" ( নাদিম)
একদিন এক পিচ্চি আসছে ওর আম্মুর সাথে ।মুখে ফিডার।আমাকে বলে তোমার আম্মু কৈ ? আমি দুষ্টামি করে ওর আম্মুকে দেখিয়ে দিলাম।আর যায় কৈ ওর আম্মুকে বলে লাদিল কে একটা ফিডার দাও।ওর আম্মু আর আমি তো হাসটে হাসতে শেষ।কিন্তু কিসের কি ? ও কান্নাকাটি শুরু করে দিলো আমাকে ফিডার না খাইয়ে ও যাবেনা :|| শেষ মেষ কিছু বুঝাতে না পেরে দোকান থেকে এক বোতল দুধ কিনে ঐটা আমাকে ওর সামনে ফিডার স্টাইলে খেতে হলো :#>
আরো অনেক ঘটনা আছে।বলে শেষ করা যাবেনা ।

পোস্ট টা পড়ে খুব মজা পেলাম :)
জায়নামনির জন্য আদর।আর আমার ভূয়সী প্রশংসা শুইনা লজ্জায় টমেটোর মতোন লাল হৈয়া গেলাম :#> থানকু মায়শাপু।
শুভকামনা নিরন্তর।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

শায়মা বলেছেন: এইটা কি সেই বেবিটার ছবি???

বেবিটার কান্ড শুনে হাসছি।

তাই বলে তুমিও ফিডার খাবে?????

আর তোমার প্রশংসা কমই হয়েছে ভাইয়া।


তুমি সত্যিই একজন জেন্টেল বয়।:)


৪১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

শান্তা273 বলেছেন: আপু,অনেক ভালো লাগলো তোমার জায়না মনির গল্প।
জায়না মনির আরো গল্পের অপেক্ষায় রইলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

শায়মা বলেছেন: ওকে আপুনি!!!!!!

সেকেন্ড টার্ম শেষে ওর আরও ঘটনা জানানো হবে।:)

৪২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

লোনলিফাইটার বলেছেন: : লিসেন আবরার, ফ্রম নাও ইউ আর মাই বয়ফ্রেন্ড ওকে? সো ইউ উইল অলওয়েজ বি উইথ মি। নেভার সিট উইথ আদার গার্লস। বয়ফ্রেন্ডস স্যুডেন্ট সিট বিসাইড এনি আদার গার্লস এক্সেপ্ট হিজ গার্লফ্রেন্ড

লার্ন ফ্রম হার হাউ টু লাভ ইয়োর বয়ফ্রেন্ড X(

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

শায়মা বলেছেন: এহ রে !!!

কাজ নাই তো আমি গিয়ে জায়নার কাছে শিখি!!!!


৪৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

আরহাসান বলেছেন: আগামীকাল আমার লিটল এন্জেল "পারিসা"র ১ম স্কুল দিবস, বয়স ৪ বছর ৪ মাস। প্লে নাকি নার্সারি-এই নিয়ে একটু দ্বিধাদন্দ্ব ছিল, ভর্তির সময় ছোট একটা টেষ্ট দিয়ে সে সরারসি নার্সারিতে :)
দেখা যাক সামনে কি হয়।
আপনার লেখা পড়ে আমার মেয়েটার ফিউচার দেখছিলাম যেন।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া


পারিসামনির জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর আদর!!!!:)

৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

সজিব তৌহিদ বলেছেন: বিচিত্র অভিজ্ঞাতা সচিত্র জ্ঞান লাভ। জায়নামনি তোমাকে স্যলুট। তোমার মিসকে প্রণাম। এমন একজন শিক্ষককে ‍তুমি পেয়োছ। যাইহোক ,অনেক মন দিয়ে লেখাটি পড়ে বেুঝতেই পাড়লাম না কখন যে এতো লম্বা সু-বিশাল লেখা পড়ে শেষ করে ফেললাম। লেখার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে, মোহ আছে, টান আছে। কিন্তু কি সেই ভালোবাসা/ মোহ..? কি সেই টান তা বলতে পারি না। বুঝতেও পারি না। তবে অনুভব করতে পারি এতো সরলভাবে, এতো নিরীহভাবে বাস্বব সত্য কথাগুলো আমি কেন শায়মা আপুর মত উপস্থাপন করতে পারি না..? আপু তোমাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না। ঈর্সা করতে ইচ্ছে করছে। আমি কেন পারি না এমন সরল সোজাভাবে ভেতরের কথা লিখতে...? এই লেখা পড়ে তোমাকে ভালোবেসে ফেলেছি আপু। তাই আমাকে ক্ষমা করো, ভুলে যেও, হারিয়ে ফেলো আমাকে। তোমর ক্ষতি নেই তাতে। কিন্তু আমি খুঁজে নিবো তোমাকে..।বিশ্বাস করছো না শায়মা দিদি। একটু ঘুরে আসো না ...। দেখ না..। ‍তুমি আছো মোর প্রিয়তে। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: ঘুরে এসেছি তোমার ব্লগ ভাইয়া।:)

৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

কালো ঘোড়ার আরোহী বলেছেন: খাইসে!!! :P

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: হা হা


আসলেই ভাইয়া


আমারও এমন মনে হয় মাঝে মাঝে!!!!

৪৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

জাওয়াদ তাহমিদ বলেছেন:
আপু অনেক সুন্দর মজার লেখা কিন্তু এত বড় যে পুরা পড়ার ধৈর্য হারিয়ে ফেললাম। :|

আর হ্যাঁ, ইংরেজি কথা গুলা ইংরেজি লেটার এই লিখলে অনেক ভাল করতে। অনেক সহজে পড়া যেত। বাংলা হরফে ইংরেজি পড়তে খুব কষ্ট হয়েছে। :(

তোমাকে আর তোমার লেখাকে খুব পছন্দ করি বলেই এত্ত এত্ত সমালোচনা করলাম। প্লিজ মাইন্ড কোরোনা, লক্ষ্মী আপু।

অফটপিকঃ এই স্কুলটা কি বাংলাদেশের না বাইরের?

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: না মাইন্ড করিনি ভাইয়া।

তবে বাংলা ব্লগে ইংলিশ হরফে লেখা মানুষ যদি মাইর দেয় তাই কষ্ট করে বসে বসে বাংলিশ করলাম।:(

স্কুলটা বাংলাদেশের ভেতরেই ঢাকা শ হরের একটা স্কুল!:)

৪৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

মাক্স বলেছেন: তোমার ও জায়নামনির জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: হা হা অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

৪৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

নিশি কথক বলেছেন: ইংলিশ মিডিয়াম তো অফকোর্স বাট কোন স্কুল আপু? নার্সারীতে বাচ্চারা এত সুন্দর ইংলিশ বলে? শুনতে না জানি কত মজা লাগে। টুকটুক করে কথা বলে..

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: মাই গড ভাইয়া!!!



আমাদের বাচ্চাদের ইংলিশ শুনলে সত্যি মাথা ঘুরে যায়!!!

বয়ফ্রেন্ড বলে না বলে আবার এমন স্টাইলে বোই ফ্রেন্ড!!!!



আমার চোখ গুললু গুললু হয়ে যায়!!!!


মাথা বন বন ঘোরে!!!

৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
একেই বলে বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর :#) :#) :#)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: আমার তো জায়না ভয়ংকর!!!!

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ মজার। ভাল লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: জায়নামনির কান্ডগুলো এমনি মজার!!!!

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

তন্ময় ফেরদৌস বলেছেন: মনটা খারাপ ছিলো, এখন ভালো হয়ে গেলো শায়মান্টি :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: গুড গুড!!!!


মন ভালো করে ফেলো!!!:)

৫২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

আশিক মাসুম বলেছেন: ইউ আর ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড মেকিং আজ বোর্ড এ্যান্ড টায়ার্ড! সো ইউ স্যুড স্টপ ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক।


হাহাপগে B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: :P


৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

আশিক মাসুম বলেছেন: লিখাটা পড়ে একটা অপূরণীয় সাধ জাগল মনে, আমার কোন একটা খুব খুব খুব মন খারাপের দিনে তোমার জায়না মনির সাথে মিট করা। কিংবা এক দিনের জন্য ওর বয় ফ্রেন্ড হওয়া।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শায়মা বলেছেন: Vaia she is 5 years old only!!!!!!!!!!!!!!:P

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৬

আজম বলেছেন: :-*

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

শায়মা বলেছেন: :P

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হেই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

আই হ্যাভ আ সিক্স ইয়ারস ওল্ড ব্রাদার নেমড আবরার :-B

থ্যাংক ইউ ভেরি মাচ!!!!!!!!!!!!! থ্যাংক্স থ্যাংক্স থ্যাংক্স!!!!!!!!!!!!!!!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

শায়মা বলেছেন: হায় হায় এটাই সেই আবরার নাকি!!!!!

৫৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪

অন্ধকারের রাজপুত্র বলেছেন: জায়না রকজ ! B-) B-) B-)
পোস্ট পড়ে হাসতে হাসতে শেষ.. =p~ =p~

++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: আমিও রোজ রোজ হাসতে হাসতে শেষ হই ভাইয়া!

৫৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

কয়েস সামী বলেছেন: অাপু, অামার নামটা পাইলাম না! মন খারাপ!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: না না মন খারাপের কিছু নেই ভাইয়া।


তোমার কথা ভুলে গেছিলাম কেনো জানিনা।:(


আমি কি এত এত ব্লগারদের লেখা একা পড়তে পারি!!! যে কজনেরগুলো বেশি পড়েছি বা যাদের সম্পরকে জানা ছিলো তাদের কথাই লিখেছি ভাইয়ামনি।

৫৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

পথহারা সৈকত বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: কান্না কেনো ভাইয়া???:(

৫৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার লেখনি।

জায়নাকে আমার আদর দেবেন।

একটা কথা ঠিকই বলেছেন, ব্লগিং আর রাইটিং এক নয়। আপনার কাছ থেকেই শিখেছি।
আর আপনি যেভাবে সবাইকে ভাইয়া, আপুনি বলে আপন করে নেন সেভাবে আমি পারিনা কেন ?

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: শুধু কি ভাইয়া আর আপুনি!!!

বড় ছোট সমান বেসমান সবাইকেই এক কাতারে তুমি বলি ভাইয়া???


কে কে পারবে আমার মত বলোতো???

:P


দু একজন অবশ্য মহা বিরক্ত হয় বলে এসব আমার আদিখ্যেতা বা নেকামী।:(


বাট সবকিছুর পরেো আই এনজয় দোজ অল ভাইয়ামনি!!!



বিকজ আই লাভ ইউ অল!!!!!!!!!!!!:)

৬০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে ব্যাপক মজা পেলাম । =p~ =p~ =p~ =p~

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

শায়মা বলেছেন: আমিও লিখে লিখে মজা পেলাম ভাইয়া। তবে এসবই সব নয় ভাইয়ামনি আরও কিছু ইনসাল্টিং বা গোপন মজাদার কাহিনী আছে যা আমার প্রিয় জায়নামনি বা নিজেরই সুবিধার্থে প্রকাশ করা হলোনা।:P

৬১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

নেক্সাস বলেছেন: ইউ সেইড, ওয়ান ফাইভ ফিফটীন, ওয়ান ফাইভ স্যুডেন্ট বি ফিফটীন মিস। এ্যাকচুয়ালী ইট হ্যাজ টু বি ফা---ই--ভ---টি---ন এন্ :) :) :) :) :) :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: হা হা হা আরও এমন তার নানা কাহিনী আছে ভাইয়া।

৬২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

ভোর বলেছেন: তোমার জায়নামনির কথা শুনে আমার বাচ্চাগুলোর কথা মনে পরে গেল। পুরো সেশনটা এই পাকনা বুড়িটা তোমাকে ভালই নাস্তানাবুদ করে ছাড়বে বুঝতে পারছি। সেই সাথে আমরাও কিছু মজার গল্প শুনতে পারব। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


সত্যিই লেখার সময় আমার তোমাকে মনে পড়েছিলো।:)


কেমন আছো আপুনিমনি???


তোমার পরীটা কেমন আছে?

৬৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

কালা মনের ধলা মানুষ বলেছেন: এই জায়না পিচ্চি টার কাছে স্পোকেন ইংলিশের একটা ক্রাশ কোর্স করব ভাবতাসি। আর সাথে ক্ষ্যাত থেকে স্মার্ট হবার কছু তরিকা।
:D


অনেক অনেক আদর আর শুভ কামনা আপনার পাজি পিচ্ছি গুলার জন্য।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: হা হা হা ঠিক ভাইয়া।


আমারও ভুই লাগে ওকে মাঝে মাঝে কখন কোথায় ইনসাল্ট হই।:(


কাল সে সমানে হিন্দীতে বাতচিৎ করছিলো আমি একটু ঢঙ করে ডাক দিলাম জায়নু.......... আর ইউ স্পিকিং ইন হিন্দি?? সে আমার প্রশ্নের জবাব না দিয়ে ভ্রু কুচকে বললো, হ্যোয়াট ইজ জায়নু মিস??? ডোন্ট কল মি জায়নু। সে জায়না। আই এ্যাম নট জায়নু । সি ইফ আই কল ইউ শায়মু??? ইউ ওন্ট লাইক দ্যাট। ইজন্ট ইট? সো ডোন্ট কল মি জায়নু। সে জায়না.............


আমি বল্লাম,
:ওকে নাও টেল মি ইজ ইট হিন্দী মিডিয়াম স্কুল???
: নো .......
: দেন হ্যোয়াই ডিড উ স্পিক ইন হিন্দী উইথ ইওর ফ্রেন্ডস?
: মিস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াজ জোক। নাথিং সিরিয়াস......ওকে?????

: দেন মাই ওয়ান ওয়াজ অলসো জোক জায়নু। ফ্রম নাও আই উইল কল ইউ জায়নু অনলি বিকজ আই লাইক জোক। :)

:নো মিস। ইউ আর নট আ কিডো ইউ স্যুড আন্ডাস্ট্যান্ড দ্যাট টু। হ্যোয়াট আই ক্যান ডু ইউ কান্ট ডু দ্যাট সো স্টপ ডুইং ননসেন্স!!!!!!!!!



আক্কেল গুড়ুমের আরও কিছু বাকী ছিলো মনে হয় আমার!!!!!!!!!!!:(


৬৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এমনতর সুলেখকে ভরে উঠুক ব্লগ।
আর আমরা ও যেন সুপাঠক হয়ে উঠি।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: ভাইয়া ইউ আর অলওয়েজ আ সুলেখক!!!:)

আ গুড পয়েট।:) :)

৬৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

সায়েম মুন বলেছেন: চ্যাটার বক্স এ পিচ্চির কাহিনী শুনে মজা পেলাম। পিচ্চিটা সুন্দর বলছে B-))

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: আহা সুন্দর বলছে না????



আমার ইনসাল্টিং অবস্থাটা দেখলে না?:(


মাঝে মাঝে এসব শুনে আমাকে অনেকেই প্রশ্ন করে যে কি করে মেজাজ কন্ট্রোল করি আমি।


বাট সত্যি বলতে আমার এক ফোটাও রাগ লাগেনা। বরং ওর নেগেটিভ এ্যাটিচিউডগুলোর জন্যই মনে হয় আমি ওয়েট করি। সেসব মনে করে যেন চরম দুঃখের দিনেও হাসতে পারি। গল্প করতে পারি।

আই ওয়ান্ট হার ফরএভার এ্যজ মাই মেমোরেবল চাইল্ড!!!

৬৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

রীতিমত লিয়া বলেছেন: এই পুচকি তো মাশাল্লাহ খুবই দুস্টু। কিন্তু যত যাই হোক আমি খুব এনজয় করেছি। পুচকিটাকে বেশি বেশি যত্ন নিয়েন যাতে করে সে আমাদেরকে আরো আরো হাসাতে পারে।
আমি জায়নার ফ্যান হয়ে গেলাম আপু। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: আমিও চাই জায়নামনি অনেক অনেক হাসাক আমাকে!:)


আর আমিও যেন সেসব নিয়ে তোমাদেরকেও হাসাতে পারি!

৬৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

বড় বিলাই বলেছেন: এইরকম ট্যাটন পিচ্চিদের যে কিভাবে সামলান আপনি। :P

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: হা হা আপুনি মাঝে মাঝে ওদের কান্ড দেখে আমার যখন হাসি শুরু হয় তখন আমাকে সামলাতেই ওরা হিমসিম খায়!:P

৬৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আদিম পুরুষ বলেছেন: টিচার হিসেবে আপনি বাচ্চাদের সাইকোলজি ভালই বুঝতে পারেন। কয়েকদিন বাচ্চাদের কয়েকটি ক্লাস নেয়ার সুযোগ হয়েছিল। কন্ট্রোল করা অনেক কঠিন। মাঝে মাঝে ইচ্ছে করত বেত দিয়ে পিটাতে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়া তুমি দেখি মহা রাগী টিচার ছিলে!


আর আমি শুধু বাচ্চাদের সাইকোলজিই বুঝি বড়দেরটা একেবারেই বুঝিনা!:( বড়দেরকেও মাঝে মাঝে ছোট ছোটোই ভেবে ফেলি!:(

৬৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

অদ্বিতীয়া আমি বলেছেন: আপু দিস ইজ মাই য্যায়না। :D



এমন রসগোল্লা :P চোখ করে গুটুগুটু কথা বলে আপনি রাগই করতে পারবেন না ।২.৫ ওর বয়স । সালমান ক্যাটরিনা ওর ফেবারেট :(( :((
ওদের কি বলে ডাকে সেটা আর বললাম না :P

শীতে ও সে জামার সাথে লং প্যান্ট পড়বে না , দুটা জামা (শীতের কাপড়) পড়বে না , এমনই তার স্টাইল :-/ :-0

আমি জানি আপনি বেবি লাইক করেন ,তাই ছবিটা আপনাকে দিলাম। :) কমেন্ট টা পরে ডিলিট করে দিয়েন ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

শায়মা বলেছেন: এই গুটগুটির ছবি বুঝি ডিলিট করা যায়!:(


কি বলো তুমি এইসব!:(

তাছাড়া এই গুটগুটি জায়নাও দেখতে আমার কটকটি জায়নাটার মতই!:)


জায়নামনির জন্য অনেক অনেক আদর!:)

৭০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

সিলেটি জামান বলেছেন: সো ইউ স্যুড স্টপ ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক। =p~ =p~ =p~

সাংঘাতিক ধরা খাইছিলেন :D :D

পোস্টে ভালোলাগা :) :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

শায়মা বলেছেন: রোজই ধরা খাই ভাইয়া!:(

৭১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

সব মনে থাকে বলেছেন: জায়নামনি...পাকনা বুড়ি:P

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

শায়মা বলেছেন: :P

৭২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

লোনলিফাইটার বলেছেন: ;) ;) ;) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) :P :P :P :P :P

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

শায়মা বলেছেন: :):):):):):):):):):):)

৭৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

রিমঝিম বর্ষা বলেছেন:

হাসতে হাসতে গেলাম আপু। জায়নামনিসহ আরো আরো বেবীদের কীর্তি পড়ার জন্য বসে থাকলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

শায়মা বলেছেন: রিমঝিমনি আমিও রোজ রোজ হাসতে হাসতে মরি!:P

৭৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হিহিহ :D :D
আমি আপনার ক্লাসে ভর্তি হতে চাই :) ||

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: Next session ok?:P

৭৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

নক্ষত্রচারী বলেছেন: হা হা ......!

জায়নামনিকে সুপারকিডে উন্নীত করা হোক ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

শায়মা বলেছেন: She is already super kid!:P

৭৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর ও মজার পোস্ট। সে হায় টু জায়নামনি :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

শায়মা বলেছেন: ওকে কালকেই তাকে তোমার হাই জানিয়ে দেবো ভাইয়া!

৭৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

মেহেরুন বলেছেন: হাহাহাহা!!! চমৎকার :) +++++

তোমার এই পিচ্চি স্টুডেন্ট কে খুব দেখতে ইচ্ছা করছে :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

শায়মা বলেছেন: ওর একটা ছবি নিয়ে আসবো ভাবছি আপু সাথে ওর ভয়েস রেকর্ড করে!:)

৭৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

নবজন্ম বলেছেন: লেখটা পড়ে লগ ইন না করে পারলাম না । ঘটনা গুলি শেয়ার করার জন্য তুমাকে যে কি বলে ধন্যবাদ দিব!!!!!!!
তুমার এই জায়না মনি কে খুব দেখতে ইচ্ছা করছে। প্লিজ একটা কিছু কর না!!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

শায়মা বলেছেন: ওর ছবি আর ভয়েস রেকর্ড করে আনবো ভাবছি!:)

৭৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

যুবায়ের বলেছেন: চমৎকার লাগলো লেখাটি.....
পোষ্টে ভালোলাগা রইলো...

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: থ্যাংকস অনেক অনেক ভাইয়া!:)

৮০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

যুবায়ের বলেছেন: সাদ তো আমাকে প্রশ্ন করতে করতে অস্হির করে ফেলে!!..
আজকালকার পিচ্চিগুলি আসলেই খুব চালাক এবং পন্ডিত টাইপের।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

শায়মা বলেছেন: মহাচালাক আর পন্ডিতির তো শেষ নেই!:P

৮১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

মেহেদী হাসান মানিক বলেছেন: cyber cafete tai valomoto kichu bolte parlam na. lekhate jhamela

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! এত কষ্ট করে লেখার জন্য!

৮২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

সালমাহ্যাপী বলেছেন: হা হা হা পোস্ট পড়ে হাসতেই আছি আপুনি !!!

জায়না রক্স আই মাস্ট স্যা !:#P !:#P


আর নতুন বছরটা কাটুক অনেক হাসি আর আনন্দে।

অনেক অনেক ভালোবাসা আপুনি/ অনেক ভালো থেকো :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

শায়মা বলেছেন: পোস্ট পড়ে হাসছো?

আমাকে রোজ ওর কান্ড দেখে হাসতে হাসতে মরতে হয়!

৮৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

সালমাহ্যাপী বলেছেন: ওহ আমিই দেখি লাড্ডু গুড্ডু হইলাম :(( :((


এই দুঃখে আমাকে লাড্ডু খাওয়াও প্লিজ :(( :((

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন: ওকে ওকে লাড্ডুও খাওয়াবো।


আর তুমি চাইলে গুড্ডুও......:)

৮৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

এসএমফারুক৮৮ বলেছেন: পিচ্চিদের পড়ানোর আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। যেমন, একজন থুথু ফেলতে গেলে সবাই থুথু ফেলতে চায়, আবার একজন টয়লেটে গেলে সবাই টয়লেটে যেতে চায়। একজন কথা বললে সবাই কথা বলতে চায়। এরপরও খারাপ লাগে না। ভালই লাগে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: একদম ঠিক

তাই আমি বলি

ওয়ান বাই ওয়ান .........



ওরা ডালে ডালে, আমি পাতায় পাতায় সেই ছোটবেলা থেকেই ভাগ্যিস এটা আমার নিজেরই প্রাকটিস ছিলো।:)

৮৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

জেনারেশন সুপারস্টার বলেছেন: পড়ছি....

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!:)

৮৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++ :#) :#) :-* :-*

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!!!!!!!:)

৮৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

মেহেরুন বলেছেন: নিয়ে আসো আপুনি জলদি। আর আমার ব্লগ এ ঘুরে যেও সময় পেলে :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: আপুনি আজকে ভয়েস রেকর্ড করে এনেছি। কম্পুতে আপলোড করেই তোমাকে শুনাবো।:)

৮৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

Kawsar banggalii007 বলেছেন: বিয়াফুক ধরনের একখান পিচ্ছি

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: একদম!!!!!!!!!!!!!!

নাম্বার ওয়ান!!!:)

৮৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

অনীনদিতা বলেছেন: ইউ আর ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড মেকিং আজ বোর্ড এ্যান্ড টায়ার্ড! সো ইউ স্যুড স্টপ ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক।

হা হা হা

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

শায়মা বলেছেন: সে বললো, বিকজ আওয়ার টিচার সেস দ্যাট। উই স্যুড নট গিভ দেম এনিথিং, উই স্যুড নট হেল্প দেম , বিকজ দে আর থিফ, দে আর রোবার, দে আর ব্যাড, দে আর .... ....... ........


আর এইটা!!!


এইটা দেখে হাসোনি!!!



:( :( :(

৯০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ফালতু বালক বলেছেন: : লিসেন আবরার, ফ্রম নাও ইউ আর মাই বয়ফ্রেন্ড ওকে? সো ইউ উইল অলওয়েজ বি উইথ মি। নেভার সিট উইথ আদার গার্লস। বয়ফ্রেন্ডস স্যুডেন্ট সিট বিসাইড এনি আদার গার্লস এক্সেপ্ট হিজ গার্লফ্রেন্ড।
B-) B-) B-) B-) B-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

শায়মা বলেছেন: :P

ইহাই আমার জায়নামনি!!!

৯১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

মোহনা১ বলেছেন: খুব উপভোগ্য লেখা। দারুন্স!!!!!!!!!!!!!!!!!!

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

শায়মা বলেছেন: জায়নামনির কাছে নাকানি চুবানি খাওয়াটাই দারুন!


ও কিছু না কিছু লটঘট না করলে এখন আর আমার ভালোই লাগেনা!:)

৯২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

আলী প্রাণ বলেছেন: নতুন বছরটা একদম ভালো যাচ্ছেনা, বেকার হয়ে পড়েছি
মন খারাপ, তোমার পোষ্টটা পড়ে আনন্দে মনটা ভরে গেলো,

অনেক দিন পর অনেক সময় নিয়ে একটা লেখা পড়লাম,

ভালো লাগা রেখে গেলাম। ভালো থাকবেন।

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

শায়মা বলেছেন: অনেকদিন পর তোমাকে দেখে ভাল লাগলো ভাইয়া!

নতুনবছর শুভ হোক!

৯৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

অনন্যমানুষ বলেছেন: :(

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: কি হয়েছে ভাইয়া?

৯৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

অনন্যমানুষ বলেছেন: আমার ব্যাপারে কিছু লিখনাই, তাই মন খারাপ :(

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!


আমি তো শুধু ২০১২ এর নতুনদের কথা লিখেছি।


তুমি কি নতুন নাকি!!!

৯৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

তামিম ইবনে আমান বলেছেন:
পোস্ট আরেকবার পড়লাম ;)


পিচ্চি পোলাপাইন ভাল্লাগেনা

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

শায়মা বলেছেন: কারন তুমি নিজেই তো পিচ্চি!!!:)

৯৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

তামিম ইবনে আমান বলেছেন:

কমপ্লিমেনট ভালো লাগলো ;)

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

শায়মা বলেছেন: হা হা পিচকি সত্যি কথা ভালো লাগবেনা ভেবেছিলাম!


:P

কারন সত্যি নাকি বেশীভাগ সময় তিতা হয়!

৯৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন টিচিং এবং জম্পেস গল্প
ভাল লাগল
শুভকামনা

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৯৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

রোকন রাইয়ান বলেছেন: বড় লেখা... পুরাটা পড়তে পারলাম না... পড়ে পড়ুম্নে...

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: ওকে বাকী আধাটা পরে পড়ো।:)

৯৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

তুষার আহাসান বলেছেন: =p~ =p~ =p~

+

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

শায়মা বলেছেন: :P

১০০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

রাতুল_শাহ বলেছেন: জায়ানা বাংলায় কথা বলে না?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

শায়মা বলেছেন: আমাদের স্কুল তো ইংলিশ মিডিয়াম!!


আর সে হিন্দী, বাংলা, ইংলিশে সমান পারদর্শী।

যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল কাজেই ইংলিশ বলাটা বাধ্যতামূলক।

১০১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

লিন্‌কিন পার্ক বলেছেন:
পিচ্চির প্রত্যেকটা ডায়ালগ মারাত্তক বুদ্দিমত্তার পরিচয় দেয় !! তবে এই মেয়ের টিচার যে হবে তার অবস্থা খারাপ ঠিক আপনার মতই :P


প্রিয়তে নিলাম যখন মন খারাপ থাকবে তখন আবার পড়ব B-) B-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া


আমি ওকে নিয়ে তিন টার্মে তিনটা পর্ব লিখবো।



জায়নামনি হবে আমার সিরিজ পর্বের নায়িকা।:P

১০২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

আমি তুমি আমরা বলেছেন: ব্যাপক মজা পেলাম পড়ে।

তবে একটা প্রশ্নঃ আপনারা কি ক্লাসে একেবারেই বাংলা ব্যবহার করেন না???

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

শায়মা বলেছেন: না ভাইয়া।


একেবারেই না।


তাহলে পিচ্চিরা তো বাংলায় কথা বলার সুযোগ পেলে কষ্ট করে আর ইংলিশ বলবেনা।

আর ছোট বয়সে শেখাবার জন্যই এই ব্যাবস্থা।


তবে আমই সুযোগ পেলেই ওদেরকে বাংলা গান শোনাই, কবিতা আর গল্পও। সেসবও ওরা খুবি মন দিয়ে শোনে।:)


তবে ক্লাস ওয়ান থেকে একটা বাংলা বই আছে।

১০৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

রাতুল_শাহ বলেছেন: আমার স্টুডেন্টগুলা আবার চিকন বাংলা কথা বলত।

আর এমন এমন সংলাপ শুনাইতো, আশ্চর্য্য হয়ে যেতাম।

শয়তানিতে এক একটা ছিল বিলাই এর হাড্ডি।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

শায়মা বলেছেন: কি কি বলতো শুনাও আমাদের!!!


তুমিও তোমার বিলাই এড় হাড্ডিগুলা নিয়ে একটা পোস্ট লেখো ভাইয়া।:)

১০৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

দুরন্ত সাহসী বলেছেন: শেষ পর্যন্ত একটা পিচ্চি মেয়ের হাতে এমন নাজেহাল :-*

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: এতদিন পর কই থেকে আসলে!!!!!!!!!!!!!!!



আর ঐ পিচকির কথা বলছো!!!!!!!!!!



সে এই দুনিয়ার সবাইকেই বুঝি নাকানি চুবানি খাওয়াতে পারে।:(

১০৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: পিচ্চিকে আমার হয়ে অনেক অনেক আদর করে দিও। মন খারাপ ছিল, ভালো হয়ে গেছে।

আর আমাকে একটা গল্প শোনানোর কথা ছিল শায়মাপু। সেই গল্প এখনো পেলাম না /:)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে আদর দিয়ে দেবো!!!!


আর কি গল্প যেন শোনানোর কথা ছিলো?? ভুলে গেছি তো ভাইয়া।:(


একটু মনে করায় দাও তো!

১০৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

নীল-দর্পণ বলেছেন: বাবারে বাবা....জায়না মনি তো :-* :-*

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: আগুনের গোলা!!!


:P


নীলুমনি কেমন আছো???


কম কম দেখছি মনে হয় তোমাকেও।

১০৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

ইনকগনিটো বলেছেন: আগুন জায়না!! B-) B-)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: হা হা


একেবারেই আগুনের টুকরা পিচ্চিটা ভাইয়া।

১০৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

রাইসুল সাগর বলেছেন: এই পিচ্চিতো আপু মাল্টিট্যালেন্টেড ।


তোমার লিখায় +


শুভকামনা জানিবে নিরন্তর । আর একটা প্রশ্ন আপু জোনাকি কি সুখে ডানা মেলে...???


ভালো থেকো আপু তুমি আমার প্রতিটি হৃদ স্পন্দনে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: হা হা আসলেই জায়না ইজ সামথিং.......:)



জোনাকী কি সুখে ডানা মেলে জানো?


সে সূর্য্য না চন্দ্র না তবুও আপন আলোয় মহীয়ান

তাই সেই ক্ষুদ্র আলোকে আলোকিত হয়েই সে পুলকিত হয় আনন্দে ডানা মেলে।:)

১০৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রেজিস্টার বলেছেন: ওর বুদ্ধিতো দেখি আপনার থেকেও বেশী :-* কিন্তু আমার থেকে কম =p~

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

শায়মা বলেছেন: হা হা তাই নাকি!!!!!!!


আমি বেশী বুদ্ধিমানদের ভুই পাই।:(

১১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: ও খোদা !! কে বলবে এর বয়স এত্ত কম। জায়নামনির জন্য অনেক অনেক শুভকামনা। শুভকামনা আপনার জন্যও রইল ।

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!

মাঝে মাঝে ও এমন এ্যাক্ট করে মনে হয় যেন ১৮ ইয়ার্সের একটা মেয়ে। মাঝে মাঝে মনে হয় ও আমার মায়ের বয়সী মাঝে মাঝে দাদীআম্মাও মনে হয় ওকে।:P

১১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

যাযাব৮৪ বলেছেন: নাজেহাল হইছো :P :P :P ..........ডিজিটাল বাচ্চারা এমন ই

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

শায়মা বলেছেন: তুমি কোথায় নাজেহাল হচ্ছো ভাইয়া???


আজকাল তো আর দেখাই পাইনা তোমার।:(


পোস্টু টেস্টুর শখ কি ঘুচে গেলো নাকি ভাইয়ামনি???:(


এত বিজি হয়ে গেছো কেনো???

১১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

যাযাব৮৪ বলেছেন: জামত শিবির ঠেকাইতে গিয়া .............

সামুতে আসার টাইম পাইনা..............

মামলা তদন্ত করতে করতে লাইফ শেষ

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

শায়মা বলেছেন: আহারে ভাইয়া!!!



জব করে দেখে শান্তিতে কাব্য লেখার স্বাধীনতাটঅ হারাইলা।:(


আমি একটা ভালো সাজেশন দেই ভাইয়া।


মামলা তদন্ত করতে করতে সেসব নিয়েই লিখে ফেলো কাব্য দুচার লাইন।:)


১১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জায়নামনি ...........................হাসতে হাসতে দম ফাটা........পিচ্চিটাকে দেখতে ইচ্ছে করছে.............ওহ মাই গড........

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শায়মা বলেছেন: হা হা

ওকে ভাইয়া ছবি তুলে আনবো এইবার!:)

১১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

নীল-দর্পণ বলেছেন: কি করবো বলে, নেট ঠিক থাকেনা, মনিটর নষ্ট হয়ে যায়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়..... :(

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: আহারে এত প্রবলেম তোমার নীলুমনি!!!!!!!!!!!!:(


দোয়া করি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক।:)

১১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

কান্টি টুটুল বলেছেন:

পরীর রাজ্যেও তো দেখি ম্যালা সমস্যা 8-|

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: ম্যালা মানে ম্যালার ম্যালা সমস্যা ভাইয়া!:(



১১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: আই আম লেটম্যান। :( :( :(

সুন্দর একটা পোস্ট। পরে কাজে লাগতে পারে ;) । আপনাকে অনেক ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ আপুনি!!!!:)

১১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

জেনারেশন সুপারস্টার বলেছেন: পড়লাম পুরোটা।

অনেক অনেক আদর আর শুভকামনা জায়নামণির জন্য।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: হা হা এমনিতেই এই অবস্থা!!!!


আরও আদর দিলে তো বাদর হয়ে গাছে উঠবে।:P

১১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১১

স্তব্ধতা' বলেছেন: ইয়েস মিস। ইউ টোল্ড ওয়ান ওয়ান ইলেভেন। ইট স্যুড বি ওয়ান ওয়ান ওয়ানটিন, ওয়ান টু টুটিন, ওয়ান থ্রী থার্টিন এ্যান্ড ইউ মেড মোর মিসটেক মিস। B-) B-) B-) B-) .....শিশুরা কত সহজ সরল, সিম্পল.....সেণ্ট এক্সুজপেরির লিটল প্রিন্স পড়েছো? না পড়ে থাকলে এটা পড়া ইজ এ মাষ্ট। লিটল প্রিন্স

আমার একটা ভাগনা আছে ওর নাম আবরার, জায়নার বয়ফ্রেণ্ড কিনা কে জানে |-) |-) |-) |-) ...মজার পোষ্ট শায়মা+++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

শায়মা বলেছেন: হায় হায় আমার তো এখন সন্দেহ হচ্ছে এটাই সেই জায়নার বয়ফ্রেন্ড ভাইয়া।:)


আর লিটল প্রিন্স অবশ্যই পড়বো।:)

১১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

নীল-দর্পণ বলেছেন: এমা! তাহলেতো একেবারেই বিদায় নিতে হবে :|

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

শায়মা বলেছেন: না না বিদায় হবে কেনো!!!!!!!!!!:(

১২০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: উঠলে তো ভালোই।এটাই জীবনগঠনের স্বাভাবিক ধাপ ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

শায়মা বলেছেন: কি বলো!!!!!!!!!!!!!

গাছে উঠা বান্দর!!!!!!!!!!!!!!!!!!!!



:P
:P
:P

১২১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা এই জায়নামনি বড় হলে কি বিচ্ছু হবে তাই ভাবছি আপু! সর্বনাশ!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

শায়মা বলেছেন: আমিও সেটাই ভাবি।:(

১২২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

নীলঞ্জন বলেছেন: আজকালকার বাচ্চারা যা হয়েছে না!!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

শায়মা বলেছেন: :)


১২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

অদৃশ্য বলেছেন:




খুবই মজা পেলাম পিচ্চিদের মজার কথাগুলো পড়ে.... খুব ভালোলাগলো লিখাটি পড়ে...


শুভকামনা.....

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়া???


আমার জায়নামনির গল্প পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

১২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আজনবী বলেছেন: অনেক দেরীতে পড়লাম। ভীষন ভাল লাগল জায়নার গল্প। এতো দেখি আমার মেয়ের চেয়েও অনেক বেশী পাকনা বুড়ি!!!!!!!!!!!!!!

২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া তোমার মেয়ের কান্ডগুলোও জানতে ইচ্ছে হচ্ছে।:)

১২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

মুনসী১৬১২ বলেছেন: জয়ামণি মনে হচ্ছে ঠিক তোমার পিচ্চিকালের কার্বনকপি


:P
:P
:P

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

শায়মা বলেছেন: ঐ ভাইয়া!!!


কি বলো এই সব????


আমি কি জায়নামনির মত পাজি!!!!!!!!!!

১২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

এম এস সোহেল বলেছেন: আমি কি জায়নামনির মত পাজি!!!!!!!!!!


না না ,তার মত নয় একটু বেশি :)


২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: হায় হায় !!!
তোমরা সবাই এইসব কি বলো ভাইয়া!:(

আমার মত একজন দুনিয়ার ভালো মানুষের মাঝে পাজির কি দেখলা !!!:( :( :(

১২৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

অপু তানভীর বলেছেন: সেই কবে থেকে এইটা প্রিয়তে নেবার চেষ্টা করছি !! শেষে গিয়ে এখন সফল হইলাম !! :):):)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: জানতাম তুমি সফল হবেই একদিন ভাইয়া।:)

১২৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

ইখতামিন বলেছেন: ওয়াও...........

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: :P

১২৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

ইখতামিন বলেছেন: আপনার ব্লগে আসলে মান্না-দে'র কথা মনে পড়ে.
আপনি তার ফ্যান. তাই না????

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শায়মা বলেছেন: ভীষন!!!


কবিগুরুর পরেই আমার ভালোবাসা


মান্না দে

১৩০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

শাহেদ খান বলেছেন: পুরোটা পড়ার পর আবার পোস্টের শুরুতে গিয়ে দেখতে বাধ্য হলাম, এই পন্ডিত সবে নার্সারী'তে পড়ে???

:-* :-* :-*

পোস্টে ভাল লাগা, শায়মা'পু। থ্যাংকস ফর শেয়ারিং। :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

শায়মা বলেছেন: হা হা


হ্যাঁ ভাইয়া, নার্সারীতেই পড়ে!!!


আমিও মনে হয় জীবনে এই জিনিস দেখিনি এর আগে।:P

১৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আমিতো তোমার জায়নামনি কাহিনী পড়ে পুরাই থ............পারোও তুমি আপুনি !

তোমার জায়নামনির গল্প পড়ে শিশুদের বিষয়ে কাহলীল জিব্রান এর এই কথাগুলি মনে পড়ে গেল :

"তোমরা শিশুদের ভালবাসা দিতে পার কিন্তু তোমাদের চিন্তাগুলি নয়। কেননা তাদের নিজস্ব চিন্তাধারা রয়েছে। তাদের দেহকে তোমরা গৃহবন্দী করতে পার কিন্তু আত্মাকে নয়। কেননা তাদের আত্মা বসবাস করে আগামীকালের ঘরে, যে ঘর তোমরা পরিদর্শন করতে পারনা এমনকি স্বপনেও নয়। বরং তোমরা তাদের মত হবার চেষ্টা করতে পার, কিন্তু তাদেরকে তোমাদের মত করার চেষ্টা করো না। কারন জীবন যেমন অতীতে পরিভ্রমন করে না, আবার অতীত কলঙ্ক নিয়েও বসে থাকে না।"

কাহলীল জিব্রান এর দৃষ্টিভঙ্গি বিষয়ক আমার পুরোনো ছো্ট্ট একটি পোষ্ট আছে, চাইলে আপুনি ঘুরে আসতে পারো Click This Link

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: ভাইয়া তোমার কাহলীল জিব্রান এর দৃষ্টিভঙ্গি বিষয়ক কথাগুলো মজা লাগলো আর তোমার পোস্টটা এখুনি পড়তে যাচ্ছি ।:)

জায়নামনির কান্ড দেখে শুনে আমিও রোজ রোজ থ হতে হতে কবে সে স্ট্যাচু হয়ে যাই তাই ভাবছি।:(

১৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

মোঃমোজাম হক বলেছেন: অনেকদিন পর অনেক বড় লিখেছো। :-B
তোমার এই পিচ্চিপাচ্চার কথাগুলিতো প্রতিদিনই একটু একটু করে লেখা যায়।ফলে সামুর পাঠকরা মজাদার লেখা পাবে। :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া প্রতি টার্মেই কিছু কিছু কান্ড কাহিনী লিখে জায়নামনিকে স্মরণীয় করে রাখবো ভাবছি।:)

১৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন: :D

ভালোলাগা।
তোমাকে এখন কম দেখা যাচ্ছে কেন বোন?

ফাইনাল এক্সাম চলছে নাকি ? ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: আমি খুবই ঝামেলায় ছিলাম ভাইয়া।


আর দিন দি ঝামেলা বেড়েই যাচ্ছে।:(

১৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

দেবদাস. বলেছেন: ভেরি ইন্টিলিজেন্ড গার্ল , হবেই না বা কেনো ম্যাড্যাম ও কম ইন্টিলিজেন্ড নয় ;)


জায়নামনির জন্য শুভেচ্ছা আর মিস এর জন্য আলু পোড়া :D :D :D

++++++++


( ব্লগ বাড়ি ঘুরে এলেন কিছু বললেন না যে , কস্ট পাইছি পুরান অস্পরার কথা মনে পড়ে গেলো ) ।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

শায়মা বলেছেন: আরে ভাইয়া তুমি আবার পুরান কোন শ্রীকান্তভাইয়া চিনতে পারলাম নাতো।:(


তবে ব্লগবাড়ি ঘুরে কিছু বলিনি কারণ একটু ভয়ে ভয়ে ছিলাম। কি কারণে ভয়ে ছিলাম সেটা বলতে চাচ্ছিনা। বাট এখন ভয়টা কেটে গেলো আর নো চিন্তা।


আর আমার জন্য আলুপোড়া না ফ্রেন্চ ফ্রাইজ দিও। :)আলুপোড়া আমি খাইনা।

১৩৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

েরাজানা বলেছেন: it takes lot of courage to be with kids of that age... /:) /:) /:) but you are doing a great job..

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

শায়মা বলেছেন: হা হা আপুনি

আর আমি সেটা খুবই এনজয় করি।


জায়না কোনো না কোনো ঘটনানা ঘটালে সেই দিনটাই কেমন কেমন মনে হয়।:(

১৩৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: ওমা! এই বে্বি তো বিরাট ট্যালেন্ট!! :) সন্ত্রাসী টাইপও :P


চমৎকার একজন মানুষের কাছ থেকে প্রশংসা শুনে খুব বেশী আনন্দিত হলাম। দোয়া করবেন যেন এরকম নির্মল মজা দিতে পারি।

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: তোমাকেও কিন্তু আমার বেশ ট্যালেন্ট ট্যালেন্ট মনে হয় !!!:)


মনে হয় কথায় কথায় ছড়া বানাতে পারার ক্ষমতাটা দেখেই।:):) :)

১৩৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

রসিক বাঙ্গাল বলেছেন: মজা পাইলাম অনেক :D :D

পোস্টে বিস্তর ভাললাগা।

অটঃ সেই যে একমাস আগে আমার পোস্টে কাহিনী বলে এসেছিলেন জবাব দিলাম আজকে। আপনার সম্ভবত পর্যবেক্ষণে নাই। তাই, লিঙ্ক দিয়ে দিলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: হা হা

না ভাইয়া

পর্যবেক্ষনে ছিলোনা।


তবে তোমার লিন্ক দেখে মনে পড়লো সব।:)


অনেক অনেক শুভকামনা।:)

১৩৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

নস্টালজিক বলেছেন: জায়নামনি দারুন!

তোমার অনেক আনন্দসময় কাটে নিশ্চই বাচ্চাদের সাথে!


নতুন বছরের শুভেচ্ছা!

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

শায়মা বলেছেন: হা হা

সে আর বলতে...


মাঝে মাঝে হাসতে হাসটে আধামরা হয়ে যাই....ওদের কান্ড দেখে।:P


তোমার জন্যও অনেক অনেক শুভকামনা।

১৩৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: ওরা শিশু ওঁরা কুসুম কোমল
আনন্দ আনে ধরণীর তরে
সুন্দরে সাজে সমাজ কানন
বড় রা সুখ পায় ওদের মম কুঞ্জে স্নেহের পরশ আর আদরে
তাই
শুভেচ্ছা জানাই

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

১৪০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

অয়োময় বলেছেন: হা হা হা.......................আপু আপনার জায়না মণি সম্পর্কে কিছু বলতে ভয় লাগছে............পাছে আবার কি ভুল ধরে বসে :P তাই চুপিয়ে গেলাম :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

শায়মা বলেছেন: আসলেই সে উলটা আমাদেরকে শিখায় দেয় ।:(

১৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: মারাত্তক দারুন! :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

শায়মা বলেছেন: :P


আসলেই ভাইয়া জায়না একটা মারাত্নক বেবি।

১৪২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

আহমেদ চঞ্চল বলেছেন: মজা পাইলাম।।।।।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: হা হা আর আমার মজাও বের করে সে রোজ রোজ!!:P

১৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

প্রিয়তমেষূ বলেছেন: বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর ;) ;) ;)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

শায়মা বলেছেন: এক্কেবারে ভয়ংকরের ভয়ংকর!!!!:P

১৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

আমি সাজিদ বলেছেন: জায়না মনি-

পিচ্চি তো নয় যেন আগুনের গোলা :)

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শায়মা বলেছেন: আগুনের ডাবল গোলা!!!:)

১৪৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫১

সুখ নাইরে পাগল বলেছেন:
ডরাইছি
মাস্টর হমু না

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

শায়মা বলেছেন: হা হা


আমিও রোজ রোজ ডরাই পাগলভাইয়া।

১৪৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

প্রত্যাবর্তন@ বলেছেন: পিচ্চিটা ব্যাপক তো

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

শায়মা বলেছেন: মহা ব্যাপক ভাইয়া।:P

১৪৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

এ.ডি.এম শাফী বলেছেন: "পোলা নয়তো যেন আগুনেরি গোলা",এক্কেবারে এক্সট্রাঅর্ডিনারি একটা বেবি দেখা যায় তোমার জায়নামনি!
কেমন আছো আপু?

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: হা হা সে কি আর বলতে???




তবে ইদানিং একটু সমঝে আছে কেনো যেনো।:)


আমি ভালো আছি ভাইয়া।:)

১৪৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

চয়নিকা আহমেদ বলেছেন:
নতুন লেখা কবে পাবো আপুনি??

ভালো আছো তো!

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

শায়মা বলেছেন: জানিনা আপুনি!!

নতুন লেখা লেখার সময় নেই....:(


আমি বাচ্চাদের প্রোগ্রাম নিয়ে ভীষন রকম বিজি।:)


কিন্তু নতুন তুমিকে তো চিনতেই পারিনি.......একটু আগে চিনলাম।


কিন্তু হঠাৎ এমন নতুন তুমি কেনো আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

চয়নিকা আহমেদ বলেছেন:

আমি তো একের পর এক লেখা দিতেই থাকি,
কাউকে পড়ার সুযোগ না দিয়ে।

ঘন ঘন লেখা দেই,
তাই ভাবলাম,
দুটো নিক থাকলে মন্দ হতো না।
কেন,
তুমি তো আগেও এসেছ এই ব্লগে,
ভুল গেছো বোধ হয় আপু।
যাই হোক,
পুরাতন আমিই বাবা!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

শায়মা বলেছেন: হ্যাঁ গিয়েছিলাম আপু।


তবে দুটো নাম এত আলাদা রকম যে বুঝতে পারিনি আপুনি!!!!!!!!!!:(


স্যরি!!!!!!!!!!!!!!!!!

১৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

রাতুল_শাহ বলেছেন: এবারও কি পুতুল নাচ নিয়ে ব্যস্ত? এইবার যদি হাতের লেখা খারাপ দেখি, নম্বর কাটা হবে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: না না এইবার ব্যালে ডান্স আর সফদার ডাক্তার এ্যাক্টিং নিয়ে বিজি!!!!!!


আমার হাতে লেখা হীরার মত সুন্দর!!!!!!!!!!!:)


নো নম্বর কাটাকাটি!!!!!!!!!!!!!!!!:)

১৫১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

রাতুল_শাহ বলেছেন: সফদার ডাক্তার
মাথা ভরা টাক তার
খিদে পেলে
পানি খায় চিবিয়ে।
চেয়ারেতে রাতদিন
বসে গুনে দুই তিন
পড়ে বই
আলোটারে নিভিয়ে।
ইয়া বড় গোফ তার
নাই তার জুড়ি দার
শুলে তার
ভুড়ি ঠেকে আকাশে।
নুন দিয়ে খায় পান
সারাক্ষন গায় গান
বুদ্ধিতে
অতি বড় পাকা সে।
রোগী এলে ঘরে তার
খুশিতে সে চার বার
কষে দেয় ডন আর কুস্তি।
তার পর রোগীটারে
গোটা দুই চাটি মারে
যেন তার সাথে কত দোস্তি।
ম্যালেরিয়া রোগী এলে
তার নাই নিস্তার
ধরে তারে দেয় কেচো গিলিয়ে।
আমাশার রোগী এলে
দুই হাতে কান ধরে
পেটটারে ঠিক করে কিলিয়ে।
কলেরার রোগী এলে
দুপুরের রোদে ফেলে
দেয় তারে কুইনিন খাইয়ে।
তারপরে দুই টিন
পচা জলে তারপিন
ঢেলে তারে দেয় শুধু নাইয়ে।

ডাক্তার সফদার
নামডাক খুব তার
নামে গাও থরথরি কম্প,
নাম শুনে রোগীসব
করে জোরে কলরব
পিঠটান দেয় দিয়ে লম্ফ।

একদিন সক্ কাল
ঘটল কী জঞ্জাল
ডাক্তারকে ধরে এসে পুলিশে,
হাত কড়া দিয়ে হাতে
নিয়ে গেল থানাতে
তারিখটা আষাঢ়ের উনিশে


মানতে পারলাম না। আমার চেয়ে আপনার হাতের লেখা খারাপ। এই বিষয়ে আমি প্রতিযোগিতায় নামতে রাজী।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

শায়মা বলেছেন: ওকে ওকে তাহাই হইবেক।

আগামীকল্য সন্ধ্যা ৭ টাই প্রতিযোগীতার টাইম ধার্য্য করা হইলো।


বাংলা ও ইংলিশ দুই বিষয়ক হস্তলেখা প্রদর্শনী হইবেক। বিচারক তুমি আর আমি।:)

১৫২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

রাতুল_শাহ বলেছেন: প্রতিযোগী কারা হইবে?

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

শায়মা বলেছেন: কারা আবার! তুমি আর আমি!!!!:)

১৫৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

শ্রাবণ জল বলেছেন: খুব মজা লাগল জায়না মনির গল্প শুনে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

শায়মা বলেছেন: হা হা আমিও তো রোজ রোজ মজার গল্প শুনি আর ওর মজাদার সব কান্ড দেখি।

১৫৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬

রাতুল_শাহ বলেছেন: নকল করার সুযোগ থাকবে?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

শায়মা বলেছেন: না


থাকবেনা।


গুডুবয়রা কি নকল করে!!!!



ছি ছি কি বলো এইসব শের- এ - বাংলা ভাইয়া!!!!!!!!!!


তওবা করো!!!

তিন তওবা!!!

১৫৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

সরকার আলী বলেছেন: বড় পোষ্ট দেখলে নির্দ্বিধায় এড়িয়ে যাই। কিন্তু কি মনে করে যেন এটা পড়ে ফেললাম এবং আপসোস করলাম: ইস্‌ ! আমার যদি এইরকম একটা জায়নামনি থাকতো !!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া


এই পোস্ট ওর কান্ডকারখানার তুলনায় ছোট হয়ে গেছে


ওর কীর্তিকলাপ লিখতে গেলে ৫০০ পাতার বই লিখতে হবে।:P

১৫৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

রাতুল_শাহ বলেছেন: নকলযুক্ত না মানে নকলমুক্ত প্রতিযোগিতা চাই। এটার নিশ্চয়তা থাকলে অংশগ্রহণ করা যায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: এই নিশ্চয়তা কেমনে দেই???


তাইলে পরীরাজ্যে আসতে হবে।:)

১৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫

দি সুফি বলেছেন: পিচ্চিগুলা যা ফটর ফটর করে আর জ্বালাইতে পারে X( তারপরও ওরা অনেক কিউট 8-|

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!


তবুও আই এনজয় দ্যাট!!!!!!!!


আর জায়নামনি তো আমার গল্পের নায়িকা একদম!!!!!!!!!!!:)

১৫৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

পারভেজ বলেছেন: ইন্টেলিজেন্ট মেয়ে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

শায়মা বলেছেন: :P

১৫৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

টাইটা বলেছেন: ইউ আর ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড মেকিং আজ বোর্ড এ্যান্ড টায়ার্ড! সো ইউ স্যুড স্টপ ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক। :) :) :) :) :) :)

ব্যাপক :)

আমার কিন্তু অনেক লোভ হচ্ছে। ইচ্ছে করছে, আবার আগের মত পিচ্ছি হয়ে তোমার ক্লাস এ গিয়ে বসি। জায়না মনি কেও পাব আর প্রিটি একটা মিস ও পাব । কি বল? হানা দেব :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: টাইটা ভাইয়া হানা দিতে পারো তবে জায়নার জ্বালায় কি আর শান্তি পাবে????:P


তোমাকেই শেষে তার নিউ বয় ফ্রেন্ড বানিয়ে ছাড়বে।:P

১৬০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

টাইটা বলেছেন: খাইছে, জায়না মনি আমার জিএফ হলে তো আমার খবর আছে ...... :) টাইটা গিরি একেবারে ছুটিয়ে দেবে :(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শায়মা বলেছেন: হা হা আসলেই ভাইয়া আমার সকল জারিজুরিই মাঝে মাঝে ঘুচিয়ে দেয়।:(


তবে ইদানিং ব্যালে ডান্স নিয়ে বেশ বিজি আছে। আনন্দে আছে। এখন সে কিছু সময় পর পরই বলে মিস আই লাভ ইউ সো মাচ!!!! ইউ আর আ গুড টিচার! আই লাভ দিস স্কুল।:)

১৬১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

তাল্‌হা বলেছেন: সেকেন্ড টার্ম কবে শুরু হবে???:|

৩য় বর্ষপূর্তি উপলক্ষে অভিনন্দন। :)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২৬

শায়মা বলেছেন: শুরু হয়েছে ভাইয়া।


তবে পুরোটা শেষ হলে আবার সেকেন্ড পার্ট লেখা হবে।:)

১৬২| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪১

শফিক আসাদ বলেছেন: কেমন আছো?

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!!!


এতদিন পরে মনে পড়লো!!!!!!!!!:(

১৬৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩

বোকামানুষ বলেছেন: এ্যান্ড ইউ নো মিস, নাও ইউ আর অলসো ডুইং দ্যা সেইম থিং। ইউ আর ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড মেকিং আজ বোর্ড এ্যান্ড টায়ার্ড! সো ইউ স্যুড স্টপ ডুইং চ্যাট চ্যাট চ্যাট চ্যাট এ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক


ওরে বাপরে ভয় পাইছি :-/ |-)

এখন আপনার জায়নামনির কি অবস্থা আপু /:)

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: এখন সে আমার এক নং ফেভারেট স্টুডেন্ট!!!:)

১৬৪| ১২ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

মাহবুবুল আলম লীংকন বলেছেন:
কী মুশকিল! প্রতিটি বাক্য কোট করা যায়। ".....এ্যাকচুয়ালী ইট হ্যাজ টু বি ফা---ই--ভ---টি---ন এন্ড..." দারুণ লেখা।

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়ামনি!!!


আমার জায়নাকে দেখলে তুমি অবাক হয়ে যাবে।

১৬৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আর কি কমু.......... প্রশংসা যা করার সব এর আগের ৩০০ কমেন্টে করা হয়া গেছে।


লাস্টের কাহিনীটা সবচেয়ে চরম লাগছে। :P :P :P

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: হা হা হা বর্ষনভাইয়া

তার প্রতিটা কাহানীতেই রোজ রোজ চমকাতে চমকাতে আমার চমকা রোগ হয়ে গেলো।:(


:P

১৬৬| ২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

ইখতামিন বলেছেন:
আমার নাম কই :(

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:১০

শায়মা বলেছেন: ওহ তোমার তুমি তো্ত্তবাবু ছিলে তাই নাম জানতাম না।:(

১৬৭| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

রোমেন রুমি বলেছেন: জোস একটা পোস্ট ;
আমিতো হাসতে হাসতে পেতে খিল ধরে গেল ।

লাভ ইউ জায়নামনি ।

ধন্যবাদ
আপুমনি ।
এই লেখাটা পড়ার লিঙ্কের জন্য ।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: হা হা


এখন মন ভালো হয়ে গেলো না বলো???


:P

১৬৮| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

ইখতামিন বলেছেন: :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

শায়মা বলেছেন: :) :)

১৬৯| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

নাভিদ কায়সার রায়ান বলেছেন: আরে আল্লাহ্‌ কি কিউট!!!! উম্মমাহ!

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৪২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া আমিই এখন জায়নামনির ফ্যান!!!!

১৭০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: খাইছে ! বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর!!!! জায়না সারা জীবন এমন কিউট থাকুক সেই প্রার্থনা করি ! :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!

জায়নামনিকে আমার কখনও ভোলা হবেনা। এখন সে কেজি ওয়ানে উঠেছে কিন্তু আমাকে দেখলেই দৌড়ে আসে। কেউ ওকে ঠেকাতে পারেনা। ওকে আমার থেকে টেনে নিয়ে যেতে হয়। এই কারণে ওর ক্লাসের আশে পাশে যাওয়াই আমার নিষেধ!:(


ওর সাথে আমার ক্লাসের শেষ দিন নিয়ে একটা লেখা লিখবো ভেবেছিলাম। কিন্তু লিখতে গেলেই কান্না আসে তাই আর লেখাটা শেষ হয়না ।

জানো শেষদিন ওকে বিদায় দিতে গিয়ে আমি বোকার মত কি করে ফেলেছিলাম!!!! :P

না থাক! বলাটা ঠিক হবেনা। সবাই আমাকে বোকা ভাববে!!!:P

১৭১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এমনিতে খুব চালাক বুঝি আপনি ?? গল্প শুনতে চাইলাম না, কিছু গল্প থাকনা গুপ্তধনের মতো কোনও দুর্গম গহীনে ! :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: আরে লোকে বলে আমি বুদ্ধিমতী। মানে আমাকে যারা ভালোবাসে আর যারা দেখতে পারেনা তারা বলে বুদ্ধিমতী না ছাই আসলে তো একটা গোয়ার,শয়তানী, ডাইনী...........


মুখপুড়ি তুই লক্ষীছাড়ী, ভীষন পাজী সর্বনাশী, ইগোর পাহাড়, না ছুঁই পানি,
কানী বিড়াল, হতচ্ছাড়ী, অহংকারী, হিংসুটে আর পাগলি মাথা.........উল্টো করে ধরা ছাতা, চুন আর কালী উল্টো গাধা............


আরও কত্ত কিছু ভাইয়া।:(

১৭২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

লেজকাটা বান্দর বলেছেন: জায়নামনি আর শায়মামনির কীর্তিকলাপ খুব ভালো লাগলো আপুনি।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!

জায়নামনির আরও আরও কীর্তি আছে কিন্তু লেখা হয়নি কেনো যান আর।:(

১৭৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

রাইসুল সাগর বলেছেন: হা হা। পিচ্চিদের কর্মকান্ড রকস।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: এতদিন পরে পড়লে তুমি আমার জায়নামনির কান্ড!!!!!!!!!!!:( :( :( :( :( :(


তোমাকে জরিমানা করা হবে এক বক্স গ্লেজড ডোনাট ( এ্যামেইজড ফ্লেভার)

১৭৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

ড. জেকিল বলেছেন: ঘটনা সব কয়টাই সত্যি নাকি ? :-* এতো দেখি বিশাল প্রতিভা। একের ভি্তরে সব :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া ১০০% সত্যি ।

সেই প্রতিভা আমার বাসায় বেড়াতে এসেছিলো। আমি তার কথাবার্তার মানে প্রতিভার কিছু অংশ রেকর্ড করে রেখেছি মানে ভিডিও। অডিও করেছিলাম একবার স্কুলেই। যাই হোক কখনও হয়তও সেই ভিডিওসহ পোস্ট পাবলিশ করবো আমি। :) নইলে জানি এই জিনিস অনেকের বিশ্বাসই হবেনা।

১৭৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৪

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা , বেশ মজার তো! অনেক স্মার্ট মেয়ে। পিচ্চিগুলোর জন্য অনেক অনেক দোয়া রইল।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: হাহা ভাইয়া!!!!!!!!!!

অনেক অনেক থ্যাংকস!!!:)

১৭৬| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: এটা পড়ে ছেলেমানুষী আনন্দ পাইছি। কতটা পাইছি বুঝাইতে পারবোনা।

আমাকে একটা জায়না কিনে দ্যান।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৪

শায়মা বলেছেন: হা হা


জায়না কেনা যায়না ভাইয়ামনি। বরং সেই তোমাকে উল্টা কিনে আবার বিক্রি করে দিতে পারে! :P

১৭৭| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:১০

জেন রসি বলেছেন: যেমন টিচার তেমন তার ছাত্রী :P

জায়নামনির মূহুর্তগুলি পইড়া মজা পাইছি :)

এত মজা কইরা লেখার জন্য ভালো লাগা জানিবেন :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: হা হা হা ওকে ওক থ্যাংক ইউ ভাইয়া পলাল দন্য!!!!!!!!!!:)

তবে আমি জায়নামনির মত নাকি!!!!!!!!!!!!! X((

১৭৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

জেন রসি বলেছেন: আমাল কাদই হত্তে পলা আল সুদু পলা!!!!!

জায়নামনি ছোত পিত্তি!!!!

আপনি বল পিত্তি!!!!!! :P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: আমি তো বেবিম্যাডাম!!!!!!!!:)

১৭৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

সাহসী সন্তান বলেছেন: নিজে পড়ায় নার্সারি ক্লসের পোলাপাইন, আর সবাইরে ভাবে বুঝি সবাই নার্সারিতেই পড়ে!! ছ্যা........ছ্যা........!! মোল্লার দৌঁড় যে মসজিদ পর্যন্ত এইটা সবাই জানে! ঢাক ঢোল পিটিয়ে তা আবার কওন লাগে নাকি?


আপুনি কানে কানে কই! আপনার জায়নামনির গল্পটা কিন্তু দারুন মজার। খুবই আনন্দ পেয়েছি। ছোট বেলায় স্কুলে পড়ার সময় আমিও সবাইকে ডাক পড়াতাম। একের পিঠে এক দিলে এগার হয়..............!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: হা হা হা

পুচ্চু ভাইয়ু!!!!!! বড় সাজিবার চেরেষ্টা করিয়া লাভ নাই!!!!!!!!!:) :) :)

১৮০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

সাহসী সন্তান বলেছেন: নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে ছোট বলে বড় সেই হয়! সুতরাং ভাবেন একবার বিষয়টা কত মারাত্মক..........!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: B:-)

X((

:#)

লোকে তোমাকে তোত্ত বলে ভাইয়ু!!!!!

১৮১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪

সাহসী সন্তান বলেছেন: আর কেউ না বললেও আপনি যে বলেন সেইটা তো সিউর? :P

কথা কইলেই তো দাঁত ক্যালাইয়া হাইসা পড়েন? তাই আর কিছু কমু না, ছোট মানুষ বেশি কথা কওন ঠিক না। এইটা আমার নানী কইছিল। হাজার হইলেও স্বর্গীয় নানীর কথাতো ফ্যালান যায় না। তাই নন স্টপ, মুখে ফুলিস্টপ.......!! X((

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

শায়মা বলেছেন: ভাইয়া তোমার আপন নানী এই কথা বলেছিলো!!!!!!

নাকি এই নানীটা???


দেখো তো !!!!!!!!!

দুজনের কথার এত মিল!!!!!!!!! B:-)

https://www.youtube.com/watch?v=WI669bwHCHw

১৮২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

সাহসী সন্তান বলেছেন: হে হে হে, আমার নানীরে যে আপনি চিনবার পারছেন তাতেই আমি খুশি! তয় হেই নানী আমার কিন্তুক বহুত পিয়ারের নানী!! :P

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০

শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা


ভাইয়া একটা গান শুনে আমি আজকে হাসতে হাসতে মরেই গেছি!!!!!!!! আর অবাক হয়েছি এই গান নাকি অনেক পপুলার বাট আমি কোনোদিন শুনিনি !!!!! কেনো!!!!!:(

গানটা

https://www.youtube.com/watch?v=T_OJ-zmo5bc

১৮৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

সাহসী সন্তান বলেছেন: গানটা যে আপনি আগে কেন শোনেননি এইটা আমি কিভাবে বলবো? তাছাড়া একটু বলতে গেলেই তো দোষ!! :P যদি বলি আমরা এতটাই পশ্চিমা সাংস্কৃতিকে ভালবেসে ফেলেছি যে এখন বাংলা কোন কিছুই আর আমাদের কাছে ভাল লাগে না!! গতকাল তো একজন কে বলেই বিপদে পড়ছি। আমারে লবণ খাওয়াই দিছে। :P তাই ভাবছি এখন থেকে সবার সাথে গোঁজামিল দিয়ে যাবো। ভাল হইলেও ভাল বলবো, খারাপ হইলেও ভাল বলবো। :P

এতদিন আপনার কপালে ছিল না তাই হয়তো শোনেননি! গানটা আসলেই অনেক মজার! আমি আগেই শুনেছি।

ও তা, আজ একদম চুপচাপ কেন আপুনি? মন খারাপ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

শায়মা বলেছেন: আমি জীবনেও শুনিনি বলেই কাল যখন শুনলাম আমি আকাশ থেকে পড়েছি!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহা

ভাইয়ু আমি চুপচাপ ছিলাম কারণ আমি একটা কাজে বিজি ছিলাম !!!!!!!!!

যদি আমার সকল কাজ কাজ নহে অকাজ!!!!!!!!!!!!!! আর আমি ইজি কাজ মানে ইজি অকাজেই সারাক্ষন বিজি থাকি!!!!!!!:)

১৮৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

রিকি বলেছেন: view this link

আপুনি এটা আপনার আর জায়নামণির জন্য !!!! ;) ;) ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হা হা হা

থ্যাংক ইউ আপুনি!!!!!!!!! :) :) :)

১৮৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

রিকি বলেছেন: কোয়াক কোয়াক কোয়াক কোয়াক কোয়াক কোয়াক কোয়াক কোয়াক B-))

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: হাহাহাহাহাহা তুমিও কি ডোনাল্ড ডাক হয়ে গেলে খুশীতে????

১৮৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০১

রিকি বলেছেন: ডোনাল্ড ডাক আমার খুব খুব পছন্দ তো---আপনার আর জেন ভাইয়ের মন্তব্য পড়ে না দিয়ে পারলাম না--- পরে না শতদ্রু ভাই এসেছে !!!!! কিক আউট অফ হেভেন নিয়ে !!!! ;)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

শায়মা বলেছেন: হা হা হা


না এসে যাবে কই ?


টেলিপ্যাথী পাঠালাম না আমরা!!!!!!!:)

হেভেনে বসেও আর থাকতে পারলো না !!!!!!!!!:) :) :)

১৮৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

গেম চেঞ্জার বলেছেন: পড়লাম আর তদ্বা খাইলামম..................... :|

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: :P

১৮৮| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

~স্বপ্নজয়~ বলেছেন: খুব সুন্দর লিখেছেন তো :D

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!

এতদিন পর????????????


ভাইয়ামনি!!!!!!!! কেমন আছো????

১৮৯| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

~স্বপ্নজয়~ বলেছেন: গল্প চোরা ধরতে আসছিলাম, তোকে দেখে একটু গুতা দিয়ে গেলাম আর কি :P

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: গল্প চোরা!!!!!!!!!!!!
এই গল্প কেউ চুরি করলে খবর আছে!!!!!!!!!!!!!


আমার জায়নামনির গল্প এটা!!!!!!!!:)

১৯০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

~স্বপ্নজয়~ বলেছেন: তোর না, একুয়ার গল্প, গল্পের নামটা চেঞ্জ করে নিজের নামে চালায় দিছে এক ভদ্রলোক (!)

http://www.somewhereinblog.net/blog/nafizshovon/30080042

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!

:(

১৯১| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব ভাল লাগা একটি পোস্ট ছিল
আপি মুগ্ধ হয়ে পড়েছি, আমার জিনিয়াস আপি

লাভিউ লাভিউ লাভিউ আপি.....


কিন্তু নিচে আমার নাম নাই যে :(

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!:)

১৯২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস B-)

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

শায়মা বলেছেন: হা হা আসলেই সে ছিলো আমার জায়নামনি!
তুমি আমার এত পুরোনো পোস্ট পড়ছো বসে বসে!!!!!!!!


কেনো কেনো কেনো!!!!!!!!!! #:-S

দেখো আবার যেন .........




:P

১৯৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তোমাল ছব পুস্ত পলবো B-)

কিতুই হপে না :P

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: সাবধান হে বালক!

১৯৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সাবধান হে বুড়ি থুক্কু খুকি ;)

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: আমি সাবধান!!!!!!!!!!

ফুহ!

১৯৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: সাবধানের সাথে :-P এইটা দাওনি এবার B-))

তবে :-< এটাও ব্যবহার করা যায় :D

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

শায়মা বলেছেন: হা হা হা :-< এটাই ভালা ! :P

তোমারও কি আমার মত ছুটি??

১৯৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আজ আমাদের ছুটি ও আপুনি আজ আমাদের ছুটি B-)

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

শায়মা বলেছেন: তুমিও কি স্কুলে পড়ো?

১৯৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ B-))
তবে তোমার স্কুলে ভর্তি হবো ;)

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: এহ রে!

আমার স্কুল পিচ্চিদের স্কুল। বুড়াদের নহে।

১৯৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি তো এই এই কচি বুড়া থুক্কু খোকা B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.