নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

আলোর মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান- সাজি আপুর কাছে চিঠি ( আমার চোখে শাহবাগ )

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

বসে ছিলাম অলসমনে, অগোছালো হেলায়,
যেমন আমার দিন কেটে যায় আপন হাসি খেলায়।
ব্লগের পাতায় চোখটা ছিলো, কানে গানের সূর।
হঠাৎ গানে তাল কেটে যায়, হৃদয় অচিনপুর।

হঠাৎ দেখি অবাক করা দেশের মানুষ যত
বিস্ফারিত নেত্রে চেয়ে স্তম্ভিতের মত!
হঠাৎ কাঁপে ব্লগের পাতা, হঠাৎ কাঁপে তারা
অন্ধ ক্ষোভে হতাশ তবুও আশাবাদী যারা!

গর্জে ওঠে দশ বারোজন, ভীষনরকম ক্রোধে
ন্যায় বিচারের দাবী ওঠে বিষম অপরাধের।
সেই বারোজন বিকেল বেলা সঙ্গে তাদের ডাক
মধ্যরাতের আগেই গড়ায় হাজার এবং লাখ।

রাজনীতিতে অভক্তি, অশ্রদ্ধা যাদের ছিলো
অকুন্ঠচিত তারাই এগোয় মুক্তিসেনার মত
শ্লোগান জাগে প্রতিবাদের ভাগ রাজাকার ভাগ
মুখরিত জনতা আর মুখর শাহাবাগ।

আলোর মিছিল, জাগরণে অনিদ্র রাত জাগে
গণজোয়ার ফাসির দাবী সকল কিছুর আগে
রাত্রী গড়ায়, সকাল নামে, দুপুর বিকেল আবার
অনড় অটল গর্জে একাত্তরের হাতিয়ার।

প্রায় ছুঁই ছুঁই বারোর কাটা, রাতটা তখন নিঝুম
শাহবাগে মধ্য দুপুর জনতা নির্ঘুম
পা বাড়ালাম অঙ্গে সবুজ শাড়িটা স্বদেশের
লাখ জনতার ঢলে এবার গেলাম আমি মিশে।

চুপটি বসে একটি কোনে অবাক চেয়ে রই
চারিদিকে যায়না গোনা জনতা থইথই
মুহুর্মূহু উঠছে তাদের গণ দাবীর জোয়ার
শীর্ণ দেহী দীপ্ত বাণীর লাকী আক্তার!!

স্যালুট তোমায় পিচ্চি মেয়ে, স্যালুট মনের জোরে
কাদের মোল্লার কল্লা ছাড়া ফিরবে না আজ ঘরে।
গানের মত বাজছে কানে সকল শ্লোগান তোমার
গ তে গোলাম আজম তুই তো রাজাকার।

ধন্যি মেয়ে তোমার সালাম, ধন্য তোমার পণ
সেই শিশুটাও যায় না যে কম এক রত্তি প্রাণ
মায়ের কোলটা এখনও তার মাতৃভূমির ঠায়
সেই শিশুমন আজই এখন রাজাকারের ফাসি চাই।

জাফর স্যারের প্রশংসা আর সিক্ত ভালোবাসার
সবার আগে সেই বারোজন তোমরা অংশীদার
যা দেখেনি কেউ কোনোদিন একাত্তরের পর
জীবন তাদের ধন্য হলো জন্য তোমাদের।

সাক্ষী হলাম ইতিহাসের, সাক্ষী ভালোবাসার
স্বদেশ প্রেমে উজ্জিবীত সামুর সকল ব্লগার।
বুঝিনা তো রাজনীতি আর চাইনা অনাচার
সহজ মানুষ ক্ষেপেছে আজ দাবীতে সোচ্চার!

স্বজনহারা দুঃখী মানুষ সব হারানোর শোকে
আড়াল ছিলো, আজকে তাদের দেখুক সর্ব লোকে।
একটা খুনের দায়েও যদি ফাসির আদেশ হয়
লাখো খুনের ন্যায় বিচারে হবেই হবে জয়।

জয় হোক আজ সত্য ন্যায়ের, ভরুক আলোয় প্রাণ
জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!

মন্তব্য ২২৪ টি রেটিং +৫৯/-০

মন্তব্য (২২৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

অথৈ সাগর বলেছেন:
ওয়েল ডান শায়মা আপু । খুব ভাল হয়েছে । +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

তরুন সৈনিক বলেছেন: কাদের মোল্লার কল্লা ছাড়া ফিরবো না আজ ঘরে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: সেই তো!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

স্বপনবাজ বলেছেন: রাজনীতিতে অভক্তি, অশ্রদ্ধা যাদের ছিলো
অকুন্ঠচিত তারাই এগোয় মুক্তিসেনার মত
শ্লোগান জাগে প্রতিবাদের ভাগ রাজাকার ভাগ
মুখরিত জনতা আর মুখর শাহাবাগ।
বিজয় আসবেই !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

শায়মা বলেছেন: শ্লোগান জাগে প্রতিবাদের ভাগ রাজাকার ভাগ
মুখরিত জনতা আর মুখর শাহাবাগ।
বিজয় আসবেই !

একদম তাই....

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: :):):)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

শায়মা বলেছেন: কি?


এত খুশী কেনো ভাইয়া?

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: আমি প্রতিদিনই যাই । শাহবাগে গেলা একবার কইলাও না !

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

শায়মা বলেছেন: আরে আমিও তো প্রায় প্রতিদিনই একবার যাই মানে প্রতি রাতে!

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শিপন মোল্লা বলেছেন: দেখিনি হানাদার
পেয়েছি রাজাকার
রাজপথেই হোক বিচার
তরুন প্রজন্মের আবদার ।

শায়মা আপু অসাধারন পোস্ট।
ছবি আর শ্লোগান এজে আন্দোলনেরই দান।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শান্তা273 বলেছেন: জয় হোক আজ সত্য ন্যায়ের, ভরুক আলোয় প্রাণ
জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!

জয় বাংলা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

শায়মা বলেছেন: জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!


থ্যাংক ইউ আপুনি!

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

মায়াবী ছায়া বলেছেন: জয় হোক আজ সত্য ন্যায়ের, ভরুক আলোয় প্রাণ
জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!
..........
ভাল লিখেছেন আপু

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

সায়েম মুন বলেছেন: সুন্দর একটা পোস্ট দিছো। এই সময়ে একদম পার্ফেক্ট পোস্ট।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পিচ্চুভাইয়া!

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

বিষাদ সজল বলেছেন: ভালই তো ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

চন্দ্রা৯২ বলেছেন:
দাড়ুন আপুনি তুমি কি গিয়েছিলে ! আমি দুইদিন গিয়েছি ।


তোমার পোষ্টে প্লাস দিলাম ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

শায়মা বলেছেন: গেছিলাম তো আপুনি!

আমিও দুদিন মানে দু রাত ১২টায় গেছিলাম!


থ্যাংক ইউ আপুনি!

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

অর্ণব আর্ক বলেছেন: অসাধারণ..
পোস্টে প্লাস।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

রেজোওয়ানা বলেছেন: চমৎকার পোস্ট শায়মা।

জনতার সংগ্রাম চলবেই চলবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ রেজুমনি!


১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

সুরঞ্জনা বলেছেন: জয় হোক আজ সত্য ন্যায়ের, ভরুক আলোয় প্রাণ
জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!


অসাধারন!!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

শায়মা বলেছেন: সুরণ্জনা আপুনি!!!!!


অনেক অনেক থ্যাংকস!

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শের শায়রী বলেছেন:

ভাল লিখচ আপু।

"লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে, সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের কবর দে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

শায়মা বলেছেন: তোমারটাও দারুন ভাইয়া!

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:
লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে, সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের কবর দে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

শায়মা বলেছেন: দারুন ভাইয়া!


কবর কোথায় দেবে?


বাংলাদেশে নাকি!

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
এই জন্যই তুমি মায়াবী রাজকন্যা।
তোমার চোখে দিয়ে দেখা শাহবাগ দেখতে চেয়েছিলাম।
তুমি দেখিয়ে দিলে........অনেক ধন্যবাদ।

কাল আমরা অটোয়ার কার্লটন ইউনিভার্সিটিতে একসাথে হয়েছিলাম,
Solidarity with Shahbag Movement from Ottawa, Canada

Click This Link

মনে হচ্ছিল,
শাহবাগের একটা অংশ হয়ে গেছি।
শ্লোগানে,গানে,গানে গানে,কথায় অনেকগুলো মানুষ আমরা।
তারুন্য ঘিরে রেখেছিল আমাদের।
এত সুন্দর আয়োজন,
শাহবাগে যেতে না পারার কষ্ট তখন আর ছিলোনা।
ইউনিভার্সিটি সেন্টার হয়ে উঠেছিল মিনি শাহবাগ।

ব্লগার পরিচয়টা গৌরবের ,একথা ভেবে আনন্দ হচ্ছিল খুব।
ভালো থেকো।
ভালোবাসা নিও।



১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

শায়মা বলেছেন: আমি জানি আপু আমি বুঝতে পারছি তুমি কত্তখানি মিস করছো শাহবাগকে।

অটোয়ার কার্লটন ইউনিভার্সিটির কথা শুনে বুঝতে পারছি আরও।


তুমিও ভালো থেকো আপুনি


অনেক অনেক ভালো........

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

গণদাবী'র জয় হোক।
রাজাকার মুক্ত বাংলাদেশ হোক।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!!!!

থ্যাংক ইউ তোমাকে।

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইতিহাসের দায়
কে মাখতে চায় গায়?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

শায়মা বলেছেন: সেই তো!!!

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

শায়মা বলেছেন: বাপরে !


প্রথমে তো আমি চমকে গেছিলাম ভাইয়া!

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ছন্দের অক্ষরে তেজদীপ্ত হুঙ্কার। জেগে থাক শাহবাগ লেখা হোক অগুনতি কবিতা গান। কবির হুঙ্কারেই রচিত হবে হায়েনার দোসরের মৃত্যুমঞ্চ।


শুভ কামনা :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ছন্দের অক্ষরে তেজদীপ্ত হুঙ্কার। জেগে থাক শাহবাগ লেখা হোক অগুনতি কবিতা গান। কবির হুঙ্কারেই রচিত হবে হায়েনার দোসরের মৃত্যুমঞ্চ।


শুভ কামনা :) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১

শায়মা বলেছেন: আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি সেই অপরুপ রুপে বাহির হলে জননী!

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মাশাল্লাহ...........

অনেক ভাল হৈছেরে আপু...... অনেক ভাল হৈছে.....:)

পিলাস দিয়া গেলাম............++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

নস্টালজিক বলেছেন: জয় বাংলা!


জয়য়য়য়য়য়য়য়য় বাংলা.......

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: আহবান শোনো আহবান আসে মাঠঘাট বন পেরিয়ে
দুস্তর বাঁধা প্রস্তর ঠেলে বন্যার মত বেরিয়ে
যুগ সন্চিত শক্তি দিয়েছে সাড়া
হিমগিরি শুনলো কি সূর্য্যের ইশারা
..................

ও আলোর পথযাত্রী এ যে রাত্রী এখানে থেমোনা

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

মোঃমোজাম হক বলেছেন: এখানেও ভাল করলে।চমৎকার পোষ্ট।

এখন চ্যানেল আইতে ছয়জন টগবগে ব্লগার কথা বলছে।ভাল লাগছে কারন আমিও ব্লগিং করি তাদের মতোই :)

নাই নাই ভয় হবে হবে জয়---

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

শায়মা বলেছেন: নাই নাই ভয় হবে হবে জয়
খুলে যাবে এই দ্বার!!!!!


থ্যাংক ইউ ভাইয়া!:)

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

একজন আরমান বলেছেন:
কেন আপু?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

শায়মা বলেছেন: আরে প্রথম পাতার পোস্টার হঠাৎ আমার বাড়িতে !!!!!!!!!


ভয় পাবোনা বুঝি!!!:(



:P

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

বাংলার হাসান বলেছেন: খুব ভাল হয়েছে । +++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জামাত শিবির রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়

জয় বাংলা!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: ও আলোর পথযাত্রী এ যে রাত্রী এখানে থেমোনা ..........

৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: জয় হোক আজ সত্য ন্যায়ের, ভরুক আলোয় প্রাণ
জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!

খুব ভাল হয়েছে । +++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৩১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

নক্ষত্রচারী বলেছেন: অনেক সুন্দর ! কাব্যিক আলোয় জীবন্ত আলোকচিত্র ।
এমন পোষ্টের আরো দরকার এইসময়ে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৩২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

এসএমফারুক৮৮ বলেছেন: এ মূহূর্তে বিদ্রোহ কবির একটি লাইন মনে পড়ে যায় -
ঐ নতুনের কেতন উড়ে কালবৈশাখী ঝড়,
তোরা সব জয়ধ্বনী কর।

জয় হোক আজ সত্য ন্যায়ের, ভরুক আলোয় প্রাণ
জয় হোক ঐ মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল



থ্যাংক ইউ ভাইয়া আমার লেখাটা পড়ার জন্য।

৩৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

শিশির.কনা বলেছেন: মুখরিত শাহাবাগ শুধু শ্লোগান আর শ্লোগান
এটিই বাংলা মায়ের আসল প্রাণ ।

সুন্দর পোস্ট শায়মাপু।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

রুপ।ই বলেছেন: সুন্দর পোস্ট শায়মাপু।লাকী আক্তাররা জেগে উঠেছে,ওদের মাঝেই দেখি নতুন দিনের ডাক.......।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: লাকী আক্তারকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি!!!!

৩৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

অনীনদিতা বলেছেন: আপু খুবই সুন্দর পোস্ট:)তোমার অনুমতি ছাড়াই প্রিয় করে নিলাম:)
আমিও প্রতি সন্ধায় যাই।অফিস ছুটির পর নিজের অজান্তেই মন ছুটে চলে শাহবাগে:)থাকা হয় কিছুটা সময় এই প্রজন্ম চত্বরে:)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শায়মা বলেছেন: গুড আপুনি!


থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক আমার লেখাটা পড়ার জন্য আর ভালো লাগার জন্য আরও আরও থ্যাংকস!

৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: ছবি আর ছন্দের অন্ত্যমিল। খুব সুন্দর !!

+++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

খালেদা আকতার বলেছেন: খুব সুন্দর+++++++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!

৩৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

রাফা বলেছেন: কি বলবো শায়মা'দি অবাক,হতবাক,নির্বাক নাকি অন্য কিছু।

আন্দোলনের শুরু থেকে অদ্যাবদী সবই-তো নিয়ে এসেছেন ছন্দের মালায়।

হ্যাটস অফ ফর ইউ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

লেখোয়াড় বলেছেন:
perfect
++++++++++

Valo thakun.

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ লেখোয়াড়ভাইয়া!

৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভাল লাগল আপু :#)



জয় বাংলা !

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পিচকিভাইয়া!

৪১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

একজন আরমান বলেছেন:
হা হা হা
:P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

শায়মা বলেছেন: :P

৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর !
অনেক সুন্দর !

আলোর মিছিল থেকে ভেসে আসা ঐক্যতান

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!

৪৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

অদৃশ্য বলেছেন:




সাবধান
রাজাকার আলবদর যুদ্ধাপরাধী দেশদ্রোহী
বাংলাকে শুষে খাওয়া বেচে দেওয়া সব হারামিরা
সাবধান............ বিচার হবেই

___________________



শুভকামনা....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া।

৪৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক সুন্দর হয়েছে আপু।
++

রাজাকারের ঠাই,
হবে না এ বাংলায়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৪৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

অন্ধকারের রাজপুত্র বলেছেন: অসম্ভব ভালো লেগেছে :)

+++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শায়মাপু.........দারূণ...... :#)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৪৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আপু মুগ্ধ হয়ে পড়লাম । খুব খুব ভাল লাগছে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

৪৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

যাযাবর৮১ বলেছেন:




গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!


আসলেই সুন্দর!

৪৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ইখতামিন বলেছেন:

আজ আর এই জোয়ার কেউ রুখতে পারবেনা.
আর আসবেনা কোনও বাঁধা.
আমি বিজয় নিশান দেখতে পাচ্ছি নাবিক.
আরও একটু এগিয়ে যাও.
জয় আমাদের হবেই.
তুমি দেখো- সবগুলোর কল্লা কাটা যাবে..............

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

শায়মা বলেছেন: হা হা

কল্লা কাটা যাক।

গর্দান নেওয়া হোক।

৫০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আমি বাঁধনহারা বলেছেন:
বিচার থেকে কারো নাই নাযাত
হোক সে লীগ,দল অথবা জামাত!!
আমরা বাঙালি,আমরা বাংলাদেশি
আমরা চাই সব রাজাকারের ফাঁসি।
.................................

কবিতা ভালো লাগল আপু।
++++++++++++++++

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

শায়মা বলেছেন: তোমার কাব্যটাও অনেক ভালো হয়েছে ভাইয়া!

৫১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ভাল হয়েছে । +++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!

৫২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ভালো হয়েছে....রাজনীতিবিদরা অনেক খারাপ এবং পরিত্যাজ্য

প্রিয়তে নিলাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৫৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: অসাধারণ লিখেছেন ।

আপনার তুলনা আপনি ই [ তেল মারার ইমু ]

ছবি গুলা অসাধারণ । কবিতা আরও বেশি অসাধারণ ।

প্লাস না দিলে পাপ হবে । প্লাস দিলাম । প্রিয়তে নিমু পরে । এখন পাতা লোড হইতেসে না ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শায়মা বলেছেন: :(


ছবিগুলির জন্য পাতা লোড হয়না!:(

৫৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

শহিদুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর করে লিখেছ !

খুব ভালো লাগল :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পিচ্চি!

৫৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মাহফুজার রহমান বলেছেন: মনে হয় মুক্তিযুদ্ধের সময়টা ফিরে এসেছে-খুব মিস করছি সবাইকে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো?


কোথায় আছো তুমি?


মিস করছো কেনো সবাইকে?


তুমি কি বাংলাদেশে নাই?

৫৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

তারছেড়া লিমন বলেছেন: আমি দেখিনি ১৯৭১
কিন্তু শাহাবাগ দেখেছি
জয় হউক সব শুভশক্তির
জয় হউক তারুণ্যের।
সকল মুক্তি কামি তরুন দের সকল স্বপ্ন সফল হ্উক।
আমরা "প্রজন্ম একাত্তর", কোন compromise করব না। আমাদের এক দফা এক দাবি: সব রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই।

জয় বাংলা...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


৫৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!! আমার ছবি কই!!! এত এত স্লোগান দিচ্ছি!! তাও আমার ছবি নাই। হবে না। খেলব না। ;) :) :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

শায়মা বলেছেন: আরে ভাইয়া তাই তো তোমাকে সেদিন দেখলাম টিভিতে।

দেখেই চিনে ফেলেছি।:)

৫৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১

নিবেদীতা বলেছেন: চমৎকার লিখেছেন শায়মা, প্রিয়তে নিলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি।

৫৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ছবির জন্য না , নেট স্লো ছিল তাই লোড হয় নাই । এই যে এখন পাঁচ সেকেন্ডে লোড হইয়া গেলো ;)
প্রিয় তে নিলাম ।


তোমার জন্য ভালোবাসা রইল ;) ;) B-)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: তাই বলো!


আমি ভেবেছিলাম এত এত ছবির জন্য বুঝি!:(

৬০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: সায়মা আপা, আপনার কবিতার সাথে আমাদের কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের মানব বন্ধনের এই ছবিটাই হতে পারে উপযুক্ত মডেল।



"ধন্যি মেয়ে তোমার সালাম, ধন্য তোমার পণ
সেই শিশুটাও যায় না যে কম এক রত্তি প্রাণ
মায়ের কোলটা এখনও তার মাতৃভূমির ঠায়
সেই শিশুমন আজই এখন রাজাকারের ফাসি চাই।"

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া।


একেবারে এমন একটা দৃশ্যের জন্য লেখা ঐ কটা লাইন।

৬১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

অন্তরন্তর বলেছেন:
চমৎকার সময় উপযোগী কবিতা। :)
কোন কথা নাই, রাজাকারের ফাঁসি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৬২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

যুবায়ের বলেছেন: আলোর মিছিল, জাগরণে অনিদ্র রাত জাগে
গণজোয়ার ফাসির দাবী সকল কিছুর আগে
রাত্রী গড়ায়, সকাল নামে, দুপুর বিকেল আবার
অনড় অটল গর্জে একাত্তরের হাতিয়ার।


একাত্তরের হাতিয়ার
গর্জে উঠুক আরেকবার...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৬৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া।

৬৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

রিমঝিম বর্ষা বলেছেন:

আমিও একটা কবিতা লিখছি আপু। :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

শায়মা বলেছেন: গুড রিমঝিমনি!

ওকে পড়তে যাবো!


আপাতত রিপোর্ট কার্ড নিয়ে মহা বিজি আছি আপুনি!:(

৬৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ভুং ভাং বলেছেন:

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!

৬৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

সোমহেপি বলেছেন: ছবিগুলার কাজ ভালো হয়েছে।

মনে হচ্ছে অনেক পুরানো।
৭১ সালের।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৬৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

ইখতামিন বলেছেন: Click This Link

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

শায়মা বলেছেন: দেখেছি ভাইয়া!:)


তোমার পরীর দেশের পরীর গল্প!

৬৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ঘুমন্ত আমি বলেছেন: আজ রাজাকারের ফাসি চাই একটাই দাবি ।মৃত্যুরপরও রাজাকার এদেশে মাটি নাহি পাবি !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: তোমার শ্লোগানও অনেক ভালো হয়েছে ভাইয়া।

৬৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৮

ফারিয়া বলেছেন: জয় হবে আমাদেরই,

হারতে মোরা জানিনি,

জয়ে গেছি নিজের জননী;

আজকেও না হব বৃথা,

ধরবো তবে রাজাকার,

করব বিনাশ একাকার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: গুড আপুনি!:)

৭০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

তাসজিদ বলেছেন: ছবি ও কবিতা দুটই দারুণ।
++++++++++++++++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৭১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

সানজিদা হোসেন বলেছেন: সুন্দর

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!



কেমন আছো তুমি???

৭২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

শাহজাহান মুনির বলেছেন: স্যালুট তোমায় পিচ্চি মেয়ে, স্যালুট মনের জোরে
কাদের মোল্লার কল্লা ছাড়া ফিরবে না আজ ঘরে।



ভাল হয়েছে আপু।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!

৭৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ লিখেছেন । শুভ কামনা রইল । +++++++++++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

৭৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

+++++++++++++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!

৭৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

শামীম আরা সনি বলেছেন: গ তে গোলাম আজম তুই রাজাকার!

খালি গুআযম না তো আপু আরো আছেতো :P

গুআযমের একটা সাক্ষাৎকার দেখলাম, বাংলাভিশনে দেয়া,অনেকেই মনে হয় দেখেছে ওটা, আপনিও দেখে থাকতে পারেন, ওটা দেখে এই মুহুর্তে মাথা হট X(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: হা হা সবাইকে নিয়ে লিখতে হবে আরও একটা ছড়িতা!

প্রসেসিং এ আছে।:)


না আমি দেখিনি। আমি শুধু ৭১ দেখি।

৭৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

আশিক মাসুম বলেছেন: Sorry আপ্পি অনেক দিন দেশের বাইরে ছিলাম, টাই তোমার পোস্টে আসতে পারিনাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

শায়মা বলেছেন: হা হা


স্যরি হবার কি হলো ভাইয়া!!!!!!!!!!



হাসতে হাসতে মরলাম!!!:P


তুমি দেশের বাইরে গেছিলে কেনো হঠাৎ?

পড়ালেখা নাকি অন্য কারণ?

৭৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

আশিক মাসুম বলেছেন: হাসলা কেন??

আকটু কাজ ছিল বিসনেস সংক্রান্ত কাজ ছিলো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: তুমি বিজনেস করো নাকি!!!!!!!!!!!!!

মাইগড !!


আমি তো ভেবেছিলাম কলেজে পড়ো!:)


ওকে বুঝেছি!!


অনেক অনেক শুভকামনা ভাইয়া।

৭৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সাক্ষী হলাম ইতিহাসের, সাক্ষী ভালোবাসার
স্বদেশ প্রেমে উজ্জিবীত সামুর সকল ব্লগার।
বুঝিনা তো রাজনীতি আর চাইনা অনাচার
সহজ মানুষ ক্ষেপেছে আজ দাবীতে সোচ্চার!


জয় বাংলা ....আপু,,,, শুভ কামনা........

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

শায়মা বলেছেন: শুভকামনা ভাইয়া!

৭৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

তাসজিদ বলেছেন: দুর্বার তারুণ্য জামায়েত শিবির রুখবেই।

ফাসি, ফাসি, ফাসি চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

শায়মা বলেছেন: ফাসি, ফাসি, ফাসি চাই।
রাজাকারের ফাসি চাই।

৮০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইখতামিন বলেছেন:
৫১তম ভালো লাগা.

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

শায়মা বলেছেন: হা হা কার পোস্টের কমেন্ট কার পোস্টে করলে ভাইয়া?:P

৮১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

স্টীল মিলের শ্রমিকরা আমাকে বলে - "স্যার সব রাজাকারদের যদি ফার্নেসে ভরে গলাইতে পারতাম!!!! "

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

শায়মা বলেছেন: তুমি কি চিটাগাং স্টিলমিলে জয়েন করেছো ভাইয়া?

৮২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

মাক্স বলেছেন: +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!

৮৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

ইখতামিন বলেছেন:

আপু! আমিতো এই পোস্টেই কমেন্ট করেছি। :#> সজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে, নিজে পড়িয়া, তবে অন্যকে না পড়াইয়া :P

৪৮, ৪৯, ৫০ এর পর ৫১তম ++++++++
হা হা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

শায়মা বলেছেন: ইখতামিন বলেছেন:

আপু! আমিতো এই পোস্টেই কমেন্ট করেছি। সজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে, নিজে পড়িয়া, তবে অন্যকে না পড়াইয়া

৪৮, ৪৯, ৫০ এর পর ৫১তম ++++++++
হা হা


হা হা


শূন্যস্থানগুলি পূর্ণ করিবে কে???

৮৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

রাতুল_শাহ বলেছেন: নারে ভাই। স্টিল মিলে কয়েকদিন ঘুরতে মানে গলতে গেছিলাম।

এই ঘুরা নিয়া জলদি পোষ্ট দিব ভাবছি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: ওকে ওকে জলদি পোস্ট দাও ভাইয়া।

৮৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

ইখতামিন বলেছেন:
শূন্যস্থানগুলি!!!


কোথায়? আমি তো কোনও শূন্যস্থানই দেখছি না!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: হায় হায় কি বলো!!!


অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ লাগিবেক!:P

৮৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

ইখতামিন বলেছেন:

চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নাহি লাগিবেক.

আমি ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে দেখেছি
হা হা হা B-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: সর্বনাশ!!!!!!!!!!


তাইলে তো আমাকেই যেতে হবে তার কাছে!:(

৮৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

বুমবুম বলেছেন: :D ইয়েসসসসসসসসসসসস!!!!!!!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

শায়মা বলেছেন: কি ভাইয়া!!!!!!!!!!!!!


কতদিন পর আসলে!!!!

৮৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

ইখতামিন বলেছেন:
ঠিক আছে. ঠিক আছে.
আপনি আর কষ্ট করবেন না প্লিজ.
আমি চক্ষু পরীক্ষা করিয়ে এসেছি.
হুমম. কিছু শূন্যস্থান দেখা যাচ্ছে।
সেগুলো পূরণ করে দিচ্ছি. B:-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: কই

পূরণ হয়নি তো!!!!:(

৮৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

অনীনদিতা বলেছেন: কেমন আছো আপু?:)
মজাদার কোন স্পাইসি রেসিপি দিবা:)
প্লিজ:)
তোমাকে অনেক জ্বালাই।রাগ কর নাতো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: মজাদার স্পাইসি রেসিপি!!!


অনেকদিন মজাদার খানাপিনা রাঁধি না!!:(



আচ্ছা কালই খুঁজে বের করবো তোমার জন্য আপুনি। :)

৯০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

মেহবুবা বলেছেন: স্বজনহারা দুঃখী মানুষ সব হারানোর শোকে
আড়াল ছিলো, আজকে তাদের দেখুক সর্ব লোকে।

সেটাই দেখতে পাচ্ছি ।
কেমন একটা সময় পেয়ে গেলাম আমরা , অভূতপূর্ব দৃশ্য ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: সেটাই আপু


একটা দেশের মানুষ একই ঐক্যতানে সূর মিলিয়েছে।


অবাক হয়ে যাই!!!!!!!!!!!!!!!


আপুনি কেমন আছো?

অনেকদিন পর দেখলাম।

৯১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইখতামিন বলেছেন:





ঠিক আছে- পূরণ করে দিচ্ছি ... ... ... ...




OTঃ আগের প্রো-পিক টা অনেক ভালো ছিল.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

শায়মা বলেছেন: কেমন করে ভাইয়া???

যাইহোক আমিও জানি আগেরটাই বেশি ভালো।

ওটাই আবার আনবো!:)

৯২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

জেনারেশন সুপারস্টার বলেছেন: ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!

৯৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

অনীনদিতা বলেছেন: আপু:):):)
অপেক্ষায় রইলাম? :) :) :) :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: ওকে!!!! নেক্সট মান্থ এ নিউ রেসিপি আসিবেক

৯৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ইখতামিন বলেছেন:

আপু!
এই মাসে কি আর কোনও লেখা পাচ্ছিনা?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: না ভাইয়া!:(


লেখালিখির মুডে নেই!!


:(

:(

:(

৯৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

অনীনদিতা বলেছেন: ওকে আপুজী:)
তাহলে কি নেক্সট মান্থ পর্যন্ত না খেয়ে থাকবে:(
:( :( :(( :((

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: না না নেক্সট মান্থ পর্যন্ত মিষ্টি আর টক খেয়ে থাকো নেক্সট মান্থে ঝাল ঝাল !!!:)

৯৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপুউউউউউউউউউউউউ, এই প্রোপিকটা জোস হইছে!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)


তোমারটাতো এক্কেবারে হিরো হিরো প্রোপিক!!!!!!!!!!!!!!



:P


৯৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

রাতুল_শাহ বলেছেন: নতুন পোষ্ট কখন পাবো রে ভাই?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

শায়মা বলেছেন: মার্চ ৯ পর্যন্ত মরারও সময় নাই!:(


:P

৯৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক/ শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ,
সবাইকে শুভেচ্ছা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

শায়মা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা ভাইয়া!



শহীদের জন্য শ্রদ্ধা!

৯৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

কামরুল হাসান শািহ বলেছেন: শুধু +

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

১০০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

ইখতামিন বলেছেন:
+ + + + + +

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: এখনও হয়নি!!



:P

১০১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হঠাৎ দেখি অবাক করা দেশের মানুষ যত
বিস্ফারিত নেত্রে চেয়ে স্তম্ভিতের মত!
হঠাৎ কাঁপে ব্লগের পাতা, হঠাৎ কাঁপে তারা
অন্ধ ক্ষোভে হতাশ তবুও আশাবাদী যারা! ... +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: আপুনি অনেকদিন পর কাল দেখলাম তোমাকে।


অনেক অনেক শুভকামনা!


১০২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

স্তব্ধতা' বলেছেন: অসাধারন, শায়মা।+++আমি এই সময় দেশে থাকলে......

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪

শায়মা বলেছেন: চলে আসো ভাইয়া!


আসলেই তোমাদের এখন থাকা উচিৎ!

১০৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

ওই চোরা বলেছেন: +++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!:)

১০৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

অনীনদিতা বলেছেন: আপু রেসিপি :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

শায়মা বলেছেন: ৯ই মার্চ পর্যন্ত খাওয়া দাওয়াও বন্ধ অনীনদিতামনি!!!


আমি খুবই ঝামেলাই আছি!!!!!!!!:(

১০৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

সোহাগ সকাল বলেছেন: অনেক ভালো লাগলো।
নিয়মিত কবিতা লেখেন নাকি?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

শায়মা বলেছেন: নিয়মিতই লিখি বলা যায় তবে মাঝে মাঝে অন্যান্য জিনিসপাতিও চলে আসে। মানে এক কবিতা নিয়ে পড়ে থাকার মত সুস্থির মস্তিস্ক আমার নহে ভাইয়া।:(


এই যেমন এখন খুব খুব বিজি আছি গান বাজনা আর নাচ আবৃত্তি নিয়ে।

বাচ্চাদের অনুষ্ঠান ও নিজের সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে।:)

১০৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

অনীনদিতা বলেছেন: :)ওক্কে আপু:)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

শায়মা বলেছেন: তুমি হঠাৎ এত রেসিপিপাগল হয়ে উঠলে কেনো বলোতো!!!!!!


হঠাৎ এত রান্না বান্নার শখ!!!!!!!!!!


আচ্ছা দাঁড়াও একটু পরে গিয়ে আমি তোমাকে অনেক অনেক রেসিপি লিন্ক দিয়ে আসছি।


সেখান থেকে বেঁছে নিতে পারবে তোমার পছন্দের গুলি অবশ্যই অবশ্যই!!!:)

১০৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

অনীনদিতা বলেছেন: আপু স্পেশাল একজন কে রান্না করে খাওয়াবো;)
তাই আগে থেকেই শিখে নিচ্ছি:)
তুমি যদি না শেখাও তাহলে কিন্তু তোমার দোষ দিয়ে দেব;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন: তোমার ব্লগে অনেক অনেক স্পেশাল খানা পিনা দিয়ে এসেছি আপুনি!:)


এখন রান্না শেখো ঝটপট!:)

১০৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

জাওয়াদ তাহমিদ বলেছেন: আপুনি খুব সুন্দর হয়েছে।
কবিতাটা মারভেলাস। সাথে ছবি গুলা।
তোমাকে ১০ এর ভিতর ১০০ দিলাম।

:) :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!! থ্যাংক ইউ!!! থ্যাংক ইউ ভাইয়া!!!:)

১০৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

শাহেদ খান বলেছেন: দারুণ !

ছবি কবিতা সব মিলিয়ে দারুণ একটা পোস্ট, আপু !

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১১০| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

আমি সাজিদ বলেছেন: ভালো লাগলো ম্যাডাম :)

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ স্যার!:)

১১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: জয় বাংলা

১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩

শায়মা বলেছেন: :)

১১২| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: :) :) :) :) :) :) :) :) ;)

০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

শায়মা বলেছেন: এত হাসি ইমো কেনো!!!!!!!!!!!! B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.