নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

তারছেঁড়া মেয়ে ও পাগলাটে ছেলের কাব্য:D:D:D

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৯


মেয়েটা ছিলো তার ছেড়া
মেজাজ ছিলো ধার কড়া,
ভাঙতো বাসন ছুড়তো হাড়ি
চেঁচিয়ে মাথায় তুলতো বাড়ি।

ছিড়তো কাঁপড় দাঁত দিয়ে
লঙ্কা খেত ভাত দিয়ে।
কিড়মিড়িয়ে কেন জানি
গরম মাথায় ঢালতো পানি।


ছেলেটা ছিলো পাগলাটে
ভালোয় ভালোয় দিন কাটে
কিন্তু হঠাৎ রাগলে পরে
চেঁচিয়ে তার রাত কাটে।

ভোর সকালে ছাদের পরে
ধুপধুপিয়ে খুব হাঁটে।
দালান কাঁপে থরথরে
এই বুঝি তার ছাঁদ ফাটে।


এক সকালের কুক্ষনে
দেখা হলো দুইজনে
দখল নিয়ে ছাদের কোনের
দুই পাগলে গণগণে।

পাগলা বলে তারছেড়া
ভাগ এখুনি এই বেলা
এ ছাঁদ আমার আমি রাজা
থাকলে হেথায় বুঝবি মজা।


তারছেড়া কয় পাগলারে
শখ দেখে তোর বাঁচিইনারে
এ ছাদ আমার আমিই রাণী
চোখে কি তোর পড়ছে ছানি?

এ কিল তোলে, ও ছোড়ে ঢিল
দৌড়ে পালায় কাক বক চিল
শেষে তাদের হলো রফা
একই দাবি একই দফা।


মেয়ে রাণী ছেলে রাজা।
বাজা ঢোলক বাদ্য বাজা।
পালিয়ে গেলো হাত ধরে
এক সকালে খুব ভোরে ।

থানা পুলিশ সব শেষে
ফিরলো তারা অবশেষে
বাঁধলো সুখের ছোট্ট ঘর
তারছেঁড়া বউ, পাগলা বর।


দুদিন যেতেই ফুরফুরে
ঘুম ছুটে যায় রাত দুপুরে
পড়শীরা সব থরথরো
ভয়েই আধা মরমরো।

ছুড়ছে চামচ, ছুড়ছে হাতা
কে বুঝি কার ভাঙ্গলো মাথা।
খামচি এ দেয়, ও টানে চুল
আহ একি ভুল, উহ একি ভুল!

ভুল করেছি ভুল করে
তারছেড়াকে বউ করে
এহ কি সাধু পাগলারে
ইঁদুর বিড়াল ছাগলারে।

বানর, হাতী, কুকুরছানা
একচোখো ভুত মামদোকানা।
তুই পেত্নী লক্ষীছাড়ি
পিটিয়ে তোরে ছাড়াবো বাড়ি।

হার না মানা পরাজয়ে
কেউ ডরেনা কারো ভয়ে
তুবড়ি তোলে গাল ছোটে
ভোরের আলো উঠলো ফুটে।


এবার তারা শ্রান্তিতে
ভীষন রকম ক্লান্তিতে
ঝগড়া তুলে ক্ষান্তিতে
ঘুমিয়ে গেলো শান্তিতে।



(ছড়িতাটা আমার ইপ্সিমনি আর তার ইঁদুর, বিড়াল, হাম্বা গোম্বার জন্য B-))

মন্তব্য ৫৩১ টি রেটিং +৪৬/-০

মন্তব্য (৫৩১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

সেলু বলেছেন: বাহ, ভীষণ ভালো লাগলো । শুভেচ্ছা সব সময়।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: হা হা

ভাইয়া এটা আমার ইপ্ষি আপুনির জন্য বিশেষভাবে রচিত!!!!!!!!!!:)

২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৯

আরিফ হাসান নুর বলেছেন: ভালো লাগলো

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪০

শায়মা বলেছেন: :P


থ্যাংক ইউ ভাইয়া।:)

৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আমি কিন্তু হাসি নাই :| দেখ মুখ বন্ধ

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!


তুমি তো সিরিয়াস আপুনি!!!!!!!!!!!!:)


কিন্তু ইপ্সিমনিকে চিনলেই বুঝতে এটা যে তার জন্য লিখেছি!!!!!!!!!!:) :) :)

৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ :|

আমি এমন একটা বউ চাই । এইসব নাহলে ঘর কি জমে !! ;) ;) :P

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


সাধ করে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-) B:-) B:-) B:-)

ভাইয়া তাইলে তো তোমার খবর হয়ে যাবে।:)

অবশ্য আমাদের রফিক ভাইয়ার বউ মানে আমার প্রিয় ভাবিজীও মারদাঙ্গা শিখেছে !!!:)

দেখোনা ভাইয়া কেমন ভয়ে থাকে!!!!!!!!!!!!! :P

৫| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: :-P to

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

শায়মা বলেছেন: এই ইমো তো গলায় ফাঁস লাগলে জীব বের হওয়া ইমো!:)

৬| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৮

মনিরা সুলতানা বলেছেন: মুরুব্বী দের সিরিয়াস হতে হয়, দেখেও না দেখার ভান করতে হয় ;)

তবে পাশের বাসায় এমন এক উইদাউট তার আর গুন্ডা ছেলে পেলে মন্দ হয় না :P :P :P

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫১

শায়মা বলেছেন: কেনো কেনো আপুনি!!!!!!!!!!!

উইদাউট তার আর গুন্ডা ছেলের কান্ড কারখানায় বিরক্ত হয়ে তো শেষে দড়ি দিয়ে বাঁধতে যাবে!!!!!!!!!!



পাড়ার লোকে অতিষ্ঠ
কি যন্ত্রনা কি কষ্ট
আনলো দড়ি মাপ করে
বাঁধলো কষে খুব করে........


আচ্ছামত দুইটারে.........:)

৭| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫০

বদিউজ্জামান মিলন বলেছেন: মজারু ভীষণ মজারু..

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!!!!

থ্যাংক ইউ !!!!!!!!!:)

৮| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

নীল-দর্পণ বলেছেন: কিড়মিড়িয়ে কেন জানি
গরম মাথায় ঢালতো পানি।
আমাদের পেত্নীপুও না গরম মাথায় বালতি বালতি পানি ঢালে? :P

মজার ছড়া :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: নীলমনিটা বলে কি যে
আমি কিন্তু লক্ষী নিজে
মাথা আমার ঠান্ডা কুল
তাই আমার এত্ত চুল !!!!!!!!!!! :)


নীলুমনি তোমাকে সেদিন কি কারণে যেন খুঁজেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি!!!!!!!!!!!:(

৯| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

রফিক এরশাদ বলেছেন: ইপ্সিমনির ছড়িতা,
তোমরা যদি পড়িতা-
ছিড়তো মাথার তারটা,
জানিনা তো কারটা! ;) ;)
প্রেমের মজা মাইরে-
এখন ঘর যাইরে,
বউ আমারে পিটাইবো
মনের খায়েস মিটাইবো :( :(

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:০০

শায়মা বলেছেন: ভাইয়া তোমার বউমনি
লক্ষী সোনা যাদুর খনি
সে কথাটা আমরা জানি
কিন্তু তোমার একটিং এ
খগড় হাতে নেয় দিনে
ছুরি চাকু, বেতের বাড়ি
শিঘ্রি যাও ফেরো বাড়ি।:) :) :)

১০| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

এম এম করিম বলেছেন: সুকুমার রায়-কে মনে করিয়ে দিলেন।

ঈপ্সিমনিটা কে?

ভালো লাগা। ++++

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩

শায়মা বলেছেন: ইপ্সিকে চেনোনা!
প্রেমময়ী বালিকা
তার মত দয়াবতী
নেই কোনো তালিকা

এখানেই আসে রোজ
ভালোবাসা লিখতে
তাই এই কবিতা
ইপ্সিকে খেপাতে।:)

ওকে একটু পরে লিন্ক দেবো ইপ্সিমনির ভাইয়া।:)


১১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু এটা কি করেছো তুমি? :) :) :)
ঈপ্সিমণির মতো সুইট কিউট (দোজখ বাস আমার নিশ্চিত) মেয়ের জন্য এমন কবিতা!
পাগলি→ তোমার পিছোনে লাঠি নিয়ে দৌড় লাগানো উচিত। এটা জাতির দাবি। ;) ;) ;)


মন্তব্য লিখে যে কি মজা পেলাম। পা দিয়ে তালি বাজাতে ইচ্ছা করছে। :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৯

শায়মা বলেছেন: কি!!!!!!!!!!!!!!

তুমি যে আমাকে কানে কানে বুদ্ধি দিলা ভাবছো আমি সেটা বলে দেবোনা!!!!!!!!!!!!!!!!! B:-)


আমারে চেনো তুমি!!!!!!!!!!!!!!

নিষ্ঠুর তুই, কঠিন কঠোর,
সবকিছু তুই সইতে ভালোই পারিস, তবে
পারিস না কেউ করলে তোকে একটু ছোট,মাফ নেই তার,
প্রতিশোধের আগুনে তোর পুড়িয়ে তারে মারিস।

১২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫

নীল-দর্পণ বলেছেন: ভাল কথা আপু মেলায় তোমার বইটা প্রতিকথার স্টল খুজে পেলাম না X( X(

এখন বইটা কোথায় পাবো?

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

শায়মা বলেছেন: এখন বইটা গুলশান বই বিচিত্রায় পাবে নীলমনি!!!!!!!!!!!!!


:):) :)


আর আমার বাসায় .........:)


আর রাশেদীন ভাইয়ার শাহবাগের প্রতিকথা শপে।:)

১৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

কলমের কালি শেষ বলেছেন: গবেষণা থেকে জানতে পেরেছি এই টাইপের ললনারা মনের দিক থেকে নাকি বেশ ভাল হয় । তাই তাঁর ছেড়া হলেও নো প্রব্লেম সিস ! ;) ;) :P

লাইফ ইজ অল আবাউট এডভেঞ্চার জাস্ট নিড অ্যা গুড হার্ট ! B-) B-)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১২

শায়মা বলেছেন: ওকে ওকে ইপ্সিমনির ছোট বইন আছে নাকি কালকে জেনে নেবো।

তবে অবশ্য তার আগে জানতে হবে তুমি কত বুইড়া ভাইয়ামনি!!!!!!!!!! :(




:P :P :P :P :P

১৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

রফিক এরশাদ বলেছেন: লেখক বলেছেন: কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


সাধ করে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! B:-) B:-) B:-) B:-)

ভাইয়া তাইলে তো তোমার খবর হয়ে যাবে।:)

অবশ্য আমাদের রফিক ভাইয়ার বউ মানে আমার প্রিয় ভাবিজীও মারদাঙ্গা শিখেছে !!!:)

দেখোনা ভাইয়া কেমন ভয়ে থাকে!!!!!!!!!!!!! :P


আমি এই কমেন্টের তীব্র নিন্দা জানাচ্ছি :( আমি মোটেও বউ কে ভয় পাই না.. দেখলে মনে হয় ভয় পাচ্ছি..এটা একটিং :) আসলে ভয় পাই না! বউয়ের মাইর খেয়ে দেখলে মনে হবে কাঁদছি আসলে তা না..ওটাও একটিং!! এই মিথ্যা কমেন্টের জন্য আমি আজকে থেকে আমরণ ভোজাশনে যাবো..কমেন্ট উইথড্র না করা পর্যন্ত খেতে খেতে মরে যাব তবু খাওয়া থামাবো না..বউয়ের সামান্য মাইর খাই বলে যে যা ইচ্ছা তাই বলবে? এটা কি শায়মা মুল্লুক নাকি :( :( :( :(

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৪

শায়মা বলেছেন: ভাইয়া ঢং কম করো!!!!!!!!!!!!


সেই তোমাদের সংসারের কবিতা এইখানে দেখাও ........


প্রমান হয়ে যাক !!!!!!!!!!!!!!

১৫| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারে চেনো তুমি!!!!!!!!!!!!!!

নিষ্ঠুর তুই, কঠিন কঠোর,
সবকিছু তুই সইতে ভালোই পারিস, তবে
পারিস না কেউ করলে তোকে একটু ছোট,মাফ নেই তার,
প্রতিশোধের আগুনে তোর পুড়িয়ে তারে মারিস।

আপু তোমারে আমি চিনি তো..
তুমি হলে পরী :)

নিষ্ঠুর কে! কঠিন কঠোর কে!


পুড়ে মরবে কে?

B:-) B:-) B:-)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০

শায়মা বলেছেন: আমি পরী কিন্তু মাঝে মাঝে আমারও কিন্তু তার ছিড়ে যায় !!!!!!!!!!


কাজেই সাবধান!!!!!!!!!!!!!!!!!


আমার দল থেকে একটু এদিক সেদিক করলেই একদম ....

১৬| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৯

রফিক এরশাদ বলেছেন: লেখক বলেছেন: ভাইয়া ঢং কম করো!!!!!!!!!!!!


সেই তোমাদের সংসারের কবিতা এইখানে দেখাও ........


প্রমান হয়ে যাক !!!!!!!!!!!!!!


...সব একটিং গো (আফামনি) পাগলা.. দুনিয়ার সব একটিং :( আমার সংসারের কবিতা তো একটিং করে লেখছি..ওইটা পুরা মিছা.. ;(

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:২১

শায়মা বলেছেন: তুমি সেটা এইখানে পেস্ট করো !!!!!!!!!!!!!!

সবাই তোমার একটিং দেখুক (মানে প্রমান পাক:))


দাও শিঘ্রী!!!!!!!!!!!!!!!!!

১৭| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:২১

নীল-দর্পণ বলেছেন: আমি তোমার বাসা থেকে নেবো 8-| 8-|

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:২২

শায়মা বলেছেন: ওকে আমার বাসারটাই পাঠিয়ে দেবো। :) :) :)


তোমার এ্যাড্রেস দিয়ে দাও নীলুমনি!!!!!!!!!! :) :) :)

১৮| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৮

রফিক এরশাদ বলেছেন: সকাল বিকাল ঝগড়া-ঝাটি বউয়ের সাথে আড়ি,
আমি যদি ধমক লাগাই,ও দেয় মাথায় বাড়ি!
আমি যদি চুল টেনে দেই,ও দেয় কানে টান,
কথায় কথায় ভয় দেখিয়ে বের করে দেয় জান!
আমি একটু চিমটি দিলে ও ধরে দেয় খামচি,
তার ভয়ে এই যে দেখুন দরদরিয়ে ঘামছি!
আমি একটু অসুখ দেখাই,ও হয়ে যায় ফিট,
সহজ সরল পেয়ে করে আমার সাথে চিট!
আমি হাতে লাঠি নিলে ও হাতে নেয় দা,
আমি বলি মজা করছি তাও বোঝে না,যাঃ!
কথায় কথায় ভাঙ্গতে থাকে হাড়ি পাতিল ঘটি,
আমি হাতে সেন্ডেল নিই,ও হাতে নেয় চটি!
আমি ওরে ‘চুন্নি’ ডাকি,ও আমারে ‘শালা’,
কিছু হওয়ার আগেই ও দেয় রান্নাঘরে তালা!
চিনি চাইলে লবনটা দেয়,মধু চাইলে কদু,
ভূত সেজে রোজ ভয়টা ওরে দেখাই শুধু শুধু?
একটুখানি খোঁচা দিলেই বারুদ জ্বলে আগুন,
আমার মত কে কে আছে এবার সবাই জাগুন!!
.
.
.
.
সময় থাকতে ভাগুন :( :(

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩০

শায়মা বলেছেন: হা হা হা হা হা


ইয়েস ভাইয়া!!!!!!!!!!!!!!!


এইটাই!!!!!!!!!!!!!!


এইবার প্রমানিত!!!!!!!!!!!!!

আমি একটু চিমটি দিলে ও ধরে দেয় খামচি,
তার ভয়ে এই যে দেখুন দরদরিয়ে ঘামছি!


হাহাহাহা

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: আমি হাতে লাঠি নিলে ও হাতে নেয় দা,
আমি বলি মজা করছি তাও বোঝে না,যাঃ!
কথায় কথায় ভাঙ্গতে থাকে হাড়ি পাতিল ঘটি,
আমি হাতে সেন্ডেল নিই,ও হাতে নেয় চটি!
আমি ওরে ‘চুন্নি’ ডাকি,ও আমারে ‘শালা’,
কিছু হওয়ার আগেই ও দেয় রান্নাঘরে তালা!



আহারে আমার ভাইয়াটা!!!!!!!!!!!!! :(




হাহাহাহাহাহাহাাহাহাহাহা :P

১৯| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩২

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: তারের বারোটা বাজলেও কিন্তু শেষবেলা জোড়া লাগিয়ে দিলেন :(( বাস্তবতা কিন্তু তিরিং বিরিং স্পিরিং :((

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: আরে তিরিং বিরিং পিরিং কি!!!!


এইটা একশো পারসেন্ট বাস্তব সন্মত গল্প।


বিশ্বাস না হয় দিশেহারা রাজপুত্রকে জিগাসা করে দেখো ভাইয়া।:)

২০| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

পার্থ তালুকদার বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ পার্থ ভাইয়ামনি!!!!:)

২১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

রফিক এরশাদ বলেছেন: আচ্ছা বাদ দেন আপু..তারপর দেশের অবস্থা কি বুঝতেছেন? রেশম গুটিপোকা শিল্প কি আর মাথা তুলে দাড়াতে পারবে মনে করেন? আর সত্যিকার গনতন্ত্র বলতে আপনি কে বুঝেন..আসেন আমরা এইটা নিয়ে আলোচনা করি.. :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪০

শায়মা বলেছেন: এত কিছু থাকতে রেশম গুটিপোকার কথা কেনো!!!!!!!!!!!!

সন্দেহ হচ্ছে এখন কিন্তু তোমাকে আমার ভাইয়া!!!!!!!!!!



তবে ভাবিজীর জন্য রেশম সিল্ক কেনার ব্যাপার স্যাপার হলে অন্য কথা। :)



আর সত্যিকারের গণতন্ত্র জানিনা কি

আমি স্বৈরাচারী।


আমি বন্ধনহীন, জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল.....:)

২২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা বুইড়া !!

ছেলে জুয়ান, সানগ্লাস পরলে টমক্রুজের লাহান লাগে ।শার্ট উত্রানে কি বাত সালমান খান জেসা লাগতাহে, উস্কি বাত ম্যানে নেহি জা চাকতা !! ছেলের আরও গুণ আছে, ছেলে রাতে ঘুমায় না তাই ভাঙ্গাভাঙ্গিতে মাইয়া যোগ্য প্রতিযুগী পাবে । আরও জানতে চাইলে কল- ০০৮ অথবা ০০৯ । :P :P

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪২

শায়মা বলেছেন: হা হা হা


যাক বাবা আমি ভাবছিলাম বুইড়া বলায় আবার রেগে মেগে রফিক ভাইয়ার মত গলায় দড়ি দিতে গেলে নাকি!!!!!!!!!!!

:P

২৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি পরী কিন্তু মাঝে মাঝে আমারও কিন্তু তার ছিড়ে যায় !!!!!!!!!!


কাজেই সাবধান!!!!!!!!!!!!!!!!!


আমার দল থেকে একটু এদিক সেদিক করলেই একদম ....



পরীদেরও তার আছে! আমার তারে টান লাগলো।


না নো এদিক সেদিক
অনলি ইওর দিক
আমি বাঁচাইতে চাই আমার পিঠ
থাকুক শান্ত থাকুক পরী
আমার হলো হাতে খড়ি
করবো না আর মৌজ মস্তি
পরীর সাথে করবো দোস্তি।

:) :) :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: গুড গুড গুড লক্ষীছেলে
যা বলি তা সব শোনে
এক পায়েতে দাঁড়াও বল্লে
দাঁড়িয়ে থাকে ঘরের কোনে।


কানটা ধরে একটা হাতে
আরেক হাতে নামতা বই
মিনমিনে সুর জোরসে পড়ো
গলার জোরটা যাচ্ছে কই?

বড় হবে এই জীবনে
সব বড়রা যা বলে
তারাই লক্ষী ভালো ছেলে
সাত চড়ে না রা করে!!!!:)

২৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছড়া পড়েতো মনে হচ্ছে আমাগো শায়মামণিরও তারছেঁড়া। :P
ছড়া কিন্তু ভীষণ মজার হইছে। তারছেঁড়া মেয়ে ও পাগলটে ছেলে যেন সোনায় সোহাগা। ;)
ইপ্সিমণির জন্য অনেক আদর ও ভালোবাসা রইলো।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: নিন্দুকেরা সেসব বলে আমার নাকি তার ছেড়া
কিন্তু আমি বেজায় সরল, শান্ত মাথার হাড় গিলা
সাত চড়েতে রা কাড়িনা যেমন আমার লক্ষী ভাই
তবু সকল নিন্দুকেদের মনে কিছুই শান্তি নাই।


ছড়ায় তারা আমার নাকি হিং টিং ছট মাথার তার
রাগলে আমি বাঁধন ছিড়ি, ঠেকায় আমায় সাধ্য কার!
কিন্তু ভাইয়া তুমিই বলো কেমন লক্ষী না?
আবার যেন ভুল করোনা বলোনা আমায় .........:(



:P

২৫| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: কাহিনী কিন্তু খারাপ না। এমনে এমনেই হয়।

সাহিত্যের সকল শাখার মধ্যে ছড়া আমার সবচেয়ে প্রিয়। ভাল্লাগছে খুব।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কই ছিলে এতক্ষন!!!!!!!!!!!!!!!!!!!!


মনটা ভালো নাকি খারাপ!!!!!!!!!!!!!!!!!!!

এত চুপচাপ কেনো আজকে ভাইয়ামনি!!!!!!!!!!!!!

২৬| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ ছন্দময় ছড়া। কিন্তু পড়তে গিয়ে আমার মাথারই তারছেড়া ও পাগলাটে অবস্থা। :D


দারুণ লাগলো মিস্টি মিস্টি ঝগড়াটে ছড়া।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: বঙ্গভাইয়া!!!!!!!!!!!!


থ্যাংকস আ লট!!!!!!!!!!:)

২৭| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আপু ভালোও কিন্তু লেগেছে।


ঝগড়া তুলে ক্ষান্তিতে
ঘুমিয়ে গেলো শান্তিতে।
....বাংলাদেশের সকল কলহ জড়িত পরিবার এই থিউরি মেনে চলুক।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: এই তো মেনে চলে ভাইয়া!!!!!!!!!!!


তাই তো বাংলাদেশে ডিভোর্ড কম।


নইলে অন্য দেশগুলাতে দেখোনা!!!!!!!!!!!

একটু থেকে একটু হলেই বাই বাই......

২৮| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: কার গলায় !!

যদি রাগতাম তবে দড়ি নিয়া তোমার গলায় পরাইতাম ! ভাগ্যিস এই মামলায় বাইচ্ছা গেছো ! শোকর আদায় করো ! :P :P

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০১

শায়মা বলেছেন: হা হা


এত না!!!!!!!!!!!!!!!


যাক কবিতাটা আর লিখলাম না !!!!!!!!!!

২৯| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭

আবু শাকিল বলেছেন: ছড়া এবং ছবিতে দারুন মুগ্ধ হইলাম।
পড়ায় বেশ ভাল লেগেছে।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ শাকিলভাইয়া!!!!!!!!:) :) :)

৩০| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০০

নীল-দর্পণ বলেছেন: এড্রেস তো তুমি দেবে, আমিই না তোমার বাসা থেকে নেবো ;) B-) :P

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০২

শায়মা বলেছেন: ওকে ওকে কানে কানে দিয়ে দেবো পরীর দেশের এ্যাড্রেস নীলমনি!!!!!!!!!!:)

৩১| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৬

শতদ্রু একটি নদী... বলেছেন: না, মন হুদা কামে খারাপ হবে ক্যান? এতো সস্তা নাকি?

চুপচাপ না, নির্দিস্ট বিরতির পর পর কমেন্টাইয়া যাইতেছি। অনুসরনে নাই তো, চোখে পড়েনাই। ওই বাটননা প্রেস কইরা আসি।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৯

শায়মা বলেছেন: হুদা কামে না তবে ভয়ে ভয়ে খারাপ হলো নাকি তাই ভাবছিলাম ভাইয়ু!!!!!!! :P

৩২| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৭

জাফরুল মবীন বলেছেন: পাগলামি না করলে প্রেম/ভালোবাসার তীব্রতা অনুভূত হয় না।

ছন্দায়িত ছড়িতায় ছড়িকে অনেক অনেক ভালোলাগা ও শুভকামনা জানিয়ে গেলাম। :)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:১২

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!


তাইলে ইপ্সিমনি ফার্স্ট হবে।


মানে তারছেড়া বালিকার প্রেম হবে ফার্ষ্টো!!!!!:)


কিন্তু ভাইয়া তুমি যে লাভ অবসেশন নিয়ে লিখেছো মানে যেটা একধরণের সিকনেস তাতেও তো মানুষ অনেক পাগলামী করে!!!!!!!!:(

বাব্বা মাফ চাই সেই পাগলামী থেকে!!!!!!!!!:(

৩৩| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ও, ঘাপলা!! অনুসারিত ছিলেন। কিন্তু আমি অনুসারিত ব্লগ ট্যাবে জীবনেও ক্লিকাই না, তাই দেখিনাই। :P :P

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৪

শায়মা বলেছেন: আমিও না !

অনুসারিত আবার কি!!!!

উপর থেকে নীচ পর্যন্ত স্ক্রল করে পড়তে হবে কে কি লিখলো।
এমনকি নির্বাচিত পাতাতেও বেছে বেছে পড়া না।


ফার্স্ট টু লাস্ট পড়তে হবে।


যতই পড়িবে ততই শিখিবে ভাইয়ামনি!!!!!!!!!!:)

৩৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:১০

হাইপারসনিক বলেছেন: কল্পনার জগত থেকে টেনে এনে বাস্তবে দাঁড় করিয়ে দিলেত!!!......

৩৫| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:১০

হাইপারসনিক বলেছেন: কল্পনার জগত থেকে টেনে এনে বাস্তবে দাঁড় করিয়ে দিলেত!!!......

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৫

শায়মা বলেছেন: কল্পনা হবে কেনো!!!!!!!!!!!!!

প্রথম থেকেই তো বাস্তবেই ছিলো ভাইয়া!!!!!!!!!!!

৩৬| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: গুড গুড গুড লক্ষীছেলে
যা বলি তা সব শোনে
এক পায়েতে দাঁড়াও বল্লে
দাঁড়িয়ে থাকে ঘরের কোনে।


কানটা ধরে একটা হাতে
আরেক হাতে নামতা বই
মিনমিনে সুর জোরসে পড়ো
গলার জোরটা যাচ্ছে কই?

বড় হবে এই জীবনে
সব বড়রা যা বলে
তারাই লক্ষী ভালো ছেলে
সাত চড়ে না রা করে!!!!





রাজপুত্রঃ

আপু তুমি এমন কেনো
এবার তুমি আমার শোন
একপায়ে তে দাঁড়াবো না
ঘরের কোনে থাকবো না।

নামতার বই ফেলবো ছুঁড়ে
ঝুলবো তোমার গলা ধরে
কানের ধারে জোরসে কোরে
চিৎকার দেবো আপু বলে।

বয়স আমার জেনো তেইশ
হয়েছি আমি বড় বেশ
এক চড়েতেই উড়িয়ে দেই
লক্ষী আমি এখন আর নেই।

তুমি যদি চড় মারো
আলতো করে হাত ধরো
চুপটি করে কথা দিলাম
তোমার দলে নাম লিখালাম।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০২

শায়মা বলেছেন: দল ছেড়ে আর কই যাবে
খই চিনি আর দই খাবে
পাস্তা, বাদাম কটকটি
ফুচকা ঝালের চটপটি।

মন্ডা মিঠাই তিল গজা
তিলের নাড়ু আর মজা
কিংবা পিজা আলুর ভাজা
আম জাম আর কাঁঠাল খাজা।

কোরমা পোলাও রোস্ট কারি
সরষে ইলিশ পাত পাড়ি
রুই এর মুড়ো একটু নাও
চিংড়ি মালাই একটু খাও।:)

৩৭| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: উহ কী মিস্টি! :-B :-B

মেয়েটাকে আমি চিনি B-))

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪

শায়মা বলেছেন: তুমি চেনো!!!!!!!

কেমনে চেনো ভাইয়া!!!!!!!!!!!!!!!!


B:-)


সে যাইহোক অনেকদিন পর দেখলাম তোমাকে ভাইয়ামনি!!!!!!!:)

৩৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০২

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: হা হা অনেক মজা পেলাম :) :) :)

ইপ্সিমনি কই??????????? :) :) তাকে তো কমেন্ট করতে দেখলাম না :P :P :P !:#P !:#P !:#P !:#P !:#P

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪

শায়মা বলেছেন: ইপ্সিমনি এখন ঘুমাচ্ছে।


কাল সকালে ঘুম ভাঙ্গলে নিশ্চয় আসবে আর আমার কাব্য পড়বে ভাইয়া।:)

৩৯| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২

কালো গুপ্তচর বলেছেন: ভীষন ভালো লাগলো দুষ্টু-মিষ্টি ছড়িতাটা। এত্ত খুনসুটির মাঝেও ভালোবাসা খুজে পেতে খুব কষ্ট হয়নি। এটা অবশ্যই লেখিকার সার্থকতা।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৬

শায়মা বলেছেন: ইপ্সিমনির লেখা পড়ে ওকে খেপাতে এটা লিখেছি ভাইয়া।:)


৪০| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: সরষে ইলিশ, চিংড়ি মালাই, ফুচকা উফফ মাথা নষ্ট করে দিলে
এবার খাওয়াও।।।।



তোমার কথা শুনবো না
এটা সেটা খাবো না
মিথ্যে কথায় ভুলবো না
আমি অতো বোকা না।

তুমি আপু চালাক বেজায়
টোপ ফেলেছো ধরবে আমায়
সে তো পরী হবে না
তোমার কথায় ভুলবো না

যদিও আমি পারছি নাকো
লোভ সামলানো যাচ্ছে নাগো
এবার তুমি রান্না করাও
চিংড়ি ইলিশ আমায় গেলাও।

খেয়ে দেয়ে চাদর মুড়ে
ঘুম দেব খাট জুড়ে
ঘুমের মধ্যে স্বপ্ন দেখি
ঈপ্সি তোমায় দেয় লাঠির বারি। :)


শেষ দু' লাইন স্পেশাল। তুমি আবার মাইন্ড খেয়ো না। খিদে লাগলে আমার জন্য দেওয়া চিংড়ি মালাইটা খেয়ো। ;)

শুভ রাত্রি।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৯

শায়মা বলেছেন: ইপ্সি দেবে লাঠির বাড়ি?
আহ কত সাধ বেজায় ভারী

দেয় যদি দিক খাটের পরে
যেথায় ঘুমায় চাদর মুড়ে

ভীতুর রাজার ভীতু ছেলে
হাত পা কাঁপে নেলেবেলে

তার চে' বরং ইলিশ দিয়ে
পালং শাকে ফোড়ন দিয়ে

ডাল আর ভাতে শপশপাশপ
খাও তুমি কপকপাকপ!:)

৪১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৯

ঘুমন্ত আমি বলেছেন: হা হা হা!দারুন ছবি আর ছড়া।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫০

শায়মা বলেছেন: আরে কোথা থেকে আসলে এতদিন পর ভাইয়ু!!!!!!!!!


অনেকদিন দেখিনি।:)

৪২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: প্রথমে ভেবেছিলাম "জীবন ছড়া"।। :-P
পরে হারিয়ে গেলাম ছড়ার ভিড়েই।। সাথে মজার খাবার।। তাই জানান না দিয়ে পালরাম না।। ধন্যবাদ।।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৭

শায়মা বলেছেন: হা হা সচেতনহ্যাপীভাইয়া।


থ্যাংকস আ লট!!!!!!!!!


অনেক ভালো থেকো ভাইয়ামনি!!!!!!:)

৪৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১:১৮

কালের সময় বলেছেন: সুন্দর ভালো লাগলো আপু। ++++++++++

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৪৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছেলেটা আবোল তাবোল মেয়েটা পাগল পাগল !!!! :) :)

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০৬

শায়মা বলেছেন: হা হা একদম ঠিক ঠিক ঠিক বলেছো ভাইয়া!:)

৪৫| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪৯

নস্টালজিক বলেছেন: ছড়া-ছবিতে বেশ কমিকস পড়ার স্বাদ পেলাম।

মাথায় গরম পানি ঢালার দৃশ্যে এসে অবশ্য হেসে ফেলেছি।


শুভেচ্ছা নিরন্তর।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২১

শায়মা বলেছেন: এটা ইপ্সিমনির ছড়া!

আমি গরম পানি মাথায় ঢালি ভেবোনা যেন! :P

৪৬| ১৫ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক মজার ছড়া , ভাললাগা +

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!!:)

৪৭| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫

সুফিয়া বলেছেন: হাসি নাই। তবে খুব মজা পেয়েছি। অনেক ভাল হয়েছে।

পোস্টে +++++++++

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: হাসোনি কেনো!!!!!!!!!!


:( :( :(



পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস আপুনি!!!!!!:)

৪৮| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: অবশেষে তার সুখে শান্তিতে বসবাস করিত লাগিল।

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৭

শায়মা বলেছেন: সুখে শান্তিতে ও মারামারিতে!!!!!!!!!!:)

৪৯| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩

নূসরাত তানজীন লুবনা বলেছেন: অতি আসাধারণ
মুগ্ধতা ছেয়ে গেছে মনে
খুউউউউউউব ভালো লাগা
প্রিয়তে নিতে বাধ্য হচ্ছি

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৬

শায়মা বলেছেন: হা হা হা হা


থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!!!!!!!


মুগ্ধ হবার জন্য ও প্রিয়তে নেবার জন্যও !:)

৫০| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৪

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব এক কবিতা আর সাথে ফাউ হিসেবে চিংড়ি আর ইলিশ হ চমৎকার সব ছবি! দারুণ! খুব ভাল লাগল্ ।

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

শায়মা বলেছেন: তোমার জন্যও খানা পিনা রান্না করে আনছি দাঁড়াও ভাইয়ামনি!!!!!!!!!!


একটু অপেক্ষা করো!!!


আগে নিজেই খেয়ে আসি তারপর বাটি করে খানা আনছি অবশ্য ছবি খানা। :)

৫১| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৮

জাম্মাম খাঁ বলেছেন: লিখে একটি ছড়া,
নাড়ল তাদের কড়া।

ক্ষেপলো মনের ঘোড়া,
উপুড় হয়ে দৌড়া।

হয়ে জোড়া জোড়া,
মাররে চাবুক ঘোড়া।

হইলে তুমি বুড়া,
নিতে পারো নুড়ো

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

শায়মা বলেছেন: হা হা


জাম্মাম খাঁ জাম খায়
জামা পরে অফিস যায়
জমজমের পানি দিয়ে
নেড়ু মাথায় হাত বুলায়!!!!!!! :P

৫২| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২১

জাম্মাম খাঁ বলেছেন: ছড়াটি অনেক মজার।একটি মিস্টি পাওনা রইল

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন: একটা মাত্র মিষ্টি!!!!!!!!!!



ছি ছি তুমি এত কিপটুস ভাইয়ামনি!!!!!!!!!:(

৫৩| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৮

আরণ্যক রাখাল বলেছেন: ওপস! ছবিগুলা কার? ছবি ছড়া দুটোই দারুন

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: ছবিগুলো ইপ্সিমনি আর তার হাম্বার ভাইয়ু!!!!!!!



:) :) :)

৫৪| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


ছিড়তো কাঁপড় দাঁত দিয়ে
লঙ্কা খেত ভাত দিয়ে।
কিড়মিড়িয়ে কেন জানি
গরম মাথায় ঢালতো পানি।


ছড়া লেখায় আপনার হাত খুব পরিণত, এটা আমার আগে থেকেই জানা। এ ছড়াটিও চমৎকার হয়েছে।

নস্টালজিক ভাইয়ের কথাটা ধার করে বলে ফেলিঃ মাথায় গরম পানি ঢালার দৃশ্যে এসে অবশ্য হেসে ফেলেছি। =p~ =p~ =p~ =p~ =p~


শুভ কামনা আপু।

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৯

শায়মা বলেছেন: ইশ ভাইয়া~!!!!!!!!!!!!!!


কি বলো!!!!!!!!!!!!!!!!!

ছড়ালেখার হাত পরিনত!!!!!!!!!!!!!

টেবিলের তলা থেকে লিখছি এই কথা শুনে!!!!!!!!!!!!!!!!!!!!


আর

নস্টালজিক ভাইয়ের কথাটা ধার করে বলে ফেলিঃ মাথায় গরম পানি ঢালার দৃশ্যে এসে অবশ্য হেসে ফেলেছি। =p~ =p~ =p~ =p~ =p~



B:-) B:-) B:-)


তুমিও কি ভেবেছো আমার মাথা গরম!!!!!!!!!!!!

আমি মাথায় পানি ঢালি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


কখনও না আমার মাথা একদম ঠান্ডা!!!!!!!!!!!!:)

৫৫| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৪

তুষার কাব্য বলেছেন: এমন সুন্দর টক মিষ্টি,ঝাল ঝগড়া টুকো থেমে গেল ? মানিনা মানবনা :(

কিছুতেই শান্তিতে ঘুমাতে দেওয়া যাবেনা ,,,,হুম

আর উত্সর্গ ও সেইরাম হয়েছে...একদম খাপে খাপ ... :D

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০০

শায়মা বলেছেন: ভাইয়া চিন্তা করোনা ওরা যেমনি ঝগড়া করে পাড়াপড়শীর ঘুম ভাঙ্গায় আমরাও ওদেরকে শান্তি দেবো নাকি!!!!!!!!!!!


দেখোনা কি বুদ্ধি বের করি!!!!!!!!!!!:)

৫৬| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩১

সুমন কর বলেছেন: =p~ ;) B-) :D

চমৎকার ছড়া..................সাথে ছবিগুলোও মিলিয়ে দেয়াতে ভাল হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

শায়মা বলেছেন: হা হা সুমন ভাইয়া!!!!!!!!!!

ছবিগুলো তো তুলে আনলাম ইপ্সিমনি আর তার হাম্বাটার ছবি!!!!!!:) :) :)

৫৭| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮

সুস্মিতা শ্যামা বলেছেন: দুর্দান্ত!

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!:)

৫৮| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আমি মইরা গেছিইইইইইইইইইইইইইই ... অনেক সিক বাচ্চুমনি! সময় করে নেই এরপর জবাব দেবো নে... বাচ্চুমনি... আমায় তো তুমি চেনোনি... একটুও খ্যাপিনি... মাঝখান থেকে নিজেরে ছড়াকার বানানোর ধান্দা... (চোখ মারার ইমো হইবেক- আমি ইমো দিতে পারি না) ... তবে পিকগুলা পছন্দ হইছে বাচ্চু!
তবে চুপিচুপি বলি- আমিও কিন্তু অপেক্ষায় ছিলাম বাচ্চুমনিটা কি লিখে... ভালোবাসা ময় কাব্যে এরকম একটু- আধটু ত্যাড়ামি... ব্যাড়ামি... ম্যাড়ামি না করলে তো জমে না... তুমি নিজেই তো তার প্রমান... তাই না বাচ্চুমনি? আর হ্যাঁ অনেককেই দেখলাম খুব সমর্থন দিয়েছে- তাদের সবাইকে- “ ঘাস/ লতাপাতার সাথে মুড়ি... টিকটিকির ফ্রাই/ তেলাপোকার সুপ খাওয়াবো কইলাম...। হু......।

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: ইয়াক থু!!!!!!!!!!!!!!!!
তোমার ঘাস লতা পাতা টিকটিকি তেলাপোকা টেম্পুরা ফ্রাই করে তোমার হাম্বাকেই খাওয়াও !!!!!!!!!!!

আমরা এসব খাইনা!!!!!!!!!!!!!!!


আমরা কি হাম্বা নাকি!!!!!!!!!!!!!! B:-)


আর

(ভালোবাসা ময় কাব্যে এরকম একটু- আধটু ত্যাড়ামি... ব্যাড়ামি... ম্যাড়ামি না করলে তো জমে না... তুমি নিজেই তো তার প্রমান... তাই না বাচ্চুমনি)

এইটা কি বল্লা!!!!!!!!!!!!!

টাসকি খেয়ে পড়ে গেছি!!!!!!!!!!!!!!


ভালোবাসা কারে কয়!!!!!
সে কি কেবলি যাতনাময়!!!!!!
তাহে কেবল চোখের জল , সেকি কেবল দুখের শ্বাস
লোকে তবে করে কি সুখেরই তরে
এমন দুখের আশ!!!!!!!!


আমি কি তোমার মত বোকা নাকি!!!!!!!!! তায় আবার তেড়ামি!!!!!!!!!!! ফুহ ফুহ ফুহ !!!!!!!!!!!!!


হা হা বাট কাল রাত থেকে অনেক হেসেছি সবার সাথেই এই কাব্য লিখে পড়ে আর কমেন্টের জবাব দিয়ে!!!!!!! :P


তাড়াতাড়ি সুস্থ্য হও।


আর তুমি ক্ষেপবে কেনো!!!!!!!!!!!! আমি কি সত্যি তোমাকে ক্ষেপানোর মত কাজ করতে পারি!!!!!!!!! আমি তো জানিই তুমি অনেক হাসবে এই কাব্য দেখে!!!!!!!!


এই ক্ষেপাক্ষপির কথা তো মজা করে বলেছি!!!!!!!!


জানোনা আমি যে ঢঙ্গী!!!!!!!!!!!!!:)

৫৯| ১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছড়া, ছবি আর কমেন্টগুলো খুবই উপভোগ করলাম। অসম্ভব সুন্দর, একরাশ ভালোলাগা রইল।

+++++ উইথ লাইক।

ভালো থাকুন সবসময়।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ বোকাভাইয়া!!!!!!!:)

৬০| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগ সন্ত্রাসী ঈপ্সিতার একটা গতি হলেই আমরা খুশি। আর হাম্বাটা সব সময় ভাল থাকুক।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১০

শায়মা বলেছেন: হাম্বাকে ধরে আনা হোক !

তারপর .........

গতী


এবং অগতী কিছুদিন পরেই......


দুদিন যেতেই ফুরফুরে
ঘুম ছুটে যায় রাত দুপুরে
পড়শীরা সব থরথরো
ভয়েই আধা মরমরো।

ছুড়ছে চামচ, ছুড়ছে হাতা
কে বুঝি কার ভাঙ্গলো মাথা।
খামচি এ দেয়, ও টানে চুল
আহ একি ভুল, উহ একি ভুল!

৬১| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ফেবুতে শেয়ার করেছি ।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: হা হা


:P

দেখো সব তারছেঁড়া মেয়েরা আবার না তোমার প্রেমে পড়ে যায় ভাইয়ামনি!!!!!!!!!!!!!

৬২| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৩

উধাও ভাবুক বলেছেন: ছবি থেকে কাব্য ! নাকি কাব্য থেকে ছবি ? যাই হোক দুটোই চমৎকার।

এবার তি আসবে ? তারছেঁরা ছেলের কাব্য !

শুভকামনা সর্বদা।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: না এইবার আসিবেক নৃত্য!!!!!!!!!!!!!! :) :) :)


পরীর দেশের ........... :P :P :P

৬৩| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: সম্ভাবনা নেই, পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছি।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৭

শায়মা বলেছেন: বলা যায়না ভাইয়া কোনো সন্ত্রাষী বা হ্যাকার আবার সে পাসওয়ার্ড না ব্রেক করে!:)

৬৪| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪২

উধাও ভাবুক বলেছেন: লেখক বলেছেন: না এইবার আসিবেক নৃত্য!!!!!!!!!!!!!!

যাহাকে আমি পছন্দের তালিকায় আিনতে পারিন আজও। যাহোক চালিয়ে যাও।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: কি বলো!!!!!
নৃত্য তোমার অপছন্দ!!!!

বড়ই দুঃখিত, কষ্টিত ও রাগান্বিত হইলাম!:(

৬৫| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৯

উধাও ভাবুক বলেছেন: রাগান্বিত হইলে কেমন লাগে তোমাকে ? :P

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬

শায়মা বলেছেন: রাগি আমি অনেক রকম
বেশি তারই ঢং করি
ছড়া অভিনয়ের রাগে
নানান রকম রং করি!

গাল ফুলিয়ে রাগি যখন
সেটা আমার আল্লাদি
ভুতের ছানার রাগের সংগে
মাঝে মধ্যেই পাল্লা দিই!

কুচকে ভুরু তাকাই যখন
সেটাও আমার ছল কলা
সে রাগ দেখে ভয় যদি পাও
সত্যি তবে খাও কলা!:)


তবুও আমায় রাগিও না
রাগলে আমার শিং ওঠে
সামনে পেলেই তখন ঢুসোই
সামনে যখন যে জোটে!

৬৬| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: আলরেডী একজন হ্যাক করেছে তো। আর কত ????? /:) /:) /:)

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৯

শায়মা বলেছেন: ও তাই লকড হয়ে গেছে!!!



হাহা হা হা হা :P

৬৭| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭

জাম্মাম খাঁ বলেছেন: ছড়ার যুদ্ধ বাঁধলো সেথায়,
বাঁধিয়েছে কে?

"আজগুবি এক প্যাচাল নারী শায়মা নামে যে।"


কে দেখেছে,কে দেখেছে,
শায়মার স্বামী দেখেছে।

বাহ্!দামী হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: কাঁচকলা ছড়াটায় দিয়ে কাঁচালংকা
গুড় দিয়ে চিনি মেখে বাঁজালো কে ডংকা
ছাই দিয়ে ভাই দিয়ে আজগুবী ছড়াটা
বানালো জাম্মাম ভাই খাই সেই বড়াটা!:)

৬৮| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১০

এমএস সাইফুল বলেছেন: ভাল লাগেলা, অনেক দিন পর মজা করে হাঁসলাম

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: আমিও কাল রাত থেকে অনেক হেসেছি ভাইয়া!:)

৬৯| ১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২১

জাম্মাম খাঁ বলেছেন: ছুঁচো মেয়ে লোভী মেয়ে
ছায়মা তোরই নাম,

মিষ্টিঝাড়ের আশা করিস
দেবোনা তুই থাম্।

একটা দিছি খুশি হয়ে
খেতে চাইলে খা,
বেশি চাইলে আটকে যাবি
নড়তে পারবি না

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:২৯

শায়মা বলেছেন: থু থু থু ইয়াক থু থু
কে খায় তোমার ছাই ভস্ম
তারচে' ভালো বসে ভাজো
ইয়াব্বড় এক ডিম অশ্ব!!!!!!!!

গরুর ডিমও ভাজতে পারো
অকম্মাদের কাজ ওটা
তা দিয়ে তা হতেও পারে
মুরগী কোনো ছা ফোটা!!!!!!!!:)

৭০| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

জাম্মাম খাঁ বলেছেন: "ইয়াব্বড় এক ডিম অশ্ব"

লোভ তার হাতায় হাতায়
লোভী সে কথায় কথায়
লোভ তার দেহের গন্ধে
লোভী সে ছড়ার ছন্দে

অল্পতে তার হয়না
পাখীর ডিম সে খায়না
বকরিরটাও পায়না
ঘোড়ার ডিম সে চায়
ঘোড়া খেয়ে হাতির খোঁজে
রাঙ্গামাটি যায়

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: আমি খাবো বলেছে কে
তোমার বাজে রান্না!
নিজের রান্না নিজেই খেয়ে
করো তুমি কান্না।

হাতী খাও, ঘোড়া খাও
কাচকলাটাও খাও
খেয়ে খেয়ে কাঁদতে কাঁদতে
জাহান্নামে যাও।


:) :) :)


৭১| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ ছাদ আমার আমিই রাণী
চোখে কি তোর পড়ছে ছানি?


ছড়িতা বেশ চমৎকার !
পড়ছি যেন সুকুমার । :D
লাইন বাই লাইন অন্ত্যমিল ,
(ছন্দ) পতন নেই এক তিল ।


পড়তে এসে এই ছড়া ,
মেজাজটা যে হচ্ছে চড়া । X((
এত মজার ছড়িতার
পাঠক আমি লেট কামার । :((
কেমনে হল এমন ভুল
ছিঁড়ছি বসে মাথার চুল । :((


ছবিগুলো দৃষ্টি নন্দন
ছন্দ ছবির এমন বন্ধন ,
মননে যার ফুল চন্দন
(সে) শায়মাকে অভিনন্দন । =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

শায়মা বলেছেন:

তুমি তো লেট কামার
এ কথা তো জানাই আমার
তবু ভাইয়া ছিড়োনা চুল
করোনা কো এমন ভুল....

নইলে ভাবী বাপের বাড়ি
চলেই যাবে তোমায় ছাড়ি
টাকলু জামাই আগলি যে
লাইক মোটেও করবেনা সে!!!!!!!!

:( :( :(



:P



৭২| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেখি তো আজ আমার মন্তব্য আমি দেখতে পাই কি না?

বোন শায়মা কেমন আছো?

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: আমি ভালো আছি!!


আজ নিশ্চয়ই দেখতে পাচ্ছো তোমার কমেন্ট!!!!!!!!!!!:)

৭৩| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০২

যুগল শব্দ বলেছেন:




এমন মজাক ছন্দ পড়ে,
কবিগনে ঐ হেসেই মরে,
ছড়িতা লেখার অভিপ্রায়ে
কলম ছেড়ে বোতল ধরে!


অনেকদিন পর ব্লগে এসে উচ্ছাসিত, B-) :-* +

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

শায়মা বলেছেন: কলম ছেড়ে বোতল যদি
ধরেন কোনো কবি
কাব্য লেখা ছেড়ে তবে
আঁকবেন সব ছবি।

ছবিগুলো আঁকা হবে
চোখের ভাষায় তারায়
বোতলবন্দী ভুতটি হবে
যেন না সব হারায়!!!

:)

৭৪| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছড়া-ছন্দে গল্প লেখা খুব কঠিন।

তুমিতো গরম পানিকে ঠাণ্ডা করার মত সহজ করে লিখেছ!

আমি আর কবিতা লিখতে পারি না :(

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: হায় হায় কি বলো ভাইয়া!!!!!!!!!!!!!!!!


তুমি আমার গুরু
তোমার লেখা দেখেই আমার
কাব্য লেখা শুরু।

এখন যদি বলো তুমি
লিখতে পারো না!
কি ভেবেছো মানবো আমি?
কখখনো তা না !!!!!!!!:)

৭৫| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একবার তোমার গান একটায় মিউজিক দিয়েছিলাম তাই না?



বইনগো! তুমি হলে কবিনী। আমি তোমার ডরাই গো বইন!

একটা পোস্ট ছেড়েছি কয়েটা মন্তব্য করবে।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১

শায়মা বলেছেন: হ্যাঁ!!!!!!!!!


একবার রিসাইট করারও চেষ্টা করেছিলে ভাইয়া!!!!!!!!


হা হা হা মনে আছে!!!!!!!!


আর সেই আনন্দময়ী গান !!!!!!!!!! :P

৭৬| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:

অসাধারণ এই সৃষ্টি মলাট বন্দী করার জোর দাবী রইল ।
সাথে ----

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

শায়মা বলেছেন: মলাটবন্দী!!!!!!!!!!!!!



এই ইচ্ছা পোষন করিলে মানে এই তারছিড়া মার্কা কাব্য মলাটবন্দীর ইচ্ছা পোষন করিলে বাড়ির লোকজন মনে হয় আমাকেই গৃহবন্দী করিয়া রাখিবেক মানে দড়ি দিয়ে। :(

৭৭| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গজলের সিডি একটা বানিয়েছি। আমাজনে পাওয়া যাবে সপ্তা পরে।

আমি নাকি গায়ক হয়েছি।

আমাকে সা রে গা মা শিখাবে?

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: আমাজন কি ??


আমাজনের জঙ্গলে !!!!!!!!!!!!!!


যাইহোক কেমন পাবো কোথায় পাবো ডিটেইলস বলো!!!!!!!!!!!


তুমি তো গায়কই ছিলে। সারাজীবন র‌্যাপ সং!!!!!!! হা হা

যাইহোক তোমার গান শুনাবার ব্যাবস্থা করো।:)

৭৮| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নতুন একটা গান বানিয়েছিলাম, গান শুনে আমার স্ত্রী এবং ওর ভাইরা বলল, এই গান বাজারে ছাড়লে আমরা তোমাকে চিনব না।

যাক, এখনো আমার কাছে প্রুপ আসেনি। আসার পর আমি নেটে প্রাকশ করবো।

নিচে একটার লিংক দিলাম, শেষ ট্রাক।

গজল নং ১১

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: ভাইয়া আমাকে একটা ট্রাক বানায় দাও।

খরবায়ূ বয় বেগে
চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে নাও খানি বাইয়ো!!!!!!!!

আমি তোমাকে মিউজিকটা দিচ্ছি।

https://www.youtube.com/watch?v=DE46OQKfiqM

বি ফ্লাটে হবে মিউজিকটা:)

৭৯| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাহিত্যিক মুল্যমান বিচার আমার কর্ম নয় ।
আমার ভাল লেগেছে বিধায় , আমার ধারনা চটুল এই ছড়াটি পাঠক উপভোগ করবে ।

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: হা হা

দাঁড়াও তোমাকে আরও পাগল পাগল ছড়াগুলি দিচ্ছি।

http://www.somewhereinblog.net/blog/saimahq/29789814
http://www.somewhereinblog.net/blog/saimahq/29624712
http://www.somewhereinblog.net/blog/saimahq/29529894
http://www.somewhereinblog.net/blog/saimahq/29484653



ভাইয়া পাগল পাগল মানে তারছিড়া টাইপ কবিতা বা ছড়িতা লেখায় সারাজীবনই আমি অনেক এক্সপার্টিস!!!!!!!!!!! :P :P

৮০| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ক্লিক করে আমাজন দেখো


১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: ওকে!!!!!!!:)

৮১| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজামনে mohammed abdulhaque লিখে সার্চ করলে আমার চারটা উপন্যাস দেখতে পাবে। :P

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

শায়মা বলেছেন: ওকে ওকে থ্যাংকুসসসসসসস!!!!!!!!!!!:)

৮২| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: Very slow music

৪/৪

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

শায়মা বলেছেন: আরে রবীন্দ্র সঙ্গীত তো!!!!!!!!!!!

এটা রবীন্দ্র হিসাবে অনেক ফাস্ট!!!!!!!:)


তোমার র‌্যাপ সং পাইসো নাকি!!!!!!:(

৮৩| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফাস্টা! ইতা কি তা কয়রে! ৮০/৮৫ হবে হয়তো আরো কম। আমিতো ১৪০ মাইলে গান গাই! :D

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৫

শায়মা বলেছেন: তুমি তো র‌্যাপ সিঙ্গার ভাইয়া!!!!!!!!!!


এইটা কি র‌্যাপ নাকি!!!!!!!!!!

৮৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হিপহপ ৪/৪ থাকে।

আমি আসলে মজা করার জন্য গান গাওয়ার চেষ্টা করি। প্লাট আর শার্প বুঝি না :(

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:১১

শায়মা বলেছেন: বি ফ্লাটে করবা।

বি ফ্লাট যেমনে পারো বুঝো ভাইয়া! আমি জানিনা। এই গানের সুর এত চড়া যে বি ফ্লাটের উপরে গেলে আমার গলা ভেঙ্গে যাবে।:(

লোপামুদ্রা শক্তিশালী গায়িকা তার গায়ে অনেক জোর তাই এই গান সি শার্পে গেয়েছে ।:(

৮৫| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সি শার্পে তো আমি গাই! হাহাহাহাহাহাহাহা! :P


হায়রে কপাল এখন আমার পাশে থাকলে তোমাকে দিয়ে এই গান গাওয়াতাম!

এই গান গাইতে যা করতে হবে তা হলো, হারমুনি অথবা পিয়ানো বাজাতে হবে।

টেম্পু বদলে, দ্রুত এবং শ্ল হয়। এই সব তো জানার কথা!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২২

শায়মা বলেছেন: ভাইয়া জাস্ট কিবোর্ড আর গিটার দিলেই চলবে!:)

৮৬| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০

হাসান মাহবুব বলেছেন: ছড়া ছবি দুইটাই চমৎকার।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

শায়মা বলেছেন: হামাবেবি এটা আমার ইপ্সিমনির জন্য লিখেছি!

নেক্সট আসছে নদীভাইয়া আর রাজপুত্র ভাইয়ার জন্য!:)

৮৭| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৩

জাম্মাম খাঁ বলেছেন: জাহান্নামে গেলে পরে
স্রষ্টা মোরে কয়,
"তুই কেনো আসলি বেটা
শায়মার কোথায়?"

বাধ্য হয়ে ফিরতে হলো
ভবের মেলায়,
শায়মা তোমায় দেখব আমি
সকাল বেলায়।

ফেরার কালে স্রষ্টা শুধু
কিটমিটিয়ে কয়,

"শায়মারে মুই দেইখা নিমু
সাঝের বেলায়"

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া
জাহান্নাম থেকে তো সত্যিকারের অদৃশ্য ভুত হয়ে আসলে।
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন - এই লিস্টে তোমার নাম দেখা যায়না।:)

৮৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৪

জাম্মাম খাঁ বলেছেন: জাহান্নামে গেলে পরে
স্রষ্টা মোরে কয়,
"তুই কেনো আসলি বেটা
শায়মা কোথায়?"

বাধ্য হয়ে ফিরতে হলো
ভবের মেলায়,
শায়মা তোমায় দেখব আমি
সকাল বেলায়।

ফেরার কালে স্রষ্টা শুধু
কিটমিটিয়ে কয়,

"শায়মারে মুই দেইখা নিমু
সাঝের বেলায়"

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!এক্সেসেলন্টো হইসে!

এত তাড়াতাড়ি কবিতা ইমপ্রুভমেনন্ট!:)

আমারও দেখছি জাহান্নামটা একবার ঘুরে আসা দরকার!:)
এই কবিতায় তোমাকে ১০০ তে ২০০ দেওয়া হলো!:)

৮৯| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গান নামিয়ে টেম্পু দেখেছি।

৭৩ বিপিম। চাইলে ঔই গানে যে মিউজিক তা থেকে দিতে পারি। :P

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া সেইম সেইম লোপামুদ্রারটার মত হলে তো আমি খুশীতে নাচবো!!!!!!

৯০| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৬

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: দারুণ হয়েছে কবিতাটা!!!! B-) B-)

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: মৌমিমনি সোনারখনি
তোমার লাভস্টোরীও দারুন লেগেছে আজকে!!!!!!!:)

কোথায় থাকো আজকাল ????


একদম দেখিনা!!!!!!!:(

৯১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//থানা পুলিশ সব শেষে
ফিরলো তারা অবশেষে
বাঁধলো সুখের ছোট্ট ঘর
তারছেঁড়া বউ, পাগলা বর।//


অভিজ্ঞ পাঠক-দর্শক হিসেবে ভেবেছিলাম, ওখানে বুঝি গল্প শেষ হবে :(


কিন্তু আমার মতে, তার একটু ছেঁড়া আর কিঞ্চিৎ পাগলাটে না হলে প্রেম করে বিয়ে করা প্রায় অসম্ভব।



ছবি ও ছড়া দিয়ে বিরাট প্লটের গল্প দিয়েছেন.... সাধু!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫২

শায়মা বলেছেন: হা হা হা


ভাইয়ু!!!!!!!!!!


এইটা পাগলা পাগলিদের জন্য.........

তোমার মত লক্ষী প্রেমীদের জন্য না ভাইয়ামনি!! :P

৯২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর স্বর্ণালী দিনের তোমার ওই লিখা গুলি আমার তখনি পড়া । প্রতিটায় কমেন্ট ও করা ।
নিজের কমেন্ট খুঁজতে গিয়ে বেশ নস্টালজিক হলাম । আহারে , কত কত পুরনো ব্লগারকে এখন আর দেখিনা । :(( :((

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

শায়মা বলেছেন: ঠিক তাই ভাইয়া। মাঝে মাঝে কখনও সখনও কেউ যখন পুরোনো পোস্টে কমেন্ট দেয় আমি সেটার রিপ্লাই দিতে গিয়ে সেখানে খুঁজে পাই কত শত পুরোনো মানুষ। ঘুরে আসি তাদের ব্লগে। ব্লগবাড়িটা পড়ে আছে পড়ো বাড়ির মত কিন্তু সে বাড়ির মানুষগুলো সব প্রবাসী তারা আর ফেরেনা। :(

৯৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শায়মা, আকাপেলা বানাতে চেয়েছিলাম কিন্তু পারি না, ওরা লোপ ব্যবহার করেছে, মিউজিক এবং ভকাল দুটাই স্টেরিয় :((


তবে কিছু অংশ দিতে পারব চাইলে।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৯

শায়মা বলেছেন: আকাপেলা আবার কি???

ওকে কিছু অংশই দিও ভাইয়া। :)

৯৪| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোথায় দেব?

আকাপেলা হল, মিউজিক রেখে গান বাদ দেওয়া।

৯৫| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চাইলে মেইলআলা মন্তব্য ডিলিট করতে পারবে। মেইল করে দিয়েছি।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২২

শায়মা বলেছেন: ওকে ভাইয়া।:)

দেখি তাইলে.......


থ্যাংকস আ লট!!!!!!!!!!!!!!!! ভাইয়ামনি!!!!!!!!!!!!!:) :) :)

৯৬| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৩

কিং ফাহিম বলেছেন: হুম ত নাকি।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: ভাইয়া কি বলো হুম হাম বুঝলাম না তো!!!!!

৯৭| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪২

কিং ফাহিম বলেছেন: না।এমনি...

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: নতুনদের থেকে আমি একটু সাবধানে থাকি!:(


আমার পুরোনো ভাইয়া আর আপুনিরাি ভালো!:)

৯৮| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০০

নবাব চৌধুরী বলেছেন: লঙ্কা খেত ভাত দিয়ে।এই লাইনটা জোশ হয়েছে।
আমি হলে লিখতুম ভাত খেতো লংকা দিয়ে।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৪

শায়মা বলেছেন: হা হা

নবাবভাইয়া


লংকা খেত ভাত দিয়ে
চামচ দিয়ে না হাত দিয়ে
:P

৯৯| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৫

অদ্ভুত_আমি বলেছেন: অাপু যথারীতি অনেক মজার হয়েছে :) :) :)

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!!

থ্যাংকস আ লট!!!!!!!

:)

১০০| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

জাম্মাম খাঁ বলেছেন: জীবনের প্রথম শাখে
যে কোকিল প্রথম ডাকে
হোক সে কুৎসিৎ কালো
তবু সে জীবনের আলো

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৯

শায়মা বলেছেন: হা হা


এইটা আবার কি কাব্য ???


বাজে হইসে এইবার।:(

১০১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

নবাব চৌধুরী বলেছেন: দাঁত দিয়ে।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১

শায়মা বলেছেন: দাঁত দিয়ে কাপড় ছিড়ে দিত তো ভাইয়া।


আবার ভাতও খেত অবশ্য!!!


লঙ্কাও খেত।


লংকা খেত ভাত দিয়ে
চামচ দিয়ে নয় হাত দিয়ে
কচমচিয়ে দাঁত দিয়ে
সাতকড়াটার সাত দিয়ে।:)

১০২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৭

শতদ্রু একটি নদী... বলেছেন: একটা ছড়া লিখতে ঠিক কতটা টাইম লাগে? ছড়ায় নিস্পাপ একটা সারল্য থাকে। এই ব্যাপারটার জন্য ছড়া আমার অনেক প্রিয়।

এটাকে আমি ছড়া ধরেছি, কবিতা নয়।

এটা একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। যে কেউ ইচ্ছে করলেই লিখতে পারেনা। এই ব্যাপারে আপনাকে একটু হিংসা হয়। কোন ফরম্যাট অথবা রাইটআপ থাকলে দিয়েন তো।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:০১

শায়মা বলেছেন: হা হা নদীভাইয়া

আমার এই কবিতা স্টাইলে বড়সড় ছড়াকে আমি নাম দিয়েছি ছড়িতা।

কবিতা+ছড়া= ছড়িতা। :)

ভাইয়া একটা সময় ছন্দ মিলানো খুব অবাক ব্যপার ছিলো আমার কাছে।


এটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা নাকি জগতে সবই মানুষের ঈশ্বর প্রদত্ত বলেই আমরা পারি সে জানা নেই আমার তবে আমার এই ছড়িতা লেখার শুরু প্রতিফলনের সাথে ছড়া ছড়া প্রতিযোগীতায়।


সে একটা লিখতো আমি আরেকটা। সেসব দিনে ছন্দ আর তার সাথে মানে সেটার মাঝে একটা গল্প আনতে আমাকে রীতিমত ধ্যান করতে হত। হা হা ধ্যান করতে করতে দিব্য দৃষ্টি খুলে গেলেই আমি তখন পেতাম এক এক ছন্দ আর তার মাঝে গল্প।


আসলে কি জানো ভাইয়া আমাদের মাঝে আট রকমের ইনটেলিজেন্সী থাকে আমরা সেসব একটিভেট করিনা। কিন্তু চাইলেই আটটাকেই বা কয়েক রকম স্কিল মানুষ আয়ত্ব করতে পারে । হোকনা সেসব অং বং তবুও পারে তার প্রমান আমি !:)


মানে নিজে পেয়েছি।


:) :) :)


আমাকে হিংসা করার কিছুই নেই আসলে। :( :( :(


একজন বলেছিলো

তুই একটা বদ্ধ পাগল, অহংকারী, ইগোর পাহাড়,
নিজেরে তুই ভাবিস বড়ই দামি
অহংকারের কি আছে তোর, একটা ফোটাও
চিন্তা করে পাইনা কিছুই আমি।


:( :( :(


:P আবারও!!!!!!!!!

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৪

শায়মা বলেছেন: Click This Link

এইটা পড়ো ভাইয়ু মন দিয়ে পড়বে আর তার পর টেস্ট দিয়ে টেস্ট রেজাল্ট পাবলিশ করবে।:)

১০৩| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪

বৃতি বলেছেন: মজার ছড়া কবিতা, শায়মাপু :)

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ বৃতিমনি।


কিন্তু সকালবেলা আমারই তো মেজাজ খারাপ হয়ে গেলো!!!!!!!:(

মনে হচ্ছে আমার নিজের তারই ছিড়ছে আবার।


খবর আছে এইবার। X((

১০৪| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৫

জাম্মাম খাঁ বলেছেন: মাদলুল মানে,"যাকে বোঝানো হয়েছে"
অর্থাৎ শা, য়, মা, এই বর্ণত্রয় দ্বারা তো আপনাকেই বোঝনো হয়েছে।এটা আরবী শব্দ।এসব আগেই প্রশ্ন করা দরকার ছিল

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৯

শায়মা বলেছেন: মাদলুল মানে শায়মা?

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫০

শায়মা বলেছেন: আর অভ্যন্তরে কে করেছে সন্তরণ বলতে কি বুঝাতে চেয়েছো?

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫১

শায়মা বলেছেন: গুপ্ত ঝাড় মানে কি? সুপ্ত বারিধারা ঢালি মানে কি ?

১০৫| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৮

জাম্মাম খাঁ বলেছেন: কয়টা ডিলিট করেছো

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১২

শায়মা বলেছেন: এখন এসব উত্তর দাও।


অভ্যন্তরে কে করেছে সন্তরণ বলতে কি বুঝাতে চেয়েছো?
গুপ্ত ঝাড় মানে কি? সুপ্ত বারিধারা ঢালি মানে কি ?

১০৬| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮

বিদগ্ধ বলেছেন:




....যদি কেউ আমাকে পাগল বলে
তার প্রতিবাদ করি আমি...
যদি তুমি আমার পাগল বলো ওওওওওও
ধন্য যে হয় সে পাগলামি

ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে B-)



অতএব তারছেঁড়াকে পাবার জন্য প্রয়োজনে পাগল হবো।
ছড়াগল্পে প্রেমজীবনে ফিরে গেলাম.... 8-|

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: হা হা

ভাইয়া

এই গানা আমার অনেক প্রিয়!!!!!!!:)

অবশ্য মান্না দে র এমন কোনো গান নেই যা আমার অপ্রিয়। রবিঠাকুরের গানের পরেই মান্না দে আমার কলিজার টুকরা প্রিয় মানুষ।:)


তোমার প্রেম জীবনের গল্প বলো এইবার!!!!!!!:)

১০৭| ১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯

জাম্মাম খাঁ বলেছেন: এগুলোর উত্তর লিখতে গেলে একমাস লেগে যাবে।এটা আমার হৃদয়ের উচ্ছাস

১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮

শায়মা বলেছেন: হইসে। আই ডোন্ট নিড ইওর হাই থট কাব্য এনিমোর!!!


কারণ ইউ কান্ট এক্সপ্লেইন দোজ যে সেগুলা তোমার ইনোসন্ট কাব্য ছিলো আর আমি বিরক্ত তোমার হাই থট কাব্যে কাজেই অন্যখানে কাব্য চর্চা করো ।

এইখানে তোমার কাব্য চর্চার জবাব( ফিনিশিং) দিলাম ।

১০৮| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১১

বিদগ্ধ বলেছেন:

~~রবিঠাকুরের গানের পরেই মান্না দে আমার কলিজার টুকরা প্রিয় মানুষ~~

আমারও।



~~‍‍‍‍তোমার প্রেম জীবনের গল্প বলো এইবার!!!~~

সে এক বিরাট কাহিনি। আমি এক তারছেঁড়া আমাকে পাগল বানিয়েছিল।

তারপর ...৩৩৩৩ পৃষ্ঠার গল্পটি পঠিত বলে গ্রহণ করুন...

ঝগড়া... সে কী ঝগড়া! আর সইহো করতে না পেরে দ্বিতীয় বছরের মে মাসে আমরা নিজেদেরকে বিবাহিত হিসেবে আবিষ্কার করলাম... তারপরের বছর দেখলাম আমরা দু'জন মাতা-পিতা। (বলুন আলহামদুল্লিহা!) তারপর আমাদের ঝগড়া শেষ, কারণ একহাতে তো তালি বাজে না
:(

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২০

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা


ভাইয়া সেটা নিশ্চয়ই মজাদার গল্প হবে মানে হয়ে গেছে।


৩৩৩৩ এই পৃষ্ঠাগুলি কোথায় পাবো???

প্লিজ বলে দাও আমি পড়তে চাই।:)


আর এখন নিশ্চয় ঝগড়ায় তুমি ইস্তফা দিয়েছো কারন তুমি যে হার মেনে নিয়েছো বুঝাই যায়।

তবে তোমাকে খুবই ঠান্ডা মাথার মনে হয় । ঝগড়া করতে পারো তুমি বিশ্বাসই হয়না ।

ঝগড়া করতে তার প্রমান দাও ভাইয়া। :) :) :)

১০৯| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৫

বিদগ্ধ বলেছেন: ‌‍'আলহামদুলিল্লাহ' বানান ভুল এসেছে।

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: ওকে আমি ঠিকঠাক পড়ে নিলাম ভাইয়ু!!!!!

১১০| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ব্লগের একজনরে মিস করি, যার সাথে আমিও ছড়া ছড়া খেলতাম।

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: কি নাম তার বলো?

এখুনি ধরে আনছি কোমরে দড়ি দিয়ে!:)

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২

শায়মা বলেছেন: কালরাতে তোমাকে একটা মালটিপল ইনটেলিজেন্সী টেস্ট দিয়েছিলাম।


টেস্ট দিয়েছো!!!!!!!


মার্কশিট দেখাও।:)

১১১| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্লগিং এর ধারে কাছেও ঘেষেনা মনে হয় এখন। নাম বলে লাভ নাই।

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৫

শায়মা বলেছেন: আগে আসতো!!!!!!!!!!!!!

:(


কত মানুষ যে হারিয়ে গেলো!!!!!!!!


এখন কই গেছে সে? এত ব্যাস্ত কি নিয়ে?:(

১১২| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮

অবাকবিস্ময়২০০০ বলেছেন: উফফ এত্ত এত্ত কিউট

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৪

শায়মা বলেছেন: থ্যাংকস ভাইয়া!:)

১১৩| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: I am the king of this roof
If you stay u will have the proof B-)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩০

শায়মা বলেছেন: নিজের ব্লগে ইংলিশ লেখো। এইখানে এইসব চলবেনা !

১১৪| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন:

দেখেন, ৭ টায় ১৫ এর উপর!!

একটায় অল্প একটু কম। ব্যাপার না।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: গুড গুড!!!!!!:)


কিন্তু আমারটা দেখছিলে তো নদীভাইয়ু!!!!!!!!!!:)

১১৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৭

মাসূদ রানা বলেছেন: @শায়মা

কবিতাগুলো খুব ভালো লেগেছে .......... বোন ঈপ্সিতা সম্পর্কে অনেক কিছু জানা গেল ............ এজন্য শায়মাকে অনেক ধন্যবাদ :)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: তোমাকেও অনেক অনেক ধন্যবাদ মাসুদ রানা ভাইয়ামনি!!!!!!:)

১১৬| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: মধ্যম পন্থাই উত্তম। আপনেতো সবকিছুতেই চরমপন্থী। একটায় খালি ছাইপন্থী।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: ঐ!!!!! X(



ছাইপন্থী কি!!!!!!!!!

১১৭| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৭

শতদ্রু একটি নদী... বলেছেন: যেই পন্থীদের এই দুর্মুল্যের বাজারেও ১০ টাকা কেজি দরে নিঃসংকোচে বেচে দিলেও ৫ টাকা লাভ থাকবে।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১

শায়মা বলেছেন: মানে কি !!!!!!!!!!


....... খাঁ এর ভুত ঘারে চাপলো নাকি তোমারও!!!!!!!!!

যাই হোক সাবধান ভাইয়াজী

পাগলা পাগলীদের ছড়িতা লিখতে গিয়ে এখন পাগলা পাগলীদের গানে এ্যাডিক্টেড হয়ে গেছি ---- শুনেই যাচ্ছি ----

https://www.youtube.com/watch?v=-ZzRqZvLQ4c


https://www.youtube.com/watch?v=IOe7FVpZekg

১১৮| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: মেয়েটা ছেলেটাকে এই গানটা শুনতে বলছিলো কোন একদিন লিঙ্ক মেইল কইরা। সে বহু বছর আগের কথা। তখন নদীটার অন্য আরেক প্রিয় নাম ছিলো। খুব খুব প্রিয় নাম।


https://www.youtube.com/watch?v=ZLHBZN6kjgQ

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩১

শায়মা বলেছেন: আহালে :( :( :(



এখন তুমি তাকে এটা পাঠাও ভাইয়ু!!!!!!!!!!!


https://www.youtube.com/watch?v=JVVWpeTHwqw



:( :( :( :(









:P

১১৯| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: না্‌ বরং এইটা পাঠায় দিতে পারলে ভাল হইতো।


তুই আসিস, যখন খুশী।
অথবা হাসিখুশী, খুশী মনে…

আমার দরজায় তোর নাম বড় অক্ষরে লিখে
প্রবেশ নিষেধ ঘোষনা করা নেই।


বেয়ে বেয়ে নেমে যাই নগ্ন আমি।
পুড়ে যায়, উড়ে উড়ে;
দেহ নয়, মন আমার।

পুড়ছে কিছু, গন্ধ পাই,
এপাড়ে নয়তো ওপাড়।
ফায়ার সার্ভিস ডেকে লাভ কি?
ওরাও অলস থাকুক, আলসেমির ব্যস্ততায়।

অথবা,
তুই ও থাক, বেঁচেই থাক,
মন পুড়লে পুড়ুক,
ভালো থাক, ভালোই থাক;
ব্যস্ততায় …


###
Tuklified something from someone unknown...

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: হা হা টুকলিফাইং ভালো হইসে ভাইয়া। :)

এখন যাও মেয়েটাকে নিয়ে কাব্য লেখো!!!!!!!!!:) :) :)

শিঘ্রী শিঘ্রী। কুইক কুইক!:):):)

১২০| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটাই তো লিখে দিলাম। কাব্য বইলা চালান যাবেনা? টুকলিফাই তো বোল্ড করা লাইনের আইডিয়াটা করা হইছে।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: যাবে যাবে!!!!!!


যদিও ইনকমপ্লিট লাগছে একটু।
আর একটু মন দাও এই লেখায় তাহলেই একটা আস্ত কাব্য হয়ে যাবে ভাইয়া। :)


না পারলে অবশ্য আমি একটু হাত দিতে পারি । হা হা মানে মাতবরী আর কি আর সেটাতে আমার জুড়ি নেই। :P

১২১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

টুম্পা মনি বলেছেন: হাহাহা অসাম!!!!!!!!!!!!!!!!!

খুব জম জমাট কবিতা।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: হা হা টুম্পামনি!!!!!!!!!!!



https://www.youtube.com/watch?v=IJW-DvabWhU

১২২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আই লাইক স্মল বাট স্ট্রং ওয়ান্স। যদিও এইটা স্মল হইলেও স্ট্রং হয়নাই। মিউমিউ টাইপ হইছে।

আপনে ইচ্ছা হইলে হাত দেন, অসুবিধা নাই।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১০

শায়মা বলেছেন: হা হা ওকে ওকে তাহাই হইবেক!!!!!!!! B-)


১২৩| ১৭ ই মার্চ, ২০১৫ ভোর ৬:১৯

প্রতিফলন বলেছেন: শিশুতোষ তো নয়; বড়তোষ ছড়া :)

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৮

শায়মা বলেছেন: মেতেছিলাম কালকে রাতে মজার ছড়ার খেলায়
রফিক ভাইয়ার পোস্টে তোমায় মিস করেছি মেলাই!
কোথায় তুমি হারিয়ে গেছো আসনা এইখানে
আজও যখন লিখি ছড়া পড়ে তোমায় মনে!:(

১২৪| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩

শায়মা বলেছেন:
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
ইয়াশফিশামসইকবাল
শতদ্রু একটি নদী...



পাজী দুইটাকে দেখা যাচ্ছে পর পর আমার পোস্টে
বলুক না একটা কথা ধরাই দেবো ঘোস্টে।

১২৫| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন:

আমরা কি ডরাই আপা,
চামচিকার হুমকীতে।

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: দাঁড়াও আমি আসছি নিয়ে
মামদো ভুতের ছানা
তিনি এসেই ঘাড়টি ধরে
করবে তোমাদের কানা।:)

১২৬| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন:

বিদ্যা দেয়াই কাল হয়েছে?
গালটা রাগে লাল হয়েছে?,

আরো কদিন যাক,
শিখে নেই ফাক টাক,
করবো তোমায় সাইজ,
দেখবানা সানরাইজ।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

শায়মা বলেছেন: আদর দিলে মাথায় উঠে দুনিয়ার সব বাদর
একথাটা আগেই জানতাম করতাম না তার কদর
আমার কাছেই কাব্য শিখে আমায় মারতে আসে!
এমন নেমকহারাম ছেলে দেখিনি তল্লাটে। X(



খবর আছে খবর--- নদীর নালার জবর!!!!!!!





:P

১২৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৮

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: ছড়িতা!! :-B

ছবিগুলো অনেক সুন্দর :)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।


ছড়িতা লেখা আমার অনেক পছন্দের কাজ । অবশ্য এটা লিখেছই ইপ্সির জন্য।:)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: Click This Link


এটাও পড়ো ভাইয়া তুমি এটা এবার পড়ো
কমেন্ট ছড়া পড়তে পড়তে হাসতে হাসতে মরো।:)

১২৮| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: :D
এত্তগুলো!!!
সবগুলো একত্রে করলে তো মহাকাব্য হয়ে যাবে !!!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪১

শায়মা বলেছেন: হা হা সেটাই করে আরও একটা পোস্ট দেবো ভাবছি ভাইয়া।:)


তুমি কি রফিকভাইয়ার পোস্ট টা পড়েছো???

১২৯| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: নদী জিতে যাচ্ছে ছড়া খেলায়
শায়মা যাচ্ছে হেরে
ঢঙ্গীমনির পরাজয় এবার
কেউ না ঠেকাতে পারে ।। #:-S
নদী ভাইয়ু এগিয়ে চলো আছি তোমার সাথে
লাগলে আমায় সঙ্গে নিও
তোমায় পারবেনা কেউ হারাতে।
অপসরা সব এক তুড়িতে উড়িয়ে দিয়েছি কত!
দুই তুড়িতে দেশান্তরী হবে সব আমরা সবার সেরা ;) =p~

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৫

শায়মা বলেছেন: আমারে হারাবে নদী ঘাস পাতা!
আগে হতে জানি তোমার ঠিক নেই মাথা!

আর তোমাকে সাথে নেবো হয়েছি কি পাগল?
এরচেয়ে ভালো ডাকি এক ছাগল!

১৩০| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২৭

বিপ্লব06 বলেছেন: কি ভয়ানক ব্যাপার!!!

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৬

শায়মা বলেছেন: হা হা এতটুকুতে ভয় পেলে ভাইয়া!!!!!!!!!!!! :P

১৩১| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন:

ইয়ো ভাই ইয়ো, যুগ যুগ জিয়ো,
লাল সালাম নিয়ো;
সাইমার কথায় না কান দিয়ো,
সে যে পেত্নি একটা গেয়ো।

ওর মুখে দেবো ছাই,
আমরা স্ট্রবেরী আইসক্রীম খাই।
খেয়ে শক্তি ভরি গায়ে
মাইর খেয়ে ভর্তা হবে গেলে ডানে বায়ে।

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮

শায়মা বলেছেন: এহরে আসছেন আরেকজন মূর্খ ভূতো
কারে ডাকো ইয়ো ইয়ো ভাই বোকার মত???
সব সাগরেদী ভালো না ভাইজান
তুমি নতুন মানুষ চেনোনা সবাইকে
(কাজেই) বেশি কথা না বলে দাও পিঠটান।:) :) :)

১৩২| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ছাগলের সঙ্গেই করো তুমি বাস
আক্কেল জ্ঞান নেই তোমার খোদার বারোমাস।

কবিতার শিরোনামে তুমি যে তারছেড়া
বন্ধুটিও বেশ পাগলামোতে ভরা

এবার ভেবে দেখো
কত ভালবেসে পাগল বলে ডাকো। :P

এই ইশারা সবাই বোঝে
তুমি কি বলতে চাও
সে বুঝাটা না বুঝলে তুমি
কাঁঠাল পাতা খাও । !:#P

কাঠালপাতার স্বার্থকতা ছাগলে
নইলে যে জীবন তার পুরোই বিফলে । ;)

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩০

শায়মা বলেছেন: বুঝেছি সময় হয়েছে তোমার আবার ব্লক খাবার
ভালো কথায় সোজা হয়না পাগলের মাথা কখনও আর।
ছাগলও ভালো তোমার মত পাগলের থেকে
এক বাড়িতেই সোজা হয় তারা তোমার মত ভ্যা ভ্যা না ডেকে।
নিজের আন্দাজ না বুঝে লম্ফ দেয় যেই জন
তাদের মধ্যে তুমি সর্বপ্রথম।

লজ্জা শরম ঘটে থাকে যদি
দূর হও এখান থেকে ছাগল পাগল মহামতি।

১৩৩| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: হু পড়েছি।
আশা করি সামনের বছর ফেব্রুয়ারীতে আমরা একটা ছড়িতার বই পাচ্ছি ;)

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!
আজ সকালে আমি ফুপিকে রফিক ভাইয়ার ছড়িতা যুদ্ধ পড়ে শোনাচ্ছিলাম ফুপিও একই কথা বলেছে! :P

১৩৪| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৯

মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ........ সবগুলো ছড়াই মজার .........
শায়মা আপুটার ছড়াগুলো বেস্ট :)

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: হা হা মাসুদভাইয়া তুমি কি আমার কাব্য পড়ে বলছো নাকি রফিকভাইয়ার ছড়িতা পড়েছো??? না পড়লে পড়ে আসো। সেখানে বেশি ভালো হয়েছে আর অনেক মজা হয়েছে।:)


http://www.somewhereinblog.net/blog/rafiqershad/30022842

এই যে লিঙ্ক!:)

১৩৫| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল তারছেড়া আর পাগলার গল্প :)

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া


আর এইটাও পড়ো । দেখো কাব্য যুদ্ধে সবাইকে পরাজিত করে দিলাম!!!!!! :P (নিজে নিজে নিজেকে)

১৩৬| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন:

চোরের মায়ের বড় গলা,
হারু সাইমা খাচ্ছে কলা।
কলা খেয়ে হচ্ছে বাদর
হাসাচ্ছে কাক, হাসছে ভোদর।

ওরে ভোদর হাসি থামা
পাবলিশ হবে সাইমা নামা;
পাবলিশ হলেই খাবে বাশ,
লিখছি ওর সর্বনাশ।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৩

শায়মা বলেছেন: এহরে কত সাধ!
আঙ্গুর ফল বাদ
দেয় তখনই যখন দেখে শেয়াল ভায়া ফাঁদ।
সে নাকি লিখবে সাইমা নামা!!!!
কি বলেরে ওমা ওমা!!!!!!!
লিখতে পড়তে জানে নাকি!!!
শয়তানী আর বাঁন্দারামী
এই তো তাহার কাজ!
সারাদিন খই ভাঁজ!!

অবাক কান্ড রে!!!
ভাবি কখন ঘুমায় সে!!!!!!!!! B:-) B:-) B:-)

১৩৭| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

মাসূদ রানা বলেছেন: তোমার কাব্য+কমেন্টের ছড়াগুলোও, শতদ্রুর ছড়াগুলোও পড়েছি :)

রফিক এরশাদ-এর ছড়িতাগুলো পরে পড়ে কমেন্ট করব, কেমন ভাইয়া ?

@শায়মা

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৬

শায়মা বলেছেন: হা হা ওকে ভাইয়ামনি!!!!!!


রফিক এরশাদ ভাইয়ার পোস্টে বেশি যুদ্ধ হয়েছে। এইখানে তো অর্ধেক যুদ্ধ মুছেই দিয়েছি।:(


অবশ্য শতদ্রুভাইয়ারটা মুছিনি। কিন্তু দু একজনের অতি আবেগী কাব্য মুছে দিতে হয়েছে আর কি।:)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯

শায়মা বলেছেন: :(

১৩৮| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৩

শতদ্রু একটি নদী... বলেছেন:
ঝিমায় অনেক, ঘুমায় কমই,
অল্প যে কাজ, তাও নামেই।
সরকারী ভাত খাওয়া সোজাই,
কি করি তা নাই বোঝাই।
সব বুঝে কার কিই বা লাভ,
পার্টি দাও, তবে করবো ভাব।

(৯৯ ডিস বুফে পার্টি, টাইম আনলিমিটেড, অন্তত ৩ দিনের কমে মানা সম্ভব না)

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: ও প্রিয় ভাইজান আপনার কাম নাই
ফেরেন না বাড়িতে কি রাস্তায় জ্যাম নাই?
ঘুমান তো কম জানি, ঝিমানকি সারাদিনই!
খানা পিনা চান কেন? ঘুম যান ঘুম যান।
বেশি খেলে যেতে পারে আপনার কাটা কান
লোকে তবে বলবে রমজান রমজান!:)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

শায়মা বলেছেন: ভাইয়া :(

১৩৯| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯

কাবিল বলেছেন: ঈপ্সিমণি তুমি মন খারাপ করোনা,
শায়মা আপুনি বাচ্চা মানুষ কিচ্ছু বঝেনা। :|
যা বলার বলুক কান দিও না।
দেখছ না কেমন শিশু শুলভ আচরন করছে। :(
আবার কিছু বললে ভেংচি কাটিয়ে দিবে কেমন :P



ছড়া ছবি দুইটাই চমৎকার হয়েছে।
সবচেয়ে বেশি ভাল লাগল উপরিউক্ত ছড়াকে কেন্দ্র করে অসংখ্য ছড়া কবিতা ফাও হিসেবে পাওয়া।
শায়মা আপুনি, তোমার পোস্ট মানেই বারতি আনন্দদায়ক।
সবমিলিয়ে এক কথায় অসাধারণ।

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: ভাইয়ামনি
এইখানেতে দেখেছো কি আর?
রফিকভাইয়ার পোস্টে গেলে চক্ষু ছারখার
একের পর এক ছড়ার বাণে
ধরাশায়ী সবে
আমি ছাড়া ছড়ার রাণী
কেই বা বলো হবে!!!!!!!



:P

১৪০| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৪

কাবিল বলেছেন: ইপ্সিমনি তুমি মন খারাপ করোনা।
শায়মা আপুনি বাচ্চা মানুষ। ;)
যা বলার বলুক কান দিও না।
দেখছ না কেমন শিশু শুলভ আচরন করছে :|
আবার কিছু বললে তুমি ভেংচি কেটে দিবে কেমন :P





ছড়া ছবি দুইটাই চমৎকার হয়েছে।
সবচেয়ে বেশি ভাল লাগল উপরিউক্ত ছড়াকে কেন্দ্র করে অসংখ্য ছড়া কবিতা ফাও হিসাবে পাওয়া। শায়মা আপুনির পোস্ট মানেই বারতি আনন্দদায়ক।
সব মিলিয়ে এক কথায় অসাধারণ।

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:২৯

শায়মা বলেছেন: Click This Link


এই যে লিঙ্কটা।:)

১৪১| ১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৪

কাবিল বলেছেন: :P

১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: হা হা

সেইটা বেশি ভালো হয়েছে। মানে রফিকভাইয়া অসাধারণ ছড়াকার, তার সাথে প্রাকটিস করে করে নিজের উন্নতি করছি ভাইয়া।:)


তবুও ভাইয়ার এক দফা এক দাবী
অপ্সরা তুই কবে পার্টি দিবি!


মানে আমার বাসায় দাওয়াৎ না দেওয়া পর্যন্ত নাকি এই আন্দোলন তারা চালাবেই। :P

১৪২| ১৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

কাবিল বলেছেন: মন্তব্য প্রকাশ পাচ্ছে না কেন! বুঝতে পারছি না।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১

শায়মা বলেছেন: পাচ্ছে তো!!!!!!!!


এই যে দেখতে পাচ্ছি তোমার মন্তব্য ভাইয়া।:)

১৪৩| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

জেন রসি বলেছেন: পদার্থ এবং প্রতিপদার্থের সংঘর্ষে কিছুই ধ্বংস হইল না :)
কেমনে সম্ভব?

২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: মাইনাসে প্রতিমাইনাসে প্লাস হয়ে গেছে।:)

১৪৪| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


ছড়ায় মহাকাব্য, সুখ-পাঠ্য হয়েছে!

২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৩

শায়মা বলেছেন: হা হা

কয়দিন ছড়া ছড়া খেলতে গিয়ে নিজেরই তার ছিড়েছে ভাইয়া।

মাথার না হাতের। জিগজ্যাগ সিজারে মোটা আর্ট পেপার চারভাজ করে কাটতে গিয়ে এমন ব্যাথা পেয়েছি ভাইয়া। বাম হাতে লিখছি!:(

১৪৫| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: Hing ting chhot
Laglo mathai jot
Jot khulbey key?
Mamdo vuter Meye!
Nam niyechey pori
Asob dekhey tar chhirey
Sobai dichchey golai Dori




২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৪

শায়মা বলেছেন: আবার আসছেন পাগল মহারাজ
তাহার নাই তো কোনো কাজ
আবোল তাবোল লিখে লিখে
নিজেরে ভাবেন কবি আজ।

১৪৬| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:১০

জেন রসি বলেছেন: তাহলে মাইনাস এবার হয়ে যাওয়া প্লাসের জন্য বিপদজনক :)

যাইহোক.......একটা কিছু সিনথিসিস সবসময়ই পাওয়া যায়!!!

২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:২০

শায়মা বলেছেন: তুমি আবার কোন সিনথেসিস নিয়ে আসলে ভাইয়া?


ওকে একটা লাভ সিনথেসিস মাগ নাও।:)


১৪৭| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

জেন রসি বলেছেন: আপনার ইপ্সিমনি আর তার ইঁদুর, বিড়াল, হাম্বা গোম্বার জন্য শুভ কামনা।

এটাই সিনথিসিস......

মাগের জন্য ধন্যবাদ!

কিন্তু এখন কফি পাই কোথায় :)

২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪১

শায়মা বলেছেন: হা হা

থ্যাংকস ইপ্সিমনি আর তার হাম্বা গোম্বাকে শুভকামনা দিয়ে দেবো আর কফি নিজে বানায় খাও ভাইয়া।


কফি বানানো তো অনেক সোজা। এইটাও যদি না পারো ........

১৪৮| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: Lojjaboti lota
Akto khani chuey diley Daron Matha batha
Ong bong sob kabbo likhey tarchera ak rani
Tar dapotey vito sobey golai dHaley pani
Tini naki ak Chad
Asob suney Baka heshey Boley sobai unmad




২০ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: উন্মাদের কথায় আমি দেইনা মোটেও কান
তবু কান না দিলেও কানের কাছে করে ঘেন ঘেন.......

১৪৯| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২২

ইয়াশফিশামসইকবাল বলেছেন: কোথায় ভন্ড, আমার জন্য কবিতা কোথায়!!

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৯

শায়মা বলেছেন: হা হা

নাই ভাইয়ু!!!!!!!!!!!

মুছে ফেলছি!!!!!!!!!!!


দেখো কত্ত কমেন্ট ডিলিটেড।:(


১২৫১ বার পঠিত ৪ প্রিয়তে
২৯৯ কমেন্ট আর
২৬ লাইক

অথচ


৩১৬টি মন্তব্য ....... :(

কারন ৩১৬-২৯৯= ? ততগুলো মুছে ফেলছি।:) হি হি


ডাল রান্না করতে যাই।:)

১৫০| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৬

ইয়াশফিশামসইকবাল বলেছেন: গান শোনো..www.youtube.com/watch?v=KQbFFmFuQbU

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩১

শায়মা বলেছেন: হায়রে কপাল এই বুড়া গান কই থেকে আনলে!!!!!!! B:-)

১৫১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: Lokkhi Meye tarchera
Dilta Boro jogotjura
Regey geley shing uthey
Khanik badey jai mitey
Heshey diBen golgoliay
Sat khun maf kolkoliay
Sagor sOman atna tar
Hridoy vora valabasha jar
Patta na deya ke sajey tar
Ai akhon e uthben Heshey
Jaben ashey valobeshey

১৫২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৫

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আহেম আহেম...ওহে ভন্ড কতোগুলো বসন্ত যেনো পার করলা!!!!

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫১

শায়মা বলেছেন: কেবল ষোলো!!!!!!!!!:)

দুই তিন দিয়ে গুণ করোনা যেন ভাইয়ু!!!!!!!!!!


তাইলে কিন্তু!!!!!!!!! :( :( :((


একটা গানা মনে পড়লো!!! কেনো জানিনা.... পুরান স্ম্বতি......:(




https://www.youtube.com/watch?v=_X1xDjhhl6g

১৫৩| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:১০

ইয়াশফিশামসইকবাল বলেছেন: নাহ্, ভন্ড তোমার গানের টেসট োসাধারন!!.....এইটা নিশ্চয় শুনেছো? https://www.youtube.com/watch?v=k31db3vmtqs

২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৭

শায়মা বলেছেন: শুনবোনা কেনো!!!!!!!!!

আমার মা তো সারাদিন ক্যাসেটে মান্না দে, হেমন্ত আর কিশোর কুমার ছেড়ে রেখে রেখে আমাকে সব গান মুখস্থ করাই দিয়েছিলো।

ছোটবেলায় তত ভালো লাগেনি কিন্তু এক কিশোরী কালে হুহু করা মন মাতাল উদাস বসন্ত বিকালে মা ক্যাসেট ছাড়লো আর ক্যাসেটে বেজে উঠলো একটা গান।

সেই গান শুনে যে আমার কি হলো আমি গায়কের প্রেমে পড়ে গেলাম। এমন প্রেম যে রবিঠাকুরের পর মান্না দে হলো সেই জন ।


কিন্তু তখনও আমি জানতাম না তার চেহারা কেমন বা বয়স কেমন। অনেকদিনপর যখন জানলাম আর তার চেহারা দেখলাম আমি বিশ্বাসই করছিলাম ইনিই তিনি মানে আমার সেই তিনি....... :((

কোন গানটা ছিলো সেটা জানো??
https://www.youtube.com/watch?v=c7Pm_5xyNWc


এটা :(

১৫৪| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৭

ইয়াশফিশামসইকবাল বলেছেন: তুমি আমার মনটাই খারাপ কোরে দিলে....

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: মন খারাপ করেনা ভাইয়া।:(

১৫৫| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২

ইয়াশফিশামসইকবাল বলেছেন: Click This Link এবারে একটু চটুল গান..তোমার জন্য...
.https://www.youtube.com/watch?v=5F9DLsNyvhw

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: শুনিনি। এখন শোনা যাবেনা।একটু পরে শুনবো।:)

১৫৬| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: আপুনি কই?

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: এখানেই তো আছি!:)

১৫৭| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৯

অক্টোপাস পল বলেছেন: চমৎকার! অসাধারণ হয়েছে, সুকুমার রায়ের ছায়া পেলাম যেন।

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৪

শায়মা বলেছেন: :)
কোথায় সুকুমার রায় আর কোথায় আমি!!!!!!!!!!!!


:P

১৫৮| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩

আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে আপ্পি মনি।

২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ুমনি!:)

১৫৯| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৮

আমি সাজিদ বলেছেন: ভালো হইসে আপ্পিমনি। এক্কেবারে।

এই গল্পটা পড়ে দেখো তো একটুহঠাৎ একদিন

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

শায়মা বলেছেন: ওকে পড়ছি ।

তবে একটা কথা তুমি আজকাল সত্যিই লেখক হয়ে গেছো!:)

১৬০| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৪

এহসান সাবির বলেছেন: ১৭ ঘন্টা পর বলে এখানেই তো X( X(

২২ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২৯

শায়মা বলেছেন: এই যে এখন এলাম।
এবার কয় ঘন্টা হলো???

কি করবো?:(

আমার হলো শুরু তোমার হলো সারা।

১৬১| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৭

নীল কথন বলেছেন: বাহ!
(সব প্রশংসা মন্তব্যকারীগণ করে দিয়েছেন। আমার জন্য আর বাকী রাখেননি।)

২২ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৫২

শায়মা বলেছেন: আরে ভাইয়া এতদিন পরে আসলে!:(

১৬২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৩

মাটিরময়না বলেছেন: দেরীতে হলেও মজা পেলাম।

২২ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩১

শায়মা বলেছেন: হা হা

থ্যাংক ইউ ভাইয়া।:)

১৬৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ২:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার!

২২ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।:)

১৬৪| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,





এই সকালের কুক্ষনে
কেন যে ঢুকলাম এইখানে !
ঢুকেই দেখি কান্ড অবাক
সব ব্লগারের কলম সবাক ।
সব্বাই দেখি রায় সুকুমার
ছড়ায় ছড়ায় সব ধুন্ধুমার ।
এরই মাঝে আমার লেখা
মোটেও কি যাবে দেখা ?

ঈপ্সির জন্যে শায়মার লেখা
কেন যে এ্যাদ্দিন হয়নি দেখা !
এমন একটা ছড়িতা
কি দিয়ে যে বরি তা (বরন করা) !

দারুন ছবি, দারুন ছড়া
শায়মামনিরও তার ছেঁড়া । (?)
কই যে গেল পাগলাটা (ঘরের)
হবে কখন ঝগড়াটা ?

জানি..জানি এরই পরে
রাগের চোটে কলম ধরে,
চুলের গোছায় গিট্টু দিয়ে
পিচ্চিগুলোর ঘুম ভাঙিয়ে
মুখ ভেংচে একটুসখানি
জবাব দেবে শায়মামনি ।

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০১

শায়মা বলেছেন: ছড়ার খেলা দেখেছো কি আর এইখানে তো কিচ্ছু না
আমি অতি সাদা সিধা ওদের মত বিচ্ছু না
সেদিন পাজি রফিকভাইয়া লিখলো ছড়া যেইনা
আমি নাকি কিপটা এবং কাউকে দাওয়াৎ দেইনা
একে একে সেথায় এসে জুটলো সবাই মিলে
আমি খারাপ আমার নাকি রহমই নাই দিলে।
উনারা সব দারুন ভালো নাচলো তাধিন ধিন
ঠিক যেন সব এক একজন হাজী মুহাম্মাদ মুহসিন.... B:-)




এই দেখো পড়ো এইটার সব কমেন্ট ভাইয়া!!!!!!:(
http://www.somewhereinblog.net/blog/rafiqershad/30022842

১৬৫| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৮

ইখতামিন বলেছেন:
দু'হাজার চৌদ্দ সালের মাত্র একটা পোস্ট!!!

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩

শায়মা বলেছেন: একটা না দুইটা ইখুবেবি।:)


তবে দু'হাজার চৌদ্দ সালে আমি খুবই মেন্টালি ডিস্টার্ব ছিলাম পোস্ট লেখার মত সিচুয়েশনে ছিলাম না। :( :( :(

১৬৬| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৭

নেক্সাস বলেছেন: দারুন তো। অনেক মজা করে পড়লাম

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: থ্যাংক ইউ কষ্ট করে এই অং বং পড়ার জন্য!!!!!!!!!!:)


আর মজা পাওয়ার জন্যও।

১৬৭| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু প্লীজ বলবে। আই অ্যাম রিকুয়েস্টিং ইউ। :(

১৬৮| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:০০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা কাব্যে।

এবং ছবিতেও।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।

২২ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

১৬৯| ২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৫:০১

ফারিয়া বলেছেন: তাও ভালো দিনশেষে ঘুমিয়েছে বড়! B-))
"আহ একি ভুল, উহ একি ভুল" :-/

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ৮:২৩

শায়মা বলেছেন: হা হা সেই তো। নইলে আর এদের জ্বালায় কাউকে বাঁচতে হত না।

১৭০| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৯

দীপান্বিতা বলেছেন: বাঃ! দারুন তো! :)

২৪ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!! :) :) :)

১৭১| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৮

ShusthoChinta বলেছেন: হাই্‌,আপু! আছো কেমন? :)

২৬ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

শায়মা বলেছেন: ভালো আছি ভাইয়ামনি!!!!:)

১৭২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪০

সন্দীপ মজুমদার বলেছেন: অসাধারণ !!

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:০১

শায়মা বলেছেন: :P

ভাইয়া এটা ফাজলামি ছড়িতা!
ফাজলামি ছড়িতা অসাধারণ হয় নাকি! :P

১৭৩| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

যার জন্যে এতো দারুণ ছড়া লিখলেন তাকেই তো ইদানিং ব্লগে দেখি না।

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৪

শায়মা বলেছেন: সেটাই ভাবছি আপুনি! ইপ্সিমনির অনেক অসুখ করেছিলো!কি অবস্থা জানিনা!:(

১৭৪| ২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপুনি তোমার পোস্ট আমাকে সিকিশতাব্দি পিছনে নিয়ে গ্যাছে ....

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:০২

শায়মা বলেছেন: পিছনের সেই সিকি শতাব্দী আগের গল্পটা বলো ভাইয়া।:)

১৭৫| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:১১

মাসূদ রানা বলেছেন: শায়মা, কেমন আছেন ভাইয়া ? নতুন পোস্টের কি খবর ......

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫১

শায়মা বলেছেন: একটু খারাপ আছি ভাইয়া। :(
মানুষের বদদোয়ায়। :( :( :(

তবে একটু ভালো হলেই আবার নতুন পোস্ট।:)

১৭৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: Kagoj kolom songey anini mathar moddhey kobita ghurpak khachchey kije. Kori Gramer baritey Ashley kobita kobIta barbari shuru Korey.shilabristI Amar ambaganer barota bajiechhey

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:১১

শায়মা বলেছেন: কি সব পাগল ছাগল!!!!!!!!! এই সব আবোল তাবোল কি আর কোথাও লেখার জায়গা খুঁজে পেলেনা সেলিম্মা কবি ভাইজান??? X(

১৭৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: Tumar poribidya diay akto Kagoj kolom pathiay daw, sedin northtower a aka beberiay chiley keno?Ami na thakley bujhtey B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৪

শায়মা বলেছেন: এই সব কি !!!!!!!!! B:-)

মাথা কি পুরাই গেছে নাকি গাঞ্জা খেয়েছো ? নর্থ টাওয়ারে বেবেরিয়েছিলাম মানে!!!!!!!!!!!!!


শুনো সেলিমভাইয়া তোমার জন্য আমার পরীবিদ্যা কাজে লাগবেনা তোমার দরকার পিটা বিদ্যা। যেই মাইরে পাগলামি ছুটে পাগলের। সেটারই ব্যাবস্থা করতে হবে বলে মনে হচ্ছে। যাই হোক এই সব আউল ফাউল কাজে সময় নষ্টের সময় নাই আমার।

১৭৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: মুখ বাকা হইলো ক্যান? মনিরা আপা কইলো মাইন্ড খাইছেন!! উধাও হওয়ার আগে জানাইয়াই হব। বেহেস্তের সিরিজ এখনো শেষ হয়নাই তো। আবার চরম অপমানজনক ছড়াটাও লেখা বাকি। ওইটায়ও হাত দিতে হবে। সাইমা হক নামের মহিলা ভন্ডপীরের মুখোশ ফাস না কইরা আমরা শান্ত হবনা। জয় আমাদের নিশ্চিত।

আপাতত শীত নিদ্রায় আছি। মুভি দেইখা এই সপ্তাহ পার করবো। আজকে ৫ টা দেখতে সক্ষম হইছি। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)


:) :) :)


ঠিক ঠিক এইভাবে উধাও হয়ে যেওনা।:) বেহেস্তের সিরিজ শেষ করো । দোযখের সিরিজ, পৃথিবীর সিরিজ , গ্রহান্তরের সিরিজ সব শেষ করো। :( আর পাগল বলবো না আর ছাগল বলবোনা আর টাকলু হাবলু গবলু কিচ্ছু বব্বো না!!!!!!!!!! :) :) :)

জানাইয়াও উধাও হওয়ার দরকার নেই। ইউ আর আ গুড রাইটার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবেও তোমার সাথে প্রতিযোগীতায় নামবো না। :( :( :(

তুমি অনেক অনেক লিখো ভাইয়ামনি!!!!!!!!!!!!:)


বসন্তে আবার শীত নিদ্রা কেনো??????????? B:-)


তার থেকে বসন্ত জাগ্রত সঙ্গীত লেখো।

সাইমা হক নামের সাধু সাদ্ধী সন্যাসিনীকে নিয়ে লেখো।:)

আজ আমার বাসায় তোমার দাওয়াৎ পরীর দেশে ওকে?????????? :) যাই রান্না বান্না করি। লান্না বান্না শেষ হতে রাত ৮টা বাজবে তারপর তোমার জন্য পাখা পাঠায় দেবো ওকে?????????????? রাত ৯ টা থেকে ১০টার মধ্যে দাওয়াৎ খানা তোমাল দন্য ভাইয়ামনি!!!!!!!!!! শীতনিদ্রা থেকে জেগে ওঠো। :)

১৭৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: শীত যে আমার প্রিয় ঋতু, তাই। আমার কালবৈশাখী ঝড় ভাল্লাগে, কিন্তু সারাদিন টানা বৃষ্টিতে বিরক্তি।

আর কমেন্টের ভাষা দেইখা গা গুলাইতেছে!! এইগুলা কি? বাচ্চা পাইছেন আমারে? আমার কিন্তু সুন্দরী পরী পছন্দ না, লাল নীল অথবা হুরপরী, এইগুলায় আজন্ম বিতৃষ্ণা। আমার শ্যামা সুন্দরী পছন্দ, আবার সালমা হায়েকের মত একটু ট্যান ট্যান ভাব অলা পরী হইলেও অসুবিধা নাই। মুজরা নাচাইয়া ৫ টাকা দিয়া বলবো, "ভাগ এখন, বালিকা দেখলে খবর আছে!!"

আর আপনে মানুষ সুবিধার না। আসলেই ভন্ড!! দাওয়াত অন্তত ১ সপ্তাহ আগে দিবেন, নাইলে এখন পড়লাম দাওয়াতের কথা, এই দুর্যোগের দিনে যাওয়ার মত প্রিপারেশন নেয়ার রিয়েকশন টাইমও তো পাইলামনা। সুক্ষ কারচুপি কইরা ফেক দাওয়াত দেয়া হইছে। এইটা পাওনা থাকলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: শীত প্রিয় তাতে কি ?? শীতনিদ্রা সারা বছর জুড়ে!!!!!!!!!!! B:-)


আর তোমার গা গুলাচ্ছে কেনো!!!!!!!!!!! হায় হায় হায় হায় হায় হায় হায় !!!!!!!!!!!! B:-)

তোমাকে দেখি বুইড়া বললেও দোষ আবার বাচ্চা বললেও দোষ!!!!তোমার তো আসলে মাথারই দোষ!!!!!!!! B:-) B:-) B:-)


আর তোমার শ্যামা সুন্দরী বান্দরী নিয়ে তুমি থাকো।আমাদের কি !!!!!!!


যাইহোক লান্না বান্না করতে একটু দেরী হয়ে গেলো।:(


এখন কি খানা পিনা দেবো? মানে আকাশ থেকে ছুড়ে মারবো????? নইলে আবার কালকে বাসী খানা গরম করে দিতে হবে।:(

১৮০| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ভোর সকালে ছাদের পরে
ধুপধুপিয়ে খুব হাঁটে।
দালান কাঁপে থরথরে
এই বুঝি তার ছাঁদ ফাটে।

এক কথায় দারুণ ছন্দ ছড়া। শুভেচ্ছা রইল।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!:)

১৮১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন:


এ্ই ফুলটি আমার বাগানের এক গরম মসলার গাছের ফুল । বল দেখি ফুলটি কিসের ফুল । দেখি তোমার বহুমুখি প্রতিভার ধার কত।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

শায়মা বলেছেন: এই ফুল আর কে চেনেনা সবাই কি আর গাধা?
এক নিমিষে বলতে পারি এ ফুলের নাম আদা।

১৮২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে আদা চাষী মনে হলো । #:-S তোমার উত্তর হয়নি । ;)

এটি নয় আদা ফুল
উত্তর তোমার পুরোটাই ভুল।
একটি কবিতা লিখেছিলাম আমার বাগন নিয়ে
সেই কবিতাটি সাজিয়েছিলাম গরম মসলার নাম দিয়ে।
সেটি তুমি মুছে ফেলেছো দুষ্টোমি মনে করে
সেখানেই লিখা ছিল এটির নম যতন করে।

দেখি এবার বলতে পারো কি না?
মনে হচ্ছে পারবে না তুমি দেখি ধারণা ঠিক হয় কিনা? :P

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: আদার ব্যাপারী আবার আদাফুল ছাড়া কি দেবে!!!!!!!!!!! B:-)

১৮৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: কিচ্ছু লাগবেনা, এই ফুলটা এনে দেন, সেলিম ভাইয়ের ফুল। কি সুন্দর!!

আমি এই ফুলটা খাবো। :(( :((

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫

শায়মা বলেছেন: হায় হায় ফুল খাবে??? গরু হয়ে গেলে নাকি রাত দুপুরে ভাইয়ু!!!!!!!!!!!


আচ্ছা খানাগুলা কি এখন আনবো??? :)

১৮৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সারারাত ভেবে উত্তর দাও । মনে হচ্ছে পারবেনা ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫১

শায়মা বলেছেন: ফুহ!!

১৮৫| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫

সেলিম আনোয়ার বলেছেন: এটা এলাচি ফুল । উত্তর দিতে পারোনি তাই ভাল লাগলো ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: ফুহ ফুহ!!!

১৮৬| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: এটা আমার বাগনের এলাচি গাছে ধরেছে। তাহলে এটা কি ফুল । পারোনি সেইটা বল। চাইলে কালকেই তোমাকে আমার বাগানে নিয়ে গিয়ে দেখাবো । যদিও ভিজিট এ যেতে হবে হবিগঞ্জ খনিজ সম্পদ অনুসন্ধানে সেটির প্রস্তুতি চলছে । তাই অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৯

শায়মা বলেছেন: তোমার বাগানে যাবো আমি!!!


আহা আহা !!!


শখ দেখে আহা আহা!!!

হবিগঞ্জ খনিজ সম্পদ অনুসন্ধানে যাও ভাইয়ামনি!!!! তারপর তোমার অনুসন্ধানে অন্যেরা যাক!:)

১৮৭| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন:
ওই পোস্টে আর কিছু কইলামনা। আপনে হইলেন তেতলীর বড় ভার্সন।

তেতলী সম্পর্কে আইডিয়া এই পোস্টগুলা পড়লে পাবেন। সাময়িক আনড্রাফট করলাম পরিত্যক্ত আইডি থেকে।

http://www.somewhereinblog.net/blog/butitrained/30005770

http://www.somewhereinblog.net/blog/butitrained/30006087

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৬

শায়মা বলেছেন: তেতলী!!!!


কবে লিখছিলা ভাইয়াজান!!!!!!!

ওকে পড়ছি যদি পছন্দ না হয় তো খবর আছে !!! কল্লা কাটা যাবে আর তারপর মগজ ভুনা !:)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫

শায়মা বলেছেন: এটা কার পোস্ট মানে এই নিক তোমার?

তোমার নাম তো বিপ্লব!!!:)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: একটা অসহায় ছেলের জীবন নস্ট করে দিচ্ছে একটা পেত্নী। পেত্নীর চুল ন্যাড়া করে দিতে হবে।“



তেতলী যাই করুক আমাকে হারানো সহজ নহে!!:)

১৮৮| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: অস্থির হইসে :D

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: হা হা

কেমন আছো ভাইয়ু???

১৮৯| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: না, এইটা আমার। বিপ্লব ভাইয়ের সাথে আমার কোন সম্পর্ক নাই। উনি সম্পুর্ন আলাদা মানুষ। আমি অবশ্য উনারে ফলো করি।

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২

শায়মা বলেছেন: এটা তোমার নিকে সেটা আমি স্বপ্নেও ভাবিনি!! তবে বুঝা গেলো তুমিও কম ঢঙ্গী না!!!!!!!!! :-P

১৯০| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: দেখার আছে আরো কত কিছু। এইজন্যই বলছিলাম অন্য নিকে গেলে জীবনেও ধরতে পারতেননা।

আগে যেমন সুশীল ভাষায় বিশ্বাসী ছিলাম, এখন আড্ডাবাজির ভাষায়। আর ইদানিং ক্যাচাল পোস্টে ইন্টারেস্ট বেশি। ব্যাপক বিনোদন। আর গালাগালিও শিখতেছি, আগে করতামনা, ওইটায় দুর্বলতা ছিলো।

আর আমি ঢঙ্গী না, আমার মেয়ে বার্বি একটু আহলাদ করে, এই যা। আর গুন্ডু ম্যাও হইলো একটু বোকু টাইপ, কিন্তু জোস অলা ভালো ছেলেবাবু। :)

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৮

শায়মা বলেছেন: হা হা যাইহোক ঘুমে পড়ে যাচ্ছি এ কমেন্টের জবাব কাল দেবো!:)

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৪

শায়মা বলেছেন: কালকে এমন ঘুম পেয়েছিলো যে চোখের পাতা টেনে ধরেও তাকিয়ে থাকতে পারছিলাম না ভাইয়ু!!!:(
যাইহোক
শতদ্রু একটি নদী... বলেছেন: দেখার আছে আরো কত কিছু। এইজন্যই বলছিলাম অন্য নিকে গেলে জীবনেও ধরতে পারতেননা।

এই কথা আমিও বলতে পারি আমি নিজে না বললে আমার অন্য নিকগুলি তুমি কেনো কেউই ধরতে পারবেনা। চ্যালেঞ্জ!!! কারণ আই ক্যান এ্যাক্ট ইন ডিফারেন্ট ওয়ে ইন ডিফারেন্ট নিকস। :) ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ভাব, বিদ্যা, স্টাইল, দাড়ি কমা বানান কত কিছু খেয়াল রাখতে হয় আমাকে !!!! আহারে !!:(
কিন্তু মজাটা হলো মজা !!! কিসের যে মজা সে আমি ছাড়া কেউ জানেনা!! হা হা হা :)

তবে আড্ডাবাজি লো আর ক্যাচালপোস্টই বলো গালাগালি পরিত্যাগ করাই ভালো কারণ গালাাগালি বা নেগেটিভ কাজে আসলে কোনোই ভালো পরিনাম নেই। দিনশেষে বা নিজের কাছে ছোট হয়ে যাওয়া ছাড়া।

কোনো দরকার নেই ভাইয়া। তুমি লক্ষীভাইয়া হয়েই থেকো । ফান করো আর যাই করো কখনও এমন কিছু করোনা যার জন্য অনুশোচনা করতে হয় কখনও । যা করবে নিজের আনন্দে। অবশ্য মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে।

আর তুমি ঢঙ্গী! মারাত্মক ঢঙ্গী যার প্রমান বার্বীর পোস্টগুলো। একটা সত্যি কথা বলি আমি নিজে ঢঙ্গী হতে পারি বাট আই ডিডেন্ট লাইক ইওর থোজ পোস্টস এ্যাট অল।:( স্যরি টু সে !! লাগ কলোনা ভাইয়ামনি। নিজের ভাইয়া মনে করে বলছি ভেবে নিও।

আর তোমাকে আমার এই লেখাগুলো পড়ে মেয়ে মেয়ে মনে হয়েছে। :P

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৬

শায়মা বলেছেন: অবশ্য হতেও পারো তুমি মেয়ে। কে জানে???


আর থোজ না দ্যোজ!!!!!!!! স্যরি!!!!!!!!!!!!!!!!!!!:)

১৯১| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: পাগলের সুখ মনে মনে মনে হয় এজন্যই বলে।

আমার গালিগালাজ স্টার্ট এই নিক থেকেই, আগে সহ্য করতাম, কিন্তু এখন বুঝছি গালির জবাব কিংবা খোচার জবাব হাসিমুখে দেয়া অপরাধ। এইজন্য ঠা ঠা ব্রাশফায়ারই ভালো উপায়।

মেয়ে না এইটা শিওর থাকেন, যদিও এক ফ্রেন্ডের আইডির অপব্যবহার করি মাঝে মাঝে উইথ অনুমতি।

আর আপনে গুন্ডুর গল্পটা পড়েননাই মনে হয়, ওইটা ছেলেবাবু টাইপ চিন্তার। যদিও আপনার এই পোস্টগুলা পছন্দ না, কিন্তু আমার বালিকার জন্য লেখা। বালিকাই হইলো আম্মু+মোটু=আম্মুটু। আর আমি জোসাব্বু। :)

০৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৫

শায়মা বলেছেন: হইসে হইসে!!!!!!

অনেক ঢং ঢাং হইসে!!

বালিকাই হইলো আম্মু+মোটু=আম্মুটু। আর আমি জোসাব্বু। :) ( গা জ্বলে গেলো ঢং দেখে X(( )

যাইহোক
আমার গালিগালাজ স্টার্ট এই নিক থেকেই, আগে সহ্য করতাম, কিন্তু এখন বুঝছি গালির জবাব কিংবা খোচার জবাব হাসিমুখে দেয়া অপরাধ। এইজন্য ঠা ঠা ব্রাশফায়ারই ভালো উপায়।

ঠিকই বলেছো প্রায়। তবে খোঁচার জবাব হাসিমুখে দেবে কিন্তু হাসি প্রাণে নহে মানে মনে মনে ..... বাট মুখে হাসি তারপরও যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তো আঙ্গুল তো একটু বাঁকাতেই হয় ভাইয়ু!!!!!:)

তারপরও বলি নেগেটিভ থিংস আর অলওয়েজ নেগেটিভ। কাজেই এইসব নেগেটিভ কাজ থেকে যতদূরে থাকা যায় সেই ভালো। বাঁচো হাসিমুখে আর খুশী প্রাণে। :) :) :)

ফালতু মানুষেরা ফালতুই বলবে বেশি কান না দিয়ে চলা গেলে বেশি ভালো থাকা যায়। :):) :)

আমি চাই তুমিও অনেক অনেক ভালো থাকো!!:)

১৯২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৯

ফ্রস্ট বাইট বলেছেন: এইভাবে রাতারাতি একটা আইডি দাড়া করাইতে হয় সাইমা আফা। ;)

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৪

শায়মা বলেছেন: কোনভাবে ভাইজান??

এই আইডি তো আগেই দেখেছি।

রাতারাতি কি হলো বুঝলাম না !:(

১৯৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৭

মোঃ আমিন বলেছেন: হাহাহাহাহ.....আপাগো লিখা পড়ে তো হাসছি কিন্তু যারা এই লাইফ লিড ক রে তাদের জীবন কিন্তু তেজপাতা......

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: কেন ভাইয়া তোমার লাইফের দশাও এমন নাকি???? :P

১৯৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২

ariyan hasan বলেছেন: hello

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪

শায়মা বলেছেন: বোলো ভাইয়ু!!!!!!!!!

কি হয়েছে???? :)

১৯৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৫

In2the Dark বলেছেন: অনেক রোমান্টিক লাগল কাব্যখানা ^_^

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৭

শায়মা বলেছেন: হা হা


থ্যাংক ইউ ভাইয়া!!!:)

১৯৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৭

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: সেইমাত্রার কিউট একটা ছড়া
পড়েই মন হয় ফুরফুরা
আপু লেখা অনেক ভালো লেগেছে

০১ লা মে, ২০১৫ দুপুর ২:৫৫

শায়মা বলেছেন: হা হা


তাই তো বলি ফারজানামনি আমার ব্লগে কি করে???

এই মাত্র দেখলাম আপুনি তোমার মন্তব্য!!!!!!

অনেক অনেক থ্যাংকস তোমাকে।:)

১৯৭| ২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১২

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: সেইমাত্রার কিউট একটা ছড়া
পড়েই মন হয় ফুরফুরা ।
অনেক ভালো লাগলো আপু

০১ লা মে, ২০১৫ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন: :) :)

১৯৮| ১৪ ই মে, ২০১৫ রাত ২:২০

ভবঘুরে ভূত বলেছেন: প্রায়ই এটা পড়ি, কমেন্ট ও লিখি কিন্তু নতুন জন্য কমেন্ট পোস্ট হয় না। তাই আজ প্রথম সুযোগেই কমেন্ট করছি। এটা পড়লে মনে হয় যেন দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে। লেখকের তো এটাই সার্থকতা…………… তার লেখা পড়লে যেন পাঠকের মনে হয়, সবকিছু চোখের সামনে ঘটছে :-)

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: ভবঘুরে ভুত!!!!!!!!!!!!!!!!

এই কথা আরও কে যেন বলেছিলো ??????

যাইহোক অনেক অনেক থ্যাংকস ভাইয়ু!!!!!!!!!!!:)

১৯৯| ১৪ ই মে, ২০১৫ ভোর ৪:০৮

অন্ধ দাঁড়কাক বলেছেন: চমৎকার হয়েছে

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:১৭

শায়মা বলেছেন: দাঁড়কাক ভাইয়া????????????

এতদিন পর কোথা থেকে এলে???????

২০০| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

শুকনোপাতা০০৭ বলেছেন: এহেম এহেম!! আমি অনেক দেরিতে পড়লাম /:) কিন্তু আমি পড়ছি! B-)

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:১৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!!!! কেমন আছো?????????

২০১| ০৩ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১

ব্ল্যাক ফাইটার বলেছেন: কি দেখাইলি মামা রে
খুইলা গেলো জামা রে।।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:১১

শায়মা বলেছেন: হায়রে!

এখন কি কইরা ফাইট দেবে উইদাউট জামা
তার চেয়ে বরং সোর্ড নিয়ে তুমি দাও হামা!:)

২০২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৬

ব্ল্যাক ফাইটার বলেছেন: আমিতো আঁধারের যোদ্ধা তাই পোশাক আশাক নিয়ে কোন চিন্তা নেই তবে আপনি যদি সোর্ড গিফত করেন তাহলে হামা দিতে প্রস্তুত আছি

০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: আই হ্যাভ ইনভিজিবল সোর্ড!!!!!!!!!!:) :) :)


কাউকে দিতেও চাইনা। :)

২০৩| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২

ব্ল্যাক ফাইটার বলেছেন: তাহলে হামা দিতে পারছিনা

০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

শায়মা বলেছেন: থাক হামা টামার আর দরকার নেই ভাইয়ু!!!:)

২০৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা অনেক মজা পেলাম ছড়ায় ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

শায়মা বলেছেন: তোমার নিক আর পিকটাও কম মজার নহে ভাইয়ু!!!!!!!!!!:)

২০৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: জেনে ভাল লাগলো । ভাইয়ু না আপু এটা কী করে বুঝলেন । সম্ভাবনা ফিফটি ফিফটি !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

শায়মা বলেছেন: পিক দেখে বুঝলাম। আপুরা কি এমন টাক বেল মাথা হয় নাকি?

২০৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: হতেও পারে । কিছু কিছু মাথা আছে টাকেই মানায় !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: মানে!!!!!!!!!! আপুরা টাক বেল করে নাকি!!!!!!!! কি বলো ভাইয়া/ আপুনি!!!!!!!!!! B:-)

২০৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০

এস কাজী বলেছেন: উহু সুন্দর ছড়িতা। কেন জানি তারছেড়া মেয়েটার জায়গায় তোমাকে ভিজ্যুয়ালাইজ করছি =p~

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

শায়মা বলেছেন: ঐ!!!!!!!!!!!!!! X((


আমি তার ছেড়া!!!!!!!!!!!!!!!!!!!!!! X((


আমি বুদ্ধিমতী!!!!!!!!!!!!!!!!


তব্বাই বলে!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

২০৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

এস কাজী বলেছেন: আমি ও বলিতো। তোমাল অলেক বুদ্ধি B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: এইতো এত্তা গুড পিত্তু তুমি!!!!!!!!!!!:)

২০৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: হয় তো । এটলিস্ট সবাইরে একবার হইলো টাক হয়ে দেখা উচিৎ । আমার কাছে মনে হয় অনেককেই দেখতে সুন্দর লাগবে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৬

শায়মা বলেছেন: এইরে এইবার কিন্তু তোমাকে চেনা চেনা লাগছে!!!!!!!!:)

২১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: এই তো লাইনে দেখি । কনফিউজ করার আসল অস্ত্র । আমি কে ? আমি কী চাই ? আমি এখানে কেনো ? সেটাই তো আমিই জানি না । আমি কী রক্তে মাংসে গড়া নাকি হার্ডওয়্যার সফটওয়্যারে গড়া সেটাই বুঝতে পারি না !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

শায়মা বলেছেন: আহালে এত ঢং করোনা!!!! তুমি ব্লগ দিয়ে গড়া!:)

২১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

কথাকথিকেথিকথন বলেছেন: ওহহ একে তাহলে ব্লগ বলে ! জানতাম না তো । আমি তো ভেবেছি এইটা সিলেট আর আমি ছক দিয়ে লিখি ! তবে তাও হতে পারে আমি ব্লগেই গড়া !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩২

শায়মা বলেছেন: হা হা তাই তো মনে হচ্ছে তুমি ব্লগ মেড!!!!!!:)

২১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, সেখানে একটি ছেলে ব্লগ এবং একটি মেয়ে ব্লগ ছিল । তারা অতঃপর প্রেম করলো এবং অবশেষে বিয়ে করলো । এরপর একটা সময় তারা ফল দিলো ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা


মেজাজটা খুবই খারাপ ছিলো সেই সকাল থেকে!!!!!!

তোমার কথা শুনে ভালো হয়ে গেলো আপুনিমনি/ ভাইয়ামনি!!!!!!!!!:)

২১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: মন ভাল হলো জেনে আমারও ভাল মন আরেকটু ভাল হলো । দেখি সর্বোক্ষনিক আশেপাশের, আনাচেকানাচের ঘটে যাওয়া ঘটনায় মন কতটুকু ভাল হতে পারে !!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৯

শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!

আই লাভ ইউ!!!!!!!!!!!!!!!!


তোমাকে একটা গান শোনাবো!!!!!!!!!

২১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

শায়মা বলেছেন: Click This Link

এই গান তোমার জন্য আপু!!!!!!!!!!:)

২১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪০

হানিফ রাশেদীন বলেছেন: আহা! এতো সুন্দর কবিতা কবিরা কেমন করে লেখে! আমার তো ভাবতেই মাথার তার ছিড়ে যায়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

শায়মা বলেছেন: ভাইয়া তোমারও তার ছিড়ছে নাকি!!!!!!!!!! হায় হায় !!!!!!!!:( :( :(

২১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: আই লাভ ইউ কথাটা শুনে মনটা কেমন যেন কেঁপে উঠিল । মনে হচ্ছে যেন কতশত বর্ষ শুনিনি ! কেউ কী আসবে তবে এভাবে সারাক্ষণ বুলিতে জ্বালাতন করিতে । আমি তো তেমন বেশি কিছু চায়নি ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: আহালে আপুনিমনি!!!!!!!!!!!!! কেউ আসুক তাড়াতাড়ি তোমার জীবনে!!:)

২১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

কথাকথিকেথিকথন বলেছেন: সে আসুক, গলা টিপে ধরে বলবো এতোদিন কোথায় ছিলে ?
বললাম তো আপনিকে ঢং করে আপুনি বলার দরকার নেই । তুমি বললেই চলবে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

শায়মা বলেছেন: গলা টিপে ধরে জিগাসা করবা!!!!!!!!!!

কি সর্বনাশ!!!!!!!!!

শেষে অক্কা পেলে!!!!!!!!! B:-)


আপুনি বা বলে কি ভাইয়া বলবো??? তুমি না বললে তুমি ভাইয়া না !!:(

২১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

সাহসী সন্তান বলেছেন: কবিতা ভাল লাগেনি! এইখানে মেয়েদেরকে বেশি পাওয়ার দিয়া সুক্ষ্ম কারচুপি করা হইছে। আমি এই কবিতার তিব্রো বিরোধিতা করছি। আরে মেয়েরা থাকবে নরম-সরম, মোমের মত। নাম শুনলেই কেমন কেমন লাগবে। এত কড়া হইলে তারে কি মেয়ে কয়? সেতো তাইলে ঐ ঠাকুরমার ঝুলির মত 'শাকচুন্নি, শঙ্কিনী, ডাকিনি' হয়ে যায়! সুতরাং কবিতায় মাইনাস!!

তাছাড়া মেয়েরা রাগলে যে বাসন ভাঙে এইটা আর নতুন কি? সারা জীবনই তো দেখে আসছি। কবিতায় নতুনত্ব কিছু খুজে পেলাম না। সবই ঐ নজরুলের 'কাঠবিড়ালী' কবিতা থেকে ধার করা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

শায়মা বলেছেন: আরে কয় রকম মেয়ে দেখেছো তুমি শুনি!!!!!!!!!! নারীজাতি সাত রকম জানোনা!

পদ্মীনি
শঙ্খিনী
হস্তিনী........ আরও কি কি সব কিনি কিনি কিনি মনে নাই এত তবে এই মেয়ে নিশ্চয় জাঁদরেলনী!:)

আর এই ব্লগেই সে আছে। তার নাম আমার ইপ্সিতামনি!!!!!!!!!!!!


ভাইয়া কমেন্ট সামালকে । মানুষ কিন্তু কমেন্ট স্টাইল লুকাতে পারেনা আর তাই আমি আমার মালটিগুলো কিছুদিন বাদে প্রকাশ করে দেই। তবে একটা সিরিয়াস মালটি আছে যেদিন প্রকাশ করবো হাহাহাহাহাহাহা ভাবলে আমি নিজেই ভয়ে মরে যাই! :P

২১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

সাহসী সন্তান বলেছেন: নারী জাতি কয় রকম হেইডা আমি জানবো ক্যামনে? :`> আমিকি নারী জাতি নিয়া গবেষনা করি? :P কথা বার্তা ভাজ কইরা কইয়েন?? :P


আর ঐসব মালটি ফালটি নিয়া আমারে ভয় দেখাইতে পারবেন না হু....! কথায় আছে না পরাজয়ে ডরে না বীর! মনে রাখবেন, আপনার হাজার হাজার মেশিন গানের গুলিকে উড়াইয়া দিতে আমার একটা কামানই যথেষ্ট! তাছাড়া সাথে তো নদী ভাই আছেনই!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: হাহ !!!!!!!!

তুই কি আমার সাথে পারবি পিচকা!!!!!!!!!!


জীবনেও না !!!!!!!!!!!!!!! মরণেও না!!!!!!!!!!!!!!!!!!!!!:)


আর নদীভাই এর মুখ মন্ত্রপুত চা খাইয়ে অফ করে দিসি চিরদিনের মত !!! সে জীবনেও আর মুখ খুলতে পারবেই না!!!!!!!!!! :P

২২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

সাহসী সন্তান বলেছেন: পিচকা কইয়েন না। যার এখনও পুতুল খেলার বয়স ছাড়াই নাই সে আমারে বলে পিচকা?

নদী ভাইয়ের মুখ আপনি চা খাওয়াইয়া বন্ধ কইরা রাখছেন তো কি হইছে। আমার জন্য আবার সে জেগে উঠবে। আগের মত সেই বিদ্রহী কন্ঠস্বর নিয়ে। আপনি সাবধান থাইকেন!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: আমি নির্ভিক আমি বীর্ভিক( বীরের টুটি ছিঁড়ে দিতে পারি, গর্দান নিতে পারি:))
আমি দেখিনা কোনো দিক বিদিক
আমি অক্ষয় আমি নির্ভয়
আমি করবোই যা ইচ্ছা তা জয়!!!!!!!!!:)

২২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

সাহসী সন্তান বলেছেন: কবিতা ফিন্দেন না কবিতা ফিন্দেন না মেজাজ কিন্তু হট,
আমিও যখন কইবাম তখন হইয়া যাইবেন কট! :P
আপনি নির্ভীক তাতে আমার কিচ্ছু যায় না আসে,
এমনেই খালি কান্দন |-) জুড়ুম সবাই আসবে পাশে!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

শায়মা বলেছেন: থাক থাক থাক ভাইয়া আমার ডোন্টো ক্রাই একদম
তবুও যদি কাঁন্দো তবে মার খাবে বেদম!
মারের চোটে কান্নাকাঁটি একদম থেমে যাবে
তখন তুমি হাসি আর গানেই কথা কবে!:)

২২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: কিন্তু আমি আপু কেডায় কইলো ? আমায় ধরে নাও অপরিচিত । কোন নিঃস্ব প্রাচীর, যার গায়ে শেওলা জমে হয়েছে ইতিহাস বহুকালের । সেই কবে অশরীরির সৃষ্টি হয়েছে তাতো জানি নে । দেহ সাদৃশ্যে আগমনই তো আমাদের জন্ম নয় । তারও আগে কেটেছে বহু ! কিংবা মৃত্যুও ত্যাগের একটু আয়োজন । কিন্তু সে তো শুধুই চিরস্থায়ীর সান্নিধ্যে মাথানত । তবে অশরীর মৃত্যু কোথায় ? তবে ধরে নিতে পারো আমরা মৃত্যুহীন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

শায়মা বলেছেন: কোন নিঃস্ব প্রাচীর,
যার গায়ে শেওলা জমে হয়েছে ইতিহাস বহুকালের
সেই কবে অশরীরির সৃষ্টি হয়েছে তাতো জানি নে
দেহ সাদৃশ্যে আগমনই তো আমাদের জন্ম নয়
তারও আগে কেটেছে বহু
কিংবা মৃত্যুও ত্যাগের একটু আয়োজন
কিন্তু সে তো শুধুই চিরস্থায়ীর সান্নিধ্যে মাথানত
তবে অশরীর মৃত্যু কোথায় ?
তবে ধরে নিতে পারো আমরা মৃত্যুহীন ।




মৃত্যুহীন মৃত জমাট শ্যাওলার গায়ে জমেছে ইতিহাস
কত শতাব্দীর বলিরেখা, ইলোরা অজন্তার পথ ধরে
প্রস্তুরীভুত ভগ্ন শৈলে বেঁধেছে নিবাস .....
ভগ্ন দেহ মন, জটাভুত জটায় জটায়মান ধুলি ধুসরিত
চুড়োবাঁধা চুলে ধরেছে রূপোলী- সন্যাসী পথিক আর কতকাল?
আর কতকাল পথ চলা তোমার?
ফুরোবে কি কোনোদিন?
পাবে কি পথের দিশা?
নিঃস্ব প্রাচীর অপেক্ষমান
জমায়িত প্রানহীন শৈবাল বুকে
দন্ডায়মান একাকী -
কাল পরিক্রমায় অশরিরী শরীর
নির্লিপ্ত নির্ঘুম জাগে বিনিদ্র রাত-
মহাকালের পথে
অনন্তকাল---

২২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: মনটা বিস্বাদ করে দিলো । এতো গভীর করে ভাবতে বলিনি তো ! কমেন্টটা ছিলো নিতান্তই সরল ভাবনার ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

শায়মা বলেছেন: :(


হুম!!!!

২২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: হুম !! মুখ ভার করে বসে থাকার ইমো হবে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: আমি তখন ছিলেন মগন গহন ঘুমের ঘোরে
যখন বৃষ্টি নামলো .........

২২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

তামান্না তাবাসসুম বলেছেন: ওয়াও!! !:#P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

শায়মা বলেছেন: হা হা

দেখছো কেমনে ব্যাকরণহীন কাব্য লিখতে হয়!!!!!!!!:)

২২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৮

জসিম বলেছেন: কবিসভায় হাজিরা (এইটা কোনো মন্তব্য নয়!)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

শায়মা বলেছেন: এত পুরানো কবিসভায় হাজিরা কেনো ভাইয়া!!!!!!!!!!!!


ভাইয়া পটলভাইকে মাঝে মাঝে মনে পড়ে। তোমার কি মনে আছে তার কথা?

২২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

জসিম বলেছেন: কবির ভক্ত, হাজিরা না দিয়ে উপায় কি!


হুম. বেচারার সাথে বছর দুয়েক আগে একবার দেখা হৈছিল.

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

শায়মা বলেছেন: এর পরে কত কবিসভা হয়ে গেলো আর তুমি এতদিন পর এলে!!!!!!!

২২৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

ভাসমানঘুড়ি বলেছেন: কবিতাটি পড়ে বেশ ভাল লাগল আপু । :) =p~

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!:) :)


ভালো থেকো অনেক অনেক!!!!!!!

২২৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

তারছেড়া লিমন বলেছেন: আমি মিছাইছিলাম এখন পড়া হইলো................

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: আরে তারছেঁড়া ভাইয়ু!!!!!!!!! এটা তো তোমাকে নিয়েই লিখেছিলাম মনে হচ্ছে!!!!!!!! B:-) আর তুমি এতদিন পর এলে???????????

২৩০| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২

তারছেড়া লিমন বলেছেন: আপুনি আমি এই সময় আত্মগোপনে ছিলাম.................. ব্লগ , ফেবু সব বাদ দিয়ে চলতে শুখতে ছিলাম।।।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

শায়মা বলেছেন: ভাইয়া তুমি ছিলে তো!!!!!!! এই কবিতার মধ্যে। :)

২৩১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১

হাবীব কাইউম বলেছেন: খাইছে.।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: ভাইয়া খাইছে আবার কি???


তোমার মত এমন একটা কবিতা লেখার বড় ইচ্ছা ছিলো !!!!!!!!!!

জীবনে হবেনা মনে হয়!!!!!!!!!!!!:( :( :(
দোয়া

তুই হয়ে যা জিব্বাবিহীন
তোর কথাতে কেউ না ভুলুক কেউ না মজুক আর কোনোদিন
তোর ছলনা মিথ্যেগুলো কেউ যেন আর শুনতে না পায়
মুখ থেকে তোর জিভটা খসুক, যেমন করে টিকটিকি তার লেজটা হারায়

ঘুণের ফলে অসার লাঠি হয় যেরকম
আঙুল অসাড় হোক সেরকম
সবগুলো তোর
কেউ যেন আর জীবনজুড়ে দেখতে না পায় সর্বনাশা দুর্দশা ঘোর
তোর কারণে জীবন কারো হয় না যেন দুর্বিষহ কিংবা জটিল
তুই যেন আর ফাঁদ না পাতিস চাল না চালিস ঘৃণ্য কুটিল

প্রাচীন ছাদের ঢালাইর মতো তোর চেহারা পড়ুক খুলে
তোর কারণে আর যেন কেউ আঘাত না পায় মর্মমূলে
ক্যাকটাসে রূপ নেয় যেন তোর মুখ
তোর কারণে বৃদ্ধি না পাক আর কারো দুখ
ওয়াইজঘাটে যে হোটেলগুলোয় নিচ্ছে পানি কলসি ভরে
কলসিগুলো ঢোক খাওয়া সব...অমন করে
তোর চেহারায় যাক পড়ে ঢোক
কেউ কোনোদিন আর দেবে না তোর দিকে চোখ
তোর কারণে আর কখনো বিরক্তিতে কেউ না পড়ুক
দাঁত না খিঁচাক কেউ কখনো এবং কারো ক্ষোভ না ঝরুক
http://www.somewhereinblog.net/blog/habibkaium/29621321



হাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহা একশো লাইক দিলেও কলিজা ভরবেনা!!!!!!!!!!:) :) :)


ইউ আর ওয়ান অব জিনিয়াসসসসসসসসসসসসসসসস :)

২৩২| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

রাজর্ষী বলেছেন: আরে বাহ্‌! চমৎকার ছড়া তো! অনেকদিন পরে ব্লগে আসাটাই সার্থক মনে হচ্ছে তোমার ছড়া পড়ে। রীতিমত উৎসাহ হচ্ছে পুনরায় ব্লগে রেগুলার হওয়ার।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: ভাইয়া কত্ত কত্তদিন পর তোমাকে দেখলাম!!!!!!!!!!


কেমন আছো ভাইয়ামনি??? :)

২৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

আমি সম্মানের পাত্র নই বলেছেন: অসাধারন লেখনি ভাবতে লাগে হয়রানী ,অসম্মানের পাত্র আমি তাইতো কিছু বুঝতে নারি।। :-&

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

শায়মা বলেছেন: বাপরে! নিক দেখে ভুই পাইসি ভাইয়ু!!!!:(

২৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫

দেবজ্যোতিকাজল বলেছেন: দুর্দান্ত ভাল :Dশুভ কামনা রইল:D

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়ামনি!!!!!!:)

২৩৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

কথাকথিকেথিকথন বলেছেন:


একবার এসেছিল চরণবিহীন এক কবি
তার নাম ছিলো আঁধারী
তার চোখ দুটি বিস্বাদ দেখাতো বৃষ্টি ঝরায়ে
কবিতা প্রেমী দু'হাতের কোলে চাইতো তা জমাতে !!

( বিঃ দ্রঃ যেখানে রাতের গভীর এলোয়মেলোয় বসবাস )

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

শায়মা বলেছেন: বাপরে!!!!!!!


কে ছিলো সেই আঁধারী???
আঁধারী ছিলো বলেই তো
বিস্বাদ ছিলো তার চোখে
আর তাতে ঝরতো বিষাদীয় বৃ্ষ্টি.....
কবিতাপ্রেমী ছিলো দুঃখ বিলাসী তাই
বিষাদের জল জমাতো সে কবিতায়......

এর থেকে আনন্দের হত যদি
কবি হত এক বাঁদরী
আমার এই তারছেড়া মেয়েটার মত!!!!!!!!!!!!!! :P

২৩৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫

ক্রাশখোর বলেছেন: এগেইন আমি ক্রাশ্ড!!!!!

খুবই ভালো হইছে আপু

১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

শায়মা বলেছেন: তুমি কতবার কার কার উপর আর কিসের কিসের উপর ক্রাশ খাইছো ভাইয়াজী???


তার হিসাব দাও আগে!!!!!!!!!!!:) :) :)

২৩৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:


এক যে ছিল কবি
নাম তার বাঁদরী !!!!

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: হা হা


বাঁদরীমুখী মারবো ছুড়ে কিল
দেখবি তবে? রাঙ্গাদাকে ডাকবো?
দেবে ঢিল!!!!!!!!!:)

আমি লিখিনি কিন্তু কাজী নজরুল ইসলাম লিখেছেন।:)

২৩৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

রুদ্র জাহেদ বলেছেন: তারছেড়া মেয়ে ও পাগলাটে ছেলের কাব্য।রীতিমত ঝগড়াটে।
হাসিখুশি হইয়া পড়লাম এই ছড়ায় এসে!! :D

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: হা হা আমরাও অনেক হেসেছি এবং স্টিল হাসি তাহাদের কান্ড দেখিয়া!!!!!!!!!:)

২৩৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

চোখের কাঁটা বলেছেন: আপুনি, কবতেখান মোর নামে উৎস্বর্গ করন যায় না? মুইও যে এমন তারছেড়া মাইয়ার পাল্লায় পড়ছি মনে কয়?

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

শায়মা বলেছেন: ওকে ওকে তোমাকে উৎসর্গ করে দিলাম ভাইয়ু!:)

২৪০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সাহসী সন্তান বলেছেন: আপুনিইইইইইইই......??

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

শায়মা বলেছেন: কি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

২৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

গালীব পাশা বলেছেন: দারুন........................।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!:)

২৪২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

এক্স সাগা মিউটেন্ট নেক্সট জেনারেশন বলেছেন: চরম আপুনী

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

শায়মা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়া!:)

২৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

মো:নিহাল বলেছেন: কিছু আখী শুধু সপ্ন দেখার জন্য সৃষ্টি ।আর কিছু আখী শুধু জল ঝরানোর জন্য সৃষ্টি।সচার জীবন গল্পের মতো সুন্দর হয়না।গরীবের কখনও সপ্ন দেখতে নেই,তাদের জীবনে ভালোবাসা বলতে কিছু নেই।আছে শুধুই কয়েক ফোটাঁ পবিত্র চোখের জল। গল্পটা অনেক সুন্দর হয়েছে।আপনার জীবন সুন্দর হোক।My Email:[email protected]

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!

এত সুন্দর মন্তব্যের জন্য!!!!!!!!!!:)

২৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

মো:নিহাল বলেছেন: God bless you.আমার স্মৃতির জগতে আপনাকে আমন্ত্রন রইলো।আশা করি আপনার সাথে আবার দেখা হবে,যদি আল্লাহ বাচিয়ে রাখে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১১

শায়মা বলেছেন: ওকে ভাইয়ু!!!!!! থ্যাংক ইউ!!!!!!:)

২৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: খুব ভাল ছড়া কবিতা।
+++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!:)

২৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

নিলিমার নীল বলেছেন: খুব ভাল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!:)

২৪৭| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭

দিয়া আলম বলেছেন: এটা পড়ে খুব মজা পেয়েছি,তোমার ব্লগ দেখে আমি মাটি থেকে আকাশে,এত গুন নিয়ে ঘুমাও কিভাবে আপু? নাচ গান কবিতা রান্না কতকিছু ,হিংসা হিংসা

ধন্যবাদ আপু

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

শায়মা বলেছেন: তুমি না কিছুদিন আগে বাউন্টি হান্টারের পোস্টে কি কি যেন দুঃখ করছিলে আপুনি!!!!!!!!!!!!! B:-)

আজ কি সেসব ভুলে গেলে!!!!!!


হায় হায় তোমাকে আমার ব্লগে এরপরও দেখে তো আমিও আকাশ থেকে পড়লাম!


থাক থাক আমাকে হিংসা করতে হবে না আপুনিমনি। তার থেকে তুমি এক কাজ করো ছায়ানটে ভর্তি হও। নাচ গান কবিতা সব শিখে যাবে!!!!!! সত্যি বলছি। গিয়েই দেখো সোনামনি আপুনি!!!!!!!!:)

২৪৮| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৪

দিয়া আলম বলেছেন: আমি ঠিক বুঝতে পারছিনা তুমি কি বলছো আপু। কি কমেন্ট করেছি তাও মনে নেই, এই নামের আইডিও খুজে পাইনি, তুমি কি বলবা আমি কি বলেছিলাম? আর কারো পোষ্টে কমেন্ট করার সাথে তোমার এখানে মন্তব্য করার কি সম্পর্ক?
আমি এখানে নতুন ,নিজেকে ছাড়া আর একটা মানুষের সম্পর্কে আমার কোন ধারণা নেই আপু। পোস্ট পড়ি যতটুকু পারি কথা বলি ।নতুন পুরোনো সবাই আমার কাছে সমান যেহেতু আমি নিজেই নতুন। সে যাই হোক তবুও যদি নিজের অজান্তে ভুল করে ফেলি তো আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, তবে শত ভাগ সিওর আমি কোন ব্যক্তির নামে কিছু বলিনি, তুমি ব্লগে আসলে বাউন্টি পাউন্টি কমেন্ট দুঃখ বিষয় গুলো কি সেটা আমাকে বলবে। তোমার জবাবের আশায় থাকলাম।

আমি দেশের বাইরে থাকি আপু, ছায়ানটে যাওয়ার সুযোগ নেই
পরামর্শের জন্য ধন্যবাদ
ভালো থেকো

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: হা হা ওকে বাউন্টিকে ভুলে যাবারই কথা। পরগাছা, আগাছাদেরকে কেউ কি মনে রাখে! :P


যাইহোক ছায়ানটে না হোক ইউটিউবেও অনেক টিউটোরিয়াল আছে আপুনি!!!!!!!!! ইচ্ছা থাকলে কেউই তাকে আটকাতে পারে না।
তুমি সেসব ট্রাই করে দেখতে পারো আপুনিমনি!:)

২৪৯| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০

আক্কাস আবুল বলেছেন: দিয়া মাল্টি কে দেশের বাইরে পাঠিয়ে দিলে ছাগ মাতা শায়মা!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :-B


বিয়াফুল বিনুদন!!!!!!!!!!!!!!! =p~

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১২

শায়মা বলেছেন: হ্যাঁ তোমার মায়ের নাম শায়মা ছিলো তো তাইনা!!!!!!!!!!:)

ছাগবাবু!!!!!!!!!!!!!!

২৫০| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২০

দিয়া আলম বলেছেন: তুমি আমার প্রশ্ন এড়িয়ে গেছো আপু, আমি জানতে চেয়েছি আমি কি বলেছি সেখানে, যাই বলে থাকিনা কেন সেটা নিয়ে তুমি বিচলিত হলে কেন? তোমাকে আমি খুব ভালো জানিনা, যেই কয়টা পোস্ট পড়েছি তাতে ভালো লাগা থেকে তোমার প্রশংসা করেছি,সেটা কেন যে অপরাধের মধ্যে পড়লো সেটাই বুঝতে পারিনি।

এখন থেকে মন্তব্যে আমাকে সতর্ক হতে হবে

আর উপরে এই আবুল টা কে,? সে আমাকে মাল্টি বললো কেন? আমি আমার নিজের নাম দিয়ে ব্লগিং করছি,সেটা মাল্টি হয় কি করে? আর মাল্টি শব্দের অর্থ যেটা জানি তাতে আমি কিভাবে পড়লাম,? এখানে তো আমার একটা মাত্রই নিক, আরেকটা করবো ভাবছি এখনো করিনি। করলে নাহয় উপরের কথা মেনে নিতাম। বুঝিনা বাপু এখানের হালচাল।

ভালো থেকো

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১

শায়মা বলেছেন: আমি আন্তর্জাতিক নারী দিবসের লেখাটি লিখবার পর সেখানে কিছু দু একদিনের পরিচয়বিহীন মাল্টি এসে তাদের হিংসাত্বক কার্য্যক্রমের প্রচেষ্টা চালাতে থাকে। সেখানে প্রথমে আসেন আমাদের বিখ্যাত মালটি কুয়াশা এবং আমি। ইনি কোনো পোস্ট লিখেননি বরং তার বদলে দুদিনের মালটি নিয়ে দৌড়ে এসেছেন লম্বা চওড়া হিংসা বুঝাতে। ভেবেছিলেন উনার হিংসামী দেখে সবাই খুব বাহবা দেবেন। অথচ তিনি ভুলেই গেছিলাম নিজেই মালটি মুখোশ পরিয়া টালটিবাজি করিতে আসিয়াছেন।

যাইহোক তাই দেখিয়া আসিলেন আরেক এসিস্ট্যান্ট মালটি ধুলো জমা চিঠি। তিনিও উনার ধুয়ো ধরিলেন। এরপর আরেকজন বাউন্টি হান্টার (সম্ভবত উনাদের কারো জমজ মাল্টি) আর না পারিয়া বিস্ময়বোধক এক পোস্ট দিয়া বসিলেন। ও মাই মাই কই যাই যাই এক ব্লগারের নাকি ৮৩ নিকস। উল্লেখ্য এই কথা এসিস্ট্যান্ট মালটি ধুলো জমা চিঠি বলিয়াছিলেন।


ঐ পোস্টে শুধু ঐ তিনটি মালটি ভাই ও বোনেরাই কমেন্ট করছিলো। এর মাঝে দেখলাম তুমিও গিয়ে অনেক দুঃখ করলে বাউন্টি হান্টারের সেই পোস্টে। প্রমান দিতে পারবোনা কারণ সেই অখ্যাত পোস্টখানি মডুরা মুছে দিছেন।:(

তাই বলেছিলাম আর কি তুমি না সেদিন বাউন্টি হান্টারের পোস্টে দুঃখ করলে!!!!!!! বাট তুমি তো মনেই করতে পারলেনা আপুনি!:( কি আর করা! যাকগে তাই একটু এভয়েড করে গেছিলাম।

যাই হোক এখন সব কিছু খুলে বললাম! যদিও অতীত অভিজ্ঞতা বলে সরাসরি বলা পছন্দ করেন অনেকেই মুখে মুখে কিন্তু সরাসরি বললেই তখন আঁতে গিয়ে লাগে। অমনি তিনারাও উঠে পড়ে লাগেন সাথে আনেন মালটা কমলা জাম্বুরা কত কিছু।:)


আর উপরের আবুল একজন বিশিষ্ট আবুল। উনাকে গলা কেটে জবাই দেওয়া হয়েছে। :)

বাট আবুলদের মৃত্যু নাই। যতবারই গলা কাঁটো না কেনো তারা মরা ভুত হয়েও ব্যা ব্যা করতে করতে প্রেতাত্মা হয়ে চলে আসেন। :)

যাইহোক সবকিছু নিশ্চয় ক্লিয়ার এখন আপুনি।

২৫১| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

রিপি বলেছেন:
বাহ! অনেক চমৎকার ভাবে লিখেছেন আপু।
কবিতা, গল্প, নাটক, সিনেমা সব একসাথে দেখে ফেললাম। খুবই মজার একটা পোস্ট। অনেক ভালোলাগা রইল।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

শায়মা বলেছেন: রিপিমনি! হাতের লেখা দেখিয়ে যাও।:)


http://www.somewhereinblog.net/blog/saimahq/29350338

২৫২| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

রিপি বলেছেন:
অবশ্যই দেখবো সময় করে আপু।
কিন্তু তোমার এই পোস্টে "মাল্টি" নিয়ে কনভারসেশন পড়ে আমি হাসতে হাসতে শেষ। আমি এখানে নতুন তাই ব্লগেও যে এত কাহিনি আছে সেটা ভেবে হাসিও পাচ্ছে অবাক ও হচ্ছি অনেক। মানুষের এত টাইম হয় কিভাবে কে জানে !!!!!
আল্লাই জানে কত মাল্টিও যে আমার লেখায় কমেন্ট করেছে কে জানে। যদিও আমি নিরীহ মানুষ, আমার পোস্ট গুলিও অনেক নিরীহ। হা হা হা। দুনিয়াতে যে আরো কত কিছু দেখার বাকি আছে।!! :||

এই যাহ আপু কে তুমি বলে ফেললাম। আশা করি কিছু মনে করোনি। আপুদের তুমি বলতেই কেন জানি ভালো লাগে। :)

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

শায়মা বলেছেন: ওঃ মালটি!!!!!!!!!!!!!!!!!


নো ওরিজ!!!!!!!!!!!!!


এত ভুই পেলে চলবে!!!!!!!!!!!!!!!!!!

মালটিরা সব মালটা কমলা হয়ে জ্যুস হয়ে গেছে!!!!!!!!!

যাইহোক উঠছি এখন পরে কথা হবে !!!!!!!!!:)

২৫৩| ১১ ই জুন, ২০১৬ ভোর ৪:২৬

রাজু মাষ্টার বলেছেন: আপুনি এরকম তারছেড়া কোনো মেয়ে আসলেই কি আছে :|
হারিকেন দিয়া খুজতে খুঁজতে আমার হারিকেনের তেল তলানিতে,তবু আজো তারে খুঁজে পেলাম নাহ !! :(
কবিতাটা পরে কোথায় যেনো একটা লিলুয়া বাতাস বয়ে গেলো,মনে না অনুভুতিতে বুঝতে পারলাম নাহ !!

১১ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৯

শায়মা বলেছেন: হায় হায় ভাইয়ু কোথায় তুমি শান্ত শিষ্ঠ লেজ বিশিষ্ঠ কন্যা খুঁজিবেক তা না খোঁজ তারছেড়া! হায় হায় হায় হায়!

২৫৪| ১১ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৯

রাজু মাষ্টার বলেছেন: আপুনি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট গুলাই ভয়ংকর রকমের ভয়ংকর হয়!ভেতরে কি চেপে রাখে টের পাওয়া যায়না :/
আর পাগলাটে গুলা মনে মুখে যা আসে তাই বলে,লুকায় না কিছু ! তাই শতগুনে অগুলাই ভালো :)

১১ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: হায় হায় তাদের মার খেয়ে জীবন যাবে তো ভাইয়া!!!!!! তার ছেড়া মেয়েরা আবার কবে কখন বাড়িঘরে আগুন লাগায় দেয়।

আমি কি আমার ভাইয়ার এত ক্ষতি করতে পারি বলো!~!!!!!!!!!!:(

২৫৫| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৩

রাজু মাষ্টার বলেছেন: নিজ গুনে তাকে শান্ত করে নেবো !
মনের ঘরে আগুন না দিলেই হলো !
হুম আপুনি কি আর ভাইয়ার ক্ষতি চাইতে পারে ! :)
আচ্ছা থাক আপুনি কারোর ই দরকার নাই,শান্ত শিষ্টের কল্যানে এই ভাইয়ার জীবন আজ অনেক এলোমেলো ! :(

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: ওহ এতখনে বুঝলাম শান্ত শিষ্ঠে তাই এত আলার্জী!

ওকে ওকে তাইলে না হয় তারছেড়াই এইবার ট্রাই করে দেখবো আমরা!:)

২৫৬| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

রাজু মাষ্টার বলেছেন: হুম দেখো :) :)

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৯

শায়মা বলেছেন: আচ্ছা আজ থেকেই দেখা শুরু!!!!!!:)

২৫৭| ১১ ই জুন, ২০১৬ রাত ৮:১৪

রাজু মাষ্টার বলেছেন: থাক আপুনি !বলেছো তাতেই আমি খুশি,অনেক ধন্যবাদ তোমাকে!
ঘর পোড়া গরু এখন সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়,খুব ভয় পায় !!

১১ ই জুন, ২০১৬ রাত ৮:২০

শায়মা বলেছেন: নো ভয় ভাইয়ু!!!!!!!!!!

আমরা আছি না!:)

২৫৮| ১২ ই জুন, ২০১৬ রাত ১:৪৪

রাজু মাষ্টার বলেছেন: কত বার ই তো চেষ্টা করলাম,ভয়টাকে র জয় করতে পারিনি আপু !বড় কঠিন সে ভয়!
আচ্ছা তুমি যখন বলছো,এবার নিশ্চই তোমার ভয়েই আমার ভয়টা পালাবে !
এবার নিশ্চয়ই ভয়কে আমার জয় করা হবে,অনেক ধন্যবাদ আপুনি !! :)

১২ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৩

শায়মা বলেছেন: হুম!!!!!!!
অবশ্যই হবে।:)

২৫৯| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৬

রাজু মাষ্টার বলেছেন: থ্যাংকস অাপুনি :) :)

১৩ ই জুন, ২০১৬ রাত ১:২৯

শায়মা বলেছেন: ওয়েলকাম ভাইয়ু!!!!:)

২৬০| ১৩ ই জুন, ২০১৬ রাত ২:২৭

গেম চেঞ্জার বলেছেন: আমি হলে হেডলাইন দিতাম এইভাবেঃ-

তারছেঁড়া ছেলে ও পাগলাটে মেয়ের কাব্য

:) B-)) B-))

১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৭

শায়মা বলেছেন: এইখানে মেয়েটাই মেইন নায়িকা বাকিজন সাইড নায়ক! তাই মেয়ের নাম আগে!

২৬১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

অতৃপ্তচোখ বলেছেন: খুব মজার কাব্য।


তারছেড়া আর পাগলা
করো চেয়ে কেউ কম না!
ভেবে ছিলাম হাসবোই না
নাছোড় কাব্য ছাড়লো না!

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪

শায়মা বলেছেন: হা হা ডোন্ট লাফ ভাইয়ু!!!!

২৬২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছড়িতা! + +

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: ভাইয়া

ট্রেইনিং এর কাজ করি। কাঁদতে কাঁদতে মানে বিরক্ত হয়ে। ছড়িতা লেখা ছেড়ে, ছবি আঁকা ছেড়ে ভাল্লাগে এসব বলো! :(

২৬৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলো!!! তার তো তোমার ছেড়া। আমি একটু পাগলাটে......কবিরা এমনই হয় ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.