নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ন্তিকা ও নির্ঝরের প্রেমগান - রেজওয়ান তানিম ও শায়মা

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৭


রেজওয়ান তানিমঃ

উদিত রৌদ্রের রাগ,
বলতো কি করে পড়া যায় মেঘমন্ত্র, খুঁজে নেয়া যায়
মাতাল অসুখে ডুবে যাবার কাগুজে উচ্ছ্বাস ?

সম্ভাবনার বিকেল খুঁজে দেরি হয়ে গেল, নামল নোনতা রাত
ওর বুকে লুকাই তৃষ্ণার মদ! সকাল হলেই মাতাল হব, তার আগেই
জল নেমে গেল মেঘমল্লারে; হল না আর প্রাণের কম্পন!

আলো ফোটা আর্দ্র সকালে, স্পর্শের সংকেত ললাটে লিখে নিয়ে
তোমার ভিতরে ডুবে লিখে দিতে চেয়েছি, বেদুইন প্রেমের আপেক্ষিক কথামালা!

দূরাগত প্রতীকের সুরে ওরা চলে গেছে অস্তমিত সময়ের কাছে
যে শুধু দেখেছিল মৃত পাতাদের অসুখ ও মর্মরে ঘেরা যৌবন!

নিরাশ্রয় বায়ুরা জানে, কোন সে স্রোতহীন জলে তার ঠোঁট কাঁপে
মিটিমিটি জোনাকি জানে, কেন স্মৃতির শালবনে একাকী ময়ূর কাঁদে ?


শায়মাঃ

ডানাভর্তি মেঘ নিয়ে পালক ছড়াচ্ছে এই উড়ুউড়ু মন
ভেবেছিল, এই বুঝি পেল ছোঁয়া তার, জাগল জোয়ার।
একবার ছুটে গেল হলদে বিকেলের ঘাঁটে, রাতের আঁচলে
প্রেম বেধে নিতে উড়িয়ে দিল একজোড়া শাদা কবুতর!

বিনিদ্র ছায়াপথে, আজও আঁচড় কাটেনি ফেলে আসা গুনগুন
তোমার সঘন প্রেম, মেলেনি উত্তর আজো, নির্ঝরের স্বপ্নভঙ্গ
হবে কি এই ফাগুনে, সোনাবিকেলে এক বনশালিখ টুপ করে
গাইবে গান চঞ্চুতে মেখে, ফিসফাস প্রেম আর অন্তিম অপেক্ষা!


রেজওয়ান তানিমঃ

আহত ময়ূরের ক্ষত থেকে ঝরে না রক্ত, ঝরে শুধু বিষাদ!
ভুল উচ্ছ্বাসে ডোবা পাংশু আঙুলেরা আজ প্রতিবাদী ভ্রূণ হয়ে
হারানো চিবুক খোঁজে মুদ্রাঙ্কিত রাতে, অনেক তরঙ্গ বুকে নিয়ে
সে লুকায় ছলাৎ ছল প্রেম, শঙ্খবিলাসে অথবা মেঘমিনারে।

যে বুক একবার শুঁকেছে নির্ভরতার ঘ্রাণ; আর আশ্রয় নিয়েছে কোন
ভীত চোখ রোমশ বনে, গেঁথেছে জলপাই তাজ, দ্রোহী তোমার চুলে
সেখানে নামলে নৈঃশব্দ্যের নগ্ন সন্ন্যাস, বোকাটে বকুল থেমে থেমে
যদি জপে অপেক্ষার নাম, মনে হয় তখন কেবল, আমি আহত ময়ূর!


শায়মাঃ

পৃথিবীর এত কোলাহল, এর মাঝে আচানক মনে আসে
এ চিবুক ছুঁয়েছে যে প্রেম, ভুল স্পর্শের সে চমকে হাহাকার ওঠে।

বারবার ব্যথা জাগে, আমার চাতক মন, জলতেষ্টা আর
অযাচিত আবেগ মুছে নিয়ে তবুও ডুবে যায় অকারণ মাদকতায়!

প্রতিদিন বেহায়া শঙ্খ, মনে করিয়ে দিচ্ছে নিনাদের সুরে
আমি একা, যেন শরে বাধা ব্যাধ; নিয়তি নিত্য নেমে থাকে
কাদা জলে, অন্ধকারে ফেলে রাখে আমায়, স্থির অবিচল।
অকারণ কথকতা, ভুলে বসা রোদ শোনে জলনুপুরের বেদনা!


রেজওয়ান তানিমঃ

জানি দেখা হবে একদিন, দূরবর্তী নদীগান যেমন উদাস করে
বলে যায় আমাদের ঘাসপুতুলের গান, নতুন আদর চুমু মেখে
ওম খুঁজবার আরেক ফাগুন উপাখ্যান! রোদসকালে শহরের
উঁচুতে উঠে দেখা হবে- মেঘের মিনারে, পাখি ঠোঁটে প্রেম ফোঁটে!

প্রিয়ন্তিকা, ভুলে গেছ রৌদ্রদিন, ঘাসের চাঁদরে শুয়ে আনমনে
ডুবিভাসি প্রেম, সোনালি সোহাগ নিয়ে মিশে যাওয়া মাতাল মন!

কাজল ও চোখে ফেনা জাগে, জানি বালু ও জলের সঙ্গম অনিঃশেষ
দূরে চলে গেলেই যায় না ছিঁড়ে, প্রেমভাষা আনকোরা বেদনার সুর!


শায়মাঃ

মোমহীন কাগজের নৌকোয় যদি ভাসানো যেত, সব অবসাদ
যদি আবার লেখা যেত, ঠোঁটে লুকানো পৃথিবীর গল্প পদ্মপাতায়!

আলোপুকুরের সোনালি আভায় ডুব দিয়ে খুঁজতাম নিজেকে,
আর গাইতাম মেঘমল্লার, জলে ধুয়ে যেত আটপৌরে বিষাদ।

ভালবাসা এক অচিন অসুখ, এই লিখে চুপিসারে দিলাম যে চিঠি
ও শারদ মেঘে, মন্ত্রপূত সুরে ভেসে দিও তারে, গোপন অভিসারে
লেখা গভীরতম কাব্যকলা! তানসেন হয়ে সে জাগাক প্রেম দীপাবলি
মুগ্ধ রাতে হই মিলনের সুরে বাধা দুটি সারসপাখি, বিপাশার তীরে।



আমাদের যুগল আবৃত্তি :)
প্রিয়ন্তিকা ও নির্ঝরের প্রেমগান - রেজওয়ান তানিম ও শায়মা হক

কবিতার পেছনের গল্পঃ-

আমার কবিতা, গল্প বা যে কোনো লেখাই আসলে খেলা খেলা লেখা। সুন্দর একটা সময় কাটাতে এই লেখালিখি, খেলাখেলি। রেজওয়ান তানিম ভাইয়া আমার এই খেলা খেলা লেখা নিয়ে অনেক অনেক দিন ধরেই আমার উপরে খুবই বিরক্ত। উনি আসলে আমাকে মহা সম্ভাবনাময় কবি ভেবে থাকেন। তানিমভাইয়ার মতে আমার কবিতা নিয়ে এ্যটলিস্ট আরও সিরিয়াস হওয়া উচিৎ ছিলো যা আমি কখনই হইনি। তো সেদিন আমার এই খেলা খেলা কথা ছলেই উঠলো সেই ব্যাপারটা। আমিও চ্যালেঞ্জ নিয়ে নিলাম ওকে তোমার সাথেই লিখবো এইবার। কিন্তু গাঁয়ের জোরে চ্যালেঞ্জ তো ছুঁড়ে বসলাম তবে লিখতে গিয়েই বুঝলাম এমন বিপদে আর কখনও পড়িনি আমি। যাই লিখি ভাইয়া মুখে কিছু না বললেও কেটে কুটে তার দফারফা এডিট করে দেয়। হা হা হা তবুও মজাই পেয়েছি তার সাথে সিরিয়াস কবিয়াল প্রেমকাব্য লিখতে গিয়ে।

কবিতা লেখা প্রায় মাসখানেক ধরে চলছে। এরপরে লেখা তো হলো, এখন আমার শখ হলো কবিতাটা পড়ি। ভাইয়াকে বললাম। কিন্তু কি করে তা সম্ভব! ভাইয়া থাকে দূর দেশে আর আমি এইখানে!:( সব মুসকিল আসান করতে এগিয়ে আসলো গেম চেঞ্জার ওরফে গেমুভাইয়া ডাবল ওরফে আমার প্রিয় জিনিয়াসভাইয়া। আর সে যখন আমাদের দূর দেশের দুই প্রান্তের কথামালা একই সুতোয় যোগসূত্র বেঁধে দিলো তখন আমার আনন্দ আর ধরে কোন পাত্রে! উছলে উছলে পড়ে!

তাই এই লেখার বিশেষ কৃতজ্ঞতা গেমুভাইয়া ওরফে গেম চেঞ্জারভাইয়া ওরফে ওরফে আমার প্রিয় জিনিয়াস ভাইয়াটার কাছেই রইলো। আর রেজওয়ান তানিমভাইয়ার কাছে রইলো অশেষ কৃতজ্ঞতা। ভাইয়া তুমি যেমনই আমার ঢং ঢাং বিরক্তি সহ্য করে অসীম ধৈর্য্যের পরিচয় দিয়েছো তেমনি আমার জীবনে এক স্মরনীয় কবিতা লেখার স্মৃতি রেখে গেলে। অনেক অনেক ভালো থেকো তোমরা দুজনে। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।
কি করি আজ ভেবে না পাই ভাইয়ার লেখা কবিতায় আমি
অনন্ত প্রেম- আবৃত্তি- ইমরাজ কবির আর আমি
বৃতিমনির আবৃত্তি :) :) :)
তাশমিন নুর আপুনির একটা অসাধারণ আবৃত্তি!!!!!!!

আরও কেউ আবৃতি দিলে জুড়ে দেবো এইখানে....:)

মন্তব্য ৪৫০ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (৪৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৬

জেন রসি বলেছেন: আপনাদের তিনজনের জন্যই শুভকামনা রইলো। :)

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :) :) :)

২| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মিলেমিশে দারুণ কিছু।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৭

শায়মা বলেছেন: অনেক অনেক অনেক থ্যাংকস রাজপু্ত্র ভাইয়া!!!!!!!!!! তবে সকল ক্রেডিট তানিম আর গেমুভাইয়াজানের। :):):)
আমার অল্প একটু আর কি !!!!!!!!

৩| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৩

সিগনেচার নসিব বলেছেন: সত্যিই খুবই সুন্দর লাগল আপু

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস তোমাকে নসিবভাইয়া!:)

৪| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬

গেম চেঞ্জার বলেছেন: লিংকে হালকা ভুল আছে। ১ এর জায়গায় ২ বসবে।

কবিতা আবৃত্তির লিংক

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

শায়মা বলেছেন: স্যরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভুলটা মানে আগেরটা মানে রাগটা দিয়ে ফেলছিলাম গেমুভাইয়া!!!!!!!!!!:)


এখন ঠিক করে দিসি!!!!!!!!!:)

৫| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮

কল্লোল পথিক বলেছেন:





বাহ!অপূর্ব

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ কল্লোলভাইয়া!

৬| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

জেন রসি বলেছেন: যুগল আবৃত্তি বেশ উপভোগ করলাম। শায়মা আপুর আবৃত্তি আগেও শুনেছি বহুবার। তবে তানিম ভাইয়ের আবৃত্তি এই প্রথম শুনলাম। :)

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: তানিমভাইয়াও অনেক আগে থেকেই আবৃতি করে ভাইয়া!!!!!!! তবে দুই দিকে দুজন আবৃতি করায় দুই রকম সাউন্ড নিয়ে গেমুভাইয়াজানের কি ঝামেলা হয়েছে ভাবছি! :P

৭| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: লেখা আর আবৃত্তি দুটোই ভালো লেগেছে । ++

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ নীলপরিআপুনি!!!!!!!:) :) :)

৮| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩১

রেজওয়ান তানিম বলেছেন: কবি শায়মা'র কবিতায় শক্তি'র জায়গা উচ্ছলতা ও প্রাণের স্ফূর্তি, গীতল শান্ত একটা প্রবাহ। আর আমার লেখায় যা থাকে, তাকে একটা অব্যক্ত বেদনা ও নাগরিক না পাওয়ার হাহাকার। এ দুই বিপরীতধর্মী ধারা একসুরে বাঁধা খুবই কঠিন কাজ ছিল, এই কঠিন কাজটি করবার জন্যে শায়মা আপু একেকটি লেখা পাঁচ ছয়বার করে লিখেছেন। আমি কয়বার লিখেছি সে না হয় আর কোনদিন বলা যাবে।

আসলে সাহিত্যের শটকার্ট কোন রাস্তা নেই। এই ছয়টা কবিতা নিয়ে প্রায় গত একমাস বহু সময় ব্যয় করেছি আমরা। বাংলাদেশের গুলশান হামলা, শোলাকিয়া ঈদ জামাতে হামলা, বাগদাদ হামলা, নিস হামলা এবং তুরস্কের অভ্যুত্থান জনিত খুনজখম রক্তে ভাসা এ রমজানে প্রায়ই আচ্ছন্ন হয়েছি বেদনায়, লেখার কাজ ছিল বন্ধ। তারপরেও জীবন যেমন চলে ভেসে, তেমনি লিখেছি। আমরা দুজনেই আবৃত্তি নিয়ে টুকটাক কাজ করায় আবৃত্তি করা ছিল তুলনামূলক কম ঝামেলার। দেশে থাকলে স্টুডিও ভাড়া করেই ফেলতাম, তবে কি আর করা। মোবাইলে যতটুকু করা গেছে।

লেখার কবিতাগুলো আমার মনে হয় কবিতা হয়েছে, এবং একবার পাঠেই সব বুঝে গেছেন এমনটা পাঠকেরা ভাববেন না। আরও একটু ভেতরে ঢুকে দেখবেন পেঁয়াজের কোন স্তরে কতটুকু চোখের জল মিশে আছে। ধন্যবাদ শায়মা ও গেমু সোনামনিকে, কাজটা সুন্দর করবার বিষয়ে আমাদের সাহায্য করায়।

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া

এই কবিতার পিছের গল্প তোমার কাঁটাকুটি শতকোটিবার কেউ যদি জানতো নিশ্চয় অবাক হত!!!!!!! তুমি যে এত সিরিয়াস একজন কবি তানিমভাইয়া আমি তোমার সাথে এই লেখা না লিখলে জীবনেও জানতাম না।

আর পেঁয়াজের রসের চোখের জল কি বললে!!!!!!!!!! এইসব শুনে সবাই তো পালাবে!!!!!!! হা হা হা

আর আমি আবারও তোমাকে আর গেমুকে অসীম ধৈর্য্যে আমার যন্ত্রনা সহ্য করার জন্য অনেক অনেক থ্যাংকস দিলাম। :) :) :)

৯| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৫

সানড্যান্স বলেছেন: কবিতা সিরিয়াসনেসের বিষয় নয়, কবিতা হল উদাসীনতার বিষয়। সিরিয়াস স্টুডেন্টরা লাইফে শাইন করে, কবিরা প্রেমিকার বিয়ে দেয়

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া কথা মিথ্যা না! বেশি সিরিয়াস বা হাইথট কবিতা হলে বিপদ! বুঝতে বুঝতে পড়তে পড়তে পাঠকের জীবন দফারফা!

এর থেকে উদাসী প্রেমের গান গান কবিতা প্রেমিকাকে বিয়ে দিয়ে প্রেমিকাকেও কবি করে দেয়!

১০| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৫

এডওয়ার্ড মায়া বলেছেন: পড়তে বেশ ভাল লেগেছে ।
কবিতা লিখতে পেরেছেন বলেই -আবৃতি করেছেন ।আপনি জানেন-
সব কবিতার আবৃতি হয় না।
সহজ প্রচলিত ভাষায় আবৃতি হলে - কবিতা শুনায় তৃপ্তি আছে।

সানড্যান্স ভাই এর সাথে একমত-
কবিতা সিরিয়াসনেসের বিষয় নয়, কবিতা হল উদাসীনতার বিষয়। সিরিয়াস স্টুডেন্টরা লাইফে শাইন করে, কবিরা প্রেমিকার বিয়ে দেয়।



১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৯

শায়মা বলেছেন: হা হা হা

কি যে বিপদ! সহজ ভাষায় লিখলে বলো দূর কি লিখে যা তা। ঢং ঢাং ই সার! কঠিন ভাষায় লিখলে বলো দূর কি লিখছে আবৃ্তি শুনেও বুঝলাম না ছাতা মাথা!!!!!!!!

:((


আমিও সানড্যান্সভাইয়ার কথায় হেসেছি। তানিমভাইয়া এইখানে কবি প্রেমিক তো উনি প্রেমিকার বিয়ে দিতে চাননা আর তাই সারাজীবন ধরে রাখার জন্যই এই কবিতার দূর্বোধ্যতা বা পেচ!!!!!!!! :P

হা হা হা শুনো আমি এই লেখা লিখতে গিয়ে নতুন একটা জিনিস বুঝলাম। অতি সরলীকরণ কবিতায় আসলেও কোনো মজা নেই। কিছু কিছু কথা বুঝে নিতে হয়...... এই কবিতার মাঝেও আছে তেমনি নানা সংকেত, ধাঁধা বা নিজের মত করে কবির মনের ভাষা বুঝে নেবার!


নাহ আমার চাইতে সেসবের এক্সপ্লেনেশন তানিমভাইয়াই ভালো দিতে পারবে। তানিমভাইয়া ঘুম থেকে উঠুক তাকেই বলবো সানড্যান্স আর তোমার কমেন্টের জবাবটা ভালো করে বুঝিয়ে দিতে। আমি তো কেবলি শিখছি! এতদিন তো মনের আবেগ রুধিতে নারি টাইপ যা মনে আসতো গলগল উগড়ে দিতাম।

১১| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯

এডওয়ার্ড মায়া বলেছেন: আপু -
আপনার কবিতার এক্সপেরিমেন্ট শায়মা নিকেই !! এইটা কিন্তু আমার কাছে অবাক করা বিষয় না ।
ভাল্লগাছে ।
হিট খাইতে খাইতে আপনি এখন বড্ড ক্লান্ত ।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৩

শায়মা বলেছেন: হা হা হা হা

ঐ ভাইয়া কি বলো !!!!!!!!!!!!!!!


হাসতে হাসতে আমি শেষ!!!!!!!!!!!!!!!!!!!


সত্যিই শেষ!!!!!!!!!!!!!!!!!!!!!


তাই না!!!!!!!!!!!!!!!!!!!!!! X((










:P :P :P

১২| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৪

পিকাচু বলেছেন:
পড়লাম।ভালৈ।আমি এমনে ছন্দ মেলানোো কবিতা প্রেফার করি বেশি।

আবৃত্তি সুন্দর হৈসে।আই এক্সপেক্টেড ইওর ভয়েস এ লিল বিট সুইটার! :| ব্যাকগ্রাউন্ড স্কোরটা সুদিং হৈসে, ওয়েল ডান।

আমি নাচতে গেলাম! !:#P

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

শায়মা বলেছেন: লিল বিট স্যুইটার!!!!!!!!!!!!!!!!


ও মাই গড!!!!!!!!!!

আমার ভয়েস হলো এই দুনিয়ার সবচেয়ে সুন্দর ভয়েস জানো!!!!!!!!!!!!

আজ পর্যন্ত সবাই বলছে আহা মুখে কি মধু ( অন্তরে বিষ :P )


আর তুমি বলো আরও স্যুইটার!!!!!! B:-)

থাক থাক দরকার নেই শেষে অন্তরে সেই বিখ্যাত জিনিস আরও বেড়ে যাবে!!!!!!

আর ব্যাকগ্রাউন্ডে আমার কোনো কৃতিত্ব নাই সবই গেমু ভাইজানকে দিয়ে দিলাম!:)

১৩| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক দিবস পর ভালো কিছু কবিতা পড়িলাম।
এবং দারুন কন্ঠে কবিতা শুনিলাম।
ভালো লাগে এইসব কবিতা।

ধন্যবাদ ইহার সহিত যুক্ত সকলকে।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!:) :) :)

যাক এতক্ষনে কেউ একজন মন দিয়ে কবিতা পড়েছে মনে হলো!!!!!

অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!!!

তোমার একটা কবিতা আবৃতির লিঙ্ক দাও। তোমার আর সাবরিনা আপুর কবিতাও অসাধারণ ছিলো অনেক গুলাই । লিঙ্ক দাও ভাইয়া। এখানে বা ফেসবুকে যেখানে খুশী । প্লিজ প্লিজ প্লিজ!!!!!!!!!!!!!!!

১৪| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

জেন রসি বলেছেন: তানিম ভাই মনে হচ্ছে কবিতা নিয়ে অনেক সিরিয়াসলি ভাবেন। শায়মা আপু লেখায় থিমের চাইতে আবেগে বেশী ফোকাস করেন।

যাক কবিতা নিয়ে আলোচনা করার জন্য একটা উপযুক্ত পোস্ট পাওয়া গেল। আজকে ফ্রি আছি। কবিতা বিষয়ক আড্ডা হবে?

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৮

শায়মা বলেছেন: মরছি!!!!! কবিতা বিষয়ক আলুচনা!!!!!!!!!!!!!!!

তাইলেই হয়েছে!!!!!!!!!!



তানিমভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বাঁচাও আমারে!!!!!!!!!!!!!!!!!!!!:( :( :(

ঘুম থেকে ডেকে তুলতে হবে ভাইয়াজানকে!!!!!!!!!

নাইলেই জারিজুরি ফাঁস!!!!!!!!!!!!!!! :P

শুনো ভাইয়াজান, তানিমভাইয়া বলেছে, কবিতায় হড় বড় করে আবেগ বলে দিলে সেটা কবিতা না হয়ে কথা বলাই হয়ে যায় । কবিতায় থাকবে ধাঁধা। পাঠক সে ধাঁধার উত্তর নিজের মত করে বেঁছে নেবে।
এখন এই কবিতায় সব ধাঁধা বের করো বসে বসে!!!!!!!!:) :) :)

১৫| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কালই আবৃত্তি শুনেই । একবার নয় দুইবার নয় চারবার শুনেছি

এত্তগুলা ভাল লেগেছিল .... আজ কবিতাগুলো পড়ে তেমনই ভাল লাগল
এত প্রতিভা আপনাদের দেখে হিংসে হয় :(

তিনজনকেই অভিনন্দন এবং এমন আরো আবৃত্তি চাই যা শুনে মুগ্ধ হতে পারি আবারো
ভালবাসা অফুরান সবার জন্য

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন: তোমার আবৃতি দাও আপু!!!!!!!!!!!!!!!!

সবার আবৃত্তি নিয়ে হবে নেক্সট পোস্ট!:) :) :)

১৬| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দ্বৈত প্রয়াস সফল ।
৭ম লাইক হাঁকাই গেলাম ।

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!

দ্বৈত না এটা তো ত্রয়ী প্রয়াস ছিলো!!!!!!!!!

আমি তিনজনকেই তোমার শুভেচ্ছা দিয়ে দেবো ওকে!!!!!!!!! :)

১৭| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬

জেন রসি বলেছেন: শুনো ভাইয়াজান, তানিমভাইয়া বলেছে, কবিতায় হড় বড় করে আবেগ বলে দিলে সেটা কবিতা না হয়ে কথা বলাই হয়ে যায় । কবিতায় থাকবে ধাঁধা। পাঠক সে ধাঁধার উত্তর নিজের মত করে বেঁছে নেবে।
এখন এই কবিতায় সব ধাঁধা বের করো বসে বসে!!!!!!!!:) :) :)


তার মানে তানিম ভাইয়ের মতে কবিতা হতে হবে সিম্বলিক! কবি কবিতা দিয়ে একটা কোড তৈরি করবে! পাঠকের কাজ হচ্ছে সে কোড ব্রেক করা! কবি হবে দ্য ভিঞ্চি আর পাঠক হবে রবার্ট ল্যাংন্ডন!!! :P

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: ইয়েস ঐয়েস!!!!!!!


এই না হলে জিনিভাইয়া জিনিয়াস নাম্বার ওয়ান?

কবিতায় সিম্বলিক কিছু না থাকা মানেই অতি সরলীকরণ । আর এই যুগে কি আর সে সব চলে বলো???

ইহা কিছুটা যেন সেই প্লেটোনিক লাভের মত ব্যাপার স্যাপার

ধরি ধরি হারাই হারাই তবু না ধরা যায় !!!!!!!!!!!! :P

ভাইয়া আবৃতি দাও ! তোমারটাও শুনি!!!!!!!:)

১৮| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! মিলেমিশে দারুণ কিছু।
পোষ্টে ++++++++++

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: হা হা হা তোমার কাছে কঠিন কাব্য মনে হয় নিতো ভাইয়া????


যাইহোক অনেক অনেক থ্যাংকুস!!!!!!!!!!!! :) :) :)

১৯| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩

অশ্রুকারিগর বলেছেন: কবিতার আগামাথা একটু কম বুঝি। পড়লাম, শুনলামও। একটা মনে দাগ কেটে দেওয়া গল্প বা উপন্যাস পড়লে যেমন অনুভূতি হয়, অবিতা পড়লে তেমন কিছুই বুঝিনা। সবই কঠিন আগডুম, বাগডুম লাগে। এজন্য কবি হেলাল হাফিজ বলেছেনঃ

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না !


আমি নিউট্রন বোমাও বুঝিনা, কবিও বুঝিনা। তারপরেও লাইক দিলাম। কেন ? দুজনে স্যরি তিনজনে অনেক কষ্ট করেছেন, আমারমত কাঠপাঠক না বুঝলেও কাব্যিক ব্লগারদের মন্তব্যে বুঝা যাচ্ছে প্রচেষ্টাটা সার্থক হয়েছে। গেম চেঞ্জারকেও ধন্যবাদ এই জন্যে মিউজিকটা সুন্দর একটা আবহ এনেছে।


১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮

শায়মা বলেছেন: হা হা হা

আহারে ভাইয়াটা!!!!!!!

এই জন্যই বলি সহজ কথা যায় না বলা সহজে!!!!!!!!!!!


আবার কঠিন কথাও যায় না বলা কঠিনে তাই তো সহজ আর কঠিনের জগাখিঁচুড়িই ভালো!!!!!!

সাথে ইলিশ মৎস্য!!!!!!!!!! :P

আমাদের মনে কষ্ট না দেবার জন্য আর নিজেই কষ্ট লাইক দেবার জন্য অনেক অনেক থ্যাংকস আর ভালোবাসা ভাইয়ু!!!!!!:)

২০| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবি কবির মতো লিখবে, পাঠকের মতো করে বুঝে নিভে। এ প্রসঙ্গে আমার মনে পড়ে যায় ভারতের বিখ্যাত সাহিত্যিক নয়ন তারা সেহগালের একটি কথা। তিনি প্রথম আলোতে একটি সাক্ষাত্কারে বলেছিলেন, অশ্লীলতা লেখায় থাকেনা অশ্লীলতা থাকে পাঠকের মস্তিষ্কে।আমি কথাটা নিয়ে অনেক ভেবেছিলাম। লেখকের অনেক লেখার পাঠোদ্ধার করতে না পেরে আমরা কিন্তু অনেকে সময়ই সেটাকে অশ্লীল বলে চালিয়ে দিই। রূপকের আশ্রয় নিলে সেই একই কথা আপনার এই লেখার বেলায়ও প্রযোজ্য। তাই আমি খুব সহজেই তোমাদের লেখা বুঝেছি প্রিয় আপুমনি। আর তাছাড়াও তোমাদের মতো ভালো লিখতে না পারলেও টুকটাক অকবিতা তো আমিও লিখি।

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০১

শায়মা বলেছেন: হা হা ভাইয়ু!!!!!!!!!

তোমার মন্তব্যে নয়ন তারা সেহগালের মতামত পড়ে হাসছি। যদিও সে অবশ্যই রাইট তবে এই কমেন্ট দেখে আরেকজন বলছে এটা নাকি শাক দিয়ে মাছ ঢাকার মত ব্যাপার। মানে কবি নাকি নিজেরাই অশ্লীল থাকে!!!!!

হায় হায় !!!!!!!!!!

যাইহোক তুমি তোমার আবৃতি দাও। জুড়ে দেই আমাদের লেখায়...

২১| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমি হেঁটেছিলাম সে পথে,
হাঁটছি এখনো অবিরাম মুগ্ধতায়।
কল্পনায় ছেদ টেনেছিল বিষাদের শেষ বিন্দু।
অপেক্ষা ঘোর কাটার!
আরেকটু আসবে কি?
আমার হাত ধরতে নয়,
কতটা এগিয়েছি দেখবেনা?
স্বপ্নের কুহেলিকা এখনো আছে,
তবুও অবিরাম পথচলা
জানি আমিও তোমার অপেক্ষায়,
ধীরে ধীরে সরে গেছি নিরাপদ দূরত্বে,
কি হলো?
আমাকে ছুঁয়ে অবাক হলে নাকি?

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!
আমি ভেবেছিলাম কবিতার সাথে আবৃতিও দেবে।

এখন দেখছি আমাকেই এটা আবৃতি করতে হবে। :)

২২| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৯

শেয়াল বলেছেন: উচ্চমার্গীয়

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪

শায়মা বলেছেন: হা হা শেয়ালভাইয়া!


উচ্চমার্গীয়, নিম্নমার্গীয় সবই মনে হচ্ছে এইবার ছাড়তে হবে। তোমার পোস্ট থেকে কেবলি ঘুরে আসলাম। মনটাই খারাপ হয়ে গেছে। :(

২৩| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

শেয়াল বলেছেন: প্রতিটা প্রাণের মুল্য রয়েছে । এই ব্যাপারটা কি করে মানুষ অগ্রাহ্য করে ? |-)

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: সবচেয়ে বড় কথা এতই যদি উনার বিবেক তো আগে থেকে বোনকে না হয় সেই শিক্ষা দিত। বোন না হয় তার কথা মেনেই চলতে শিখতো মুখ ঢেকে। কারো ব্যাক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার তার নাই। তার জীবনের দায়ভার তার নিজের। উনি একখান গান পেয়েছেন হাতে আর মনে জঙ্গীবাদের শিক্ষা তাই সহজ কর্মটা করে ফেলে বীরত্ব দেখালেন।

কিছুদিন আগে একটা সংবাদে দেখলাম, এক নাতী মানে উন্মাদ তার নানাকে নাকি জবাই করে দিয়েছে কারণ নানা অসুস্থ থাকায় নামাজ পড়তে অপারগ ছিলো তাই! সমস্যা হলো ইনিও একজন মানুষ। আর মানুষ হবার আগেই ধার্মিক!!!!!

২৪| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৪

ক্লে ডল বলেছেন: তিনজনের পরিশ্রম অবশ্যই সাধুবাদ জানানোর যোগ্য। আর আপনাদের পরিশ্রম সার্থকও হয়েছে।শুভেচ্ছা জানবেন। :)

কবিতার ব্যাপারে আমি বলব,আপনি নিজের ভাবনাটাকে কতটুকু প্রকাশ করতে পারছেন এবং তা প্রকাশ করে নিজে কতটুকু তৃপ্ত হচ্ছেন সেটাই মুখ্য। আবেগ, ভাবনাকে প্রকাশ করতে গিয়ে ছন্দ,মন্দ, ছড়া, কড়া,গম্ভীর, হাস্যজ্জল যা হয় হবে। :)

কিন্তু ইচ্ছা করে কঠিন করাটা লেখক স্বত্তার জন্য বেশ অতৃপ্তিকর বলে মনে করি।

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫০

শায়মা বলেছেন: হা হা ভাইয়া।

অনেক অনেক থ্যাংকস!!!!!

তবে আমি কিন্তু ইচ্ছা করে কঠিন করিনি। কবিতা নিয়ে তানিমভাইয়ার সাথে এক্সপেরিমেন্ট ছিলো। আর অনেক অনেক এনজয় করেছি ব্যাপারটা।

তোমার কাছে কি দূর্বোধ্য লেগেছে? :(

২৫| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯

বৃতি বলেছেন: বাহ, ডুয়েট আবৃত্তি ভালো লাগল, এখনও শুনছি :) আর কত গুণ দেখব তোমার?????

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫১

শায়মা বলেছেন: বৃতিমনি !!!!!!!!!!!!!!!!!

তোমার আবৃত্তি কি ভুলে গেছি ভেবেছো!!!!!!!!!!!!!!!

একদম স্যুইটু স্যুইটু ছিলো!!!!!!!!!!!!!!!!!

এখুনি লিঙ্ক দাও এইখানে জুড়ে দেই!!!!!!!!!!:)

২৬| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯

বৃতি বলেছেন: নাহ, ওইটা ছেলেদের কবিতা। সেটার লিঙ্ক না, একটা মেয়েদের কবিতা আবৃত্তি করে তারপর লিঙ্ক দিয়ে যাব, কেমন? :)

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন: ওকে!!!!!!!!!!!!

থ্যাংক ইউ!!!!!!!!!!!

লাভ ইউ বৃতিমনি!!!!!!!!!


তাড়াতাড়ি করবা!!!!!!!!!!!

ওকে??????????? :) :) :)

২৭| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০৯

প্রীতম বলেছেন: সিরিয়াস কবিয়াল প্রেমকাব্য......

তোমার লেখা নিয়ে কখনো কথা চলেনা।
এক কথায় চমতকার। তবে মাঝে মধ্যে তোমার সমালোচনা করতে ইচ্ছে করে খুব।
"এতো অসাধারন লেখা না লেখে আমাদের জন্য কিছু সাধারন লেখ লেখা যায়না?"

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: আরে ভাইয়া আমি তো যেমনি সহজ সরল পাঠক তেমনি সহজ সরল লেখকও তবে তানিমভাইয়ার মতে আমাকে সিরিয়াস হতে হবে। আর এই সিরিয়াসের লেখার ধারাটা তার কাছে কিন্তু ওয়েল প্রাকটিসড। আমাকেও তার মত হতে গেলে আরও ২০ বছর চর্চা করতে হবে!

ততদিন কি আর বাঁচবো!!!!!!!!!! :((


পড়ার জন্য আর মন্তব্যের জন্য অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!অনেক ভালোবাসা!:)

২৮| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১০

ক্লে ডল বলেছেন: নির্দিষ্ট কোন থিম ধরতে না পারলেও, পড়ে গেছি সাবলীলভাবে। সেখানে দূর্বোধ্য লাগেনি। সুন্দর সুন্দর কথামালা! :)

কঠিনের প্রসঙ্গ এলো উপরের মন্তব্য গুলো থেকে। :)

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!

আসলে একটা প্রেমকাব্য লেখার ট্রাই করেছিলাম আর কি.....


অবশ্যই যেন সেটা আবল তাবল না হয়ে একা কবিতাই হয় সে ব্যাপারে চেষ্টার ত্রুটি ছিলো না!!!!!!!!!

অনেক অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়া!:)

অনেক ভালো থেকো!!!!!!!!!!

২৯| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তোমাদের অসাধারণ লেখার পাশে আমার এই ছাইপাশ লেখা বড়ই বেমানান দেখাবে। তারপরও যদি ভালো লাগে তাহলে কষ্ট করে আবৃত্তিটা তুমিই করো!
প্রথমতঃ আমি আবৃত্তি পারিনা। দ্বিতীয়ত, আমার বেসুরে গলার আবৃত্তি শুনলে নির্ঘাত হার্ট এটাক হবে। আমি কোনো প্রিয় ব্লগারকে হারাতে চাইনা!!!

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: ওকে ওকে আবৃতিটা আমিই করবো!!!!!!!!!!!


তবে তোমার বেসুরা গলারটাও শুনে মরার ইচ্ছা ছিলো ভাইয়ু!!!!!!!!!!!


হা হা হা

:P

৩০| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: এমন কবিতা শুনতে প্রেমিকা লাগে । দুজন মিলে এক সাথে শুনতে হয় ।

এমন দিন কবে আসিবে !!

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

শায়মা বলেছেন: হাহাহা হাহা এত এত প্রেমিকা !!!!!!!!!!

রোজ একটা করে জন্ম নেয় !!!!!!!!!!!!!


যে কোনো একটার সাথে শুনে ফেলো ভাইয়ু!!!!!!!!!!!!!!:)

৩১| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

গেম চেঞ্জার বলেছেন: এমন দুইজন মানুষ এখানে থাকা উচিত ছিল যারা কবিতা কবিতা খেলে ;)

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: কাদের কথা বললা গেমুভাইয়াজান!!!!!!!!!!!! B:-)


৩২| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১০

অদৃশ্য বলেছেন:



প্রথমাংশ পাঠ করা হলো... শুরুটা ভালো লেগেছে... তবে যৌথ কবিতায় বেশি প্যাঁচগোঁচ না রেখে ছিলছিলে হলেই তা বেশি উপভোগ্য হয়... তানিমের শুরুটা একটু কঠিন হয়ে গ্যাছে... শায়মাপুনিরটা স্বাভাবিক...

পরের অংশ কালকে... তার পরের অংশ তার পরের দিন... আর শেষের কথাগুলো তার পরের দিন...

প্রিয় তানিম ও প্রিয় শায়মাপুনির যৌথ কবিতার জন্য শুভেচ্ছা
সাথে শুভকামনা...

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

শায়মা বলেছেন: হা হা হা

প্রথমাংশের জন্য কমেন্টে অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!!!!!!!

৩৩| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৪

গেম চেঞ্জার বলেছেন: তুমি স্পর্শ করেছ গহীনে, আমার এই অস্ফুট হৃদয়ে
তাকিয়ে দেখো, দুই মহাবিশ্ব কেমন করে ওঠছে, আলোকিত হয়ে
চোখ যায় যতদূরে, দেখি শুধু তুমি!! জুড়ে আছো দৃষ্টির সীমানায়
যত দুরে হীরে রাখি তত কাছে অনুভব, ফুটে ওঠে ছবি তোমার, হৃদয়ের আয়নায়!


জানো? স্রোতের মাঝে ডুব দিয়ে চলে যেতে চাই, অনেক দূরে যেতে চাই
কিন্তু! আফ্রোদিতির ডানা আমায় ধরে ফেলে, বলে কি-না অনুমতি নাই!!

ওহঃ প্রিয়তমা, তুমি আমায় এসে ছুঁয়ে দিলে
সৃষ্টি সুখের কোলাহলে পাগল করে নিলে।
তোমার শুভ্রতায় আচ্ছন্ন হয়ে আমি পবিত্র হই
কেন যেন, বারেবার মনে হয়, আমি তোমার যোগ্য নই!

আচ্ছা!
মনের ক্যানভাসে তোমার যে ছবিগুলো আমি এঁকেছি সেটা কি তুমি দেখো?




পাশ_মার্ক পাবো তো??

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

শায়মা বলেছেন: গেমু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ভাইয়াজান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


গেছি আমি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:P


আহালে আহালে তুমি ধরা খাইসো ভাইয়ু !!!!!!!!!!

:P

৩৪| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

গেম চেঞ্জার বলেছেন: কি পাশমার্ক পাইনাই?

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: আমি তো তোমার কবিতা পড়ে নিজেই গেছি মার্ক পেয়ে হাওয়া হয়ে গেছিলাম ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আহেম আহেম জিনিয়াস বৈজ্ঞানী ভাইয়ার মনে হঠাৎ এই কাব্য জোয়ার আঁকুতির ছোঁয়া দেখে আমি ভীত এবং অতীব চিন্তিত হইয়া পড়িলাম!!!!!!!!!!

৩৫| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

জেন রসি বলেছেন: লেখার কবিতাগুলো আমার মনে হয় কবিতা হয়েছে, এবং একবার পাঠেই সব বুঝে গেছেন এমনটা পাঠকেরা ভাববেন না। আরও একটু ভেতরে ঢুকে দেখবেন পেঁয়াজের কোন স্তরে কতটুকু চোখের জল মিশে আছে।

তানিম ভাইয়ের এই কথাগুলো পড়ার পর কবিতাটি আরো গভীর ভাবে পড়লাম। মানে সচেতন ভাবে পেঁয়াজের স্তরগুলো বুঝার চেষ্টা আরকি! তবে কোন কবিতা কিভাবে কবিতা হবে সেটা আসলে কবি এবং পাঠকের কবিতা বিষয়ক মতবাদের উপ্র নির্ভর করে। আমি কবিতা বিষয়ক তেমন কোন মতবাদের অনুসারী না। এবার কবিতার ভেতরে একটু প্রবেশ করার চেষ্টা করি!

উদিত রৌদ্রের রাগ,
বলতো কি করে পড়া যায় মেঘমন্ত্র, খুঁজে নেয়া যায়
মাতাল অসুখে ডুবে যাবার কাগুজে উচ্ছ্বাস ?

সম্ভাবনার বিকেল খুঁজে দেরি হয়ে গেল, নামল নোনতা রাত
ওর বুকে লুকাই তৃষ্ণার মদ! সকাল হলেই মাতাল হব, তার আগেই
জল নেমে গেল মেঘমল্লারে; হল না আর প্রাণের কম্পন!

আলো ফোটা আর্দ্র সকালে, স্পর্শের সংকেত ললাটে লিখে নিয়ে
তোমার ভিতরে ডুবে লিখে দিতে চেয়েছি, বেদুইন প্রেমের আপেক্ষিক কথামালা!

দূরাগত প্রতীকের সুরে ওরা চলে গেছে অস্তমিত সময়ের কাছে
যে শুধু দেখেছিল মৃত পাতাদের অসুখ ও মর্মরে ঘেরা যৌবন!

নিরাশ্রয় বায়ুরা জানে, কোন সে স্রোতহীন জলে তার ঠোঁট কাঁপে
মিটিমিটি জোনাকি জানে, কেন স্মৃতির শালবনে একাকী ময়ূর কাঁদে ?


রৌদ্রের রাগ, মেঘমন্ত্র, মাতাল অসুখে, কাগুজে উচ্ছ্বাস, নোনতা রাত, তৃষ্ণার মদ, বেদুইন প্রেমের আপেক্ষিক কথামালা- এসব শব্দ কিংবা শব্দগুচ্ছ কবিতার প্রথমেই একটা বিমূর্ত আবহ তৈরি করে ফেলেছে। এই বিমূর্ত ভাব পাঠকের কাছে ভিন্ন রুপে মূর্ত হবে এটাই স্বাভাবিক! লাইনগুলো পড়ে মনে হয় কেউ একজন অপেক্ষা করছে। অপেক্ষার সাথে মিশে আছে তীব্র আশা। কিছু একটাকে অনুভব করার তাগিদ! যাপিত জীবনে যা ধরা দেবে বলেও দিচ্ছেনা। সময় সম্যের নিয়মে পরিবর্তিত হচ্ছে। কিন্তু অনেক কিছুর মাঝে ডুব দিয়েও সে সুখের, সে কাঙ্ক্ষিত ভালোবাসা যাকে একটা বিশুদ্ধ চেতনাও বলা যায় তার দেখা পাওয়া যাচ্ছেনা। তবে এই লাইনগুলো আসলেই কি বুঝাতে চাচ্ছে তা বুঝার জন্য আমরা পরের লাইনগুলো পড়তে পারি!

ডানাভর্তি মেঘ নিয়ে পালক ছড়াচ্ছে এই উড়ুউড়ু মন
ভেবেছিল, এই বুঝি পেল ছোঁয়া তার, জাগল জোয়ার।
একবার ছুটে গেল হলদে বিকেলের ঘাঁটে, রাতের আঁচলে
প্রেম বেধে নিতে উড়িয়ে দিল একজোড়া শাদা কবুতর!

বিনিদ্র ছায়াপথে, আজও আঁচড় কাটেনি ফেলে আসা গুনগুন
তোমার সঘন প্রেম, মেলেনি উত্তর আজো, নির্ঝরের স্বপ্নভঙ্গ
হবে কি এই ফাগুনে, সোনাবিকেলে এক বনশালিখ টুপ করে
গাইবে গান চঞ্চুতে মেখে, ফিসফাস প্রেম আর অন্তিম অপেক্ষা!


এখানেও আমরা একই আক্ষেপের সুর শুনি। কোন এক অজানা ভালোবাসার খোঁজে বারবার শিহরিত হওয়া! বারবার খুঁজে ফেরা! কিন্তু সে ভালোবাসার স্পর্শ কোথাও পাওয়া যায়না! তা যেন পরিনত হয় রুপকথার এক চেতনায়- বাস্তব জীবনে যা অধরাই থেকে যায়!

আহত ময়ূরের ক্ষত থেকে ঝরে না রক্ত, ঝরে শুধু বিষাদ!
ভুল উচ্ছ্বাসে ডোবা পাংশু আঙুলেরা আজ প্রতিবাদী ভ্রূণ হয়ে
হারানো চিবুক খোঁজে মুদ্রাঙ্কিত রাতে, অনেক তরঙ্গ বুকে নিয়ে
সে লুকায় ছলাৎ ছল প্রেম, শঙ্খবিলাসে অথবা মেঘমিনারে।

যে বুক একবার শুঁকেছে নির্ভরতার ঘ্রাণ; আর আশ্রয় নিয়েছে কোন
ভীত চোখ রোমশ বনে, গেঁথেছে জলপাই তাজ, দ্রোহী তোমার চুলে
সেখানে নামলে নৈঃশব্দ্যের নগ্ন সন্ন্যাস, বোকাটে বকুল থেমে থেমে
যদি জপে অপেক্ষার নাম, মনে হয় তখন কেবল, আমি আহত ময়ূর!


এখানে এসে আমরা অপেক্ষার প্রতিক্রিয়ার কিছুটা প্রতিউত্তরের সন্ধান পাই। আর প্রতিউত্তরের পরতে পরতে মিশে আছে বিষাদ। সে বিষাদ কেন তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা এখানে কবি করেছেন। যে ইউপোটিইয়ার স্বপ্ন কবি দেখেছিলেন তার দুয়ার খোলার চাবী কবির একার হাতে নেই! যার আগমনে সে চাবি খোলা যেত তার দেখা কোন ভাবেই পাওয়া যাচ্ছেনা। যদিও দুজনই সে স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে চায়!

পৃথিবীর এত কোলাহল, এর মাঝে আচানক মনে আসে
এ চিবুক ছুঁয়েছে যে প্রেম, ভুল স্পর্শের সে চমকে হাহাকার ওঠে।

বারবার ব্যথা জাগে, আমার চাতক মন, জলতেষ্টা আর
অযাচিত আবেগ মুছে নিয়ে তবুও ডুবে যায় অকারণ মাদকতায়!

প্রতিদিন বেহায়া শঙ্খ, মনে করিয়ে দিচ্ছে নিনাদের সুরে
আমি একা, যেন শরে বাধা ব্যাধ; নিয়তি নিত্য নেমে থাকে
কাদা জলে, অন্ধকারে ফেলে রাখে আমায়, স্থির অবিচল।
অকারণ কথকতা, ভুলে বসা রোদ শোনে জলনুপুরের বেদনা!


যাপিত জীবনের স্রোতে ডুব দিয়েও সে স্বপ্ন হারিয়ে যায়না। তীর বিদ্ধ অস্তিত্বের মতই মনের কোনে লেগে থাকে। মনে পড়ে কিছু একটা পাওয়ার কথা ছিল। কেউ একজন সেটা দেবে বলে যৌথ অপেক্ষার এক প্রহর ছিল! সময়টা হারিয়ে গেছে কিন্তু অপেক্ষাটা থেকে গেছে।

জানি দেখা হবে একদিন, দূরবর্তী নদীগান যেমন উদাস করে
বলে যায় আমাদের ঘাসপুতুলের গান, নতুন আদর চুমু মেখে
ওম খুঁজবার আরেক ফাগুন উপাখ্যান! রোদসকালে শহরের
উঁচুতে উঠে দেখা হবে- মেঘের মিনারে, পাখি ঠোঁটে প্রেম ফোঁটে!

প্রিয়ন্তিকা, ভুলে গেছ রৌদ্রদিন, ঘাসের চাঁদরে শুয়ে আনমনে
ডুবিভাসি প্রেম, সোনালি সোহাগ নিয়ে মিশে যাওয়া মাতাল মন!

কাজল ও চোখে ফেনা জাগে, জানি বালু ও জলের সঙ্গম অনিঃশেষ
দূরে চলে গেলেই যায় না ছিঁড়ে, প্রেমভাষা আনকোরা বেদনার সুর!


এখানে এসে আমরা আবার কিছুটা আশাবাদের দেখা পাই। যদিও সে আশার সাথে মিশে আছে বিষণ্ণতা। তবে এখানে প্রেমের মত, ভালোবাসার মত স্বপ্নটাই অথবা ভালোবাসার নামে সেই অধরা কিছুকে ধরতে চাওয়ার চেষ্টাটাই কিছুটা অর্থবোধক হয়ে ওঠে!

মোমহীন কাগজের নৌকোয় যদি ভাসানো যেত, সব অবসাদ
যদি আবার লেখা যেত, ঠোঁটে লুকানো পৃথিবীর গল্প পদ্মপাতায়!

আলোপুকুরের সোনালি আভায় ডুব দিয়ে খুঁজতাম নিজেকে,
আর গাইতাম মেঘমল্লার, জলে ধুয়ে যেত আটপৌরে বিষাদ।

ভালবাসা এক অচিন অসুখ, এই লিখে চুপিসারে দিলাম যে চিঠি
ও শারদ মেঘে, মন্ত্রপূত সুরে ভেসে দিও তারে, গোপন অভিসারে
লেখা গভীরতম কাব্যকলা! তানসেন হয়ে সে জাগাক প্রেম দীপাবলি
মুগ্ধ রাতে হই মিলনের সুরে বাধা দুটি সারসপাখি, বিপাশার তীরে।


যে তৃষ্ণার ঢেউ শরীর ও মনকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল একদিন সে শুধু ঝড়ই তুলে গেছে। তৃপ্তির স্বাদ আজো অজানা। তাই কোন এক মিলনের অপেক্ষায় প্রহর কাটে! তীব্র সে অনুভূতিকে সংজ্ঞায়িত করতে না পারার সংজ্ঞা খুঁজে বেরায় মন!

এইটা একটা বিমূর্ত কবিতা। অনেক রকম অর্থ করা যাইতে পারে। আমি আমার মত একটা করে নিলাম।

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

শায়মা বলেছেন: গেমুভাইয়ার কবিতা পড়ে প্রথমে নিজেই গেছিলাম হয়ে গেছিলাম এইবার তোমার মন্তব্য পড়ে আবার কিছুক্ষনের জন্য গেছি থেকে ফিরে আসলাম।

ব্যাখ্যা ভালোই তবে এখানে এসে অনেক হাসলাম
এখানে এসে আমরা অপেক্ষার প্রতিক্রিয়ার কিছুটা প্রতিউত্তরের সন্ধান পাই। আর প্রতিউত্তরের পরতে পরতে মিশে আছে বিষাদ। সে বিষাদ কেন তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা এখানে কবি করেছেন। যে ইউপোটিইয়ার স্বপ্ন কবি দেখেছিলেন তার দুয়ার খোলার চাবী কবির একার হাতে নেই! যার আগমনে সে চাবি খোলা যেত তার দেখা কোন ভাবেই পাওয়া যাচ্ছেনা। যদিও দুজনই সে স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে চায়!

একেবারে কবির মনের ভাবনা পাঠকের মনে পরতে পরতে পৌছে গেছে!!!!!!!!!! :) :) :)



যাপিত জীবনের স্রোতে ডুব দিয়েও সে স্বপ্ন হারিয়ে যায়না। তীর বিদ্ধ অস্তিত্বের মতই মনের কোনে লেগে থাকে। মনে পড়ে কিছু একটা পাওয়ার কথা ছিল। কেউ একজন সেটা দেবে বলে যৌথ অপেক্ষার এক প্রহর ছিল! সময়টা হারিয়ে গেছে কিন্তু অপেক্ষাটা থেকে গেছে।

এখানে এসে আবার আমার মনে পড়ে গেলো রবিঠাকুর.....:(

দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি
তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত ব্যাকুল আঁখি .....

জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আঁশে
ঘুমের আড়ালে যদি দেখা পাই, বাঁধিবো স্বপন পাশে।


যে তৃষ্ণার ঢেউ শরীর ও মনকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল একদিন সে শুধু ঝড়ই তুলে গেছে। তৃপ্তির স্বাদ আজো অজানা। তাই কোন এক মিলনের অপেক্ষায় প্রহর কাটে! তীব্র সে অনুভূতিকে সংজ্ঞায়িত করতে না পারার সংজ্ঞা খুঁজে বেরায় মন!

হায় হায় অব্যার্থ ব্যবচ্ছেদ জিনি ভাইয়ু!!!!!!!

আবারও মনে পড়ে যায় .....
এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় নাতো সে যে কাছে নাই
যেন এ বাসনা আকুল আবেগে তাহারে আনিবে ডাকি.......


বুঝা গেলো কবিতা আসলে কঠিন নহে। শুধু একটু গভীরে ঢোকার চেষ্টা করিলেই মর্মার্থ অনুধাবন মোটেও কষ্টের নহে!!!!!!!!!!!!!!


থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!! অনেক অনেক থ্যাংকস!!!!:)

৩৬| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

জেন রসি বলেছেন: @ গেম ভাই,

আপনার কবিতাটা চমৎকার হইছে। একশোতে একশো দশ! :)

রোম্যান্টিক কবিতা লেখার জন্য এটাই কিন্তু উত্তম সময়! :P

১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: কেনো কেনো ভাইয়া!!!!!!!!!
গেমু ভাইয়ার রোমান্টিক কবিতা লেখার উত্তম সময়ের পিছের গল্প কি??????????

শিঘরী আমাদেরকে বলো !!!!!!!!!


আর তুমি ফেসবুক থেকে হঠাৎ উধাও হলে কেমনে!!!!!!!!!!!!

আবার গেমুভাইয়াও প্রায়ই উধাও হয়ে যাচ্ছেন!!!!!!

লক্ষন সুবিধার নহে। জ্বীণ পরীরা কি উড়ায় নিয়ে যাচ্ছে নাকি তোমাদেরকে আজকাল!!!!!!!!!!!! B:-)

৩৭| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭

গেম চেঞ্জার বলেছেন: @জিনি ভাই,

দশ বেশি কেন এইটা বলেন....... ;)

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: আরে ভাইয়া এই দশ বেশী কারণ তুমি যেন উধাও না হয়ে যাও আর তাই তবে জিনিভাইয়া নিজেই অজ্ঞাত স্থানে আত্মগোপনে আছেন!:)

৩৮| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

পথহারা মানব বলেছেন: অসাধারন....অনবদ্য...অবর্ণনীয়...সত্যিকারঅর্থে কোন বিশেষনেই যথেষ্ঠ মনে হচ্ছে না...!
দুই জনকেই অনেক অনেক শুভেচ্ছা।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

শায়মা বলেছেন: হা হা কথাগুলা ফান করে বললে নাকি মন থেকে বললে ভাইয়া??


মন থাকে বললে থ্যাংকস আর ফান থেকে বললে!!!!!!!! X((


তবে শুভেচ্ছার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা!

৩৯| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রেজওয়ান তানিম বলেছেন: চমৎকার একটা ব্যাখ্যা দাড় করলেন রসি। আমার কাছে মনে হয় প্রথম অংশে যে একটা বিচ্ছেদের ইঙ্গিত আছে, আমার বলার ভাষার ভিন্নতায় অনেকেই ধরতে পারেননি। আপনার ভাবনা এজন্যে আমার বেশ লাগল। আসলে সকাল হলেই মাতাল হব, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। যে কোন কারণেই এখানে প্রেমজ তরুণ তরুণীর সকাল আর আসেনি, শরীরে শরীর ঘষে তারা মিলেমিশে লিখে দিতে পারেনি আর কোন আনকোরা গান।

শুভকামনা জানবেন। আপনি যেহেতু আলোচনার মুডে আছেন আমার কাছে কোন প্রশ্ন করবার আগ্রহ থাকলে করতে পারেন। আমি সময় করে উত্তর করার চেষ্টা করব।

গেমু মিয়ার প্রেমগান চলুক, গোপনে, বিজনে, আনমনে তাহার সনে।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: এইজন্যই বলি সত্যিকারে কবিতা ভালোবেসে মন দিয়ে বুঝার একটু চেষ্টা করলেই কবির মনের ভাব বোঝাটা খুব একটা কষ্টের না।

তবে সানডান্স আর মায়াভাইয়া বলেছে কবিদের নাকি সিরিয়াস হওয়া নিষেধ!!!! এ ব্যাপারে কি বলো!!!তোমার মতামত কি?

৪০| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

জেন রসি বলেছেন: তানিম ভাই,

আপনি বলেছেন আপনার কবিতায় নাগরিক জীবনের হতাশা থাকে। গতকাল বৃতি আপুর পোস্টে শামীম কবীরের কিছু কবিতা পড়লাম। তার কবিতা এবং আরো অনেকের কবিতাই বিশ্লেষণ করতে গিয়ে বিশ্লেষকরা বিচ্ছিন্নতাবোধ নামক এক টার্মের কথা বলেন। এই বিচ্ছিন্নতাবোধ কি কোন মোরাল দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়? যেমন ধরেন জীবনের অর্থ খুঁজে না পাওয়া নাকি সব অর্থকে বাতিল করে দেওয়ার প্রবনতা? এই নাগরিক জীবনের না পাওয়ার বোধকে কবিতায় প্রকাশ করাকে কি অস্তিত্ববাদী দর্শন বললে ভুল হবে?

শায়মা আপু,

আপনি কবিগুরুর ভাবশিষ্য। কবিগুরুর স্টাইল কিংবা থিম- কোনটা আপনাকে বেশী আকৃষ্ট করে? কবিগুরুকে অনুসরন করতে গেলে যে কোন কবির স্বকীয়তা ধ্বংস হয়ে যাবে! এ কথাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?

গেম ভাই,

আপনি কোন এক বিশেষ কারনে কবিতা থেকে দূরে থাকতে চান! নিজে চর্চা করলেও জানান দিতে চান না? কবিতা ব্যাপারটা নিয়ে আপনার ভাবনাগুলো জানতে চাচ্ছি!

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

শায়মা বলেছেন: হায়রে ! যাই গুরুগম্ভীর আলোচনায় অংশ নেবার আগে গুরুগম্বীর মানে কবিগুরু গম্ভির লেখা পড়া করে আসি!!!!!!

তারপর উত্তর!!!!!!!!!!:)

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৯

শায়মা বলেছেন:

একটা কথা বলোতো?
বাঙালির জীবনযাপনে কোথায় নেই রবীন্দ্রনাথ? বাঙ্গালীর প্রেম,বিরহ,ভালোবাসাবাসি,সাহিত্য, পূজা , সংস্কৃতি, স্টাইল কোথায় নেই রবিঠাকুর?

বাঙালির প্রতিদিনের যাপিত জীবনে অনিবার্যভাবে চলে আসবেই আসবে রবীন্দ্রনাথ। সে আজই বলো বা আরও শতবর্ষ পরেই বলো। তবুও তুমি যখন রবিঠাকুরের স্টাইল বা থিম বললে আমার চোখে প্রথমেই ভেসে উঠলো কি জানো? হা হা হা রবিঠাকুরের নায়িকাদের সাজুগুজু স্টাইল! হা হা হা অনেকেই হয়তো হাসবে। কিন্তু আমি সত্যিই বলছি রবিঠাকুর শুধু তো আমার স্বত্বায় একভাবেই মিশে নেই কাজেই এমন অনেক কিছুই মনে হতে পারে আমার। তাতে কে হাসলো আর না হাসলো কি যায় আসে বলো?

আমার আসলে মনে হলো রবিঠাকুরের নায়িকাদের স্টাইল ফলো করতে পারলে মানে তাদের মত পোষাক আসাকে চলনে বলনে চলতে পারলে মন্দ হত না। আমি হতাম লাবন্য। হ্যাঁ শেষের কবিতার লাবন্য বা গোরা উপন্যাসের সুচরিতা। নৌকো-গলার ফুলহাতা ব্লাউজের সঙ্গে নকশি পাড়ের দেশি তাঁতের শাড়ি। মাঝখানে সিঁথি করে লম্বা বেণি। কপালে ছোট টিপ, কানে দুল, গলায় চিকন চেইনে ছোট্ট লকেট আর হাতে দুগোছা চুড়ি। এমন সাজেই হয়ে উঠতাম আমি লাবণ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার লাবণ্য।

ভাবতে অবাক লাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই কোন আমল থেকেই কি ফ্যাশন সচেতনটাই না ছিলেন! তার সেই ফ্যাশন সচেতনতা ফুটে উঠেছিলো তার উপন্যাস আর ছোটগল্পের নায়িকাদের সাজপোশাকে। তবে তুমি আবার জুড়ে দিলে থিম। এখন এই থিম যদি বলো তো তার গান কবিতায় প্রেম এবং বিরহ থিমটাই মনে হয় আমার ভেতরে বেশী প্রভাব ফেলেছে। সারাজীবন আমি তাই তাহারও বিরহে রয়েছি বিলীন তাহাতে করেছি বাস। সেই থিম নিয়েও গুরু গম্ভীর চিন্তাভাবনা নিয়ে আসছি একটু পরে। :P

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

শায়মা বলেছেন:

আসলে রবীন্দ্রনাথের কোন থিমটিতে আমি আকৃষ্ট হয়েছি যদি বলো তো প্রথমেই আমার মাথায় আসবে প্রেম এবং বিরহ আর শুধু তাই নয় সেই প্রেম ও প্রেমের আঁকুতির মাঝে রবিঠাকুরকে আমার বড় নিসঙ্গ লেগেছে। প্রেম যে এক অধরা কিছু বা পরিপূর্ণ প্রেমের আশা যে শতবার ভালোবেসেও মেটেনা তেমনি মনে হয়েছে আমার। আর ঠিক এমন কিছু ভাবনা বা নিজস্ব কিছু অনুভুতি যখন মিলে যায় বা মিলে গেছে আমার জীবনে তখনই আমি মুগ্ধ হয়েছি প্রভাবিত হয়েছি রবিঠাকুর দ্বারা।

রবিঠাকুরের গান ও প্রেমে কিংবা বিরহে আমার মনে হয়েছে দেহের তুলনায় মানসিক এবং আধ্যাত্মিক যোগাযোগ ছিলো অনেক বেশি।তিনি নারীদেহের সৌন্দর্যের প্রশংসা করেননি, তা দিয়ে আকৃষ্ট হননি, তা নয়, অথবা প্রেমের সঙ্গে দেহের যোগাযোগ নেই এমন অসম্ভব কথাও তিনি বলেননি। একেবারে প্রথম যৌবনে লেখা শেষ চুম্বন টাইপ কবিতায় নারীদেহের প্রতি তাঁর আকর্ষণ সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে আবার বেশি বয়সে লেখা 'বিজয়িনী'র মতো কবিতায় দৈহিক সৌন্দর্য কাটিয়ে তাকেও তিনি নৈর্ব্যক্তিক করে দেখেছেন। সৌন্দর্যের কাছে দেখতে পাই দেহের পরাজয়। যাইহোক...

দেশে বিদেশে বহুবার প্রেমে পড়েছিলেন তিনি আর তাই হয়তো বিরহ যাতনাটাও তার লেখার এত ব্যাকুলভাবে প্রকাশ পেয়েছে। কাদম্বরী দেবীর মৃত্যুর পরে রবীন্দ্রনাথের ভালোবাসা অক্ষয় ছিলো যতদিন তিনি নিজে বেঁচে ছিলেন। কতো গান, কতো কবিতায় তাঁর এই ভালোবাসা ভাস্বর হয়ে আছে।

মনে কি দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঝে
যেতে যেতে দূয়ার হতে কি ভেবে ফেরালে মুখ খানি
কি কথা ছিলো যে মনে মনে ......

এ গানটি নাকি বৌদিকে নিয়েই লেখা। বৌদি আত্মহত্যার কিছু আগে রবিঠাকুরের ঘরে এসেছিলেন। রবিঠাকুর তখন লেখালিখিতে মগ্ন । মুখ তুলে চেয়েছিলেন । জানতে চেয়েছিলেন কি কথা তার সাথে? বৌদি কিছু না বলে হেসে ফিরে গিয়েছিলেন ....আর তাই কখনও জানা হলো না তার কি কথা ছিলো সেদিন তার মনে.....

বারেক তোমায় শুধাবারে চাই...
বিদায় কালে কি বলো নাই?
সে কি রয়ে গেলো গো
সিক্ত যুথীর গন্ধ বেদনে মনে মনে .....

এই আঁকুলতা, এই ভালোবাসা এর চাইতে আর কে কিভাবে পারে প্রকাশ করতে?

বৌদির মৃত্যুর দুদিন পরঐ রবিঠাকুর বাগানে বসেছিলেন। এক ঝলক হাওয়া ছুঁয়ে গেলো তাকে। কবি লিখলেন,

আমার প্রানের পরে চলে গেলো কে?
বসন্তের বাতাস টুকুর মত....
সে যে চলে গেলো বলে গেলো না সে যে কোথায় গেলো ফিরে এলো না ........

রবিঠাকুরের মনে হয়েছিলো। বৌদিই বুঝি মৃত্যুর পরেও তাকে বাতাস হয়ে ছুঁয়ে গেলো। লিখতে গিয়ে কান্না এসে যাচ্ছে ভাইয়ু। বাকী কথা পরে হবে। :(

৪১| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

গেম চেঞ্জার বলেছেন: @জিনি ভাই,
কবিতা নিয়ে আমার ভাবনা শেয়ার করবো। তবে প্রথম দুই স্টেটমেন্টের রেসপন্স এখানে দেওয়া ঠিক হবে না.......... 8-|

;) :)

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: করো করো শিঘ্রী করো ভাইয়ু!!!!! :)

৪২| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মনের দুঃখে বনে যাবো। আমি যে,দুলাইন লিখলাম সেটা কেউ বিশ্লেষন করলোনা ............

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫১

শায়মা বলেছেন: বনে!!!!!!

না না বনে যেওনা!!!!!

বন জঙ্গল কেটে সাফ করার পরিকল্পনা চলছে। শেষে কাটতে কাটতে বাঘভাল্লুকের সাথে কই পালাতে হয় কে জানে!!!!!!!! :( :( :(

৪৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৯

পাকাচুল বলেছেন: শেষ পর্যন্ত পাসওয়ার্ড মনে পড়েছে।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৪

শায়মা বলেছেন: যাক ভাইয়া!!!!!!


শেষ পর্যন্ত আমাদের কবিতা পড়তে আসা হলো !!!!!!!!! :)

৪৪| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪০

রেজওয়ান তানিম বলেছেন: @জেন রসি,

আপনি যে প্রশ্ন করেছেন এইসব প্রশ্ন বিষয়ে আমি অনেকগুলো প্রবন্ধ, নিবন্ধ ও মতামত লিখেছি বিভিন্ন জায়গায়। সমস্যা হচ্ছে, এই কমেন্টের ঘরে অল্প কথায় কি করে যে উত্তর দেব, জানি না। তবুও বলি।

বিচ্ছিন্নতাবোধ বা যাই বলুন না কোন, এগুলোর শুরু আসলে আধুনিক কবিতার চর্চার শুরু থেকে। মোটামুটি রোম্যান্টিক কাব্যধারার পতনের পরেই এর শুরু। এই যে জীবন ক্রমশ যান্ত্রিক হচ্ছে, মানুষ ক্রমশ গ্রাম ছেড়ে শহরমুখি, পরিবারগুল ভেঙে ছোট হচ্ছে, বিবাহবিচ্ছেদ ও অন্য আরও অনেক কারণেই আমাদের মধ্যে একধরণের বিচ্ছিন্নতাবোধ জন্ম নিচ্ছে। এত অল্প কথায় এগুলো ব্যাখ্যা করা মুশকিল, তবে অনেকটা এইরকমই। আপনি দীপ্তি ত্রিপাঠী'র আধুনিক বাংলা কবিতা বইটা যোগাড় করতে পারেন। ওখানে শুরুতে ইজম বিষয়ক বেশ বড়সড় প্রবন্ধ আছে, আর আমি আশা করি সামনে এই বিষয়ক কিছু লেখা ব্লগে দেব।

আর আমার এই সাক্ষাৎকারটা পড়তে পারেন, হাতে সময় থাকলে। আমার কবিতাভাবনা কিছু হলেও জানা হবে হয়ত - Click This Link

পাকাচুলকে দেখে আনন্দ পেলাম, কেমন আছেন ? আর শায়মা'র কবিতা ভাবনা নিয়ে রসি যা বললেন তাতে আমি একমত না, শায়মা রোম্যান্টিক ঘরানার লেখা লেখে ঠিক আছে কিন্তু রবীন্দ্রনাথের মত না, রবিঠাকুর তার প্রিয় কবি কিন্তু সে অর্থে অত বেশি প্রভাব নেই। ঠাকুরের রোম্যান্টিক আধ্যাত্মচেতনা শায়মা'র নেই।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: কে বলছে!!!!!!!

দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা!!!!!!!

রবিঠাকুর আমার একমাত্র প্রেমিক।:)

তার ভাবনা চিন্তায় প্রভাবিত হতে চাই!!!!!!!! :((

৪৫| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!:)

৪৬| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার আয়োজন । সুন্দর + শায়মার আবৃত্তি বেশি ভাল লাগলো ।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!!!!!!!!

কেমন আছো???

কোথায় আছো???

৪৭| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫০

শূণ্য মাত্রিক বলেছেন: কিছু মানুষ থাকে আলাদা একচুয়ালি যাদেরকে কবিতার ভক্ত বলে, আমি ওদের মধ্যে একদমই নয়। কিন্তু মিউজিক করতে এক সময় মনে হল গান লিখি, দু একটা লিখতে লিখতে কবিতার দিকে আগ্রত জন্মায়। কিন্তু পড়লাম বিপদে, রবীঠাকুর আমি নিতে পারছিলাম না। ইভেন এখনো পারিনা, ব্যার্থতা স্বীকার করছি। কিন্তু ইদানিং অনেকের কবিতা পড়ি, আমার বেশ ভালো লাগে। যেখানে শহর, শহরের মানুষ, তাদের জীবনবোধ, মধ্যবিত্ততার গল্প খুব সুন্দর ভাবে থাকে। আসলে বব ডেলান, অঞ্জন দত্ত শুনতে শুনতে বড় হয়েছি, আমার চিন্তাধারাও খানিকটা ঐ শহুরে কল্পকথা কেন্দ্রিক হয়ে গেছে। গ্রাম, নৌকো, কৃষকের কর্মব্যাস্ততা এগুলা ঠিক আর ভিতরে আসতে চায় না, যদিও জীবনানন্দ অত্যন্ত ভালো লাগে।

আমি অবশ্যই আপনাদের কবিতা মূল্যায়ন করবার যোগ্য না, আর সেজন্যই বেশ কিছু ব্যাপার আমি ফিল করতে পারিনি। কিন্তু যতটুকু পেরেছি এটুকু উপলব্ধি করতে পারি আপনারা সাধারনের দলে নন। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। :)

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: বাপরে!!!

এমন মন্তব্য!!

ভয় পেয়ে গেলাম ভাইয়া???

শুনো আমার কবিতাও খুবই সহজ সরল কিন্তু তানিমভাইয়া হলো কবিদের মাঝে জিনিয়াস। তাই এই হাইথট কবিতা একটু তোমার দূর্বোধ্য ঠেকেছে। আমি খুবই সহজ সরল কবি মানে কবি নামের অকবি। যদিও অনেকদিন কবিতা লিখিনি এই নিকে তবে আমার পুরোনো কবিতাগুলো ড়লেই বুঝতে যে ১২ বছরের বাচ্চারাও তা বুঝবে! আমিও শহুরে টাইপ। কেটে ফেললেও গ্রামের কিছুই লিখতে পারবোনা। তবে আমার গ্রাম খুবই ভালো লাগে। গ্রাম মানেই ছবি আঁকার খাতায় আঁকা ছবি।

তবে এই কবিতাটা চ্যালেঞ্জিং ছিলো তানিমভাইয়ার সাথে একটু এক হাত নেওয়া আর কি।

অনেক ভালো থেকো ভাইয়া। অনেক ভালোবাসা।

৪৮| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৯

আরণ্যক মিঠুন বলেছেন: অসাধারণ মিশেল।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:২৩

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।:)

৪৯| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতা-আবৃত্তি কম বুঝি। আসলে বুঝিই না। তাই মন্তব্য থেকে বিরত থাকলাম।

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: হায় হায় ! কি বলো !!!!!!!!!!!! :( :( :(


কিন্তু মন্তব্য তো ঠিকই করে ফেলেছো ভাইয়া!:)

৫০| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯

প্রামানিক বলেছেন: আবৃত্তিকার তাশমিন নুর কি নোয়াখালির তাশমিন নুর?

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: তা তো জানিনা ভাইয়া!!!!!!!! ওকে এইবার জেনে নেবো!!!!!!!!


তো আবৃত্তিকার তাশমিন আপুরটা শুনলেই চলবে!!!!!!!!!!


আমাদের যুগল কাব্য কে শুনবে????

৫১| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: মাথার উপর দিয়ে গেল না নিচ দিয়ে গেল বুঝতে পারলাম না। মনে হচ্ছে নিউরন ছেদ করে বেড়িয়ে গেছে।
এতো কঠিন কেন????

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: হা হা হা

এই কথা তুমি বললে চলবে ভাইয়ু!!!!!!!!!!!!

তুমি হলে জিনিয়াসদের একজন! তোমার কাছে কঠিন বলিয়া কিছুই থাকিতে পারেনা!!!!!!!!!!


কখনও না!!!!!!!!!!!!!! :)

৫২| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩২

সামিয়া বলেছেন: চমৎকার লাগলো কনসেপ্ট টা আর কবিতা তো অসাধারন।।

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!! :) :) :)


অনেক অনেক ভালোবাসা!!!!!!!

৫৩| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭

অদৃশ্য বলেছেন:



ভেবেছিলাম চার দিনে চার অংশ পড়ে ফেলবো, কিন্তু আজকেই সবটুকু পড়ে ফেললাম... আমার কাছে যৌথ কবিতা মানে হলো একটি কবিতা আরেকটি কবিতার ভেতরটাকে ছুঁয়ে যাবে... অথবা দু'জনের মনঃস্তাত্ত্বিক বুঝাপড়াটা হতে হবে চমৎকার... কবি বা সাহিত্যিকের ফিলিংস তৈরি করবার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়না, ভাবনার ভেতরে ঢুকে যেতে যতটুকু সময়...

দু'জনের লিখাতেই আশা ও হতাশার দেখা পেলাম... তবে হতাশায় তানিমের তীব্রতা অধীক... এখানে বলতেই হচ্ছে তানিমের গভীর ভাবের সাথে শায়মাপুনির ভাবটুকু লিখায় কিছুটা জটিলতা সৃষ্টি করেছে... একজন আরেক জনকে ছুঁয়ে যেতে পারেননি অথবা পাঠক হিসেবে আমি অন্তত সেই তৃপ্তিটুকু পাইনি... অথবা মোহনিয়া হলোনা...

আমি পাঠক হিসেবে লিখাগুলোকে আলাদা আলাদা ভাবতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম... এভাবেই বললাম, কেননা তানিমের লিখা আমি পছন্দ করি আর শায়মাপুনির লিখাও... দু'জনই শৈল্পিক জ্ঞান রাখেন যথেষ্ট ও অভিজ্ঞ... অডিওটা এখনো শুনিনি... শুনে ফেলবো...

তানিম ও শায়মাপুনির জন্য
শুভকামনা...

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৭

শায়মা বলেছেন: হায় হায় হায় কি বলো ভাইয়া!!!!!!!!!!!


ওকে ওকে আরও ছুঁয়াছুঁয়ি লেখার ট্রাই করবো এর পরেরবার.... :) :) :)

আর অডিওটা শোনো শিঘরী!!!!!!!

৫৪| ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

অদৃশ্য বলেছেন:



তবে সব থেকে বড় কথা হলো আপনারা যে কাজটুকু করলেন তা অবশ্যই প্রশংসনীয়... এটা দারুন এক প্রচেষ্টা... যেহেতু এটাই আপনাদের প্রথম তাই শুরুটা কিছুটা এদিক ওদিক হতেই পারে... আমার বিশ্বাস আপনারা দ্বিতীয়বার যৌথ কবিতা লিখলে এর থেকে পরের লিখাটা আরও অনেক সুন্দর হবে... যদিও আমি কিছু আগেই বললাম ফিলিংস তৈরির জন্য অনেক সময়ের প্রয়োজন হয়না, তবে কিছুটা সময়ের প্রয়োজনতো অবশ্যই... যতক্ষন না আপনারা সেই ভাবের ভেতর ঢুকতে পারছেন...

আবারো শুভেচ্ছা দু'জনকেই, সাথে
শুভকামনা...

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩০

শায়মা বলেছেন: হায় হায় তাইলে তো দূর দেশে বসে বসে আর লেখা যাবেনা ভাইয়া!!!!

তানিমভাইয়ার স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষা করিতে হইবেক!!!!!! :) :) :)



অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!

এত কষ্ট করে এত সুন্দর চিন্তাশীল মন্তব্যের জন্য!

নেক্সট টাইম অবশ্যই মাথায় রাখবো তোমার কথাগলো।:)

৫৫| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৩

আহমেদ জী এস বলেছেন: শায়মা ,




জীবন যেখানে পাক খেয়ে চলে হরেক জটিলতায় , সময় যেখানে ভীষন আক্রা , আবেগ যেখানে ধুঁয়ে মুছে যায় নৈমিত্তিকতার বৈরী ঢেউয়ে ; সেখানে প্রানের এই আবেগকে বিনিদ্র ছায়াপথের উজ্বল জ্যোতিষ্কের মতোই জ্বলতে দেখা গেলো ।

সহ-ব্লগার এডওয়ার্ড মায়া ঠিকই বলেছেন - সব কবিতার আবৃত্তি হয়না । আবৃত্তি করার মতো কিন্নরী শরীর নেই এখানে যে তার দুলুনিতে তরঙ্গ উঠবে তালে-লয়ে-ছন্দে । আবৃত্তির জন্যে এমন কবিতা মানানসই নয় । খুব দুরূহ একটি কাজ করেছেন সন্দেহ নেই ।

সন্দেহ নেই , কবিতায় উদিত রৌদ্রের রাগও ছড়িয়ে গেছে অবলীলায় । পৃথিবীর এত কোলাহলের মাঝেও কবিতাটি কারো চিবুক ছুঁয়ে দিয়ে গেছে কিছু প্রেমে । সেখানে পেঁয়াজের স্তরে স্তরে চোখের জল মিশে থাকলেও মিলনের সুরে দুটি সারসপাখি , বিপাশার তীরে বাধা পড়েছে ।

তবে আবৃত্তি বেহায়া শঙ্খের মতো যেন বেসুরো বেজেছে । শব্দ ও বাক্যের ভাবের সাথে ভয়েস ম্যডিউলেশান ঠিক হয়নি মনে হয় । আবেগের উত্থান-পতন নেই , ফ্লাট টোনে প্রায় পুরো কবিতাটি-ই আবৃত্ত হয়েছে । আমি নিজে আবৃত্তির “অ” ও জানিনে তবুও আমার কানে ঠিকমতো যেন ধ্বনিত হয়নি এর আবেগটুকু ।আমি নাদান বলে হয়তো !

তবে অনেক দূর দূর থেকে দুটি মানুষ নির্ঝরের মতো রিনিঠিনি ঝংকার তুলে গেছেন, তাই-ই বা পারে ক’জনা !
রেজওয়ান তানিম ও শায়মা হক এর পুরো প্রশংসার হকদার ।

এ প্রশংসায় গেম চেঞ্জারকে বাদ দিলে অকৃতজ্ঞ হতে হয় । তাই তাঁকেও সাধুবাদ, ব্লগের সুন্দর বাগানটিকে জল ঢেলে নিয়ত তরতাজা করে রাখেন বলে ।

শুভেচ্ছান্তে ।


১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৪

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!

তোমাকে আমার বাড়ির দিকে আসতে দেখেই আমি টেবিলের তলায় লুকাইসিলাম!!!!!!!!!!! :( :( :(

:P

এখন বের হয়ে আসলাম!

আবৃত্তি তো আসলে প্রথমে ভাবনায় ছিলো না। কবিতাই ছিলো। আমি আবার অতি অতি অতি রঞ্জিত সাজুগুজু লাইক করি তো তাই ভাইয়াকে বললাম আবৃতি করতে!!!!! এটা আবৃতির কবিতা হোক না হোক নো চিন্তা ছিলো!!!!!!!! :)


(তবে আবৃত্তি বেহায়া শঙ্খের মতো যেন বেসুরো বেজেছে । শব্দ ও বাক্যের ভাবের সাথে ভয়েস ম্যডিউলেশান ঠিক হয়নি মনে হয় । আবেগের উত্থান-পতন নেই , ফ্লাট টোনে প্রায় পুরো কবিতাটি-ই আবৃত্ত হয়েছে । আমি নিজে আবৃত্তির “অ” ও জানিনে তবুও আমার কানে ঠিকমতো যেন ধ্বনিত হয়নি এর আবেগটুকু ।আমি নাদান বলে হয়তো ! )

আমি হাসতে হাসতে মারা গেছি!!!!!!! এই কাঠিন্য কবিতায় আর কত আবেগ দেবো বলো!!!!! :( :( হাইথট প্রেমভাব আনতে তাই মনে হয় টোনও ফ্লাট হয়ে গেছে ! হা হা হা

তবে সব কিছুর পর মজাটাই আসল ছিলো। তানিমভাইয়া গেমু ভাইয়া সবাই মিলে মিশে গান গাওয়ার মত আর কি!!!!!!

মানুষ বলে আমি নাকি ঝড়ের গতীতে টাইপ করি আর তুমি কিসের গতীতে এত বড় বড় কমেন্ট লেখো ভাবছি!:):):)


তবে এত অল্প সময়ে এত কিছু খেয়াল করে ফেলার জন্য আর সুন্দর সাজেশনের জন্য থ্যাংকস আ লট!!!!!! :)


৫৬| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

সুলতানা রহমান বলেছেন: আপু, ভাল্লাগছে আবৃত্তি।

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

শায়মা বলেছেন: হায়রে আপুনি!!!!!!!!!!!

কত মানুষ কত বলে গেলো!!!!!!!!!!!!

তুমি কই ছিলা!!!!!!!!!!!!!!!!!!!!!! :((

৫৭| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ও যুগল আবৃত্তি ভাল খুবই লাগল ।
কবিতাগুচ্ছ খুবই উচ্চমার্গের ভাবনা সমৃদ্ধ
আবৃত্তি সংযোজনা , পশ্চাদ আবহ মুর্ছনা
সে সাথে কথামালার উচ্চারণ সমাহার
দিয়েছে আরো উচ্চমাত্রিকতা কবিতার।
কবিতা পাঠে বিলম্বে এসে মিটালো
মনের কিছু আশা, জানা যে হলো
কবিতা মুল্যায়নের অনেক ভাষা।
মনে হল যেন কবিতা অনুভবের
এনসাইক্লোপেডিয়া দিয়েছে
ধরা হাতের একেবারে কাছে ।
ভাল থাকার শুভেচ্ছা রইল
এ সাথে ।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: ভাইয়া

যাক অবশেষে আমাদের প্রিয় জ্ঞানী ভালোমানুষভাইয়াকে প্রেম কাব্য পড়ানো শোনানো ও কিছু বলানো হইলক!!!!!! :P

৫৮| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আপুমনি ।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

শায়মা বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া!!!!!!:)

৫৯| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: গত দুদিন থেকে আমার কমপিউটারে জানি কি হয়েছে , সামু খুব স্লো হয়ে গেছে । দুপুরে তোমার প্রতিউত্তরে মোটামোটি বড় একটি লিখা লিখে সাবমিট বাটন চাপ দেয়ার পরে সেই যে চাকা ঘুর্ণী শুরু হল ৫ মিনিট ধরে ঘুরতে ঘুরতে শেষে নিয়ে গেল হোম পেজে ,সেখান থেকে এসে দেখি যা লিখেছিলাম কিছু নেই , মনের দু:খে শুধু ধন্যবাদ লিখে চলে গেলাম । এছাড়া রাতে বনসাই এর উপরে সচিত্র একটা পোষ্ট দিয়ে প্রিভি্‌উ সাবমিট বাটনে চাপ দেয়ার পরে দেখি অন্য একটি অপসন আসছে, সেটা ফলো করতে গেলে লিখাটি চলে যায় ড্রাফটে । সেখান হতে ফিরিয়ে এনে দেখি বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন লেখ্ার মধ্যে । গভীর নিশীতে ঘুম ডুলু ডুলু চোখে সেটা মেরামত করা বেশ কস্ট সাধ্য ছিল । যাহোক কোন মতে পোস্টটি দিতে পেরেছি । আমার বাসায় থাকা অন্যান্য পিসি ও লেপটপ থেকে দেখেছি একই অবস্থা , এটা কি গত কদিন থেকে সবার জন্যই হচ্ছে কিনা জানিনা , অন্য কারো যদি এ ধরণের সমস্য্ না হয়ে থাকে তাহলে আমার মনে হয় আমার ইন্টারনেট সিসটেম আরো আপগ্রেড করতে হবে । একটু জানালে খুশী হব ।
ধন্যবাদ, শুভেচ্ছা রইল।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: না ভাইয়া ! আমার তো সব কিছু ঠিকঠাক আছে। হায় হায় তোমার এত কষ্ট করে লেখা পোস্ট, কমেন্টের এই অবস্থা! তোমার কাছে ধৈর্য্যের দীক্ষা নিতে হবে। তুমি কম্পিউটার ঠিক করাও ভাইয়া।

৬০| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপুমনি বিষয়টিকে সেভাবেই দেখব । বেটাকে মনে হয় ডাক্তার দেখাতে হবে । দেখব আর দুটো দিন ,ইন্টারনেট পাওয়ার ফ্লাকচুয়েশনের জন্য হয়েছে কিনা, তারপর ডাক্তার দেখাবো ।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪০

শায়মা বলেছেন: ইন্টারনেট কানেকশনেও প্রবলেম হতে পারে ভাইয়া!!!! ভালো থেকো অনেক অনেক!:)

৬১| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুপরামর্শের জন্য । তুমিও ভাল থেকো আপু ।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৯

শায়মা বলেছেন: :) :) :)

ওকে!!!!!!!

৬২| ২২ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্ট আর কমেন্টে
ভারি ভারি কথা সব;
দুনিয়ার কবিদের
শুরু হেথা কলরব।

কেউ ঝারে ফিলোসফি
কেউ ঝারে কাব্য;
শোনে-পড়ে ঘোরে মাথা
দু'হাতে তা চাপবো।

কি যে কয় অংবং
বাংলাতে যেনো গ্রীক;
ধোঁয়া ছুটে ভুসভুস
পালাতে পাইনে দিক।

আরিবাবা কবিগণ
বুঝনা ক্যা সুজা কথা;
তোমাগো এ হিজিবিজি
বুঝতেও লাগে মাথা।

আমি বাপু অভাজন
কথা কই পষ্ট;
ক্যাঁচক্যাঁচ শুনে শুনে
মাথা মোর নষ্ট।

পোষ্ট ছেড়ে এক ক্লিকে
যেই শুনি আবৃতি;
আহা আহা মধু মধু
রসে ডুবো আমৃতি।

তামিম ভায়ার পাঠ
পুরোটাই জাদু;
মন থেকে এলো বোল
সাধু আহা সাধু।

আপুনিরে কবো কিগো
কিন্নর কন্ঠি;
আবেশে হারালো মোর
বান্দর মনটি।

ইহারে ব্লগিং কয়
পোষ্ট যেনো ধ্রুপদি;
আবৃতির সেরা জুটি
শুনেছি যা এ অবধি।

গেমুরেও মেনি থ্যাংকস্‌
সে একাই একশো;
ব্যাকগ্রাউন্ড মিউজিকে
ভালো লাগে সেক্সো।

এই হলো একুনে
কথকতা মোর;
যা বুঝেছি দিনু কয়ে
এটুকুনি দৌড়।

শেষ কথাঃ
@গেমু:-
গেমু তুইও শেষকালে
গেলি নীচে নেমে!
লিখছিস কোবতে
পড়ে নারী প্রেমে!!

@জেন রসিঃ
কবিতার বায়োপসি
করলে যা চুলচেরা;
চোখ বুজে কয়ে দিনু
তুমি
মোর দেখা কবি সেরা। ;)

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০২

শায়মা বলেছেন: হা হা ভাইয়া হেসে মরি
অং বং গ্রীক! :P
এই ছিলো তোমা মনে
ধিক ওরে ধিক! X((

আবা বলো হিজিবিজি
ধোঁয়া ভুসভুস X((
এবারে বোঝাবো তবে
ছুটাবো যে হুশ! X((

মাথা লাগে তাই না না
তবে ওটা কি?
ধুমসো শরীর পরে
গোলগাল ঘি ( ঘি মানে এখানে তোমার মাথা :) )

মোটা মাথা মাথা মোটা
আসলেতে এই কথা
তাই তো সে বুঝে না তা
ঠিক বলেছি!!!!!!!!!



হা হা হা হা


যাক তবু বাঁচলে যে আবৃতি শুনে
কিন্নরী বিন্নরী লাগলো যে মনে। :)
লাভ ইউ ভেরি মাচ মেনি মেনি থ্যাংকস
চিনা গার্ল ফ্রেন্ডটাকে চ্যাং চুং চ্যাং!!!!!!!! :) :) :)



৬৩| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২২

তানজির খান বলেছেন: আপনাদের আবৃত্তি শুনছি মন্তব্য করছি। সবকিছু দুর্দান্ত

২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!! :) :) :)

৬৪| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

গেম চেঞ্জার বলেছেন: @কি ককরি

গেমুরেও মেনি থ্যাংকস্‌
সে একাই একশো;
ব্যাকগ্রাউন্ড মিউজিকে
ভালো লাগে সেক্সো।

এই হলো একুনে
কথকতা মোর;
যা বুঝেছি দিনু কয়ে
এটুকুনি দৌড়।

শেষ কথাঃ
@গেমু:-
গেমু তুইও শেষকালে
গেলি নীচে নেমে!
লিখছিস কোবতে
পড়ে নারী প্রেমে!!



হু হা হা হা
আমি নাকি প্রেমে পড়সি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ললজ!!

ব্যাকগ্রাউন্ড মিউজিকে সেক্সো লাগে!!!!!!!!!!!!!!ওউ!!!!!!!!!!!!!!!!!!!!!! কি বলে এই পাজি ছোঁকড়আআআআআআআআআআ!!!!!!!!!!!!!!!!!!

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: গেমুভাইয়ু!!!!!!!!

এই সেক্সো সেই সেক্সোনা ...... সেক্সোফোন মিউজিক....:) :) :)

https://www.youtube.com/watch?v=irLnQWQGPQQ


হায়রে প্রেমে পড়লে জিনিয়াস ভাইয়াদের মাথায় কই থেকে কি ঘুরে!!!!!

৬৫| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

গেম চেঞ্জার বলেছেন: @জিনি
কবিতা নিয়ে আমার ভাবনাঃ
কবিতা হলো ভাব প্রকাশের শিল্পকর্ম। সাধারণত মনের ভাব প্রকাশের জন্য আমরা কোনও ছন্দ/শব্দচয়নে শৃংখলার তোয়াক্কা করি না।
সেই কবিতা কবিতা নয় যেখানে নুন্যতম একটি কাঠামোর আবরণে এই শব্দ-শিল্পকে ধারণ করা না হয়! কবিতা আসলে এমন কোন উপায় যেখানে অসংখ্য ভাবকে একটি চরণ দিয়েও প্রকাশ করা সম্ভব হয়ে পড়ে। :)
এক্ষেত্রে আমি মনে করি, ফাইল কম্প্রেস করে জিপ করে ফেলার মতোই একটা ব্যাপার এটা। হা হা হা
কবিতা কোন যেনতেন কোন শিল্প বললেও তা মনে নেয়ার মতো নয়। এর উন্মেষের পেছনে পারিপাশ্বিকতার গভীর এক পরোক্ষ ব্যাপার স্যাপার। জিজ্ঞাসু মনন সেই অবগুন্ঠিত বোধকে চিহ্ণিত করেই শব্দমালা সাজান।
কবিতার ইতিহাসের যে পরিক্রমা তার শিল্পকর্মই আজ আধুনিক, উত্তরাধুনিক চেতনার ঐশ্বর্য নিয়ে সদম্ভে নিজেকে তুলে ধরতে পারছে।
এখন আসি আমাদের বাংলা কবিতা নিয়ে। বাংলা ভাষা পৃথিবীর মধূরতম ভাষা। আর এটা এই জায়গায় পিছিয়ে থাকবে এমনটি কেন হবে? রবিঠাকুরের গীতাঞ্জলী'র কথা নতুন করে আর কি বলবো!! :) তাছাড়া মাইকেল মধূসুদনের কর্ম!! সেও কম কী?
আসলে সময়ের পাল্লায় বিশ্বসাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের সংযোগও দিনে দিনে দৃঢ় হয়ে উঠেছে। বিভিন্ন মাত্রার আঙ্গিকে ব্যক্তি অনুভূতির জটিল ও দুর্বোধ্য প্রবণতা ভাষার মানচিত্রে শব্দের গাঁথুনিতে অসাম অসাম সব কাজ হয়েছে। তবে এ সত্যি বাংলা সাহিত্যের মতো কবিতাও গ্রাম বাংলার নিঃসর্গচেতন পরিবেশ থেকে ধীরে ধীরে চলে আসছে ইট বালু সিমেন্টের সভ্যতার পরিবেশের দিকে।
সামনে হয়তো আরো ভাল কিছু অপেক্ষা করছে!! যদিও ঈদুরের ছানা বৃদ্ধির মতো অমননশীল কবিতার আধিক্যও দেখতে হচ্ছে কিন্তু একটা সময় সেগুলোর প্রভাব কমে আসবে বলেই আশা করছি!!!
যারা যারা কবিতা লিখছেন, তাঁদেরকে অনুরোধ করবো- সময় নিয়ে সর্বোচ্চ যত্ন সহকারে আপনার সৃষ্টিকর্ম আমাদের কাছে তুলে ধরুন। :)

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

শায়মা বলেছেন: |-)

আপাতত গান গাই!!!!!!!!!

একটু পরে আসছি!!!!!!!!!!!!!!! গিয়ান গর্ভ আলোচনায় অংশ নিতে। কবিতার সাথে ইন্দুরের ছানা হা হা হা হাসছি।

কেনো হাসছি জিনিভাইয়া উত্তর দাও !!!!!!!!! :P

৬৬| ২৪ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৩৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: গেমুভাইয়ু!!!!!!!!

এই সেক্সো সেই সেক্সোনা ...... সেক্সোফোন মিউজিক....:) :) :)

https://www.youtube.com/watch?v=irLnQWQGPQQ


হায়রে প্রেমে পড়লে জিনিয়াস ভাইয়াদের মাথায় কই থেকে কি ঘুরে!!!!!


প্রেমে পরে গেছে ক্ষয়ে
গেমুটার খুপরি;
দ্যাওনাগো আপু তারে
দু'ডজন থাপড়ি।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: না না দেওয়া যাবে না যে তাকে কোনো শাস্তি
ফান করে রাগিয়েছি ছিল তাহা মাস্তি
জিনিয়াস ভাইয়াটা জানে না তা ভেবোনা
ঢং করে বং লেখে সে কথা কি জানোনা?
জেনে বুঝে তাকে আমি দিলাম সে খোঁচা
খোঁচা খেয়ে ভেউ ভেউ নাক তার বোঁচা।

আসলে গোপন কথা আছে কানে কানে
ভাইয়াটা ইদানিং যেন কার টানে
চুপ করে ডুব দেয় হারায় সে কোথা
মাঝে মাঝে দেখা যায় ঝাঁকা চুল মাথা
চুল ধরে টেনে বলি কথা ছিলি বল?
আমতা আমতা করে চোখ ছলছল।

বুঝি বুঝি সবই বুঝি প্রেম রোগ জ্বরে
হয়েছে সে কাবু তাই ভুল করে মরে।
যেথা যায় দেখে তার আঁখি,নাসি, কান
কেশ ঢাকা তবু দেখে আকুলি পরান।
মিউজিক হয়ে যায় তার কটি তনু
তুমি ঝানু বদমাশ তবু বুঝোনা তা মনু!!!!!!!! X((





:P

৬৭| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা সম্পর্কে জ্ঞান কম,
তাই মাথার উপ্রে দিয়া গেছে। :(
চুপ থাকাই শ্রেয়।

কারণ,
এত সব কবির মাঝে আমি সাধাসিধে মানুষ,
সাধারণ চলি,উড়াই না রঙের ফানুষ।
সবার মাঝেই বেঁচে থাকুক কবির প্রতিভা,
এই আশায় শেষ করলাম আমার"অনু-কবিতা"

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২

শায়মা বলেছেন: হা হা অনুকবিতাও তো ভালোই হয়েছে ভাইয়া!!!!! :)

৬৮| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কবিতা তো আমাকে দিয়ে হবে না,গল্প লিখতে চাই,আপনার সাথে
সমস্যা থাকলে বাদ

২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

শায়মা বলেছেন: হা হা গল্প লিখবা?

আমি আবার লাভস্টোরী ছাড়া কিচ্ছু পারিনা ভাইয়া!:(

৬৯| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কোন সমস্যা নাই।রাজি,
তবে.,কি নিয়ে লিখবো???
লাভ স্টোরি তো অনেক রকম হয়

২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: কি নিয়ে আবার!!!! ভেবে বের করো......

তোমার জীবনের স্যাড লাভ মেমোরী বা হ্যাপী লাভ মেমোরী নিয়েও লিখতে পারো। ইউ হ্যাভ টু ডিসাইড ভাইয়ু!!!!!!!!:)

৭০| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৩

ইরফান হাকিম বলেছেন: আনেক সময় লেগেছে। পোস্টের পাশাপাশি প্রায় সবার মন্তব্য প্রশ্ন উত্তর পর্বের মত পড়েছি। ভাললাগল।

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: এত সময় ধরে মন্তব্যগুলাও পড়লে ভাইয়া?


হা হা হা

অনেক অনেক থ্যাংকস!!!!!:)

৭১| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: জল পড়ে পাতা নড়ে
কিউঁ তুমকো মনে পড়ে?

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

শায়মা বলেছেন: আষাঢ় শ্রাবন মানে নাতো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
কিউ হামকো মনে পড়েছে!!!!!!!!!

৭২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৩:২১

জেন রসি বলেছেন: ইন্দুর ছানার সাথে কবিতা।

এনালজি টেস্ট দেইখা স্মেলিং ইন্দুর ;)

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮

শায়মা বলেছেন: হা হা দিস ইজ ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :) :) :)

৭৩| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৩

স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমি কবিতা বুঝি না ক্যান?????

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৭

শায়মা বলেছেন: একশোবার পড়ো!!!!!

পড়ে পড়ে যা মনে হয় বুঝা নাও ভাইয়া!!!!!:)

৭৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৭

অরুনি মায়া অনু বলেছেন: ভাল লাগল কাব্যিক কথাপোকথন

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনিমনি!!!!!!!!! :)

৭৫| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪১

ডঃ এম এ আলী বলেছেন: নিয়ে অনেক আশার পালক
হাতড়াচ্ছে এই উড়ুউড়ু মন
ভেবেছিল এই বুঝি পেল
নতুন কোন লিখার ঝলক।
ছোঁয়া তার জাগল পরে
মন ছুটল মন্তব্যের ঘরে
ঘাঁটে ঘাঁটে কবির উত্তরে
ছড়া গুলি উড়িয়ে দিল
জোড়া কবিতার আচর।
তাই ভাল লাগা রেখে
গেলাম শুভেচ্ছার ভিতর

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া!!!!!!!!

কেমন আছো আমার জ্ঞানী, গুণী ও সহজ, সরল ভাইয়ামনিটা!!!!! :)

৭৬| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৪২

গাজী বুরহান বলেছেন: চোখ ভুজে দিলাম+++++++++++ :( এত ভাল্লাগছে।


৬২ নাম্বার মন্তব্য এবং তাঁর প্রতিউত্তর দেখে আমি বেহুশ

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!


থ্যাংক ইউ ভেরী মাচ
চোখ বুজে থ্যাংকস!!!!!:)

৭৭| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

বিপ্লব৯৮৪২ বলেছেন: আমি হারাইনি, হারিয়ে যাইনি।
অন্তত শায়মার জন্য হারাবো না।
আর যদি হারাই তাহলে শায়মাকে নিয়েই হারাবো।
কারন, যার অন্নপুর্না পর্যন্ত নেই, আছে শুধু শায়মা।
সে কি হারাতে পারে?
এখানেও পাবে মোরে.........

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২

শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া হাসতে হাসতে মরলাম!!!!!!!

অন্নপূর্ণা ভাইয়া তোমার আগমনে ধন্য হলাম!!!!!!!! :)

অনেক অনেক ভালো থেকো !!!!!!:)

৭৮| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪

দেবজ্যোতিকাজল বলেছেন: प्यार मीठा जहर है







ভালবাসা হচ্ছে মিষ্টি বিষ

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮

শায়মা বলেছেন: উপরে কি লিখছো ভাইয়া!!!!!!!! অং বং কং কিছু তো বুঝিনা!!!!!!!!:( :( :(


পরের লাইন বুঝছি!!!!!!!!!!!! :) :) :)


মোদের গরব মোদের আশা
আ মরি বাংলা ভাষা!!!!!!!!!!!

৭৯| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই ব্লগে ঢুকলে ক্লান্ত লাগে। চারদিকে এত প্রতিভা! নিজেকে চুনোপুঁটি তো দুরের কথা, নিজেকে স্পার্ম মনে হয় :((

৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২

শায়মা বলেছেন: হা হা হা

ভাইয়া

আমি হাসতে হাসতে মরে গেছি !!!!!!!!!!! :P

তবে অচিরেই সকল প্রতিভা লইয়া আমি .......... :) :) :)

৮০| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৪

জেন রসি বলেছেন: ফেবুতে দেখলাম গার্ডেন বানাইয়া পিক দিছেন! :P

তবে আফসোস একটাও ইন্দুরের গর্ত নাই ;)

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩১

শায়মা বলেছেন: গার্ডেনে তুমি ইন্দুর দিয়ে সর্বনাশ করতে চাও!!!!!!!!!!!!!!!!!!!!

তোমাকে ভালোমানুষ ভাবতাম!

আজ বুঝলাম তুমি কেমন মিচকা!!!!!!!!!! B:-)

৮১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সব প্রতিভা লইয়া কি করিবেন? বস্তায় ঢুকাইয়া নিয়া ভাগিয়া যাইবেন আমাদেরকে প্রতিভা শূন্য করিয়া?

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া!!!!!!!!!!!!!!


না ভাগলেও কিছুদিন নির্বাসনে যাবো ভাবছি!!!!!!!!! :)

৮২| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: কেনো? কেনো? কার উপর রাগ এত?
কবি নিরব থাকলে হামলা দিবো উত্তর পাওয়ার জন্য।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৬

শায়মা বলেছেন: রাগ হলে তো রাগ নিবারনের ব্যাবস্থা করেই ছাড়ি ভাইয়া!!!!!!!!! :)

অন্যকিছু আছে তো!!!!!!!!!


দাঁড়াও তোমাকে আমার আজকের ক্রিয়েশন দেখাই!!!!!! ইহা বানাইয়া আমি আপাতত প্রান ফাটা আনন্দে আছি এখন!!!!!!!!!:)

৮৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



অনেক নির্বাচিত শব্দের সংযোজনে হৃদয়স্পর্শী বাক্যের সুকাব্য

০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:১৪

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!


মরে গেছি তোমার কমেন্টে!!!!!!!!!!

তোমার কি আজ পূর্নজন্ম হলো নাকি!!!!!!!!!!!!! B:-)




থ্যাংক ইউ এত কষ্ট করে এই কাব্য পড়ার জন্য আর এত কষ্টের কমেন্ট লেখার জন্য!!!!!! :)


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!! :) :) :)

৮৪| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:১৯

জেন রসি বলেছেন: চাঁদগাজী বলেছেন:



অনেক নির্বাচিত শব্দের সংযোজনে হৃদয়স্পর্শী বাক্যের সুকাব্য


আমি জ্ঞান হারাব, মরেই যাব, বাঁচাতে.........!!!

কিডিং!!! :P

০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:২১

শায়মা বলেছেন: বাঁচাতে পারবে একমাত্র চাঁদগাজীভাইয়া এবং ভাবী।:)

৮৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:২৫

গেম চেঞ্জার বলেছেন: যাই বলেন, চাঁদগাজী ভাইয়ের কাছ থেকে এইরকম কিছুই আমি আশা করেছিলাম। ;) ;)

০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:২৮

শায়মা বলেছেন: ওলে!!!!!!!!

তুমি ভাইয়ার কবিগুরু নাকি!!!!!!!!


তাইলে তো এটাও গুরুমারা বিদ্যা!!!!!!!!!

তবে যতই চাঁদগাজীভাইয়াকে কবিতা শেখাও আমি কিন্তু ভুলছিনা!!!!!!!!:(

৮৬| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: আরেহঃ গাজী ভাইকে জাজ সবাই করতে পারেনা!! ;)

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: শুধু তুমি পারো তাইনা???????? :) :) :)

৮৭| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬

সোহাগ সকাল বলেছেন: সুখপাঠ্য। বড়ই ভালো লাগলো।

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সোহাগভাইয়া!!!!!!!!:)

৮৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:০৯

ডঃ এম এ আলী বলেছেন: মন চাইল দেখে আসি আপুমনি কি করছে
শুন্য হাতে ফিরে যেতে তো আসিনি
এবার কবিতার সাথে নিয়ে যাব ছবির
ভাললাগাটুকুও । তোমার কবিতার এ দুটু লাইনে এসে
হবে কি এই ফাগুনে, সোনাবিকেলে এক বনশালিখ টুপ করে
গাইবে গান চঞ্চুতে মেখে, ফিসফাস প্রেম আর অন্তিম অপেক্ষা!

এখানে তোমার দেয়া ছবির সাথে
Scott Fitzgetald এর কবিতার
কটি লাইন মনে পড়ে যায় অনায়াসে
সাথে উড়ে নিয়ে আসে একটি
পাখীর চঞ্চুর সাথে
বয়ে চলা কথা ও দৃশ্যমালা ।

When she saw him face
To face their eyes met
And brushed like birds’
Wings, after that
Everything was all right,
Everything was
wondereful ,she knew
that he was beginning
to fall in love with her

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

শায়মা বলেছেন: বাহ! বাহ! বাহ!!!!!


তবে আমার কাছে আরও সুন্দর পাখির চঞ্চু আর বনদেবীর ঠোঁটের ছবি আছে।

একটু খুঁজে এনে দেবো তোমাকে।:)

৮৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে দেখতে । একবার হিমালয়ে গিয়ে বনদেবীর পায়ের ছাপ দেখেছিলাম মাত্র ।
সেখানকার লোকেরা বলছিল বনদেবী নাকি অনেক বড় , তবে দেখতে খুব সুন্দর । রাত গভীরে আসে তাই সহজে সবাই দেখা পায়না । এবার বনদেবী দেখা হবে তোমার কল্যানে, চেয়ে আছি পথ পানে । :)

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: বনদেবীর পায়ের ছাঁপ!!!!!!!!!


ভাইয়া ছবি কোথায়???

ছবি তুলে আনোনি????????


তুমি হিমালয়ে গিয়েছিলে কি করতে বলোতো? ধ্যান ছিলো নাকি!!!!!!


ওকে ওকে এখুনি ছবিটা আনছি। তুমি বনদেবীর ছবি আনো।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯

শায়মা বলেছেন:


এই দেখো। খুঁজে আনলাম!!!!!!!:)

৯০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন: পায়ের চাপ ওরে বাপরে বাপ !! সে হবার নয়
লোকে এসে বলবে তোমার সুন্দর ব্লগবাড়ীটা
দিয়েছি পায়ের ছাপে কদাকার করে ।
ঠিকেই বলেছ , সবকিছু ছেড়ে একবার
গিয়াছিলাম হিমালয়ে সন্যাসী হওয়ার তরে
সেখানকার মশার কামরে অতিস্ট হয়ে
সন্যাসীর ধান্দা ছেড়ে ফিরে এসেছি ঘরে ।
বনদেবীর সাক্ষাত পায় নাই , তা্‌ই ছবিও
তুলিতে পারি নাই , তবে শিল্পি এনজেলিকের
আঁকা বনদেবীর একটি ছবি আছে সংগ্রহে ,
তুলে দিলাম এখানে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:২৯

শায়মা বলেছেন: ভাইয়া বনদেবীর পায়ের ছাঁপের ছবি তুললে না!!!!!!!!

এটা কেমন হলো!!!!!!!!!! :( :( :(

মশার কামড়েই ধ্যান ভেঙ্গে গেলো!!!!!!!!

এমনই সন্যাসী তুমি!!!!!!!!

তোমাকে অনেক অধ্যবসায়ী ভেবেছিলাম। :P

৯১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

শায়মা বলেছেন:

এই যে আরেক বনদেবী ভাইয়া।:)

৯২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর শান্ত শিষ্ট মুখের সাথে শান্ত শিষ্ট পাখি
ভাগ্যিস টিয়া পাখি যে দাও নাই । টিয়া বড়
দুষ্ট পাখি , তার সাথে কথা বলতে গিয়ে
দাড়ালু চঞ্চু দিয়ে এমন কঠীন ঠোকর
দিয়েছিল যার দাগ এখনো যায়নি
মুছে । তবে সে সকলকে
ঠোকর দেয়না ।আমার
আপুর সাথে টিয়া
পাখীর খুব ভাব
ছিল ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

শায়মা বলেছেন: হা হা

এসব বনদেবীরা ভাইয়া। এদেরকে বনের সকল পশুপাখি ভয় পায়। টিয়া ঠোকর দেবে কোন সাহসে বলো? :)

৯৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: নতুন বনদেবীর ছবিটা আরো সুন্দর ।
হিমালয়ের মশার কামর তো খাওনি আপু
আমার থেকে অনেক বড় বড় সন্যাসী
ভেগে এসেছে । হিমালয়ের পাদদেশে
কামরূপ কামাক্ষার কাহিনী কি তুমি জান ।
জানলে বুঝতে । সেখানে কত পদের
মশা মশী আছে। টিকা বড় দায় ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: হা হা হা

ওকে ওকে তোমার কাছে নেক্সট পোস্ট কামরুপ কামাক্ষার বিষয়েই চাই।

৯৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: বাপ্পুসরে , কাম সারছে , এবার ঠেলা সামলানো দায় ।
দোয়া কর দেখব চেষ্টা করে ।

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

শায়মা বলেছেন: ভাইয়া তোমার আবার কিছু ভয় ডর আছে নাকি!!!!!!!


এক একখানা কমেন্টই তো একটা করে পোস্ট হয়ে যায়।

ইউ আর গ্রেট ভাইয়া। এনাদার জিনিয়াস।

লাভ ইউ এ্যান্ড লটস অব শুভকামনা তোমার জন্য।

অনেক সফল হও।

আর তুমি হবেও।

৯৫| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আরিব্বাপরে কী বিশাল আয়োজন! কি আর পড়বো মাথা লম্বা হয়ে যাচ্ছে। এতো লম্বা পোস্ট তাঁর ওপর আছে আপনার ভক্তদের মিছিল। সবার কমেন্টের উপর দিয়ে সাঁতার কেটে অবশেষে এখানে এলাম! কী আর বলবো? প্রিয়তে নিলাম। সময় ক্ষণ দেখে আবারো পড়ে মাথার সাইজ কমাব। আপনার এ অসাধারণ সৃজনের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালো লাগা আর


ভাল থাকুন।সুখে থাকুন।

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: হা হা কমেন্ট পড়ে হাসছি!

অনেক অনেক থ্যাংকস ভাইয়ু!!!!!!!!!!!!!:)

৯৬| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

সুনীল সমুদ্র বলেছেন: মোমহীন কাগজের নৌকোয় যদি ভাসানো যেত, সব অবসাদ
যদি আবার লেখা যেত, ঠোঁটে লুকানো পৃথিবীর গল্প পদ্মপাতায়।

...অসাধারণ এক যৌথ সৃষ্টি !!

অনেক ধন্যবাদ শায়মা, অনেক শুভেচ্ছা রেজওয়ান তানিম ।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!!!!!

কতদিন পর!!!!!!!!!!!!!!!!

কোথায় ছিলে ভাইয়ামনি? আসোনা আর একদমই আজকাল।:(

আমাদেরকে ভুলে গেছো!!!!!!!!!:(

তবুও অনেক অনেক থ্যাংকস আজকে আসার জন্য!!!!!

অনেক ভালো থেকো ভাইয়ামনি!

৯৭| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৫

খায়রুল আহসান বলেছেন: রেজওয়ান তানিম এর কিছু ভালো লাগা পঙক্তিমালাঃ
মিটিমিটি জোনাকি জানে, কেন স্মৃতির শালবনে একাকী ময়ূর কাঁদে---
অনেক তরঙ্গ বুকে নিয়ে সে লুকায় ছলাৎ ছল প্রেম, শঙ্খবিলাসে অথবা মেঘমিনারে---
সোনালি সোহাগ নিয়ে মিশে যাওয়া মাতাল মন!---

শায়মা'র কিছু ভালো লাগা পঙক্তিমালাঃ
সোনাবিকেলে এক বনশালিখ টুপ করে
গাইবে গান চঞ্চুতে মেখে, ফিসফাস প্রেম আর অন্তিম অপেক্ষা! (দ্বিতীয় চরণে জাগল<জাগলো হবে।) ---
অকারণ কথকতা, ভুলে বসা রোদ শোনে জলনুপুরের বেদনা! ---
মুগ্ধ রাতে হই মিলনের সুরে বাধা দুটি সারসপাখি, বিপাশার তীরে ---

আপনার আমি একা, যেন শরে বাধা ব্যাধ - কথাগুলো আবার আরেকটু ভেবে দেখবেন, এখানে ব্যাধ শব্দটার ব্যবহার ঠিক আছে কিনা।

০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!

তুমি এত মন দিয়ে সবকিছু পড়ো খুব অবাক হয়ে যাই!!!!!!

থ্যাংকস আ লট ভাইয়ামনি!!!!!!!!

৯৮| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: কত সুন্দর প্রেরণাদায়ী প্রতি উত্তর লিখে রেখেছ দেখতে হয়ে গেল দেরী ,
কয়দিন সাগরে পেতেছিলাম শয্যা , তাই আসতে হল দেরী
এখন সাগরে ভাসিয়ে দিয়ে এসেছি তরী ।
দেখে যেন না যাও লাজে মরি ।
শুভেচ্ছা রইল ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫১

শায়মা বলেছেন: সাগরে মানে? সাগরে কেনো আবার ? হায় হায় একবার যাও পাহাড়ে! আরেকবার সাগরে!!!!!!!!!!!!!


তুমি দেখি ভুত প্রজাতি ভাইয়ামনি!!!!!!!!!! B:-)

৯৯| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০০

ডঃ এম এ আলী বলেছেন: এখানে ছিল এক অপ্সরা আপুমনি
তাকে খুঁজে ফিরি ত্রিভুবন ফিরি
তাই কভু হই ভুত, সন্যাসী কিংবা
ডুবুরী ।

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: হায়রে অপ্সরা আপুমনি ডুবুরী, ভুত, সন্যাসী হইলে চলিবেক না ভাইয়ু!!!!!!!!!

খেচর হইতে হবে !


হা হা হা হা

১০০| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

জেন রসি বলেছেন: খবর ভালো?

এখন কি নিয়ে এক্সপেরিমেন্ট চলছে?

চাঁদের অমাবস্যা নাকি সূর্যের গ্রহন? ;)

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!


এক্সপেরিমেন্টের কি শেষ আছে বলো???

চাঁদের অমাবস্যা নাকি সূর্যের গ্রহন এসব তো পুরান নিরীক্ষন।

এখন চলিতেছে তারাদের পূণর্মিলন!:)

১০১| ০৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫১

সম্রাট৯০ বলেছেন: দুজনেই ভালো করেছেন, আপনার শব্দ গাঁথুনী সত্যি চমৎকার, প্রতিটা শব্দ বুকে গেঁথে যাওয়ার মত, আপনার সব গুলো পোষ্ট পড়বো ভাবছি। অন্য রকম স্বাদ আছে আপনার লেখায়,

আবৃত্তি শুনেছি, পালকের মত তুলতুলে নরম গলা আপনার, রোমান্স ছাড়া বিদ্রহের কোন কবিতা একদম যাবেনা। মনে হচ্ছে দুজন সম্পুর্ণ ভিন্ন যায়গা থেকে রেকর্ড করেছেন তাই রেকর্ড রুমের আবহ টা দুভাবে আসছে, আমাদের মাইন্ড কে দুই ভাগ করে ফেলছে বার বার, আবার যখন করবেন দুজন একসাথে রেকর্ড করলে চমৎকার হবে।

নাহয় আমাকে বলবেন হাহাহা যাষ্ট কিডিং
আমার আবৃত্তি অনেক প্রিয়, ভালো লাগে করতে।

আবার আসবো আপনার লেখা গুলো সব পড়তে, কমেন্ট করবো ভালো মন্দ মিলিয়ে,জবাবে বিনীত থেকে আমাকে উৎসাহ দিবেন আশা করি,যদিও আপনি তাই..

গান পাগলার একটা গান আপনার জন্য- song

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: ভাইয়া তোমার কমেন্ট পড়ে হাসবো নাকি কাঁদবো ভাবছিলাম। এত এত প্রশংসা! বাপরে!!!!!!!!!!!!!!!


ভয় পাইসি এত্তু! :P

হ্যাঁ আমি একটু মিনমিনে টাইপ মানে মিচকামী আছি মনে হয় অনেক জোরে কথা বললে গলা বসে যায়।:( তাই বলে বিদ্রোহী কবিতা পারবোনা ভেবোনা। তোমার জন্য আমি বিদ্রোহী কবিতা পড়ে শুনাবো। পারিনা বলে যে পারবো না তা তো হবার নয়!!!!!! :) :) :)

আর তোমার রের্কর্ডিং স্টুডিও আছে নাকি!!!!!!!!!!!

এরপরে অবশ্যই তোমাকে বলবো। তুমি ঠিকই বলেছো আমরা শুধু দুজন দুরুমে বসেই না দুজন পৃথিবীর দুপ্রান্তে বসে রেকর্ডিং করেছি।

আর জবাবে বিনীত থাকবোনা কেনো মনে হলো বলোতো???

তোমার ধারনা আমি সারাক্ষণ ঝগড়া করি?

কক্ষনও না।

আমার মত ভালোমানুষ দুনিয়ায় আছে!!!!!!!!!!!!!:(

শুধু সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয় মাঝে মাঝে!!!!!!


আরে তুমি গান পাগলা নাকি!!!!!!!!!!!!!!!!


থ্যাংকস আ লট ভাইয়ামনি!!!!!!!!!!! অনেক ভালো থেকো।:)

১০২| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি ফ্রেন্ডশিপ ডে শায়মা।

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: হ্যাপী ফ্রেন্ডশীপ ভাইয়ামনি!!!!!!!


তোমার বন্ধুভাগ্য অনেক অনেক ভালো হোক!:)

১০৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আপ্নে আমার বন্ধু হোন :) আপু বন্ধু। আমার জান আপনাকে খুব সম্মান করে। তাই এই পিক টা বানালাম। :) ও বলল বানাতে। তাই বানিয়ে ফেললাম।



ভালো থাকা হোক নিরন্তর।

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: ছবির জন্য থ্যাংকস আ লট!!!!!!!!!!!!


কিন্তু সিগারেটের প্যাকের ছবি কেনো!!!!!!!!!!!!!


ছি ছি ছি !!!!!!!!!!!!

এখুনি স্মোকিং ছাড়ো বন্ধু দিবসে!!!!!!!!!

১০৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: :( সিগারেট খাওয়া ছাড়া কি ব্লগে লেখা যায় ? :( সরি আই থট ইউ উইল লাইক দ্যাট :(

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

শায়মা বলেছেন: ছি ছি কি বলো!!!!!!!!!

সিগারেট খেলে তো যমদূত তাড়াতাড়ি চলে আসে।

ব্লগে যমদূত হানা দেবে!!!!!!!!!!!!!!



ভুই পাই তো!!!!!!!!!!!!!!:(

১০৫| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০

সম্রাট৯০ বলেছেন: তোমাকে তাহলে আমিও তুমি করে বলি, আমি কিন্তু একদম বাচ্চা ছেলে নই, বয়সে তোমার বড় হয়ে বসি কিনা কে জানে,

হুম এইভাবে প্রশংসা করলে আবার মানুষের অহমিকা বাড়ে,তোমার যা অবস্থা দেখছি ব্লগে, তাতে মনে হলো অহংকারে তুমিও কম যাওনা,

আমার স্টুডিও নেই, তবে দেশের একজন চেনা সুরকার আমার পাশেই থাকে তার আছে,

তুমি বিনীত না সেটা বলিনি, এমনি আগে থেকেই বলে রাখলাম আরকি।

তুমি ঝগড়াটে না শরমাতে থাকো সেটা আমি কিভাবে জানবো বলো? আমিতো তোমাকে কাল থেকে পড়া শুরু করেছি, এখনো পর্যন্ত তেমন কোন আবহাওয়া নজরে আসেনি। দেখলে বলতে পারবো, তবে হ্যা আমি আবার সোাজা চলি বলি, ইনিয়ে বিনিয়ে নেকামি পছন্দ না, আমার যা বলতে ভালো লাগবে সেটা আমি তোমাকে ডিরেক্টলী বলবো। সেখানে তোমার খারাপ লাগা থাকলে আমাকে যুক্তি দিয়ে বোঝাবে, তেড়ামি করলে আমার শেখা হবেনা। আমি প্রসঙ এড়িয়ে বেড়িয়ে যাবো ব্লগ থেকে। সুতরাং সুন্দরে সব কিছুতেই স্বাগতম, :)

অকেশনালী ঘীএর দরকার আছে, কিন্তু সেটা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় জায়গা করে নেয় তো পেটে পিড়া থেকে রক্ষে নেই হাহাহাহ

এই নাও তোমার জন্য আমার একটা প্রিয় গান- :)

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৯

শায়মা বলেছেন: বাপরে!!!!!!

কত বড় তুমি ভাইয়ু????



আর আমার কিসের অহংকার দেখলে!!!!!!!!


হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা সত্যিই হাসছি।

যাইহোক সেই সুরকারের নাম কি? তার কি স্টুডিও আছে নাকি!!!!!!!!!! তাইলে তো ভালোই আর কোনো চিন্তা নাই!:)


ভাইয়া কাল থেকে লেখা পড়া শুরু করেছো। পড়ো তবে কমেন্ট পড়োনা মাঝে মাঝে বিনীতের জায়গায় দূর্বিনীত মনে হলে তো ভায়েই পালিয়ে যাবে!!!!!! হা হা হা হা হা


কি যে বলো আমি অকেশনালী ঘি খাবো কেনো? আমি রোজ রোজ স্কুলে যাবার আগে দুই চামচ ঘি আর চার চামচ চিনি আর গরম হাতে বানানো একটা রুটি খাই!!!!! :)

চিরদিনের অভ্যাস!!!!!!!!! বছরে দু একবার খাই নাকি!!!!!! আর তাই ঘি শুধু বার বার ফুরিয়ে যায় আর উঠাতে গেলে প্রায়ই আঙ্গুল বাঁকাতে হয় জানো??? :(

যাইহোক

তোমার গান আমি প্রান দিয়ে শুনেছি ভাইয়া। কানে শুনতে পাই না তো তাই !!!!!!!!!:)

১০৬| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯

ইমন শিহাব বলেছেন: আপু তুমি তাপ্পড় দিয়ে আমার দাত ফেলে দাও।অনেক ভুল ধারণা ছিল তোমার সমপর্কে।তোমার এই ব্লগ গুলো পড়ে সেই ভুল-ধারণা গুলো মোমের মতো গলে গেছে।সরি.......

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

শায়মা বলেছেন: আসো ফেলে দেই বেবিভাইয়ু!!!!!!!!! :)


আমার সম্পর্কে ভুলভাল যেই ধারনাই থাক তাতে কিছু যাবে আসবেনা কিনতু এই সুযোগ কি ফেলা যায় বলো!!!!!!!! :P

আসো আসো সব দাঁত ফেলে দেই!!!!!!!!!!!:) :) :)


আর ব্লগ কোনগুলো পড়েছো এই একটাই নাকি অনেকগুলাই!!!!!!!!:) :) :)

১০৭| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

ইমন শিহাব বলেছেন: সব গুলো পড়েছি।আমি তোমার খুব বড় ভক্ত।তোমার ফেলতে হবে না তুমি যদি বলো তাহলে আমি নিজেই দাত খুলে ফেলবো

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: হা হা থাক থাক আর খুলাখুলির দরকার নেই!!!!!


অনেক ভালো থাকি ভাইয়ু!:)

১০৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৮

ডঃ এম এ আলী বলেছেন: মোমহীন কাগজের নৌকোয় যদি ভাসানো যেত, সব অবসাদ
যদি আবার লেখা যেত, ঠোঁটে লুকানো পৃথিবীর গল্প পদ্মপাতায়!

কবিতার লাইন কটি মনর করিয়ে দিল কাগজের নৌকার উপর পুরা গানটি ।

কাগজের এই নৌকা যদি
ময়ুর পংখী হয়ে যেতো
গল্প কল্প না হয়ে
সত্যি কথা হয়ে যেতো ।

আমি যদি তোমাকে
সংগে পেতাম
দু:খ সুখের দোলায়
দুলে দুলে
সাত সমুদ্রে হারিয়ে যেতাম।

সেই যে প্রথম ভালবাসা
যদি আয়না হয়ে যেতো
মনের ইচ্ছে গুলি তোমারী
মুখে ছায়া ছবি হয়ে যেতো ।

আমি যদি তোমায়
সামনে পেতাম
সুর্যমুখীর সোনার রংগে রংগে
কোন মালনচে হারিয়ে যেতাম ।

চোখের দৃস্টিটা যদি মন্তর বলে
আকাশ হয়ে যেতো আমার
আমার রাত্রী দিন দিগন্ত ছুয়ে
হংস মিথুন হয়ে যেত ।

আমি যদি তোমাকে
সপ্নে পেতাম
নিরোদ্দেশের মন মাখানো পথে
মেঘ অরণ্যে হারিয়ে যেতাম ।

আপুমনি মনে হয় দারুন বড় কোন
প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছ, তাই অপেক্ষায়
আছি তা দেখার ।

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৭

শায়মা বলেছেন: হা হা আসলেই বড় প্রজেক্টে বিজি আছি।

তবে কাব্য পড়ে মুগ্ধ হলাম!!!

১০৯| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০০

রাতুল_শাহ বলেছেন: শুভ জন্মদিন।

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!! মনে রাখার জন্য থ্যাংকস!!!!

১১০| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: শুভ জন্মদিন আপুনি!!!!
বেঁচে থাকো হাজার বছর আর এভাবেই ব্লগিং করতে থাকো। সামু তোমাকে পেয়ে ধন্য!!!

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!!!!!!!!!লাভ ইউ!!!!!!!!:)

১১১| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

জেন রসি বলেছেন: শুভ জন্মদিন। :)

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩০

শায়মা বলেছেন: থ্যাংক ইউ জিনিভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!


নির্বাসন ভেঙ্গে আসলে তাইলে!!!!!!!!!!!! :) :) :)

১১২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১

এডওয়ার্ড মায়া বলেছেন: আপামনি -আপনার প্রতি @মোহাম্মদ গোফরান এর ভালুবাসা দেখে আমি আপ্লুত।
হেতে আমার ভালুবাসা ছিনিয়ে নেবার চেষ্টা কত্তেছে ।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: কই কই কই গোফরানভাইয়ার ভালুবাসা!!!!!! আমি তো দেখিনা তুমি কই দেখলে!!!!!!!!! :( :( :(

১১৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩১

ডঃ এম এ আলী বলেছেন: জানতামনা জন্ম দিন ।
সুস্ব্যাস্থ্য , দীর্ঘায়ু , সমৃদ্ধি
কামনা সহ এক গুচ্ছ রজনীগন্ধার
শুভেচ্ছা জানালাম

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!:):):)

১১৪| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০

সুলতানা রহমান বলেছেন: সরি আপু, দেরি হয়ে গেলো। আমি তো জানতাম না।


ব্লগে হঠাৎ ঢুকে দেখি নির্বাচিত তালিকায় ত্রিরত্নের জন্মদিন সম্বলিত পোস্ট।

দেরি করে হলেও শুভেচ্ছা আপু।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৮

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আপুনি!!!!!!!!!!!!!!!:)

১১৫| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৫

রাতুল_শাহ বলেছেন: ক্ষুদার রাজ্যে থ্যাংকস অসহ্যময়।
ভেবেছিলাম আশা করেছিলাম দাওয়াত পাবো।

বছরের পর বছর এভাবে কেটে গেল, দাওয়াত আসলো না।
এক থ্যাংকস আর কতদিন???????

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: কতবার দাওয়াৎ দিলাম!!!!!!!! B:-)

তুমি তো আসলেনা!!!!

১১৬| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩

ইয়াশফিশামসইকবাল বলেছেন: এই ডাইনি টা জিবনেও কাওকে দাওয়াত খাওয়ায় নাই...বোললে পরে বোলে "তুমি তো আসলেনা!!!!"...ঢোং দেখে বাচিনা। এতো এতো মানুস মরে এইটা মরে না...শোকুনির জান।

২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

শায়মা বলেছেন: এত বড় অপবাদ!!!!!!!!!!!!!
তোমার দাওয়াৎ খাওয়ার ছবি দিয়ে দেবো কিন্তু!!!!!!!! একদম হাঁটে হাড়ি ভেঙ্গে দেবো ভাইয়ু!!!!!!!


আর আমি মরলে তো তুমি সবার আগে কাঁদতে কাঁদতে মরে যাবা!!!!!!!!

নিজের মরন নিজেই ডাকছো!!!!!


হায় হায় হায় !!!!!!!! B:-)

১১৭| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪

গোফরান চ.বি বলেছেন: আপনি একজন সম্মানিত ব্লগার ।

ছাই কয়লা কে সমর্থন দিয়ে নিরপরাধ ব্লগারদের কমেন্ট ব্যান যারা করায়, তাদের কষ্ট করে লেখা পোস্ট ভুল রিপোর্ট করে যারা ডিলিট করায় তারা কারা আমি জানিনা। শুধু এতটুকু জানি আপনি একজন ভালো মানুষ। আমার আগের নিকটি জেনারেল শুধু করা হয়নি, পোস্ট ডিলিট শুধু করা হয়নি, কমেন্ট ও পোস্ট ব্যান করে আমাকে বাক রুদ্ধ করা হয়েছে।

এমনকি আমার অপরাধ কি তা পর্যন্ত আমি জানিনা।

জানা ম্যাম, হামা ভাই এবং আপনাকে জানালাম।

কাভা ভাই এই পোস্টে কমেন্ট করলে জবাব দেননা।

আমি আমার আগের নিক খানা ব্যাক চাই।

আমি এখানে মাল্টিগিরী, ছাগুগিরী, টিজিং, স্প্যাম, অন্যকে বিরক্ত এসব কোন কিছুর সাথে জড়িত নই।
এই অবস্থায় আমার কি করা উচিৎ ?

আপনি সিনিয়র হিসেবে আমি আপনার সহযোগিতা চাই ।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

শায়মা বলেছেন: হায় হায় গেছি!

কি বলো এই সব ভাইয়ুমনি????

তোমার বাকরোধ হয়েছে কি আগের নিকে?

এমন বাকরোধে বা পোস্ট ব্যানে নিশ্চয় মেইল দেওয়া হয়েছে না?

সেখানে তো জানার কথা কি কারণে ব্যান করা হয়েছে।

আর তুমি ফিডব্যাকে মেইল করেও জানতে পারো বা তোমার দাবী জানাতে পারো।

ফিডব্যাকে কি মেইল করেছিলে?

১১৮| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

গোফরান চ.বি বলেছেন:
সব করা শেষেই আপনার শরণাপন্ন হলুম :(

নতুনরা তো ভুল করবেই তাই বলে কি তাদের একেবারে ব্যান করে দিবে? এটা কি এক্সাম হল নাকি বি সি এস পরীক্ষা যে ভুল করলে নেগেটিভ মার্কিং উঠতেছে।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

শায়মা বলেছেন: হা হা তার মানে তুমি জেনে শুনে বিষ করেছো মানে লিখেছো পোস্ট! :P

আর তাতেই মনে হয় ফিডব্যাক ভাইয়া রাগ করে তোমার মেইলের উত্তর দেয়নি।

তা সবশেষে আমার শরণাপন্ন হলে যে আমি তো নিজেই মরনাপন্ন অবস্থায় আছি!!!!!!!:( :( :(

আচ্ছা ঠিক আছে তোমার দোষ বা শাস্তি কতখানি সেটাই জানার ট্রাই করি আগে না হয়।

তবে ততক্ষনে এই নিকেই একখানা হাসিখুশি নির্দোষ পোস্ট লিখে ফেলো না হয় !:)

১১৯| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

গোফরান চ.বি বলেছেন: পোস্ট দিয়েছি। প্রথম পাতায় আসেনি।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: আরে ভাইয়া এই নিকই তো এখনও সেইফ হয়নি! নিউ না!!!!!!! এত অধীর হলে চলবে!!!!!!!!!! 8-|


আর নিউ নিকেও যা লিখছো তা হাসিখুশি নির্দোষ পোস্ট হয়নি কিন্তু। আবার ব্যান খাইতে পারো! :(


আমার কিন্তু দোষ নাই !!!!!! :( :( :(

১২০| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৩

গোফরান চ.বি বলেছেন: সত্য কথা বলে ব্যান না হয় আরেকবার খাইলাম আপুনি।

সালাম রফিক জব্বার মৃত্যুকে হাসি মুখেই আলিঙ্গন করে ঠিক নাআআআআআআআআআ ?

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮

শায়মা বলেছেন: নেক্সট নাম যোগ হবে তাইলে গোফরান!!!!!!:(

না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

না না না ভাইয়া!!!!!!!!!


সাবধান হুশিয়ার!!!!!!!!!:(

১২১| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭

মুনেম আহমেদ বলেছেন: দিদি কবিতার প্রতি আগ্রহী হয়ে উঠতে চাই। কিছু উপদেশ দেন। বা কার কবিতা দিয়ে কবিতার ভুবনে যাত্রা করতে পারি?

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৮

শায়মা বলেছেন: হায় হায় গেছি!!!!!!!!!
আমার চোখে তো কেবলি কবিগুরু এক ও অদ্বিতীয়
তারপর নজরুল, জয় গোস্বামী, নির্মলেন্দু গুন বা জীবানানন্দ
সুনীলও আছে!!!!!!!


তুমি কোন কবিদের কবিতা পড়তে চাও?

চিরায়ত কবিতা
নাকি আধুনিক
নাকি উত্তরাধুনিক!!!!!!!

১২২| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৫

মুনেম আহমেদ বলেছেন: আমার বর্তমান অবস্থা আর লক্ষ্য বলি কিভাবে সেখানে পৌঁছাবো সেটা আপনি বলেন :)

আমার শুধু মাত্র একদম জনপ্রিয় কবিতাগুলো যেমনঃ কেউ কথা রাখেনি, বনলতা সেন ইত্যাদি আর এছাড়া হেলাল হাফিজ, জয় গোস্বামী এনাদের সহজ কিছু কবিতা ভাল লাগে, পড়েছি।

আর সাধারণত কবিতা পড়তে গেলে যেটা হয় একের পর এক অপিরিচিত বা স্বল্পপরিচিত শব্দ গুলো যখন আসতে থাকে তখন আর পড়তেই ভাল্লাগেনা। বুঝাতো পরের ব্যাপার।

আর লক্ষ্য হচ্ছে যতদিন বা বছর লাগুক আমি মোটামুটি কবিতা প্রেমিক টাইপের কিছু একটা হয়ে যেতে চাই। রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক কবি সবার কবিতার প্রতি আগ্রহবোধ করতে চাই।

এখন একটু বলেন কিভাবে কি করব। :)

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: কিভাবে আবার!!!!!!!!

রোজ রোজ তোমাকে দশটা কবিতা পড়ার হোমওয়ার্ক দেওয়া হলো ভাইয়া।

কালকের মধ্যে
রবিঠাকুরের অনন্ত প্রেম
কাজী নজরুলের বিদ্রোহী
জীবানানন্দের 'আট বছর আগের এক দিন'
সুকান্তের হে মহাজীবন
মাইকেল মধুসুধনের সমাধিলিপি
জসিমুদ্দিনের কবর
নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ
জয় গোস্বামীর পাগলী তোমার সঙ্গে
সুনীলের নীরা কবিতা সমগ্র আর
আমার একখান কবিতা পড়ে আসো!!!!!!!!:)

১২৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: অনেক লেখা, অনেক মন্তব্য এবং অনেক উত্তর
বিশ্লেষণ, সমস্বর, উৎসাহ দান
শায়মার লেখায়
থাকে সমাবেশ বহু বন্ধু, সদজনের
থাকে শুভাশিষ, ভাললাগা।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!:) :) :)

১২৪| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৯

রেজওয়ান তানিম বলেছেন: বিষয়টা ইন্টারেস্টিং। লেখাটা একমাস পড়ে হলেও এত বেশি সংখ্যকবার পাঠ হবে আমি আসলে ভাবি নাই। আগামীতে আপনার সাথে লিখলে আমি পোস্ট দেব, বিষয়টা কি বোঝা দরকার।

২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

শায়মা বলেছেন: ওকে চলো আজকেই লিখে ফেলি।:)

তোমার সাথে লিখতে গেলে তো মহা বিপদ!!!!!!

এক মাস লাগে!!!!!!!!!!!!! :(

আমি লিখি অংবং এক মিনিটে!!!!!!!! তোমাকেও এক মিনিটেই লিখতে হবে ভাইয়ু!!!!!!!!! ওকে!!!!!!!!!

রাজী!!!!!!!!!!!!!!!!!!!!:) :) :)

বলো বলো বলো!!!!!!

১২৫| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

গোফরান চ.বি বলেছেন: শায়মা আপনি একজন ভালো লেখক, কবি ও গল্পকার। ছড়া লিখেন সুন্দর করে। আমাদের ব্লগে আপনাকে খুব দরকার।
রেজওয়ান মাহবুব তানিম ব্রো একজন ভালো মানুষ উনার সাথে মিলে পোস্ট লিখলে আপনি সম্মানিত হবেন । আমরা আপনাকে সম্মান দিব। আমার প্রথম পোস্টে সম্মান দিছি।

আমি অনুরোধ করি রেইনি ছাগুর প্রতি ১০০ % সমর্থন আপনি স্টপ করেন।

অনুরোধে একজন নির্ভেজাল নতুন ব্লগার।

আপনি আমাকে কোন সিন্ডিকেট বা রাজনীতি তে জড়ায়েন না ।

বৃষ্টি ভেজা সকাল/মাইনাছ একজন অপরাধী।

অপরাধী কে যে প্রশ্রয় দেয় তার অপরাধ ও সমান।

প্লিজ শেষ অনুরোধ করে গেলাম।

ভালো থাকুন।

আমি স্ক্রীনশট দেইনা । স্পটে তৈরী করি।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৫

শায়মা বলেছেন: আমি একজন ভালো লেখক!!!!!!!!!! :) :) :)

খুশিতে নাচতেসি ভাইয়ু!!!!!!!!!! এমনিতেও অবশ্য নাচটাই ভালো শিখেছি ছোট থেকে!!!!!!!!! ঢাকের বাড়ি পড়লে আর শুধু আগের মত নাচতে পারি না বুড়ি হচ্ছি না!!!!!!!!!! :(


আমাদের ব্লগ মানে তোমাদের ব্লগ নাকি ভাইয়ুমনি!!!!!!!!!!!! :(

আমি তো জানতাম ইহা আমার ব্লগ!!!!!!!!! সেই কবেই জন্মেছি আমি। তুমি তো এই সেদিন জন্মালে, এসেই কেড়ে নিতে চাচ্ছো!!!!!!!!
তুমি না কাল বললে ব্যান খেয়েছো আজ আবার মালিকানা দাবী!!!!!!!! ব্যাপার কি!!!!!! বুঝলাম না!!!!!!!!!:(


আর

আমি অনুরোধ করি রেইনি ছাগুর প্রতি ১০০ % সমর্থন আপনি স্টপ করেন।

অনুরোধে একজন নির্ভেজাল নতুন ব্লগার।


এতদিন পরে উনি কই থেকে উদয় হলো? মানে উনাকে কই পাইলা আর সমর্থনের কথা তো অনেক পরে। তার তো নাম গন্ধও দেখি না আর এখন কোথাও, হঠাৎ তুমি কথা নাই বার্তা নাই কোথায় থেকে তাকে ধরে আনলে?


আর আমি তোমাকে কোন সিন্ডিকেটে জড়াইলাম বলো তো!!!!!!! রাজনীতি তো অনেক পরের কথা। আমার কোনো পরিবার, সমাজ দেশেও তো তোমার নাম বলেছি বলে মনে পড়ছে না!!!!!!!!!!:(


আর তুমি স্ক্রিনশট দাওনা...... বেশ বেশ......:) তো স্পটেই তৈরী করো!:) :) :) আমরা দেখবো!!!!!!!!!!! :) :) :)


আর সবশেষে একটা কথা বলি,

তোমার কথা বার্তার অসংলগ্নতা খুবই সন্দেহজনক তুমি সুস্থ্য মস্তিস্কে কথা বলছো কিনা। কাল এসে বলে গেলে তোমাকে যেন আনব্যান করা হয় সেদিকে আমরা যেন একটু দেখি । আমাকে আবার স্পেশাল অনুরোধও করছিলে! হামাকেেও নাকি করেছো, কাভাকেও । করেছো ভালো কথা তবে তুমি কি করেছিলে এবং কি করবে এবং তোমার কি হয়েছে না হবে তার দায়িত্ব আমার না । অন্যের দায়িত্ব দেখার আগে নিজের দায়িত্বও তোমার জানা উচিৎ ছিলো। কি কারণে ব্যান খেয়েছো তার দায়ভার আমার না ইভেন তোমাকে আনব্যান করার দায়িত্বও আমি নেইনি।

তোমার রেইনি ছাগু মাইনাস বা যাকে নিয়ে যাই বলতে এসেছো তাকে এত বছর পর কই পেলে সেটা এসে জানিয়ে যেও তারপর সমর্থন অসমর্থনের কথায় যাওয়া যাবে।

তোমার লাস্ট কথাটা রিতীমত ঔদ্ধত্যপূর্ণ এবং হাস্যকর।

আমি বিরক্ত হলাম।

১২৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭

গোফরান চ.বি বলেছেন: আপনাকে বিরক্ত করার জন্য আমি খুব দুঃখিত আপু। কিন্তু আমি একদিন এই ব্লগে প্রমাণ করে দিবো বৃষ্টি আসলে কে । কার কার সাথে তার কোথায় কোথায় লিঙ্ক আপ আছে আমি ঠিকই এই ব্লগে জানিয়ে দিবো একদিন ।

আপনি ওর সাথে নেই জেনে আমি খুব খুশি আপু। আর কোন দুঃখ নেই।

আমি যখন গতকাল পোস্টে আপনাকে অভিযোগ জানালাম তখন আপনি জবাব দিয়েছেন তুমি পোস্টে যা লিখেছ তার কারণে আবার ব্যান খাইলে আপনি দায়ী না । দেখে নিন মন্তব্য টা

গোফরাবন চ.বি বলেছেন: পোস্ট দিয়েছি। প্রথম পাতায় আসেনি।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

"লেখক বলেছেন: আরে ভাইয়া এই নিকই তো এখনও সেইফ হয়নি! নিউ না!!!!!!! এত অধীর হলে চলবে!!!!!!!!!! 8-|


আর নিউ নিকেও যা লিখছো তা হাসিখুশি নির্দোষ পোস্ট হয়নি কিন্তু। আবার ব্যান খাইতে পারো! :(


আমার কিন্তু দোষ নাই !!!!!! "

আমি রেইনি কে গদাম ছাড়া আর কিছু লিখিনাই । হয়তো আমার বুঝার ভুল।

ভুল হয়ে থাকলে স্যরি।

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: তোমাকে বুদ্ধিমান ভেবেছিলাম কিন্তু শুধু সেটা আগে খেয়াল করিনি বলেই। ব্লগে এবং সবদিকেই অভিজ্ঞতার বয়স তো কম হল না?
এই টাইপের অসংলগ্ন কথকথার জবাব দিতে আমাকে অনেকেই না করে। কিন্তু আমি দিয়ে থাকি তাই তোমারটাও দিচ্ছি। এতদিন পর বিশেষ করে নিজে ব্যান খাবার পর তুমি কেনো খেলে সেটা নিয়ে গবেষনায় রত হয়েছো নাকি উদ্দেশ্য প্রনোদিতভাবেই এসব অসংলগ্ন কথা বলছো সেটা অবশ্য এখনও বুঝিনি।
তোমার স্বার্থে তুমি কাকে কি প্রমান করবে না কার সাথে কার লিঙ্ক আছে তা দেখায় বেড়াবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার তাতে কিছু এসে যায় না। এইখানে এসে ঘোষনা দেবার কোনো দরকার যে নেই সেটা আরও বয়স এবং বুদ্ধি বাড়লে তুমিও তা বুঝবে হয়তো যদি বুদ্ধিমান হয়ে থাকো।

সবচেয়ে বড় কথা আমি কি করবো না করবো আর তাই নিয়ে তোমার খুশি দুঃখ আনন্দ বেদনায় আমার তেমন কিছু যায় আসেনা। তোমার অসংলগ্ন কথা বার্তায় আমি ভীষন বিরক্ত।

(আমি যখন গতকাল পোস্টে আপনাকে অভিযোগ জানালাম তখন আপনি জবাব দিয়েছেন তুমি পোস্টে যা লিখেছ তার কারণে আবার ব্যান খাইলে আপনি দায়ী না । দেখে নিন মন্তব্য টা

গোফরাবন চ.বি বলেছেন: পোস্ট দিয়েছি। প্রথম পাতায় আসেনি।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

"লেখক বলেছেন: আরে ভাইয়া এই নিকই তো এখনও সেইফ হয়নি! নিউ না!!!!!!! এত অধীর হলে চলবে!!!!!!!!!! 8-|


আর নিউ নিকেও যা লিখছো তা হাসিখুশি নির্দোষ পোস্ট হয়নি কিন্তু। আবার ব্যান খাইতে পারো! :(


আমার কিন্তু দোষ নাই !!!!!! " ) তুমি কাল যে পোস্ট দিয়েছো তাতে তোমার ব্যান খাওয়া নিয়ে পেনপেনানিই ছিলো জানা আপুকেও মাতা টাতা বলে একাকার ও নিজের কিছু ঔদ্ধত্যপূর্ন কথা যা ব্লগে ইতিপূর্বে অনেকেকেই করে দ্বিতীয় ও তৃতীয়বারের মত ব্যান খেতেও দেখেছি বলেই আমার মনে পড়ে তাই বলেছিলাম। আর নিউ নিকেও যা লিখেছো লিখেছি ব্যাপারটা মনে হয় তোমার অমনোযোগী ও ব্যান খেয়ে উত্তেজিত চোখে পড়েনি। তুমি সেখানে লিখেছিলে

আমি সত্য কথা বলি তাই ব্যান খাই।
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্মানিত কর্তৃপক্ষ,

একজন ব্লগার যখন ব্লগে ৩ মাস স্থায়ী হয় তখন সে অনেক কিছু বুঝতে শিখে। পুরনো ব্লগারদের সাথে কমেন্টের মাধ্যমে ইন্টারেকশন হয় এবং আস্তে আস্তে ব্লগে পরিচিত হয়। নিজেকে মেলে ধরে। শেয়ার করে তার অনুভূতি।

আমি আমার আবেগ শেয়ার করেছি। ব্লগের কোন নিয়ম নীতিতে লেখা নেই যে, আমি যে ধরণের পোস্ট লিখেছি সে ধরণের পোস্ট লেখা যাবেনা।

এই অবস্থায় আমার কি করনীয় সে ব্যাপারে একটা পরামর্শ অন্তত সম্মানিত সঞ্চালকের কাছে থেকে পাওয়ার অধিকার রাখি।

কিন্তু আমি বার বার জিজ্ঞেস করেও উত্তর পেতে ব্যর্থ হই। ফ্রন্ট পেজের সব পোস্ট আমি চোখ বুলাই। ওখানে অনেক ব্যক্তি আক্রমণ করা পোস্ট থাকে। আমি দেখি আর পড়ি।

আমি বুঝে উঠতে পারিনা আমার ভুল টা কোথায়।

আমি কর্তৃপক্ষের কাছে সবিনয়ে জানতে চাই আমার পুরনো নিক টি কেন কমেন্ট ব্যান করা হয়েছে। কেনই বা নোটিসে আবার বলা হয় আপনাকে ফ্রন্ট পেজে এক্সেস দেওয়া হয়েছে। যখন মন্তব্য করতে যাই তখন বলা হয় এই ব্লগে আপনার মন্তব্য করার অনুমতি নেই।


ভাই সম্পূর্ণ হযবরল অবস্থা।

আর হ্যাঁ একটা অপরাধ আমি করেছি তা হলো বৃষ্টি ভেজা সকাল /মাইনাছ কে গদাম দিয়েছি।

এই নরদমার কীট পতঙ্গ টি নারী সেজে নারী ব্লগার দের অপমান করে । জামাতি অপপ্রচার চালায়। হাজার হাজার মাল্টি বানিয়ে সাধারণ ব্লগারদের পোস্ট রিপোর্ট করে ডিলিট করিয়ে নেয়।

সম্মানিত সঞ্চালকের বৃষ্টি ছাগুকে আইডেন্টিফায় করতে কেন সমস্যা হয় আমি বুঝি না।

আমি জেনেছি শ্রদ্ধেয় ব্লগার হামা ভাই তাকে তার আকাম কুকর্মের জন্য কানে ধরে উঠা বসা করিয়েছে।

আমি হামা ভাই কে সম্মান করি।

এটাই আমাকে কমেন্ট ব্যান করার একমাত্র কারণ কিনা আমি জানতে চাই।

জানা মাম আমার মাতৃ সমতুল্য। উনার সাথে ফান করা দোষের কিছু হতে পারে বলে আমি মনে করি না। আমি আমার আম্মু কে সারাক্ষণ পেইন দেই। উনি আমাকে বকা দেন। মাতৃস্নেহ টা আমিই বেশী আদায় করে নেই।

মা ছেলের কিউটনেস যদি দোষের হয় আমি একজন অপরাধী।

কিন্তু কিভাবে দোষের আমাকে জবাব দিন।

ইতি
অন্যায়ের শিকার হয়ে
কমেন্ট ও পোস্ট ব্যান হওয়া
একজন ক্ষুদে ব্লগার। কর্তৃপক্ষ,



এটা ছিলো তোমার পোস্ট। তুমি সত্য কথা বলে ব্যান খাও? তার মানে ব্লগের লোকজন সব মিথ্যাবাদী? আর তাই তারা হিংসা করে ব্যান খাওয়ায় তোমাকে? তাই তো?

তুমি জানোনা তোমার মত পোস্ট লেখা যাবে কিনা তবুও তুমি ব্যান খেলে এই তো? তার মানে পুরাটাই অন্যায়! ( আমিও জানিনা তুমি সেই মহা মূল্যবান পোস্টে কি লিখেছিলে অথচ তুমি ধরেই নিলে আমি সেই পোস্ট পড়ে নিজেকে কৃতার্থ করে ফেলেছি, তোমার মন্তব্যে তাই মনে হচছে)

যাইহোক
এইখানে তুমি বৃষ্টি ছাগু বা মাইনাস নিয়ে লিখেছো তুমি গদাম দিয়ে বেড়াও কিন্তু সঞ্চালক তা পারে না তাইনা? তার মানে একটা মহা অন্যায় কাজে সঞ্চালকের হাত আছে সহযোগী্তা আছে তাই তো?

আম্মু এবং আম্মুর মত একজনকে ভেবে তার সাথে ফান করলেই এবং যেখানে লিখছো তাদেরই হাজার দোষে দোষী বানিয়ে তুমিই সব জানো সবচেয়ে রাইট ভেবে বসেই যদি থাকো তাহলে আর কি বলার আছে?

যাই হোক তোমার এই লেখার শিরোনাম ও ব্লগ সঞ্চালকসহ জানা আপুর প্রতি অঙ্গুলি তোলাতেই আমি বলেছিলাম নতুন নিকেও যা লিখলে তার জন্য আবার ব্যান খেতে পারো । আমি তোমাকে নিউ নিকে ভালো কিছু লিখে যাবার সাজেশন দিয়েছিলাম। তোমার দেখি আবার ভালো করতে গেলে খারাপ হয় । এমন বোকার মত মানুষের কপালেই মনে হয় নির্বুদ্ধি্তার সাজা জোটে আর তাই তোমারও জুটেছে।


তুমি রেইনিকি গদাম দেবার কথা ছাড়াও যা যা লিখেছো তা মোটেও শতভাগ নির্দোষ নয় অন্তত আমার চোখে ও অনেকের চোখেই হয়তোবা অন্যদেরকে জিগাসা করলেও তা বুঝবে। আমি আমারটা বললাম।

যাইহোক আমি বিরক্ত আছি ভীষন এত সময় নষ্ট করে আমাকেও পেন পেন করতে হলো তাই।



১২৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৫

জেন রসি বলেছেন: নির্বাসনে যাই নাই। অন্য কাজে বিজি আছি। কয়েকমাস তাই কম আসব।

আপনার খবর ভালো। ?

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

শায়মা বলেছেন: আমিও বিজি আছি ভাইয়ু!!!!!!!!!!!

আমার খবর ভালো !!!!!!!!!!!!!:)

কিন্তু কি কাজে বিজি বলতো!!!!!!!!!!


এত বিজি যে আসতেই পারোনা!!!!!!!!!! B:-)

১২৮| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

গোফরান চ.বি বলেছেন: :) :)

গুড বাই সায়মা :)

ভালো থাকুন।

১২৯| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৮

জেন রসি বলেছেন: এই আরকি। :P

ইজি কাজে বিজি।

তাই ব্লগিং এর মত কঠিন কাজ আপাতত বন্ধ। ;)

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩০

শায়মা বলেছেন:

হায় হায় কি বলো !!!!!!!!!!

ব্লগিং বন্ধ!!!!!!!!!!!!!


কি এমন ইজি কাজে বিজি!!!!!!!!!!!!


বুঝেছি তুমিও তোমার এইসব বান্ধবীদের সাথে ..........

এদের সাথে তারা গুনো!!!!

:P

১৩০| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

জেন রসি বলেছেন: বান্ধবী!!!! =p~ =p~

কিসের মধ্যে কি!!!

পান্তা ভাতে ঘি!!! ;)

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

শায়মা বলেছেন: আহা আহা আহা

আজি এ বসন্তে এত ফুল ফোটে.......
এত বাঁশী বাজে ........
এত পাখি গায় !!!!!!!!!!!!!!


আহা আহা আহা


:P

১৩১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

মুনেম আহমেদ বলেছেন: #কনিষ্ঠ প্রেমিক।

কবিতা ভাল লেগেছে। নিজের সাথে রিলেট করতে পারছি মনে হয়

//অনাবিল স্বচ্ছ এ আঁখি দর্পণে ;
যে রেখেছিলো একদিন, দৃষ্টি দ্বিধাহীন – //

আর জেনে ভাল লাগছে যে এ ঘোরও আমার একদম বিফলে যায়নি

তার //কোন এক দূরবর্তী ফাল্গুনে , জানি পড়বে মনে –
এক নবীন কিশোরের চোখ , আজন্ম ব্যথিত সেই কবি ! //
এই বা কম কি!

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৭

শায়মা বলেছেন: ভাইয়া

তুমি আবার কার কনিষ্ঠ প্রেমিক ছিলে!!!!!!!

আর বলো না সেই কনিষ্ঠ প্রেমিক লিখে যে কি এক রোষানলে পড়েছিলাম!!!!!! ঐ কবিতার কমেন্টগুলো দেখলেই বুঝবে !!!!!!!:(

কবির কি আর শান্তি আছে???:(

একটু শান্তিতে মনের খুশিতে কবিতা লিখবো তাও না কিছু লিখলেই উড়ে এসে জুড়ে বসে কিছু বেরসিক মানুষ!:(


:P

১৩২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩০

মুনেম আহমেদ বলেছেন: #হে মহাজীবন।
//ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পুর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি//

এ বিখ্যাত লাইনদুটি তাহলে এই কবিতার!! অস্থির লেভেলের কবিতা। কিছু শব্দ এত শক্তিশালী হয় কিভাবে? এটাই সবচেয়ে বেশীবার আবৃত্তি করেছি। আর কবিতাতে আগ্রহী হতে চাইলাম আপনি কিনা শুরুতেই এমন কবিতা বিরোধী করে দিলেন !!! :D :P

#পাগলি তোমার সঙ্গে।

অদ্ভুত সুন্দর কবিতা দিদি! এখনো এ কবিতার শিমুল মুস্তাফার আবৃত্তি বাজছে মোবাইলে।

//তুমি ছুঁড়বে থালা বাটি, আমি ভাঙব কাঁচের বাসন// অসাধারণ :)


#কবর

মন খারাপ করা কবিতা। ইন্টারে আমার প্রিয় ছিল। এ কবিতার সাথে আমার ছোটবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে। আম্মু প্রায়ই খুব আবেগ দিয়ে এ কবিতাটা আবৃত্তি করতেন।

" মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, বাছারে যাই,
বড় ব্যথা র’ল, দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই;
দুলাল আমার, যাদুরে আমার, লক্ষী আমার ওরে,
কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে।"

কেন জানি এ কয় লাইনের সময় আসলেই প্রতিদিন আমার চোখে পানি চলে আসত।

#আট বছর আগে একদিন।

এটা আগের গুলোর চেয়ে একটু গভীর অর্থের মনে হলো। তবে বুঝছি সম্ভবত। অনেক উপমার অর্থ না বুঝলেও কিছু অনুভব করতে পারছি।
"ধরা যাক দু-একটা ইঁদুর এবার" এর মানে কি?

//জানি—তবু জানি
নারীর হৃদয়—প্রেম—শিশু—গৃহ—নয় সবখানি;
অর্থে নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়—
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে
ক্লান্ত- ক্লান্ত করে;//
ভাল লাগছে।

#অনন্ত প্রেম ভাল লাগছে
#যাত্রাভঙ্গ,সমাধিলিপি অত বিশেষ মনে হয়নাই। আসল বিষয় ধরতে পারি নাই হয়তো ।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: ভাইয়া আর বলো না পাগলী তোমার জন্যে তো একটা প্রেমকাব্য!

সেই কবিতা পড়ে আমার তো ওমন পাগলী হতেই ইচ্ছে হচ্ছিলো!!!!!!!!!:)

দাঁড়াও ঐ কবিতা পড়ে লেখা আরেকখানা কবিতা তোমাকে পড়াই

আচ্ছা চলো
শুরু করে ফেলি সংসার জীবন
ভালোবাসবো, প্রেম করবো, অশান্তি করে
তুমি ছুড়বে হাড়ি-কড়াই, আমি ছুড়বো থালা আর বাসন।

আবার যদি
উথলে ওঠে প্রেম উন্মত্ত কলোকল
হুড়োহুড়ি হুটোপুটি খেলবো ঢেউ এর মাথায়
আমি সৈকতে লালকাঁকড়া, তুমি রৌদ্রস্নান আর জলের মাতন।

সবার মধ্যে থেকেও
হবে চোখে চোখে প্রেম, লুকোচুরি কথা
ওর চোখে দেবো ধুলো, তার চোখে জল আর কাদা
আমি যাদুকর জুয়েল আইচ, তুমি বিপাশা লাগাবো ভেলকি ধাঁধা।

সারারাত্রী জাগরণে
সকালবেলা দেরীতে ঘুম ভেঙ্গে
তাড়াহুড়ো, ব্যস্ততায় চলবে ভীষন ঝুটোপুটি
আমি ভাজবো ডাবল অমলেট আর তুমি দুহাতে বেলবে চারখানা রুটি।

সন্ধ্যেবেলা টিভিতে
যদি দেখি শিলা কি জওয়ানী মার্কা ছাতা
জানি তুমি ল্যাপটপে বসে চৌদ্দগুঠি উদ্ধার করবে আমার
লিখে যাবে কুরুক্ষেত্র মহাকাব্য,ব্লগ জুড়ে তুলকালাম পাতার পর পাতা।

ছুটির দিনে
বন্ধুরা যদি আসে, বসায় তাসের আসর
আমি মাতবো মহাহাস্যে, তুমি চোখ দিয়ে ভস্ম করবে ঘর!
বিদায়ের পর আঁচড়ে কামড়ে ক্রোধি বিড়ালনী তুমি ছিড়বে আমার কাপড়!

ঈদ আসবে পূজো আসবে
আসবে বারো মাসে তেরো পার্বন
আমি আনবো এক হাতে দুহাতে উড়াবে তুমি
তোমার সাথে কাঁটাবো ভয়াবহ ভয়ংকর এক সুখের জীবন!


হা হা হা হা :P

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: ওহ বাকী কবিতাগুলি নিয়ে আসল বিষয় ধরাধরি করতে পারবোনা এখন। আপাতত প্রেম কাব্য ম্যুড ধরার অপেক্ষায় বসে আছি বহুক্ষণ জাল নিয়ে।

তানিম ভাই্য়ু নিউ টাস্ক দিয়েছে!!!!!!!

:) :) :)

১৩৩| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ !! বেশ ভালো লেগেছে কবিতা। এগিয়ে যান কবি। :)

শুভকামনা রইল ।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!

নিশ্চয় ভালো আছো অনেক অনেক!!!!!!!

১৩৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

আমিই মিসির আলী বলেছেন: আইসা আইসা ঘুইরা যাই
লেখা পাই না!








- আর কত দিন?

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৯

শায়মা বলেছেন: অনেকদিন ভাইয়া!!!!!!!!:(

এখন কিছুদিন ইজি কাজে আমি অন্যদিকে বিজি!!!!!!!!!!!


আপাতত লেখালিখি নাই কাজ খই ভাঁজ স্থগিত থাকিবেন!!!!!!!!:)

তুমি কেমন আছো ভাইয়ামনি!!!!!!!!!!!!:)

১৩৫| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২০

আমিই মিসির আলী বলেছেন: ভালো আছি আপু ......
খই ভাজা তাড়াতাড়ি শেষ হোক।
আপনি ভালো আছেন তো?

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৬

শায়মা বলেছেন: আমি ভালো আছি তবে খই ভাজতে কয়েক মাস যাবে! :)

১৩৬| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১২

দুঃস্বপ্০০৭ বলেছেন: পরীমনি কই গেলেন ? আপনেরে দেখবো কখন ? ছবি দ্যান ।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

শায়মা বলেছেন: পরীমনি পরীর দেশে আছি!:)

তাই দেখা যাবেনা !!!!!!!!!!:)

১৩৭| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা মাথার উপ্রে দিয়ে গেল! ছোট্টখাট্টো মাথা আমার! মাফ চাই দোয়াও চাই!!

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

শায়মা বলেছেন: ডানাভাইয়া মাফ নাই!

আরও একখানা কবিতা আনার প্লান চলিতেছে।:)

১৩৮| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: কি আর বলিব, শুধু চেয়ে রই , আর অবাক হই।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া! বিলেটেড হ্যাপী বার্থডে। অনেক অনেক ভালো আছো নিশ্চয়ই!!!!!!

চেয়ে রও কেনো?

চেয়ে না থেকে একটা গান শুনো।
আমি কান পেতে রই

১৩৯| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মন্তব্য এবং উত্তর নতুন সাহিত্য।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

শায়মা বলেছেন: হা হা আরও সাহিত্য আসিবেক! :)

১৪০| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৫

আহসানের ব্লগ বলেছেন: ১৮২০০০ খানা +

৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২০

শায়মা বলেছেন: এত্ত লাইক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!:)

১৪১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



উপরে ১৩৬ নম্বরে দেখলাম এখন পরী স্থানে বিচরন ।
সেখানে কি দেখতেছ জানাও শীঘ্র করি তা না হলে
পাঠাব কিন্ত একটা কিছু ধরে আনতে ধরার বুকে ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭

শায়মা বলেছেন: পরীস্থানে শুধু পরী। লালপরী, নীলপরী, সবুজপরী হলুদ পরী, শয়তান পরী, বদমাশ পরী, ডাইনিপরী কত রকম পরী। এত কি জানানো যায় ভাইয়া! আর তাছাড়া পরীস্থানের কথা মনুষ্যস্থানে জানাতে মানা!:)

১৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১

ডঃ এম এ আলী বলেছেন: সকল পদের পরীসহ পরীস্থান কিন্তু উঠিয়ে নিয়ে আসতে পারি । থাক লালপরী, নীলপরী, সবুজপরী হলুদ পরীরা ভয় পেতে পারে ।
পরীরা কিন্ত মনুষ্যস্থানে আসে বিশ্বাস না হলে আমার ছয়ফুল মুল্লুক বদরুজ্জানে গিয়ে দেখে আসতে পার !!! পরিস্থানে যাওয়ার জন্য বাহন রেডি করে রেখেছি !!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১২

শায়মা বলেছেন: বাপরে!!!!!!!

ছয়ফুল মুল্লুক বদরুজ্জানকেও গবেষনা হতে বাদ দাওনি!!!!!!!!!!!!


মাই গড!!!!!!!!!

তুমি হলে ২০১৬ এর সেরা জিনিয়াস!!!!!!!!!!
মেনে নিচ্ছি!!!!!!!!
মানলাম!!!!!!!!!

সালাম সালাম
তোমার পদতলে ভাইয়ুসোনামনি!!!!!!!!!!!:)

১৪৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

পবন সরকার বলেছেন: দারুণ লাগল।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!:)

১৪৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

লেখোয়াড়. বলেছেন:
ওহে শায়মা?????????????

চালিয়ে যান। চালিয়ে যান।

ধাবড়ি কোথাকার।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: ধাবড়ি কি ?????????????

থাপড়ির ভাই নাকি!!!!!!!!!!!!

ওকে ওকে তুমি ধাবড়ি আমার ভাই আর আমি থাপড়ি তোমার বোন!!!!!!!:)

১৪৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

জেন রসি বলেছেন: এবার কি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন? এবার কি বৃক্ষ দিয়ে ঘর বানাচ্ছেন নাকি সমুদ্রে চলছে মৎসচাষ? :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০০

শায়মা বলেছেন: আরে কেবলি কালারফুল কাপকেক এক্সপেরিমেন্ট করলাম !!!!!!!!:)





আসো আসো আমার বাসায় তোমার দাওয়াৎ!:)

১৪৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০

জেন রসি বলেছেন: রেসিপি বলেন। আর এই কেক বনানোর অভিযানের গল্পটাও শুনতে চাই। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫

শায়মা বলেছেন: হা হা

রেসিপি আর কি সব কেকই যেমন হয় শুধু ফুড কালার এ্যাড করেছি আর উপরে চেরী আর ফক্স ক্যান্ডি ডেকো!!!!! :)

অভিযানের গল্প না তোমাকে বললাম আবার শুনতে চাও !!!!!!!!!!!!


ব্যাপার কি !!!!!!!!!!

স্মৃতি হারায় যাচ্ছে নাকি দিনে দিনে ভাইয়ু!!!!!!!!!!!!!! B:-/

১৪৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

জেন রসি বলেছেন: আমাকে???

কখন???

কোথায়???

কিভাবে???


০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: ঐ যে তুমি যখন ঘুমাচ্ছিলে!!!!!!!!!!!

স্বপ্নে বলে গেলাম না!!!!!!!!!!!!!

রেসিপিও বলছিলাম!!!!!!!!!!!

ভুলে গেছো!!!!!!!!!! B:-)

১৪৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

ডঃ এম এ আলী বলেছেন: তোমাকে পরিস্থানে যাওয়ার বাহনটা দেখাতে চেয়েছিলাম
দিলে তো তা অফ করে ২০১৬ এর কথা বলে ।
যদি বল কিছুক্ষের মধ্যে আসব ফিরে বাহনে চড়ে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

শায়মা বলেছেন: বাহনখানা কি দেখি!!!!!!!!!

তবে তোমার জন্য কালারফুল কেক বানানো হয়েছে ভাইয়া!!!!!!!!!:)

১৪৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

ডঃ এম এ আলী বলেছেন: শুভেচ্ছা রইল তিনশততম মন্তব্যের ঘরে আসতে পেরেছি বলে ।ধন্যবাদ ফর সুন্দর কেক ।
বাহনটা পাঠানো হল তোমার তরে , গুটা পরিস্থানকে নীয়ে আসবে পীঠে করে ।


০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

শায়মা বলেছেন: বাহনের সৌন্দর্য্যে আমি বিমোহিত!:)

তবে মুখটা দেখে ভুই পাচ্ছি ভাইয়ু!!!!!!!!!!! :( কেমন যেন রাক্ষস রাক্ষস!:(

১৫০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

ডঃ এম এ আলী বলেছেন: বাহনের সৌন্দর্য্যে আমি বিমোহিত শুনে ভাল লাগল । সে্ই যে তুমি বলেছিলে সেখানে শয়তান পরী, বদমাশ পরী, ডাইনিপরী কত রকম পরী আছে, তাই বাহনটাকে কিছুটা কঠীন করতে হল যেন শয়তান পরী, বদমাশ পরী, ডাইনিপরীরা একটু ভয় পায় । তোমার ভয়ের কিছু নেই, দেখনি ভারতীয় সিরিয়াল কিরনমালা, আগুন পাখীর রথে চড়ে যায় যে উড়ে রাক্ষুসী রানী কট কটি বধে ।
যাহোক নতুন প্রকল্প নিয়ে আসছ কবে , নাকি মন্তব্যের সহয্রতম সংখা পেরুলে । এমন হলে প্রতি পলে পলে শত শত কমেন্ট করে যাব এসে তব ঘরে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: হা হা না নতুন প্রকল্প চলিবেক কিন্তু পোস্ট আনা হবে না ভাইয়ু!!!!!!!

আমি আসলেও ইজি কাজে বিজি তবে সেই ইজি কাজটা সময় হলে জানিয়ে দেবো!!!!!!!!


তোমাকেই সবার আগে জানাবো ভাইয়া !!!!!!!!!!!! প্রমিজ!!!!!!!!!!! :)

১৫১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপুমনি, আশায় রইলুম ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

শায়মা বলেছেন: :)

১৫২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

ডঃ এম এ আলী বলেছেন: :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

শায়মা বলেছেন: গুড মর্নিং ভাইয়ু! সকাল শুরু হলো জিনিয়াস১৬ ভাইয়ার হাসিমুখ দেখে!:)

১৫৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

পথহারা মানব বলেছেন: সারাবিশ্বে যে তেলের দাম এখন জলের দামের চেয়েও কম তার একখানি উৎকৃষ্ট উদাহরন তোমার এই পোস্টখানি!!!! :D :D

তেলের রাজ্যে পৃথিবী পদ্যময়, অমবশ্যার চাঁদ যেন তেলেভাজা পরোটা 8-| !!!!
বকাঝকা করলে করতে পার কিন্তু আমার বাজরে তেলের অনেক দামতো তাই দিতে পারলাম না। (ভিনদেশির পোস্টে আমার কমেন্টের উত্তর চাইলে এখানে দিতে পার)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: গোপালের গরু হারানোর গল্প শুনছিলাম। গরু হারাবার পর সে নাকি বউকে দিদি ডাকছিলো। বৌয়ের মুখ ঝামটা খেয়ে দিদি থেকে মা।
পথ হারাইলেও যে মানুষ তেল আর জলের চক্করে ঘুরে মরে তার প্রমান আজিকে পাইলাম ভাইয়ুজি!!!!!!!!!!!!!! :) :) :)

তোমার বাজারে তেলের তো বেশি দাম হবেই কারণ শুনেছি পাগলের মাথা ঠান্ডা করিতে বিশেষ তৈল লাগে। আর সেই তেলের যোগান দিতে দিতে দিতে দিতে তোমাদের দেশে নাকি তৈল সংকট আর সেই সংকটের থেকেই বাজার দাম চড়িয়াছে।

আহারে বেচারা ভাইয়ুজি!!!!!!!:(

১৫৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: দারুণ ++
যদি লেখকের নাম শায়মা হয় তখন অবশ্য দারুণ হওয়ারই কথা কথা।

@পথহারা মানব মনের কথা বলেছি। তেলবাজির ভাবনাখানার দায়ভার আপনার উপর দিয়ে গেলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

শায়মা বলেছেন: এটার আধারও বেশি কৃতিত্ব একজন সত্যিকারের কবি রেজওয়ান তানিমভাইয়ার!
আমি তো সকল কাজের কাজী ভাইয়া আর তাই কোনোটাই ঠিকঠাক হয়না।

পথহারাভাইয়ার গরু হারায় গেছে। সেই গরু খুঁজতে খুঁজতে না ভাইয়া নিজেও হারায় গেছে আর তাই এইসব বলছে। তুমি ঐ দিকে কান দিওনা ভাইয়ামনি!:)

১৫৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

ভীনদেশী বলেছেন: আলাদা ধাচের লেখা আগে এরকম কিছু চোখে পড়েনি।আপনার পোস্টে এক ট্রাক লাইক দিলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: আলাদা ধাঁচের মানে কি? যৌথ প্রযোজনা নাকি লেখার স্টাইলটাই?

এইটা রেজওয়ান তানিম ভাইয়ার কবিতা স্টাইল। তার সাথে লিখতে গিয়ে অবশ্য মহা বিপদেই পড়েছিলাম। এটা হবেনা সেটা হবেনা !!!!!!!! উফ এমন বিপদে আগে যাদের সাথে লিখেছি তাদের সাথে পড়িনি। একমাত্র ভাইয়াই এমন খুঁতখুঁতে!!!! হা হা হা

যাইহোক অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি!!!!!!! ট্রাকটাকে সিন্দুকে আটকে রাখি!!!!!! :)

১৫৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

সুলতানা রহমান বলেছেন: নতুন আবৃত্তি কই আপু?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২

শায়মা বলেছেন: আরে সেটা তো রেডি হচ্ছে!!!!!!!!! অচিরেই পেয়ে যাবে!!!!!!

তবে এবারে কোনো প্রেম গান বা প্রেম কাব্য নয় এবারে লিখছি প্রেম পত্র!!!!!!!!! :)

১৫৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

সুলতানা রহমান বলেছেন: প্রেমপত্র!! কাকে?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: হা হা হা হা হা

লিখলেই জানবে!!!!!!!!!

এখন সাসপেন্স!!!!!!!!!!!!! :P

১৫৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

সুলতানা রহমান বলেছেন: খুব ভালো! লিখো ফেলো। বলা তো যায় না সে হয়তো অপেক্ষা করে থাকবে! =p~ =p~ =p~

অপেক্ষায় অপেক্ষায় … পরে কি হবে এখন বুঝতেছি না। সময় পাইলে লিখে দিয়ে যাবো। খুব ব্যস্ত। এবং আনন্দিত! সময়গুলো উড়ে উড়ে যাচ্ছে! =p~ =p~ =p~

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

শায়মা বলেছেন: আরে কিসের অপেক্ষা আপুনি!!!!!!!!!!!!!!

উহাও আরেকখানি যৌথ প্রযোজনা হইবেক!!!!!!!!!


হা হা হা হা হা

নাহ তোমার মাথা এক্কেরে গেছে আপুনি!!!!!!!!!!! ঠাট্টাও বুঝো না!!!!!!!!!!


বুঝেছি বুঝেছি অতি শোকে মানুষ হয় পাথর আর অতি আনন্দে তুমি হয়েছো!!!!!!!!!!!!! কি বলো বলো বলো!!!!!!!!!! :P

নইলে কিন্তু আমিই বলে দেবো!!!!!!!!!! :)

১৫৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫

পথহারা মানব বলেছেন: @ বিলিয়ার রহমান: আপনি আসলে বুঝতে একটু ভুল করেছেন? এই পোস্ট সম্পর্কে আমার মন্তব্যটা (৩৮) দেখুন তাহলে বুঝতে পারবেন? যেটা আমারও মনের কথা ছিল...কিন্তু এখানে অনেকে শুধু বাড়িয়েই বলে না, বারবার বলে (শুনেন, ওনাকে একটু জব্দ করতে আমার খারাপ লাগে না) ;)

@ শায়মা: গোপালের গল্পটা ভাল ও শিক্ষনীয় (ধন্যবাদ সুন্দর একটা গল্প বলার জন্য)। পাগল, ছাগল যাই বল আপু কোন সমস্যা নেই কারন নিশ্চয়ই আমার মধ্যে ওরকম কিছু আছে এবং অবশ্যই সেটা আমি খুজে বের করার চেষ্টা করব) অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আমার সমালোচনার জন্য। রিয়েল ফ্রেন্ডরা এরকমই করে।

@ভীনদেশি ভাই লেখা নি:সন্দেহে আলাদা ধাচেঁর বাট লেখক মনে হয়.... ঐ একি ধাচেঁর প্রশংসার ফুলঝুড়ি না ছুটালেই তেলে বেগুনে জ্বলে উঠে...

এই দেখেন এটুকু বলেছিনা এখনই ঐ গরম তেল কিভাবে আমাকে ছুঁড়ে মারে!!! (পালানোর ইমো হপে)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

শায়মা বলেছেন: হা হা হা

পালিয়ে আর কোথায় যাবে
হারাবে ফের রাস্তা
তার চেয়ে ভাই আগেই করো
অগস্ত্য যাত্রা!


নিজেই হও দিল খুশ খুশ
খুব জিতেছো বলে
আসল কথা সবাই জানে
একটু গিয়ানী হলেই!:)

আমি সাধু, মহাপুরুষ
সারে গামা পাধা
আসল সত্য আমিই জানি
তুমি হলে এক নাম্বারের ...... :P

বললে আবার কাঁদতে পারো
হাত পা ছুড়ে নেচে
তখন আবার এই কেইসটা
আগেই যাবে কেঁচে!!!:(

তাই দিলাম এমন করে
ফিল ইন দ্যা ব্ল্যাংক!
বুদ্ধিমানরা বুঝে নেবেন
আই এ্যাম ভেরী ফ্রাংক!:)

১৬০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

পথহারা মানব বলেছেন: হায় আল্লা কি সুন্দর ছড়া!!!!!!...
এত্ত সুন্দর ছড়া কি করে লেখ আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
উফ!!!!!!!!আপু তুমি অসাম!!!!!!!!!!!!
শায়মা ইজ দ্যা বেস্ট, শায়মা ইজ জিনিয়াস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

তোমার ছড়ায় গাড়ি, ট্রাক, জাহাজ ভর্তি প্লাস ++++++++++++++++++...
উমা আমার এখনও বিশ্বাস হচ্ছেনা যে কেউ এত্ত সুন্দর করে ছড়া লিখতে পারে!!!
আমি জানিতো আমি যে নাম্বার ওয়ান গাধা, বলদ, রামছাগল, পাঠা, বান্দর সবকিছু বাট শায়মা মনি ইজ নাম্বার ওয়ান রাইটার, পয়েট এন্ড সিংগার ইন দ্যা ওয়ার্ল্ড!!!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

শায়মা বলেছেন: বেশ বেশ মহা খুশি আসো বসো মোর বাড়ি
ঐ পাশে রেখে বসো তোমার ঘি তেল হাড়ি
এসেছো যখনই খাও কাপ কেক চকো
তোমা তরে আজিকের খানা মখোমখো !!!!!!! :)

১৬১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

সুলতানা রহমান বলেছেন: কবিতাখান বানাইতে পারলুম না :( কী একখান গান আছে না, তার আর পর নাই. … সেইরকম গল্প আর কবিতাও আর নাই। আর এইসব হইছে ধনীর দুলাল আর দুলালীদের জন্য ;)। আমার এখন আড্ডাইতে ভাল্লাগে খালি। যখনি সময় তখনি আড্ডা।

কেক কিন্তু আমি পাই নাই

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০

শায়মা বলেছেন: অনলি আড্ডা ইজ ব্যাড ফর হেলথ!!!!!!!!!!


এই যে কেক নাও আপুনি!!!!!!!!!!!!!

আজকেট কেক!!!!!!!!!!!!!!!!! আমার এত্ত এত্ত ভালো লেগেছে !!!!!!!!!!! আমি শুধু তার দিকে তাকিয়েই আছি আর তাকিয়েই আছি!!!!!!!!! :) :) :)

১৬২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

পথহারা মানব বলেছেন: কি খুশি.!!!!!!!!!!!!!!!!!!!!!!
অবশ্য বাচ্চাদের খুশি দেখতে আমারও খুব ভাল লাগে!!!!! :D :D

তোমার বাড়ি যাব!!!!!!!!!!!!!!! ওরে বাহ!!! পাগল হইতে পারি কিন্তু তাই বলে একেবারে বাঘিনীর ডেরায়!!!!!!!!!!!!
কিছু না বলতেই বলে...হালুম!!!!!!!!!!!!
আন্টি কষ্ট করে খাবার-দাবার বানায় আর তুমি নিজের বলে চালিয়ে দেও...ভালই X((

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

শায়মা বলেছেন: আসলেই আমি মহা খুশি!!!!!!!!!!!!

সন্ধ্যা থেকে শুধু কেক এ্যন্ড কালার নিয়ে খেলাধুলা!!!!!!!

আহা আহা

তারপর কেক দেখে আমি মুগ্ধ!!!!!!!!!:)

আর আন্টি না, আমি নিজেই বানাই বুঝছো???? এই যে খুকি খুকি করছো আমাকে দেখলে তো ঠাস করে ফিট হয়ে পড়ে যাবা ভাইয়ু!!!!!!!!!!!! :) :) :)

যাই হোক আমি নিজেই বানাই কারণ
পাকা রাঁধুনী আমি পাকা রাঁধুনী
যত রকম রান্না আছে সব আমাকে শিখিয়েছে আমার মামনি!!!!!!!!!!:) :) :)





১৬৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

তামান্না তাবাসসুম বলেছেন: অসাধারন যুগল কবিতা, সেই সাথে আবৃতি।

আপু নতুন এক্সপেরিমেন্ট কেক নিয়ে কোন পোস্ট দিবেন না? রেসিপি দিয়েন কিন্তু। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪১

শায়মা বলেছেন: হা হা

ওকে ওকে আরো কয়েক ডজন বানাই আগে তার পর পোস্ট দেওয়া হইবেক। ঈদ রেসিপি পোস্ট যেন সবাই সেসব এক্সপেরিমেন্ট করে আমার মত ধেই ধেই নাচে!:) :) :)

১৬৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

জেন রসি বলেছেন: কেক এক্সপেরিমেন্টে শেষ? নতুন পোস্ট দেন। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: নতুন আর কি দেবো !!!!!

কেকভুত না যাওয়া পর্যন্ত আর কি বা ঢুকবে মাথায়!!!!!!

১৬৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪

জেন রসি বলেছেন: কেকভূতকে বশীভূত করে পোস্ট দিয়ে দেন। কিভাবে বশীভূত করলেন সেটা নিয়েই পোস্ট। :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

শায়মা বলেছেন: এখনও বশীভুত হয়নি!!!!!!!!!!!!!!!
আমাকেই বশীভুত করে রেখেছে !!!!!!!!!!!!!

না না না আমি এর কাছেই বশীভুত থাকতে চাই আরও কিছুদিন!!!!!!!!!

১৬৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৯

মেহেদী রবিন বলেছেন: কবিতা আপনি ভালো লিখেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

শায়মা বলেছেন: এই কবিতার অর্ধেকেরও বেশি ক্রেডিট তানিমভাইয়ার। কবিতা তার স্টাইলে লিখিত হয়েছে!:) :) :)


অনেক অনেক থ্যাংকস মেহেদী ভাইয়া!

১৬৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮

ভীনদেশী বলেছেন: যৌথ প্রযোজনা + স্টাইল দুটোই ভিন্ন রকমের সুন্দর।

আবৃতির জন্য রইলো মহাবিশ্বসম ভালো লাগা। এবার হয়তো সিন্দুকে আটকে রাখা যাবে না । হা হা হা :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!!!!!


কোথায় হারায় গেছিলে!!!!!!!

আর দেখা ছিলোনা !!!!!!!!!!!!!


কি ব্যাপার !!!!!!!!!!!!!!


আর কে বলেছে সিন্দুকে আটকানো যাবেনা!!!!!!!!!!!!!

বিশ্বজোড়া সিন্দুক আমার ভয় নেই তিল মাত্র .........:)

১৬৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

ভীনদেশী বলেছেন: হায়রে হায়!! বিশ্বজোড়া সিন্দুকে তাহলেতো আমিও বন্দী হয়ে যাবো। না না তা হবে না :((

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: তাইলে এক কাজ করো!!!!!!!!!!

মহাশূন্যে ঝাঁপ দাও ভাইয়ু!!!!!!!!!!! :)

১৬৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রক্তিম বিজয় বলেছেন: আপুনি আপনার মেইল আইডিটা দেন্না?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: আমার মেইল আইডি দিয়ে কি হবে ভাইয়ু!!!!!! :)

১৭০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রক্তিম বিজয় বলেছেন: আপুনি আপনার মেইল আইডিটা দেন্না?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: তার থেকে তোমারটাই দাও আমি মেইল দেই!!!!!!!!!! :)

১৭১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ভীনদেশী বলেছেন: মহাশূন্য কি ইউনিভার্সের বাইরে ভাইয়ু????? :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

শায়মা বলেছেন: বাইরেই তো !!!!!!!!!!

আরে কত কত মহাশূন্য আছে তা কি বিজ্ঞানীরা আজও আবিষ্কার করতে পারছে বলো!!!!!!!!:(

তুমি সেসবে লাফ দিয়ে দেখতে পারো!!!!!!!!!!:)

১৭২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

রক্তিম বিজয় বলেছেন: [email protected] নিন আপুনি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০১

শায়মা বলেছেন: ওকে!

মেইল দেই তাইলে!:)

১৭৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২

রক্তিম বিজয় বলেছেন: দিন আপু

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

শায়মা বলেছেন: আত্তা!!!!!! :)

১৭৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

রক্তিম বিজয় বলেছেন: কই আপু দিলেন্নাযে?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: দিলাম তো!!!!!!!!! B:-)

১৭৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

রক্তিম বিজয় বলেছেন: পাইলাম না এখনো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: রিফ্রেশ দিয়ে চেক করো।

আচ্ছা আবার দিচ্ছি!!!!!!!!

১৭৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫১

রক্তিম বিজয় বলেছেন: পায়ছি আপু

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: :) :) :)

১৭৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

ভ্রমরের ডানা বলেছেন: আরও একখানা কবিতা আনার প্লান চলিতেছে।:)


ঠিক আছে, আনুন আপু। কিন্তু এবার যেন মাথায় ঢোকে! সেদিকে খেয়াল দিয়েন প্লিজ!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

শায়মা বলেছেন: হা হা হা আমার কবিতা তো সবার মাথায় ঢুকে যায় বাতাস এবং পানির মত কিন্তু এখানে যে তানিমভাইয়া ছিলো উনার কি আর তেলে জলে মিশালে চলবে ! তাই মাথার উপরে দিয়ে উড়িয়ে দিতে হলো ভাইয়ু!!!!!!!! :P


দাঁড়াও একখানা পানির মত কবিতা দেই---

কথা দিয়েছিলি তুই
আর মাত্র বছর দুই
অপেক্ষা কর-
তারপর পালাবো আমরা
কেউ জানলে জানুক, না মানলে না মানুক
কিছুই যাবে আসবেনা আর
একচিলতে বারান্দায় ছোট্ট দুই কামরা।


টোনাটুনির সংসার হবে আমাদের
বাজারে যাবো, চাল আনবো, গুড় আনবো....
পিঠা বানাবি তুই, দুজনে খাবো!
আমাদের জানালায় উড়বে
নীল ফুল পর্দা
ঝিরিঝিরি উতল হাওয়ায়
বারান্দার টবে দুলবে নয়নতারা।


বসন্তের প্রথমদিনে
কাঁঠালচাপায় মালা গাঁথবি তুই
কানে মালতীলতার ফুল
আর মাত্র বছর দুই
একটু অপেক্ষা কর,
নীলচুঁড়ি সবুজ টিপ আর কমলা শাড়িতে
হৃদয় থরথর।


বৈশাখের প্রথম প্রহর-ভৈরবী রাগ
কাটবে লাল আর সাদায়
রমনার বটমূলে
বেলি ফুল তোর চুলে
লিখে রাখ তুই ক্যালেন্ডারের পাতায়।
মাত্র বছর দুই
ঠিক দেখে নিস তুই......


লুকিয়ে চুরিয়ে এই দেখা
মানবোনা আর কারুর বকা ঝকা।
কাঁদিসনা নিরু
মার সকলের কপালে ঝাড়ু
আমাদের মন বুঝবে কি ওরা
কখনও বেসেছে কি কাউকে ভালো?
জন্ম থেকেই ওরা বুড়ি আর বুড়া ।


না হয় না হলো দেখা
আজ বিশ্ব ভালোবাসায়
নাহয় না হলো বসা আজ পাশাপাশি
ঘরের দরজা বন্ধ করলেও
মনের দরজা নয়-
তবুও জেনে রাখিস
ভালোবাসি-তোকেই ভালোবাসি।


বসন্ত যাবে, ফুরোবো গ্রীস্ম
বাদলদিনের প্রথম কদমফুলে
সাজাবো খোঁপা তোর ঐ গহীন চুলে
দোলনচাঁপা, হাস্নাহেনার মালা
রাখবো গেঁথে তোর জন্য তুলে ......
এই কথাটা রাখিস তুই মনে
কোনোদিন যাসনে কখনও ভুলে।

আসবে শরৎ সাদা মেঘের ভেলা
কাঁশের বনে কাটিয়ে দেবো বেলা
কাশবনের রুপকথার মেয়ে
হাসতো এবার আমার পানে চেয়ে
কাঁদবি না বল, করবি প্রতীক্ষা
বেশি তো নয় একটু অপেক্ষা
মাত্র বছর দুই, ঠিক দেখে নিস তুই।


হেমন্তের ঐ হিমেল ঝরা রাতে
থাকবো বসে হাত রেখে তোর হাতে
সরিষা ক্ষেতে নুপুর পরা পা
শীতের ভোরে ধোঁয়াশ তোলা চা
শুধু মাত্র বছর দুই পর
পারবেনা কেউ আটকাতে এরপর
আমাদের হবে ছোট্ট সুখের ঘর।



হা হা হা দেখছো কেমন জলবৎ তরলং কাব্য !!!!!!!!! :P

১৭৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: !:#P !:#P !:#P


এইতো এইতো, বেশ হয়েছে খাসা,
কবিতাটা কি দারুন যেন মিষ্টি দিয়ে ঠাসা!!


কি সুন্দর মাথা আমার কবিতা যাচ্ছে বসে
হালকা হাওয়ায় গাছ থেকে যেমন ম্যাংগো পড়ে খসে!

মধুর মধুর কথার তাল আর স্বপ্ন রাশি রাশি,
কোন কবিতার কোন কবি সে, হাসে লাজুক হাসি!

ছন্দ তালে ভাবের লয়ে ভাসিয়ে দিলে সুর,
তাই শুনে এই পাগল ছেলে মত্ত, মাতাল চূর!


কবিতার প্রতিউত্তরে অনেক ভাল লাগা!


থ্যানকু আপুনি! :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: এই শহরের কোন বাড়িটায় লুকিয়ে থাকো তুমি অনিশ্চিতা!

কোন অলিন্দে ভাসে তোমার মুখ চিত্রার্পিতা

শেষ বিকেলের রাঙ্গা আলোয়...



খেলা করে বাসন্তী মাতাল হাওয়া, তোমার এলোচুলে?

সে হাওয়া কি বলেনা তোমার কানে চুপিচুপি

এক উদাসী যুবকের কথা ?..

এই নাও আরও একটা আধা খেচড়া জলবৎ তরলং কাব্য!:)

১৭৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: চমৎকার ! প্রকৃতি আর আবেগের মোড়কে মোড়া কবিতা এক!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়া!!!!!!!!!!!! :)

১৮০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১০

কালপুরুষ কালপুরুষ বলেছেন: ভাগ্যিস ঘুরতে ঘুরতে আপনার পাতায় ঢুকে পড়েছিলাম
। সুন্দর কাব্যিক আবেশ। মোহিত হলাম।
ঈদের শুভেচ্ছা নেবেন ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: ঈদের শুভেচ্ছা ভাইয়া।
অনেক অনেক থ্যাংকস তোমাকে! :)

১৮১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!!!! :)

১৮২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন:



ঈদ পুর্ণমিলনী
আনন্দময় হোক
এ কটা দিন ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!

ঈদ মুবারাক!!!!!!!!
অনেক অনেক ভালো থেকো!!!!!!:)

১৮৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৬

ডঃ এম এ আলী বলেছেন: নিলাম পেতে শীরে
তব শুভ কামনা ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: হা হা

ওকে ভাইয়া!!!!!!!:)



মোরগ পোলাও খাও!:)

১৮৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:


ওয়াও দেখতে সুন্দর খেতেও
ভারী মঝাদার মোরগ পোলাও


তালের পিঠা খাও ।
এমন পাকৃতিক স্পঞ্জ কেক
পাবেনা কোথাও ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

শায়মা বলেছেন: আরে থ্যাংকস!!!!!!!!!!!

:) :) :)

১৮৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

ইয়াছির মিশুক বলেছেন: চমৎকার

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!:)

১৮৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

ইখতামিন বলেছেন: অসাধারণ

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ইখুভাই্য়ু!:)

১৮৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

বিলিয়ার রহমান বলেছেন: নতুন পোস্ট ???:( :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

শায়মা বলেছেন: নাই ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:( :( :(


অনেক অনেক ইজি কাজ নিয়ে বিজি আছি ভাইয়ামনি!!!!:(

যদিও আবৃতির কথা ভুলিনি!:)

১৮৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

পথহারা মানব বলেছেন: এমনিই ভাবের শেষ নাই....তারমধ্যে আবার রিকোয়েস্ট নতুন পোস্ট B-) B-)
আবার আবৃতি...হি হি হি

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: ঐ ভাইয়া!!!!!!!!!
ইজি কাজে বিজি আছি বলে নইলে পোস্ট কাকে বলে, কত প্রকার ও কি কি বুঝাই দিতাম তোমাকে.....

ওকে একটা এক্সাম্পল দেই......:)

দিগন্ত ছোঁয়া সাগরের জলে
গোধুলীর কোমল আলোক ছায়া
কথা বলে, কথা বলে
হয়ে যায় গান।

ভেসে আসে সন্ধ্যার মন্থর সঙ্গীত
সুদূরিকা হতে, শাল পিয়ালের ডালে কাঁপে
পাতা ঝিরিঝিরি মৃদুল আবেশে!

চারিদিকে এত সুধা, এত রুপ রস
এত প্রাণ, এত গান, এত কথকথা!
তবুও সাধ, হায় সাধ হলো তার -
মরিবার
ডুবে ঐ অকূল পাথারে
আহারে আহারে!!!!!!!!! :(


ডুবিবে বলে সে নামিছে ধীরলয়ে
ঐ লালাভ অতলের জলে---
হঠাৎ কোথা হতে ভেসে এলো সূর
চমকি উঠলি প্রান
থমকে থামিলো জান!

কে বলে কে বলে!
পথিক তুমি কি পথ হারাইয়াছো!
ঐ দিকে পথ নাহি আছে শুধু অকুল পাথার
আছে সাগর ভুত প্রেতিনী দৈত্য দানব!
শিঘঘিরি
উল্টো দিকে দৌড় লাগাও
হে পথহারা মানব!!!!!!!!!



:P







১৮৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ডঃ এম এ আলী বলেছেন: আপুমনির সুন্দর বাড়ীর ছাদে ও সামনে তাল গাছ লাগিয়ে দিয়ে গেলাম
যতপার বাবুই পাখীর বাসা ও লনের বাগানে টেরাটরিয়াম বানাও ।
এসে এসে দেখে যাব কেমন সুন্দর দেখায় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!! :) :) :)

১৯০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

পথহারা মানব বলেছেন: কেন ফিরালে আমায়, বলো কেন ফিরালে!!!
আমিতো চেয়েছিলাম বিলীন হয়ে যেতে
এই পৃথিবীর রুপ গন্ধ সুধা ছেড়ে
চলে যেতে ঐ দূর সীমানায়
যেখানে চলে গেছে
কপালকুন্ডলা আমার..!!

শায়মা, তুমি এসে দেখে যাও
রাবেয়া বুবুর লেখা
কি করে উন্মোচিত হয়ে গেছে
আসল রুপ তোমা





২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

শায়মা বলেছেন: কে আবার ফিরালো তোমায়!
তবে কি আছো পড়ে এখনও কোমায়!!!!!!!!
কি বলি কি লিখি পড়ো তার উল্টা
শুদ্ধটা বোঝো নাতো বুঝো শুধুই ভুলটা!!!!!


ওকে ওকে যাবো এবার রাবেয়াবুর বাড়ি
কি যে করি ভায়ার এবার হাঁটে ভাঙ্গবো হাড়ি
আবার যদি সেথায় দেখি তুমিও নিয়ে কড়াই
সেটাও কিন্তু থাকবেনা আর যতই করো বড়াই। :)



১৯১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: উদিত রৌদ্রের রাগ,
কিশোর-কিশোরীর চাহনী
নতুনের আবহন
আমরা নবীন আমরা শিশু আমরা ভবিষ্যত!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

শায়মা বলেছেন: আমরা নবীন!
শিশু!!!!!!!

ভবিষ্যৎ!!!!!!!!!!!!!!


কি বলো ভাইয়া!!!!!!!!!!!!!!!! B:-)

১৯২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

বাঘ মামা বলেছেন: ইমরাজ কবিরের সাথে তোমার আবৃত্তি শুনে মনে হলো তুমি এখন আর আগের মত বাত্তা বাত্তা নেই,বড় হয়েছো বলেই মনে হলো।


কেমন আছো?

শুভ কামনা সব সময়

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

শায়মা বলেছেন: যাক বাবা বাঁচা গেলো!!!!!!!!!!!

বড়ই হয়েছো বললে ভাগ্যিস বুড়িই হয়েছো বলোনি!:(

:P :P :P

সে যাইহোক আসল ঘটনা হলো আমি এখনও বাত্তাই আছি কিন্তু ইমরাজ কবির হলো বাত্তার বাত্তা। তার শখ হলো খালাম্মার সাথে কবিতা আবৃ্তির করার। আমার কি দোষ বলো!!!!!:(

বাত্তার বাত্তাকে কি আমি কত্ত দিতে পারি বাঘমামা কলিজা বলো বলো !!!!!!!!!!! :P :P :P

১৯৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

মেহেদী রবিন বলেছেন: সুন্দরতা মাখা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!! :)

১৯৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সম্ভাবনার বিকেল খুঁজে দেরি হয়ে গেল, নামল নোনতা রাত
ওর বুকে মুখ রাখি তৃষ্ণায়, খুঁজি এখানে ওখানে
জল নেমে গেল মেঘমল্লারে; হল না আর প্রাণের কম্পন!
সৃষ্টির কম্পন ঝরে গেল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

শায়মা বলেছেন: :)

থ্যাংক ইউ ভাইয়া!

১৯৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ প্রিয় ভাইয়া!!!!!!!


তোমার জন্যও অনেক অনেক শুভকামনা!!!!!!:)

১৯৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৭

প্রিনস বিএসটিআর বলেছেন: apu ki kobitar fan naki...!!!!!!!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

শায়মা বলেছেন: হা হা হা আমি দুনিয়ার সবকিছুরই ফ্যান মনে হয়!!!!!!!:)


কেমন আছো ভাইয়ামনি?

১৯৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

কাবিল বলেছেন: পরীক্ষামূলক

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!! কিসের পরীক্ষা!!!!!!!!!!!!

১৯৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

কাবিল বলেছেন: পরীক্ষামূলক

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার পরীক্ষার রেজাল্ট কি!!!!!!! B-)

১৯৯| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক দিন থেকে সামুকে মিস করছিলাম সাথে তোমাদের ও যাদের কারনে সামুতে বসি , যাদের পোষ্ট না দেখলে ভার লাগেনা তাদের ই একজন তুমি । তাই তোমাকে অনলাইনে দেখে তোমার পোষ্ট পড়লাম। অনেক অনেক ভাল লাগা রইল। এবার বল কেমন আছ তুমি?
অনেক অনেক ভাল থাক এই কামনাই করি।

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

শায়মা বলেছেন: আমি ভালো আছি ভাইয়া!
থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করার জন্য তবে ইদানিং ইজি কাজে বিজি থাকায় কোনো কিছু লিখিনি শুধু কি যে করি ভাইয়ার সাথে দুষ্টামী ছড়া ছড়ি খেলা ছাড়া!

সামুকে সাথে আমাকেও মিস করার জন্য আবারও অনেক অনেক থ্যাংকস তোমাকে ভাইয়ামনি!

২০০| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: উদিত রৌদ্রের রাগ,
বলতো কি করে পড়া যায় মেঘমন্ত্র, খুঁজে নেয়া যায়
মাতাল অসুখে ডুবে যাবার কাগুজে উচ্ছ্বাস ?


নতুন লেখা কবে আসবে?

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: আসবে না ভাইয়া!
আমি আপাতত অবসরে আছি!

২০১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: "জাতিস্মর" নিয়ে আপনার একটা পুরনো লেখা পড়ে অভিভূত হলাম। কী করে পারেন এসব লেখতে, এত কিছু মনে রেখে? ১৭৫টা কমেন্ট ছিল লেখাটাতে।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!

কালকে তো রিপলাই দিয়েছিলাম সে লেখায়!!!!

মাঝে মাঝে অবশ্য নিজেকে দেখে নিজেই ভাবি কি করে পারি!!!!!! :P

নিজের কমেন্ট/পোস্ট পড়ে নিজেই হাসি!

এই নিয়ে অবশ্য কমও হয়নি!

মেজাজ খারাপ রাগ দুঃখ বেদনা অভিমান কত্ত কিছু!!!!!!!!!!

সব কিছুর পরেও আমি আমিই থাকি
এবং আনন্দেই ভাসি
সুখ মানে সুখবিলাস দুঃখগুলোও দুঃখবিলাস
তবে আসল কথা বিলাসী আমি!!!!!!!!


অনেক অনেক ভালোবাসা ভাইয়া!

২০২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় প্রেমের দীর্ঘশ্বাস প্রবল উচ্ছাসে ধরা খেলো বিচারকহীন বিচারের কাড়গড়ায়। প্রেম হয়তবা মনের যন্ত্রণা পুষে রাখার দীর্ঘ মরুপথের ঠিকানাহীন কোন বাহন, যাতে পিষ্ট হয় ক্ষণে ক্ষণে ফেলে আসা স্মৃতিগুলো ।

জয়েন্ট ভেঞ্চার কবিতা ভাল লেগেছে ।

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার ফেসবুক আই ডি দাও।
অথবা ইমেইল।
তোমার সাথে জরুরী আলাপ আছে।

২০৩| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: ইমেইল- [email protected]

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৭

শায়মা বলেছেন: হা হা ওকে থ্যাংকস!

২০৪| ০৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আমার পোস্টে তোমার কমেন্ট পেয়েছি অনেক দিন হলো আপুনি তাই পোস্টগুলো হিটও হচ্ছেনা ইদানিং। :) :) :)

পরবর্তী পোস্টে তোমার কমেন্ট পাওয়ার আশায় আজ কিছু উৎ.... দিয়ে গেলাম !!! :) :) :)

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫১

শায়মা বলেছেন: ওকে ওকে এখুনি যাচ্ছি!

ইজি কাজে বিজি তো কোনোদিকে খেয়াল থাকেনা !:(

২০৫| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:২১

বিলিয়ার রহমান বলেছেন: বাহ! শায়মাপু তো লোক হিসেবে খুবই ভালা। :)

...চ নিলেও কাজ কাজ করে। :) :) :)


আবৃতি করে দেওয়ার পণটার কথা মনে আছে তো নাকি???

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: আছে!!!!!!

কিন্তু সামু এত মূমুর্ষ যে দিতেই ইচ্ছা করেনা ! :(

২০৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৮

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মোমহীন কাগজের নৌকোয় যদি ভাসানো যেত সব ভাবনা
জোনাকীর পাখায় চড়ে দেখা যেত জেগে থাকা স্মৃতি-বিস্মৃতি
যদি লেখা যেত ঠোঁটে হারিয়ে যাওয়া সব কথকথা পদ্মপাতায়
মিলিয়ে যেত বিষাদ-বিস্বাদ বৃষ্টির জলে

আলোপুকুরের উচ্ছ্বল-উজ্জ্বল সোনালি আভায় ডুব সাতার খেলত মন
গাইতাম মাটি, আকাশ, বাতাস আর পৃথিবীর গান।

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

২০৭| ২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৬

কালীদাস বলেছেন: এন্টেনাটা অনেক কষ্টে কিছুটা মেরামত করছিলাম, আবার সার্কিট জ্বইল্লা ছাড়খাড় হয়া গেলু এই পোস্টের ঠেলায় :((
কেমন আছেন? :)

২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা

এই কমেন্ট পড়ে তিনদিন ধরে হাসছি! :P

২০৮| ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

ডঃ এম এ আলী বলেছেন: নিরবতায় ধন্যবাদ জানিয়ে গেলাম ।
নিরন্তর শুভ কামনা রইল ।

১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

শায়মা বলেছেন: মাই জিনিয়াসভাইয়া ২০১৬

ওয়েলকাম জানাইলাম।

আমি সিরিয়াস ব্যাস্ততায় আছি ভাইয়ামনি!!!!!!!!!:(

এক মাসের মধ্যে ইনশাল্লাহ ব্যাস্ততা কাটিবেক!!!!!!

অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!!! :)

২০৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:



এটা তো এক কারখানা!

১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: কিসের কারখানা!

পাগলের কারখানা বলো না আবার !!!!!!!


তাইলে কিন্তু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


২১০| ১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কাবিল বলেছেন: একটু উঁকি মেরে দেখে গেলাম যে, আপু কেমন আছে।

১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: আমি ভালো আছি!!!!!
তবে আঁকাআঁকি নিয়ে বিজি আছি!!!!!! :)

তুমি কেমন আছো ভাইয়া???

২১১| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: অবসর ভাঙল নাকি আজকে?

ভাল খবর কোনটা?

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

শায়মা বলেছেন: না ভাঙ্গেনি!!!!!

আলী ভাইয়ার বাঁশ পোস্ট পড়ে আর চোখ বন করে থাকা গেলো না!!!!



বাট ভালো খবর আমি বিজি অনেক অনেক বিজি !!!!!!!!! তাই আমি নট ইজি!!!!! মানে অন্তরালে আছি!!!!!

২১২| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: তা কেমন বাস/বাঁশ পেলেন ওখানে?


বলেছিলেন ডিসেম্বরে উদয় হবেন, মানে অন্তরাল ভাঙবেন।
আর মাত্র ক'দিন বাকী আছে।

আসুন আসুন।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

শায়মা বলেছেন: এখনও বাকী তো ক' দিনের!!!!!

আমি তো মরলেও আমার রুটিনের বাইরে যাই না ভাইয়া!!!!

রুটিন না মানলে কি সবখানে পন্ডিতি করা যায় বলো!!!!!!!

২১৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: আপনিসহ আরো কয়েকজন ব্লগার ব্লগে নিয়মিত থাকলে ভাল হতো। ভাল ভাল পোস্ট পেতাম, কথা বলেও শান্তি পেতাম।

যাক সময় হলে মানে রুটিন আসলে, আসবেন।

ততদিন ভাল থাকবেন।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ আমাকে এত মনে করার জন্য ভাইয়ু!!!!!!!


আমিও শান্তি পেতাম এই ব্যাস্ততা কমিয়ে বকর বকর করতে পারলে। তবে ইনশাল্লাহ ব্যাস্ততা কিছুটা কাটবে নেক্সট মান্থের মাঝেই! :)

২১৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

সিফটিপিন বলেছেন: এতো দেখছি এলাহি কান্ড।

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৬

শায়মা বলেছেন: এত দেখছি ভয়ংকর কান্ড!

দুনিয়ায় এত জিনিস থাকতে তুমি সেফটিপিন কেনো!!!!!!

আচ্ছা ভাইয়া তুমি সেফটিপিন হলে কেমনে করে!!!!!!

তাও আবার খোলা সেফটিপিন!!!!!!!!!!

২১৫| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

সিফটিপিন বলেছেন: মন্তব্বের উত্তরে নতুন হিসেবে উৎসাহ বোধ করছি।

পছন্দের অনেক নাম ছিল কিন্তু সবই ইউজ করা হয়েছে।
রাগ হল তাই হাতের কাছে যা পাইছি।
সেফটিপিন খোলাই রেখেছি যেন কেউ আমাকে গুঁতা না মারে (নতুন কিনা তাই)

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

শায়মা বলেছেন: আগে থেকেই সতর্কতা!!!!!

নতুন হলেই গুতা মারে নাকি কেউ!!!!!!! এমন সন্দেহ কেনো ভাইয়ামনি!!!!!



সিজোফ্রেনিয়ার গন্ধ পাচ্ছি কিন্তু!!!!!!!!! B:-)



হা হা হা

লাগ কলো না যেন মজা করলাম!!!!!!!!

২১৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

সিফটিপিন বলেছেন: লাগ কলি নি

সন্দেহ না সতর্কতা।



মন্তব্য ২১৫ টি আর কই?

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: আর কই কে জানে!!!!!!!!!

নিজেই আজকাল কই থাকি বুঝি না মাঝে মাঝে !!!!!!!! :(

২১৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

প্রফেসর সাহেব বলেছেন: এতদিন কোথায় ছিলেন............??
অসাধারণ হয়েছে

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: এতদিন কোথায় থাকবো আবার এখানেই ছিলাম ভাইয়া! :)

২১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৩৮

ন্যানো ব্লগার ইমু বলেছেন: কি সব আজেবাজে লেখা!! কিছ্ছু হয় নাই!!

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫

শায়মা বলেছেন: ঐ ইমুভাইয়া!!!!!

জানো আমার সাথে কে লিখছে!!!!!!!

কবি রেজোয়ান তানিম!!!!!!!!

আর বলো কিছু হয় নাই!!!!!!!!!!!!!!!!!!!

২১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: একটা নতুন লেখা দেখতে চাই। অনেকদিন হলো!
আপনার চমৎকার পোস্ট আরশীতে জলমোতির ছায়া টা আরেকবার পড়লাম। যতবার পড়ি, ততবারই ভাল লাগে।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৯

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!

২২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

ইয়াশফিশামসইকবাল বলেছেন: চলো তবে, আজ খানিকটা সময় প্রেম করা যাক
এই অমৃত-ঝরা ফাল্গুনের পথে
হাতটি বাড়াও, চলো আজ ফিরে যাই বহু বহু দূরে
গেরস্থালির খুনসুটি আজ থাক

বহুদিন ভোরের সূর্য দেখি না, দেখি না প্রেমাস্পদ চাঁদ
অভিমানে হেঁটে গেছে গন্ধমুখর হাসনাহেনার রাত সুগোপনে
ভুলে গেছি ওষ্ঠের স্বাদ

জীবন ফুরালো কখন? খেয়ালও করি নি মরে গেছে যৌবন-তুফান।
শুকালো প্লাবন। থেমে গেছে মিথুনরঙিন সব সুর ও গান।

কতোটুকু বাকি আছে আর? সব ছেড়েছুঁড়ে
চলো আজ প্রেম করি অবেলার পেলব রোদ্দুরে।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!!!!!!


কবিতাটা পড়ে আসলে আমি মুগ্ধ ছিলাম !!!!!!!

ভেবেছিলাম সময় করে কবিতাতেই উত্তর দেবো!!!!!!!!!!!

কিন্তু সেই সময়ই হলো না!!!!!!!!!!

ফিরে এসে উত্তর হবে কবিতায়!!!!! অবশ্যই!!!!!

২২১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২২

প্রিনস বিএসটিআর বলেছেন: apu re to dekhai jai na......birat celebraty manush....... :(

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: আহা দেখা যায়না কে বলেছে!!!!!!!! তো তুমি পুরান পোস্টে আসলে আমি কি করবো!!!!!! এর পরে আরও দুইটা পোস্টে যে আসলাম!!!!!!!!!!!!!! তুমিই তো দেখোনা ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!! B:-)

২২২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

প্রিনস বিএসটিআর বলেছেন: amio apnar moto busy manush B-) B-) B-)
2 mas por kal aslam samu te...... :P :P

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: হা হা তুমি আমার থেকেও বেশি বিজি ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!

২২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

প্রিনস বিএসটিআর বলেছেন: hmm...kicchu korar nai...... :((
amr blog a apnar daoat roilo.......

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

শায়মা বলেছেন: ঐ ভাইয়া এই পোস্ট তো কমেন্টের ভারে ইন্নিনিল্লাহ পড়বে। পরের পোস্টে যাও!!!!!!!!!!!!!

তোমার পোস্টে এখুনি যাচ্ছি!!!!!!!!! :)

২২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯

জীবন সাগর বলেছেন: শব্দ শব্দ কথার মালা গেঁথে সাজানো আন্তরিকতার প্রকাশ। ভাল লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪

শায়মা বলেছেন: থ্যাংকস আ লট ভাইয়া।

২২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো পোষ্টটি শেষ পর্যন্ত পড়তে পেরে।
আন্তরিকতা লেগে থাকুক সহব্লগারদের গিরে।
শুভকামনা সবসময়

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪২

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!!!!!

অনেক অনেক ভালো থাকো!!!!!!!!

২২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯

ANIKAT KAMAL বলেছেন: অাপনার সুন্দর লেখার যাদুর পর‌শে পৃ‌থিবী স‌ত্যিই ধন্য

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! তবে এই কবিতার অর্ধেকেরও বেশি ক্রেডিট তানিমভাইয়ার! সে আমার সব লেখা কেটে কুটে এটা বানিয়েছে !!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.