নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Dr. Fahim Ahasan Al Rashid, MBBS

আমি সাজিদ

Dr Fahim Ahasan Al Rashid blog

আমি সাজিদ › বিস্তারিত পোস্টঃ

আমারও ছবিব্লগ দিতে ইচ্ছে হলো

১৭ ই জুন, ২০২১ রাত ৮:২৩

আর কখনও কি দেখা হবে? ক্ষুদ্র পৃথিবীতে কতো মানুষের সাথেই না প্রতিনিয়ত দেখা হয়। প্রথম ছবিটিতে দিল্লীর জামা মসজিদের আশেপাশের কোন কাবাবের দোকান৷


দ্বিতীয় ছবিটি পিয়ারী দাস রোডে তোলা। আলো ছায়ার খেলা আমাকে খুব আকর্ষণ করে৷


যাপিত জীবন বা মানুষ আমার অন্যতম আগ্রহের বিষয়। এবার শহর থেকে একটু দূরে নিয়ে যাই আপনাকে। এই ছবিটি তোলা আলোর কোল, সুন্দরবন এ।

এই ছবিটি বালাসীর ঘাট, গাইবান্ধায় তোলা।


শেষ ছবিটি ময়মনসিংহ বাস স্টেশনের শতবর্ষী এক খাবারের দোকান থেকে তোলা।


আরও কতো কতো ছবি দিতে ইচ্ছে করছে। কিন্তু এ পাঁচটা ছবির সাথে থাকা মুহূর্তগুলোর কথা মনের মাঝে বিশেষ কারণে জুড়ে গেছে।

হ্যাপি ফটোব্লগিং।
এসব ফোনে তোলা ছবি দিয়ে লাড্ডু গুড্ডু হবো। তবে এই সুযোগে ছবি দেখানোর ইচ্ছে তো পূর্ণ হল!

মন্তব্য ৬২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৩৭

জুন বলেছেন: খুব সুন্দর হয়েছে আমি সাজিদ বিশেষ করে দিল্লীর ছবিটি
প্রথম ভালোলাগা দিলাম কিন্ত :)

১৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৪

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ জুন আপি।

২| ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৪২

শাহ আজিজ বলেছেন: নোঙ্গর দেয়া ছবিটা বেস্ট !:#P :-B

১৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৫

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ। এরকম দুটো তোলা আছে, একটা কুতুবদিয়া বিচে আরেকটা আলোর কোলে। অনেক ভেবে দ্বিতীয়টা দিলাম।

৩| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩ সবচেয়ে ভালো

১৭ ই জুন, ২০২১ রাত ৯:১৭

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:২৫

শায়মা বলেছেন: ছবিগুলো দেখেই খেতে ইচ্ছে হচ্ছে তার মানে ছবি সুন্দর হয়েছে।

আর বুঝেছি তুমি একজন ভালোই পেটুক আছো।

১৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৯

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ আপি।
আমি তো পেটুকই ।

৫| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: আমি সাজিদ,





যাক , মনের ইচ্ছে পূর্ণ হয়েছে আপনার!
সুন্দর বনের ছবিটি অনেক অর্থ বহন করে। শেষে পরোটা আর ভাজি.....ওয়াও!!!!!!!!

১৭ ই জুন, ২০২১ রাত ৯:৫৫

আমি সাজিদ বলেছেন: জ্বি। মনের ইচ্ছে পূর্ণ হলো।
অনেকেই নিশ্চয়ই হাসছে, ছবি ব্লগ চেয়েছে বলে শেষে পরোটা ভাজির ছবিও ঢুকিয়ে দিয়েছে এই ছেলে।

নোঙ্গরের ছবিটিকে বিভিন্ন আঙ্গিক থেকে গভীরভাবে দেখা যায়। নোঙ্গর ।

৬| ১৭ ই জুন, ২০২১ রাত ১০:১৩

শোভন শামস বলেছেন: আপনার মনের আনন্দে তোলা ছবি, অবশ্যই সুন্দর, প্রতিযোগিতা পরে হবে, আগে আনন্দ

১৭ ই জুন, ২০২১ রাত ১০:১৮

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো।

১৮ ই জুন, ২০২১ রাত ৯:৩৯

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ আপি

৮| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাবার দাবার দিয়া শুরু, খাবার দাবার দিয়া শেষ। ভালো লেগেছে সব কটাই।

১৮ ই জুন, ২০২১ রাত ৯:৪০

আমি সাজিদ বলেছেন: আপনার বিশ্লেষণ ক্ষমতায় বরাবরের মতোই আমি মুগ্ধ।
ধন্যবাদ।

৯| ১৭ ই জুন, ২০২১ রাত ১১:২৭

শেরজা তপন বলেছেন: আমিও তিনের পক্ষে- সবগুলাই ভাল তবে ৩ নং বেষ্ট

১৮ ই জুন, ২০২১ রাত ৯:৪১

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ তপন ভাই

১০| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:১০

হাবিব বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

১৯ শে জুন, ২০২১ রাত ২:৫৮

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ।

১১| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:২৭

আমিই সাইফুল বলেছেন: চমৎকার ব্লগ। গাইবান্ধার ছবিটি অসাধারন লেগেছে।

১৯ শে জুন, ২০২১ রাত ২:৫৮

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৫১

সোহানী বলেছেন: প্রতিযোগিতায় সবার অংশগ্রহন দেখে লোভ হচ্ছে।

ছবিতে ভালোলাগা।

১৯ শে জুন, ২০২১ রাত ২:৫৯

আমি সাজিদ বলেছেন: ম্যাপল পাতার দেশের ছবি দিয়ে আপনিও প্রতিযোগিতায় নাম লেখান আপি। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৩| ১৮ ই জুন, ২০২১ রাত ১১:৪৬

ঢুকিচেপা বলেছেন: ৩ এবং ৪ নম্বর আমার কাছে দারুণ লেগেছে।
এত সুন্দর কাবাবের দোকান !!!

প্রতিযোগিতায় শুভকামনা রইল।

১৯ শে জুন, ২০২১ রাত ৩:০১

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ। আমি এই প্রতিযোগিতায় লাস্ট বেঞ্চি।

১৪| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:২১

সামিয়া বলেছেন: অসাধারণ

২০ শে জুন, ২০২১ রাত ১:৪৭

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ।

১৫| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:৩১

আমি তুমি আমরা বলেছেন: ৩,৪,৫ বেশ ভাল লেগেছে।

২০ শে জুন, ২০২১ রাত ১:৪৮

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:৫৭

কল্পদ্রুম বলেছেন: ৪ নম্বরটা মুগ্ধকর। ২, ৩ ও সুন্দর।

২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৪

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ কল্পদ্রুম ভাইয়া।

১৭| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:২২

শাহিন বিন রফিক বলেছেন:

চমৎকার কিছু ছবি।

২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৪

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ।

১৮| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:৪৫

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর সব ছবির সমাহার :)

২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৫

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ ভাই।

১৯| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০২

মিরোরডডল বলেছেন:





আমার প্রিয় খাবার কাবাব আর পরোটা দুটোই আছে দেখছি :)
আলো ছায়া আর নোঙ্গর ভালো লাগলো ।


২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৫

আমি সাজিদ বলেছেন: কাবাব আমারও ভাল্লাগে।
ওহহো, অনেকদিন পর মিডো আপু। কেমন আছো?

২০| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

ভুয়া মফিজ বলেছেন: এতো কম ছবি কেন? আরো তো দিতে পারতেন। যাই হোক, ভালো লেগেছে ছবিগুলো। :)

২১ শে জুন, ২০২১ রাত ১১:০০

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ। কমই দিলাম।

২১| ২২ শে জুন, ২০২১ ভোর ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:




সবগুলি ছবিই খুব সুন্দর হয়েছে ।
ময়মনসিংহের ঐ দোকানটি হতে
মনে হয় আমি পরোটা আর ভাজি
কিনে খেয়েছি কিছুদিন ময়মনসিংহে
থাকাকালে ।

শুভেচ্ছা রইল

২৫ শে জুন, ২০২১ রাত ১২:২০

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ স্যার।

২৫ শে জুন, ২০২১ রাত ১২:২১

আমি সাজিদ বলেছেন: স্যার কি এমএমসির?

২২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার কেন ছবি দিতে ইচ্ছে হলো? :D সুন্দর ছবি

২৫ শে জুন, ২০২১ রাত ১২:২২

আমি সাজিদ বলেছেন: সবাইকে দেখে ছবি ব্লগ দিতে ইচ্ছে হলো।

২৩| ২৩ শে জুন, ২০২১ দুপুর ২:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: সাজিদ ভাই, ছবি ব্লগ চমতকার হয়েছে তবে যে সব ছবি দিয়েছেন তা দিয়ে মনে চোটও দিয়েছেন।এত এত খাবার দাবারের ছবি দিলে কেমন লাগে বলেন - যদি না :(( খাওয়া যায়।

তবে খাওয়া বড় কথা নয় । দেখাই বড় কথা, আর তার সাথে সাথে ঘাট এবং নোংগরের ছবিও সেইরম ঐছে । আর এসবের জন্য পোস্টে +++।

২৫ শে জুন, ২০২১ রাত ১২:২৩

আমি সাজিদ বলেছেন: ঘাট আর নোঙ্গর আমারও পছন্দের এই ছবিগুলোর মধ্যে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

২৪| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:৫০

অপু তানভীর বলেছেন: এতো অল্প কয়টা কেন ।তিন নম্বর ছবিটা সব থেকে বেশি চমৎকার হয়েছে ।

২৫ শে জুন, ২০২১ রাত ১২:৫১

আমি সাজিদ বলেছেন: কমই দিয়েছি আপ। ধন্যবাদ মন্তব্যের জন্য অপু ভাই।

২৫| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৭

ওমেরা বলেছেন: ইচ্ছেই যদি হল আর একটু বেশী ছবি দিলেই তো হত । যাক যা দিয়েছেন সুন্দর হয়েছে ।

২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:০৬

আমি সাজিদ বলেছেন: ধন্যবাদ আপি

২৬| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

হাসান রাজু বলেছেন: নোঙ্গর, অসাধারন। আরো ছবি দেন। বোঝা যায় ভাল কালেকশন আছে।

২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:০৭

আমি সাজিদ বলেছেন: প্রতিযোগিতার পরে একসময় দিবো৷ প্রতিযোগিতার দেওয়ার মতোন ছবি খুব একটা বেশী নেই।

২৭| ২৪ শে জুন, ২০২১ রাত ৯:৫২

করুণাধারা বলেছেন: ভাগ্যিস ইচ্ছা হয়েছিল ছবি ব্লগ দেওয়ার... একটা পোস্ট অন্তত পাওয়া গেল।

ছবিগুলো খুবই ভালো হয়েছে, বেশি ভালো লাগলো সুন্দরবন আর গাইবান্ধায় তোলা দুটো ছবি। কিন্তু মাত্র পাঁচটা ছবি দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন কি!! শুভকামনা রইল।

২৬ শে জুন, ২০২১ রাত ১:৫৮

আমি সাজিদ বলেছেন: আমি এখনো প্রতিযোগিতায় আমার নাম দেখে অবাক হচ্ছি, এত এত সুন্দর ছবি এসেছে, দিয়েছেন তাতে আমার এসব ছবি প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাওয়ার কথা ( যদি এমন থাকতো)

পোস্ট সব লুকিয়ে রেখেছিলাম।

২৮| ২৫ শে জুন, ২০২১ রাত ১:২১

ডঃ এম এ আলী বলেছেন:
হ্যাঁ, আমি এএমসি'র তবে অর্ধ শতাব্দিরো আগের ।
স্মৃতিময় অনেক ইতিহাস মনের কোণে জমে আছে।

২৬ শে জুন, ২০২১ রাত ২:০১

আমি সাজিদ বলেছেন: সেসব স্মৃতির অন্তত সামান্য অংশও আমাদের সাথে শেয়ার করবেন শ্রদ্ধেয় ব্লগার।

২৯| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:১৯

অপু তানভীর বলেছেন: ছবি ব্লগের পছন্দের কিছু ছবি নিয়ে একটা পোস্ট করেছি। সেখানে আপনার একটি ছবি ব্যবহার করেছি সুত্র উল্লেখ করেই। আপনার ছবি ব্যবহারে যদি আপনার আপত্তি থাকে তাহলে দয়া করে সেটা আমাকে জানাবেন। আপত্তি না থাকলে কৃতজ্ঞ থাকব।

০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:২১

আমি সাজিদ বলেছেন: বিন্দু মাত্র আপত্তি নাই অপু ভাই। আমি এখনই পোস্টটিতে যাচ্ছি।

৩০| ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:২৪

খায়রুল আহসান বলেছেন: লাড্ডুগুড্ডু হলেও খাওয়াতে হবে কিন্তু! কারণ, লাড্ডুগুড্ডুও একটি বিশেষ পজিশন! :)
পিয়ারী দাস রোডে তোলা 'আলো ছায়ার খেলা' ছবিটা খুব সুন্দর হয়েছে। এ ধরণের ছবি আমারও ভালো লাগে।
বালাসী ঘাটের ছবিটাও ভালো লেগেছে, কারণ এক সময় ঐ পথে আমার যাতায়াত ছিল।
ফলাফল যাই হোক, স্পোর্টিং স্পিরিট নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন!
পোস্টে পঁচিশতম ভাললাগা। + +

১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৩৬

আমি সাজিদ বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ স্যার। বালাসির ঘাট ও আলো ছায়া এই দুটো ছবি আমার বিশেষ প্রিয়।

৩১| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫১

মিরোরডডল বলেছেন:

সাজিদ আবার কোথায় হারিয়ে গেলো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.