নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্নতা উচ্ছাসের উৎসব

বিষন্নতা উচ্ছাসের উৎসব

চলো পালাই

ভাসান জলে থাকি খড়কুটো হয়ে, কচুরীর ফাঁকে ।

চলো পালাই › বিস্তারিত পোস্টঃ

আমার একান্ত কথামালা ... এক....

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

দেশটা আমাদের । আমাদের প্রিয় বাংলাদেশ । সন্মানিত রাজনীতিবিদ, আপনারা হয়তো জানেন না দেশের খেটে খাওয়া জনগন খুব কষ্টে আছে । আপনারা জানবেন কি করে ?? যাদি দুপুরের গনগনে রোদ আপনাদের স্পর্শ না করে । আপনারা হয়তোবা জানেন না দুপুরের রোদ কতটা ঘাম ঝরাতে পারে । এগুলো জানবেন কিভাবে ? এসি নামক জিনিষটা যে শুধু আপনাদের জন্য বরাদ্দ ।



অবশ্য আপনাদের দোষ দিয়ে খুব একটা লাভ নাই । বলিপ্রথার মত বর্তমানে রাজনীতিটা সমাজের উচ্চবিত্তের বলি দেয়ার একটা জায়গা । মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা হয়তোবা এই বাজারের এক একটা বলি দেয়া প্রানীর মত । এই বলিপ্রথায় বলি হয় মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের কষ্ট, কান্না, হাহাকার, জীবন ।



অনুগ্রহ করে সন্মানিত রাজনীতিবিদ আপনারা সেই আদিম বলিপ্রথা থেকে সরে আসুন । কষ্ট , কান্না , হাহাকার থেকেই তো প্রতিশোধ সৃষ্টি হয় । আপনারা নিশ্চই ১৯৭১ কে ভুলে যান নি ।



আসুন দেশটাকে ভালোবাসি । মা কে কি তার ছেলে-মেয়ে কষ্ট দিতে পারে ? দেশটা মা না ???





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.