নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্নতা উচ্ছাসের উৎসব

বিষন্নতা উচ্ছাসের উৎসব

চলো পালাই

ভাসান জলে থাকি খড়কুটো হয়ে, কচুরীর ফাঁকে ।

চলো পালাই › বিস্তারিত পোস্টঃ

সেই গল্পটা পূর্ণেন্দু পত্রী

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি।

শোনো।

পাহাড়টা, আগেই বলেছি

ভালোবেসেছিলো মেঘকে

আর মেঘ কি ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে

বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের ছোকরা

সে তো আগেই শুনেছো।



সেদিন ছিলো পাহাড়টার জন্মদিন।

পাহাড় মেঘকে বললে

– আজ তুমি লাল শাড়ি পরে আসবে।

মেঘ পাহাড়কে বললে

– আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে।



ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী

পুরুষেরা জ্বলন্ত কাঠ।

সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে

পাহাড় ছিলো মেঘের ঢেউ-জলে।

হঠাৎ,

আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের জগঝম্প

ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাই এর ভঙ্গিতে ছুটে এল

এক ঝাঁক হাওয়া

মেঘের আঁচলে টান মেরে বললে

– ওঠ্‌ ছুঁড়ি! তোর বিয়ে ।



এখনো শেষ হয়নি গল্পটা।

বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেলো ঠিকই

কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারলনা।

বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো

পাহাড়টার হাড়-পাঁজর,

ভিতরে থৈথৈ করছে

শত ঝর্ণার জল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: দারুন.......!!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

চলো পালাই বলেছেন: আচ্ছা ।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: উনার কবিতা গুলো আমার খুব ভালো লাগে


চমৎকার কবিতা :)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.