নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিষন্নতা উচ্ছাসের উৎসব

বিষন্নতা উচ্ছাসের উৎসব

চলো পালাই

ভাসান জলে থাকি খড়কুটো হয়ে, কচুরীর ফাঁকে ।

চলো পালাই › বিস্তারিত পোস্টঃ

কিছু আন্তর্জাতিক সীমারেখা ফটোব্লগ

২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৫০

১। ইউএসএ এবং মেক্সিকো





২। স্লোভাকিয়া , অস্ট্রিয়া এবং হাঙ্গেরী


৩। নরওয়ে এবং সুইডেন


৪। নেদারল্যান্ড এবং বেলজিয়াম





৫। পোল্যান্ড এবং ইউক্রেন


৭। আর্জেন্টিনা , ব্রাজিল এবং প্যারাগুয়ে



৮। বলিভিয়া এবং ব্রাজিল



৯। মিয়ানমার , থাইল্যান্ড এবং লাওস


মন্তব্য ৭৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৬

লেখোয়াড়. বলেছেন:
খুব ভাল লাগল।

২৯ শে মে, ২০১৫ দুপুর ১:০৮

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

২| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:১৫

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: অনেকিছুই যোগ হলো আমার অবিজ্ঞতার

২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫০

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:২৩

তোজি বলেছেন: বাংলাদেশ-ভারত সীমান্তের ছবিটা দিলে উপরের সবকটা ছবির তাৎপর্যন ম্লান হয়ে যেতো

৩০ শে মে, ২০১৫ রাত ১২:৫৮

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।
বাংলাদেশ আমাদের নিজেদের দেশ । আমাদের জন্মভূমি । এই জন্মভূমির সাথে কোন কিছুর তুলনা চলে না ।

৪| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:২৮

জানা বলেছেন:

মজার পোস্ট :)

৩০ শে মে, ২০১৫ রাত ১২:৫৮

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: বাংলাদেশ ভারতের কাঁটা তারের বেড়াটা দিয়ে দিতেন, মজা পেতাম..

৩০ শে মে, ২০১৫ রাত ১:০১

চলো পালাই বলেছেন: ধন্যবাদ । রিপ্লেতে ছবি অ্যাড করতে পারছিনা ; পারলে দিতাম । :)

৬| ২৯ শে মে, ২০১৫ দুপুর ১:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: কোন বিওপি দেখিনা ক্যান?? এই সীমান্ত কি সীমান্ত না? ;)

৩০ শে মে, ২০১৫ রাত ১:০২

চলো পালাই বলেছেন: :)

৭| ২৯ শে মে, ২০১৫ দুপুর ২:০৬

ইমরান আশফাক বলেছেন: চমৎকার।

৩০ শে মে, ২০১৫ রাত ১:০২

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

৮| ২৯ শে মে, ২০১৫ দুপুর ২:৩৯

গেন্না বয় বলেছেন: স্লোভাকিয়া , অস্ট্রিয়া এবং হাঙ্গেরী এবং নেদারল্যান্ড এবং বেলজিয়াম সীমান্তের ছবিটা সবচেয়ে চমৎকার।

পোষ্টের জন্য ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৫ রাত ১:০৩

চলো পালাই বলেছেন: :)

৯| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:০০

জহিরুল ইসলাম কক্স বলেছেন: আগ্রহ নিয়ে ছবি গুলা দেখলাম

৩০ শে মে, ২০১৫ রাত ১:০৪

চলো পালাই বলেছেন: অনেক ধন্যবাদ ।

১০| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৫

বটের ফল বলেছেন: পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্রের পরিচয় বহন করছে ছবি গুলো। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন অনেক বেশি।

৩০ শে মে, ২০১৫ রাত ১:০৫

চলো পালাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

১১| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: খুব ভাল! লাগলো ছবিগুলো!! সত্যিই অসাধারণ!!
আশায় ছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তারের বেড়া দেখব, কিন্তু আমার আশাপূরণ হলো না!! :(

৩০ শে মে, ২০১৫ রাত ১:০৬

চলো পালাই বলেছেন: ধন্যবাদ । রিপ্লেতে ছবি অ্যাড করতে পারছিনা ; পারলে দিতাম । :)

১২| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:০০

রাঘব বোয়াল বলেছেন: পোস্টে +

৩০ শে মে, ২০১৫ রাত ১:০৬

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

১৩| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:২৩

বালক বন্ধু বলেছেন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
চমৎকার একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এমন বিষয় নিয়ে ছবিব্লগ হতে পারে চিন্তা করা যায় না।

৩০ শে মে, ২০১৫ রাত ১:০৮

চলো পালাই বলেছেন: ওয়া আলাইকুমুস সালাম । অনেক ধন্যবাদ আপনাকে । :)

১৪| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: আমাদের আর ভারতের সীমারেখাটা দেখার ইচ্ছে ছিল ছবিতে। কাঁটাতারের বেড়া দিয়ে সীমারেখা, দেখতে মন্দ হত না।
চমৎকার একটা বিষয় নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ

৩০ শে মে, ২০১৫ রাত ১:৩৭

চলো পালাই বলেছেন: ধন্যবাদ । নিচের মন্তব্যে দেয়া হয়েছে ।

১৫| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৪

আমি দামাল ছেলে বলেছেন: ছবিগুলো অসাধারণ। ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপনার জন্য।

৩০ শে মে, ২০১৫ রাত ১:১৭

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৯ শে মে, ২০১৫ রাত ৯:২৭

হ্যালুসিনেইশন বলেছেন: অনেক আগ্রহ সহকারে ছবিগুলো দেখলাম এবং আফসোস করলাম ইসস বাংলাদেশের ক্ষেত্রেও যদি এমন হতো

৩০ শে মে, ২০১৫ রাত ১:১৮

চলো পালাই বলেছেন: ধন্যবাদ । :)

১৭| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:০৮

এ কে এম রেজাউল করিম বলেছেন:
কামরুন নাহার বীথি বলেছেন: খুব ভাল! লাগলো ছবিগুলো!! সত্যিই অসাধারণ!!
আশায় ছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তারের বেড়া দেখব, কিন্তু আমার আশাপূরণ হলো না!!


সহমত!!

৩০ শে মে, ২০১৫ রাত ১:৩৭

চলো পালাই বলেছেন: ধন্যবাদ । নিচের মন্তব্যে দেয়া হয়েছে ।

১৮| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:১৭

শূন্য অরন্য বলেছেন: এত্ত সুন্দরের বাহিরে থাকি আমি । কবে হবে গো এই বাংলা এইরুপ উদাহরণ !
তবুও হৃদয়ে বাংলা ।

৩০ শে মে, ২০১৫ রাত ১:২০

চলো পালাই বলেছেন: হৃদয়ে বাংলা থাকবে সারাজীবন ।

১৯| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:২৪

বর্ণিল হিমু বলেছেন: অনেক ভালো লাগলো...... :)

৩০ শে মে, ২০১৫ রাত ১:২০

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

২০| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৫০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার শেয়ার ।

৩০ শে মে, ২০১৫ রাত ১:২১

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

২১| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

দারুণ শেয়ার ।
ভালো লাগা রইল ।

৩০ শে মে, ২০১৫ রাত ১:২২

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

২২| ৩০ শে মে, ২০১৫ রাত ১২:২০

কিউপিড রিটার্নস বলেছেন: খুব ভাল! লাগলো ছবিগুলো!! সত্যিই অসাধারণ!!
আশায় ছিলাম ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তারের বেড়া দেখব,
যেখানে সব বন্ধুত্ব ফেলানির লাশ হয়ে কাঁটাতারে ঝুলে।

আপুর সাথে একমত। :( :'(

৩০ শে মে, ২০১৫ রাত ১:৩৬

চলো পালাই বলেছেন: ধন্যবাদ । নিচের মন্তব্যে দেয়া হয়েছে ।

২৩| ৩০ শে মে, ২০১৫ রাত ১২:৩৪

অর্ধ চন্দ্র বলেছেন: অনেক ভালোলাগলো,ধন্যবাদ ।

৩০ শে মে, ২০১৫ রাত ১:২৩

চলো পালাই বলেছেন: ধন্যবাদ ।

২৪| ৩০ শে মে, ২০১৫ রাত ১২:৪১

অপু তানভীর বলেছেন: চমৎকার পোস্ট!!

৩০ শে মে, ২০১৫ রাত ১:২৪

চলো পালাই বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৫| ৩০ শে মে, ২০১৫ রাত ১:৩৫

চলো পালাই বলেছেন:
বাংলাদেশ ভারত সীমারেখা :


কাটাতারের বেড়া :

বন্ধুত্ব :

২৬| ৩০ শে মে, ২০১৫ রাত ১:৪০

চলো পালাই বলেছেন: কাটাতারের বেড়া :

২৭| ৩০ শে মে, ২০১৫ ভোর ৬:৫২

জয়গন বলেছেন: ভাল লেগেছে ধন্যবাদ

৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৬

চলো পালাই বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৮| ৩০ শে মে, ২০১৫ সকাল ৯:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।+++

৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৬

চলো পালাই বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৯| ৩০ শে মে, ২০১৫ সকাল ১০:২১

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। ভালো লাগল।

৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৬

চলো পালাই বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩০| ৩০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫০

কাবিল বলেছেন: নেদারল্যান্ড এবং বেলজিয়ামের সীমারেখা বেশি ভাল লাগলো।

৩০ শে মে, ২০১৫ রাত ৮:৪৬

চলো পালাই বলেছেন: :)

৩১| ৩০ শে মে, ২০১৫ রাত ৮:০৫

নিশি মানব বলেছেন: বাংলাদেশ আর ভারত সীমান্তের ফটোটা দেখলাম একজন মন্তব্য ঘরে যোগ করেছে। এখান থেকে ফটোটা ব্লগে যগ করতে পারলে ভাল হতো। দেখতে ভাল লাগতো।

৩০ শে মে, ২০১৫ রাত ১০:০৩

চলো পালাই বলেছেন: আমিই করেছি । ফটোব্লগে ৯ টার বেশী ছবি যোগ করতে পারছি না । :(

৩২| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:০৪

কেএসরথি বলেছেন: নেদারল্যান্ড আর বেলজিয়াম দেখি এক মানুষের বাসার মাঝখান দিয়ে চলে গেছে।

ঐ মানুষটা মনে হয় দিনে কয়েকশবার দেশের "সীমান্ত" পার হয়। :)

৩০ শে মে, ২০১৫ রাত ১০:০৪

চলো পালাই বলেছেন: :D ভালো কথা বলছেন . . . .

৩৩| ৩১ শে মে, ২০১৫ রাত ২:২৯

বাংলাদেশী দালাল বলেছেন: ভাল পোস্ট

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

চলো পালাই বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩৪| ৩১ শে মে, ২০১৫ ভোর ৬:০৯

রাফা বলেছেন: এক কথায় চমৎকার ছবির পোষ্ট।আমরা বিশ্ব নাগরিক হোতে চাই।কোন সীমারেখা দিয়ে পৃথক করার চেষ্টা একদিন থাকবেনা এই প্রত্যাশা থাকলো ভবিষ্যত পৃথিবীর জন্য।

ধন্যবাদ,চলো পালাই-শেয়ার করার জন্য।

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

চলো পালাই বলেছেন: একদিন আমাদের প্রত্যাশা পূরন হবেই । অনেক ধন্যবাদ ।

৩৫| ৩১ শে মে, ২০১৫ সকাল ১১:৩০

মানস চোখ বলেছেন: অসাধারন ছবি ব্লগ !!!!!

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

চলো পালাই বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩৬| ৩১ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: মজার পোষ্ট। সাউদার্ন নেদারল্যান্ডসে আমার পরিচিত কয়েকজন আছে, তাঁদের সিগারেটের স্টক শেষ হয়ে গেলে বিশ মিনিট গাড়ী চালিয়ে সিগারেট কিনতে বেলজিয়াম যায়। হল্যান্ডের চাইতে নাকি বেলজিয়ামে সিগারেটের দাম কম।

৩১ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

চলো পালাই বলেছেন: মজার একটা তথ্য দিলেন । অনেক ধন্যবাদ ।

৩৭| ০১ লা জুন, ২০১৫ সকাল ১০:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৪। নেদারল্যান্ড এবং বেলজিয়াম এর সীমানা রেখা দেখে অবাকই হলাম।



সত্যি আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলো যদি এমন হত!!!???

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

চলো পালাই বলেছেন: হবে কোন এক সময় , ইনশাআল্লাহ ।

৩৮| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:১৮

একলা ফড়িং বলেছেন: বাহ! চমৎকার! অনেক ভালো লাগল। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

০১ লা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

চলো পালাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.