নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিবর্ন স্বপ্নাবলী নিয়ে অর্ধ জীবন্ত এক অস্তিত্ব আমি। খুব সতর্ক পায়ে হেটে চলি এই ভূমন্ডলে ও স্থির দৃষ্টিতে চেয়ে থাকি শূন্য পানে নিজের অস্তিত্বের ব্যাখ্যা খুঁজতে।

সাকিব শাহরিয়ার

আমি সাকিব শাহরিয়ার। যেহেতু পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব অনুভব করি সেহেতু আমি একজন মানুষ। তবে বিবেকের কাঠ গড়ায় দাড়ালে কতটা হতে পেরেছি তা বলতে পারি না। তবুও আমি একজন মানুষ বা মানুষ হওয়ার প্রত্যাশায় তপস্যা রত এক সত্তা বলে নিজেকে পরিচয় করিয়ে দিতেই বেশি সম্মান বোধ করি।

সাকিব শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২

পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিসটার নাম বোধ হয় সম্পর্ক আর সবচেয়ে কঠিন
কাজ অভিকর্ষ শক্তির বিরোদ্ধে তা ধরে রাখা।
সবচেয়ে বায়ুবীয় জিনিশটা কি জানেন? সেটাও বোধহয় সম্পর্ক আর গুরু দায়িত্ব
হলো সেটাকে আকার দেয়া।
ন্যাংটা মানব শিশুর ক্রন্দন স্তব্ধ হয় সম্পর্কের ছোয়ায়। আবার বিদায়ী মানব
চোখ অশ্রু সিক্ত হয় সম্পর্কের মায়ায়।
সম্পর্ক বহমান নদীর মত। দিবা রাত্রি জোয়ার ভাটার খেলা হয় সেখানে। এটাই
সম্পর্কের বৈচিত্র্য। কিন্তু সভ্যতার চাপে সম্পর্কগুলো কেমন যেন স্বার্থের
খাচায় বন্দি হয়ে যাচ্ছে। আধুনিকতার থাবায় ক্রমশ চিড়ে যাচ্ছে মানুষের
বাচার আদিমতম এ মাধ্যম।
ক্রমশ একলা হচ্ছি আমরা, ভয়াবহ ভাবে একলা। রেডিয়াম লাইটের আলোয় যেমন
ফিকে হয়ে যাচ্ছে শহুরে চাঁদ তেমনি দিনদিন ফিকে হচ্ছে স্বপ্ন্রের রং গুলো;
আমাদের স্বর্নালী ভোরগুলো। ভবিষ্যতের যান্ত্রিক চাদরে ঢাকা পড়ছে
অতীতের সোনালী সম্পর্কগুলো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.