নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বোবা কাব্য।কৃষ্ণপক্ষের অতৃপ্ত কায়া।কলঙ্কতিলক আঁকা বিতর্কিত।

সালমান মালিক

জীবনের বড্ড চাহিদা, সকাল দুপুর অথবা ক্লান্ত বিকেল সেই চাহিদার অন্বেষণে।নিস্তব্ধতাটা নিজস্ব।গভীর রাত, ঘুমন্ত শহরের এক অকৃত্রিম চাদের কোয়েক ফোটা জোছনা আর নিশাহত আমি হেটে বেড়াতে থাকি রহস্যময়তার বাসস্টপ থেকে বাসস্টপে।সে উদাসীনতায় কেটে গেছে বহু সন্ধিকাল। জীবন্ত এই দেহে মৃত্যুর আনাগোনা, রক্তিম হৃদয়ে অন্ধকার। বিস্রস্ত রোমকূপে শুষে নেই ভালবাসার উষ্ণতা।রক্তের আবেগে পাই ভালবাসার আস্বাদ।দর্শকহীন রূপসীর মতো মধ্যরাতে উজ্জ্বল আলোকে রূপকথার মৃতনগরীর মতো সার সার বাড়ির মিছিল,গলি,ম্যানশন,কালভার্ট ছেড়ে গেছি।উঁচু উঁচু দালানের অস্থিময় বিশালতা হাড়ের ভিতর শুষে নিয়েছি।বিজ্ঞাপনের নগ্ন নায়িকার উচ্ছল যৌবন নিংড়ে হেটে গেছি মাইল মাইল।এগিয়ে যাচ্ছি অনিদির্ষ্ট কালের অপেক্ষায়। যার নাম মৃত্যু, পুনরুত্থান,The Hour of Judgment...

সালমান মালিক › বিস্তারিত পোস্টঃ

পাপাচারী সে ছেলে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৩

মেঘলা কোন আকাশের দিকে তাকিয়ে
অন্ধকার, নিষঙ্গী, পাপাচারী সেই ছেলেটি
অনুতাপে ভরপুর, অনুশোচনায় আর্ত
সে কাঁদতে চায় পারে না
তার পাপ অশ্রুতে নয় রক্তেমাখা
সে হাহাকার করে ছুটে যায় দিগন্তপ্রসারী অরণ্যবাসে
উপাস্য করে অরণ্যদেবীর
সাড়াহীন হয়ে আশাহীনতা ভুগে
ঝিঝিপোকার বিরামহীন ডাক আর জোনাকির আলো
আর কিছুই নেই শুধু আচমকা বেলী ফুলের মৃতগন্ধ
মৃত্যুভয় আসাড় করে দেয় দেহ
সে কি বিষাদ মাটির গন্ধ আজ কড়া করে নাকে লাগে
মৃত্যুদুয়ারে কড়া নাড়ে, ওপারে তার দোযখি আত্মা
আগুনে ঝলসে উঠে আর্তনাদধ্বনি তাকে ফিরিয়ে দেয়
সে আর্তস্বর সে কখনো শুনেনি
সে অনল সে কখনো দেখেনি
সে পালাতে চায় সে লুকাতে চায়
কোথায় তার আশ্রয়?
হিমালয়ের তুষারে, ককশাসের কোন পাহাড়ের গুহায়?
কিংবা নীলনদের স্রোতে, সাহারার বালিকোণায়?
অথবা আমাজনের গহীণে নাকি সাড়ে তিন হাত মাটির নিচে?
সে অন্ধকূপে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.