নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

বাবার কাছে খোলা চিঠি

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮


প্রিয় বাবা,
তোমাকে 'নারী দিবসের' শুভেচ্ছা। তুমি হয়তো ভাবছো বাবাকে মেয়ে কেন 'নারী দিবসের' শুভেচ্ছা দিচ্ছে?
এই শুভেচ্ছা তো মায়ের প্রাপ্য!!
বাবা তুমি যখন জানতে পারলে মায়ের গর্ভে আমি তৃতীবারের মত মেয়ে, তুমি আমাকে গর্ভপাত করিয়ে দিতে মায়ের সাথে সেকি ঝগড়া!! তোমার মা বলতো,"এই বউয়ের জন্য আমার সংসারে বাতি জ্বলবেনা।" আচ্ছা বাবা সংসারের বাতি কি শুধু ছেলেই হয়!! যোগ্য মেয়ে দিয়ে কি সংসারের বাতি জ্বলেনা??
আমার আত্নসম্মানী মা, তোমাদের এইসব কথা শুনে শুনে অতিষ্ঠ হয়ে বাবার বাড়ি চলে যায়। প্রথমদিকে, তুমি কয়েকবার মাকে আনতে গিয়েছো, কিন্তু মা আর আসেনি.....
আমার মা আমাকে পৃথিবীর আলো দেখালো। তোমাদের কথা শুনে গর্ভপাত করে ডাস্টবিন বা নর্দমায় ফেলে দেয় নি......
আমার গ্রেজুয়েট মা স্কুলে চাকরী নিয়ে সারাদিন স্কুলে পরিশ্রম করে বাসায় ফিরেও বিশ্রাম নেয়নি।মানুষের বাসায় গিয়ে গিয়ে টিউশানি করিয়েছে।
এভাবে খেয়ে না খেয়ে মা আমাদের তিনবোন কে পড়াশুনা করিয়ে মানুষ করেছে।
বাবা তোমার মাতো বংশের বাতির জন্য তোমাকে আবার বিয়ে করিয়েছে। কোথায় বাবা, তোমারতো বংশের বাতি জ্বললো না বরং শুনেছি আবারো দুইটা মেয়েই হয়েছে।
বাবা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'পালিতে' ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। বিগত কয়েক বৎসরের সকল রেকর্ড ব্রেক করেছে আমার রেজাল্ট।
বাবা কাল আমাকে প্রধানমন্ত্রী নিজ হাতে 'গোল্ড মেডেল' পরাবেন।
আমি প্রধানমন্ত্রীকে একটাই অনুরোধ করবো যে, "তিনি আমার গোল্ড মেডেলটা যেন আমার মাকে পরিয়ে দেয়।"
কারণ, আজ আমি এই পৃথিবীর আলো দেখছি শুধু আমার মায়ের জন্য।
আমার এই বেঁচে থাকা আমার মায়ের জন্য।
আমার আজকের এই সাফল্য আমার মায়ের জন্য।
আমি তৃতীয় কন্যাসন্তান বলে বাবা ও দাদুর কথায় গর্ভপাত করিয়ে নর্দমায় ফেলে না দেয়া, আমার মায়ের জন্য......
বাবা তুমি কালকে এসো কিন্তু। আমি কখনো তোমায় দেখিনি, চিনিনা, তবে মায়ের কাছে তোমার ছবি দেখেছি............চিনে নেব।
বাবা তুমি না আসলেও, কাল আমার চোখ থাকবে দর্শক সারির দিকে, শুধুমাত্র তোমাকে দেখার জন্য.....
কাল আমার চোখ শুধু খুঁজবে আমার সেই বাবাকে, যার অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত মেয়ে আমি........!!!
ইতি
তোমার অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত মেয়ে......

[#উৎসর্গ_নারী_দিবস]

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কন্যাসন্তান সৌভাগ্যের প্রতীক। যারা কন্যাসন্তান নিয়ে হীনম্মন্যতায় ভোগে তারা এখনও জাহিলিয়্যাতের গন্ডিতেই আবদ্ধ হয়ে পড়ে আছে। আপনার লেখাটা ভাল লাগল।

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

ক্ষীণদৃষ্টি মানব বলেছেন: অনেক সুন্দর হয়েছে। এরকম একটি সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর ও সাফল্যমন্ডিত হোক আগামীদিনের পথচলা.........

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৩| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৩

মলাসইলমুইনা বলেছেন: আপনার খুব সুন্দর লেখাটার সাথে আরেকটা অধ্যায় কিন্তু যোগ করতে পারতেন সেই বাবার জন্য যিনি তার মেয়েটাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন | এমন একটা কথা কিন্তু আছে যে পৃথিবীতে সবচ খাঁটি ভালোবাসা হচ্ছে মেয়ের জন্য বাবার ভালোবাসা | জ্ঞানীদের পুরো কথাটা এমন,ওয়াইফের প্রতি ভালোবাসার পেছনে জৈবিক চাহিদা আছে,ছেলের জন্য ভালোবাসার পেছনে আছে সুখে থাকার চিন্তা যে ছেলে বড় হয়ে বুড়ো কালে তাদের দেখাশোনা করবে | কিন্তু সব বাবা মাই জানেন তাদের মেয়ে বড় হলে বিয়ে হলেই অন্যের বৌ হয়ে চলে যাবে নিজের সংসারে |তবুও সব জেনেও সেই মেয়ের জন্য বাবার যে ভালোবাসা সেটাই পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা | বিশ্ব নারী দিবসে নিজের মেয়েকে অনেক ভালোবাসা এ'রকম যে কোনো বাবাকে তাই শুভেচ্ছা জানানো যেতেই পারে |

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:০০

সালমা রুহী বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ । আশা করি বাবা দিবসে এমন একটি লেখা লেখতে পারবো বাবা কে নিয়ে ।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: সালমা রুহী ,




টাচি একটা লেখায় অনেক অপ্রিয় সত্য বলে গেছেন ।

সহব্লগার সম্রাট ইজ বেস্ট এর কথার সাথে সহমত ।

৫| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

বখাটে সাধক বলেছেন: নিমিষে মন খারাপ করে দেয়ার মত লেখাটা।এই যুগেও এমন বাবার সাথে পরিচয় হয়ে আমি সত্যি টাইপ রুদ্ধ।

৬| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষ তার নিজের গুন শুন্য হয়ে যখন পশুতে রুপান্তরিত হয় তখন সে বাবা থাকে না, সে মানুষ নামক এক পশুই থাকে। সে রকম বাবার জন্য দু:খ শুধু! মেয়েদের অবহেলা কেনো মেয়েরাইতো জান্নাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.