নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির কান্না

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২১


বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে।। বাবা মেয়ের মুখ দেখে সাথে সাথে নাম রাখলেন বৃষ্টি।।
এইচ.এস.সি পাশ করার পর খুব ভাল এক পাত্রের কাছে বৃষ্টির বিয়ে দিলেন।।
বিয়ের কিছুদিন পর বৃষ্টি কনসিভ করলো।।স্বামী স্ত্রীর আনন্দ ধরে না!!
বৃষ্টির মনে হলো মেয়ে হয়ে জন্মানো সার্থক হয়েছে!!
কিন্ত তিন মাস হওয়ার আগেই বৃষ্টির মিসক্যারেজ হয়ে যায়.....।
"মা না হতে পারার কষ্টে, বৃষ্টির চোখে বৃষ্টি নামে.."
আবারও কনসিভ করে, আনন্দ আর ভয় নিয়ে বৃষ্টি দিন গুনে।। এবারও ভাগ্য তার সহায় হয় না..হাসপাতাল ডাক্তার নার্স স্যালাইন রক্তেরব্যাগ....।
বৃষ্টির চোখের কোন বেয়ে হাসপাতালের বালিশ ভিজে...!
মা হওয়ার আকাঙ্ক্ষায়। বৃষ্টি মানসিক ভাবে ভেঙ্গে পড়ে।।
তার স্বামী তাকে সময় দেয়, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়।। তবু বৃষ্টির মন খারাপ থাকে....।
ছয়মাস পর আবার কনসিভ করে...দুরু দুরু বুকে দিন গুনে। এক দুই পাঁচ, একদিন হঠাৎ বাচ্চার নড়াচড়া টের পায়... খুশিতে স্বামী স্ত্রী দু'জনে পাগল হয়ে যায়!!!
বাচ্চার নড়াচড়া বৃষ্টির চোখে আনন্দের জল নিয়ে আসে..
"একটা প্রাণের ভিতর আর একটা প্রাণের স্পন্দন......!"
আধুনিক প্রযুক্তিরর জন্য আল্ট্রাসাউন্ডে তারা জেনে যায় পেটের সন্তান মেয়ে...।
স্বামী স্ত্রী দু'জনে মিলে মেয়ের নামও রেখে ফেলে "মেঘলা"।। বৃষ্টির মেয়ে "মেঘলা"......।
বৃষ্টি রাতদিন মেয়েকে নিয়ে স্বপ্নের জাল বুনে,, মেয়ের সাথে কত রকম গল্প বলে, "রাজারানী, ভুতপেত্নী, সুখুদুখুর গল্প....।"
বৃষ্টির স্বামী অফিস থেকে আসার সময় দোকানের দিকে চোখ পড়লেই থেমে যায়।। মেয়ের জন্য খেলনা জামা জুতা ক্লিপ কিনে নিয়ে আসে....।
আগত সন্তানের জন্য শুরু হয় দিন গুনা..সাত আট নয়...।
পেটে প্রচন্ড ব্যাথা সাথে ব্লিডিং হচ্ছে....। হাসপাতালে নেওয়া হলো।। ডাক্তার নার্স সবাই ছুটাছুটি করে আসে।।
মা দূর্বল হয়ে যাওয়ায় বাচ্চা অক্সিজেন পাচ্ছে না।।দ্রুত সিজার করতে হবে...। বৃষ্টিকে অক্সিজেন ও রক্ত দেওয়া হচ্ছে.....।
ডাক্তার কোমরে এনেস্থিসিয়া দিয়ে সিজার শুরু করলেন।।বৃষ্টি অপেক্ষা করছে, "এই বুঝি কান্নার শব্দ শুনতে পাবে....।"
ডাক্তার নিশব্দে সিজার শেষ করলেন........।"কই বাচ্চার কান্নার শব্দ তো শুনা গেলো না।"
তাহলে কি.......???? বৃষ্টি আর ভাবতে পারলো না......।
বৃষ্টির মুখে অক্সিজেন মাস্ক, তারপরও ওর নিশ্বাস বন্ধ হয়ে আসছে.....।
কেবিনে নেওয়ার পর বৃষ্টি দেখে, ওর মা মুখে আঁচল দিয়ে কাঁদছেন....। বৃষ্টি বলল, "মা আমার মেঘলা কোথায়??"
মা কাঁদতে কাঁদতে বললেন, "মাগো আমাদের মাফ করে দে, শেষ চেষ্টা করেও তোর মেঘলাকে.....।"
বৃষ্টি চিৎকার করে বলে, "মা তোমরা আমার নাম বৃষ্টি কেন রাখলা?? কেন আমার নামের মত, আমার চোখে বার বার কান্নার বৃষ্টি ঝরে??
" মা আমার মেঘলাকে একটু দেখাও। "একটু পরে মা তোয়ালেতে মুড়ানো পুটলি এনে পাশে রাখে। হাত দিয়ে তোয়ালি সরিয়ে বৃষ্টি অবাক হয়ে যায়!!
"পরীর মত মেয়ে, কি সুন্দর চোখ মুখ, কপালে বড় বড় চুল পড়ে আছে, হাত দুটো মুঠো করা,মনে হচ্ছে যেন ঘুমন্ত পরী......."
পৃথিবীতে এত অক্সিজেন, আর আমার মেঘলা অক্সিজেনের অভাবে মারা গেলো, মরার আগে ছোট বুকটা ভরে অক্সিজেন নিতে পারলো না....!
বৃষ্টি বাচ্চটার মুখের দিকে তাকিয়ে ভাবছে, " মা হয়েও সে মা ডাক শুনতে পেলো না, সুখ তার গাঁ ঘেষে চলে গেলো!!!"
বাইরে অঝোরে বৃষ্টি..."একদিন বৃষ্টির জন্মের আনন্দে পৃথিবী কেঁদেছিল, আজ বৃষ্টির মেেয়র কষ্টে পৃথিবী কাঁদছে।"
মেঘলাকে নিয়ে যাওয়ার সময় বৃষ্টি মেয়ের মুখের দিকে তাকালো, "মনে হলো তার মেয়ে এই বুঝি চিৎকার করে কেঁদে উঠে বলবে," মাগো..অনেক কেঁদেছো আর কেঁদোনা...এইতো আমি তোমার জন্য দু'হাতের মুঠোতে সুখ চুরি করে নিয়ে এসেছি.......!!!!!!"

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: not bad...

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:০২

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালই লাগল। তবে বাস্তবে হয়তবা এমনটা ঘটে না।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৪

সালমা রুহী বলেছেন: এটা একটা বাস্তব ঘটনার আলোকে লেখা । ধন্যবাদ ।

৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯

হাফিজ বিন শামসী বলেছেন:

ভেবেছিলাম শেষের দিকে এসে বৃষ্টির চোখে সুখের বৃষ্টি ঝরবে।

সত্যিই মায়েদের কষ্ট আমরা বুঝিনা।

৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: ভালই লাগল।

৫| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৭

সালমা রুহী বলেছেন: একদিন বৃষ্টির চোখে সুখের বৃষ্টি নামবে।সেদিন "বৃষ্টির সন্তান দু'হাতের মুঠোতে সুখ চুরি করে নিয়ে আসবে।"

৬| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৪

মাআইপা বলেছেন: এমনটা হতেই পারে তবে সুদিন আসবেই।

৭| ১০ ই মার্চ, ২০১৮ রাত ২:১১

শেখ সাকিবুল ইসলাম বলেছেন: অসাধারন

৮| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

আকিব হাসান জাভেদ বলেছেন: বৃষ্টির শেষ মেঘলা । মেঘলা আকাশটা অন্ধকার করে দিলো । ভালো হয়েছে। মনটা অধরে কেঁদে গেলো ।

৯| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

১০| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৩

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ

১১| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

শায়মা বলেছেন: বৃষ্টির পরে রৌদ্র উঠুক....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.