নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

স্যালুট অধ্যক্ষা

২৭ শে মে, ২০১৮ রাত ১০:৩৯




সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগতায়' উপজেলায় মেয়ে প্রথম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সব উপজেলার কলেজের প্রথম হওয়া প্রতিযোগীদের, ব্রাহ্মণবাড়িয়া অন্নদা স্কুলে আবার জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য ডাকা হয়েছে।
মেয়ের সাথে মাও গেলাম। এতদিন অন্নদা স্কুলের নাম শুনেছি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এস.এস.সি পরীক্ষার রেজাল্টে টপ করে। কোনদিন যাইনি, আজ গেলাম।

স্কুলের বারান্দায় পা রাখতেই, চোখে পড়লো বাঁধাই করা বড় একটা ফ্রেম। কৌতূহল নিয়ে পড়তেই দেখি, শিক্ষকের কাছে লেখা 'আব্রাহাম লিংকনের ঐতিহাসিক চিঠি'।
এতদিন শুধু শুনেছি আব্রাহাম লিংকন তার সন্তানের জন্য শিক্ষকের কাছে একটা চিঠি লিখেছিলেন।
আজ অন্নদা স্কুলে এসে এত বড় বাঁধাই করা ফ্রেমে পড়ছি, অন্যরকম অনুভূতি।

অডিটোরিয়ামে ঢুকতেই দেখলাম, স্কুলের প্রতিষ্ঠাতা 'অন্নদা চরণ রায়ের' ছবি।
অবাক হয়ে অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকলাম, এই মানুষটার স্কুল থেকে শত শত শিক্ষার্থী টপ করছে....!
অথচ আমরা কোনদিন এই অন্নদা কে দেখিনি, জানিও না.....।

প্রতিযোগীতার এক পর্যায়ে স্কুলের অধ্যক্ষাকে আনা হলো, তার স্কুল অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ ও কিছু বলার জন্য।

তিনি এসে বললেন, "আমি আজ নিজেকে ধন্য মনে করছি এতগুলি মেধাবীদের সামনে দাড়িয়ে। তোমাদেরকে প্রতিটি উপজেলা থেকে বাছাই করে আনা হয়েছে। আজ আমি তোমাদের মত এতগুলো মেধাবীদের সামনে দাঁড়িয়ে......"

মূহুর্তে অডিটোরিয়াম করতালিতে মুখরিত হয়ে গেলো।

'স্যালুট অধ্যক্ষা' আপনাদের হাতেই এদের গড়া....

আপনাদের হাতে গড়া শিক্ষার্থীদের এই সম্মানে ভূষিত করার জন্য ধন্যবাদ......।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:১৮

শামচুল হক বলেছেন: উৎসাহমূলক পোষ্ট।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

সালমা রুহী বলেছেন: ধন্যাদ.......

২| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ নীরবে কাজ করছেন; বেশী বেশী নীরবে, এরা সরব হলে ভালো হতো

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭

সালমা রুহী বলেছেন: ঠিক বলেছেন......

৩| ২৮ শে মে, ২০১৮ রাত ২:১০

কাওসার চৌধুরী বলেছেন: পড়ে উনার প্রতি অনেক শ্রদ্ধা হলো। এমন আরো অনেক ভাল মানুষ চাই এদেশে।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:০০

সালমা রুহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: স্যারের জন্য- স্যারের জন্য-

৫| ০৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৮

রায়হান চৌঃ বলেছেন: আপু, শুধু মাত্র অন্নদা স্কুলের কথা বলছেন কেন ? আমাদের আখাউড়া রেলওয়ে স্কুল কম কিসে ? আমার মনে আছে ১১৭ জন এডমিশন টেষ্ট দিয়ে ভর্তি হতে পেরেছিলাম মাত্র ৭ জন। আমাকে যদি আমার প্রিয় কিছু মনে করতে বলেন তবে আমি এক কথায় বলব "বাংলাদেশ রেলওয়ে স্কুল- আখাউড়া", প্রিয় মানুষ- মাষ্টার তোফাজ্জল হোসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.