নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

অর্ধবার্ষিক পরীক্ষা আর বিশ্বকাপের কম্বিনেশন!!

২৮ শে জুন, ২০১৮ রাত ১২:৩৭

জুলাইয়ে এক তারিখ থেকে, সারা বাংলাদেশে শুরু হতে যাচ্ছে হাই স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা।
আর এই মূহুর্তে চলছে বিশ্বকাপ ফুটবল। চলবে জুলাইয়ের পনের তারিখ পর্যন্ত। পরীক্ষাও শেষ হবে পনের তারিখ।
পরীক্ষা আর বিশ্বকাপ ফুটবলের কি কম্বিনেশন.....!

বাচ্চারা পড়তে বসলেই কোন না কোন দেশের খেলা শুরু হয়ে যায়। পরীক্ষার্থীরা বসে যায় টিভির সামনে, পড়ালেখা উঠে লাটে।
খেলা দেখতে বা পড়া থেকে উঠতে বাঁধা দিলেই, শুরু হয়ে যায় পেট ব্যথা নাহয় মাথা ব্যথা। এই ব্যথা শেষ হয়, খেলা দেখতে টিভির সামনে বসলে।
এই দুইটা ব্যথাই হয় কারণ এই দুই ব্যথা তো চোখে দেখা যায় না।
আবার পড়ার কথা বেশি বললে শুরু হয়ে যায়, যুক্তি দেখানো। বড় বড় জ্ঞানী ব্যক্তির উদাহরণ যে তারা বেশি বেশি না পড়েই কবি, বিজ্ঞানী, চিত্রশিল্পী........!
হায় রে ডিজিটাল বাচ্চা......!
খুব বেশি কিছু বলাও যায় না, বলে "রেজাল্ট ভাল করলেই তো হলো!!"
কি আর করা বেশি কিছু বলতে মন চায় না, চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
দিব্যচক্ষুতে দেখছি, পরীক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষার রেজাল্ট!!!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:২৪

কাওসার চৌধুরী বলেছেন: এখন পশ্চিমা দেশগুলোর স্কুল বন্ধের মওসুম। কারণ, তাদের স্কুলের একাডেমিক সেশন জুলাই-জুন। আমাদের যেহেতু জানুয়ারি -ডিসেম্বর, সেহেতু এই সমস্যাটা হচ্ছে। আমাদের ছেলেমেয়েদের বিনোদন যেহেতু সীমিত। এজন্য বিশ্বকাপ ফুটবল আসলে তারা তা খুব মনযোগ দিয়ে দেখার চেষ্টা করে।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪৭

সালমা রুহী বলেছেন: যেহেতু বিশ্বকাপ আমাদের সন্তানদের জন্য বিরাট বিনোদনের ব্যাপার, সে জন্য শিক্ষামন্ত্রী কে অর্ধবার্ষিকী পরীক্ষার তারিখটা বিশ্বকাপ খেলার আগে অথবা পরে দেওয়া দরকার ছিল। পরীক্ষার্থীরা আরামসে খেলা উপভোগ করতে পারতো। ধন্যবাদ.....

২| ২৮ শে জুন, ২০১৮ রাত ৩:১৪

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: প্রশ্ন ফাস আর সাজেশনের বাজারে এতো চিন্তা করে কি হবে!
ব্লগটি ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৪

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ আপনাকে......

৩| ২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: বিরাট সমস্যা।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৫৩

সালমা রুহী বলেছেন: আমি তো ভয়ে আছি পরীক্ষার্থীরা যেভাবে রাত জেগে খেলা দেখছে, ঘুম চোখে নিয়ে পরীক্ষার খাতায় নিজের নামের বদলে 'মেসি' আর 'নেইমার' এর নাম না বসিয়ে দেয়.....! ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.