নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

শিরোপা বিদ্বেষ

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশ, এই জ্বর মাপার জন্য থার্মোমিটার এর প্রয়োজন নেই।
একেকজন একেক দলকে সমর্থন করছে, ভাল কথা, করুক না। এটা সবার জন্মসিদ্ধ অধিকার.....!
কিন্তু এক দলের খেলা চললে আরেক দলের সমর্থকদের উৎ পেতে থাকা, দলটা হেরে যাক.....
আরে বাবা কোনো দল ইতো আমার দেশ না, তাহলে কেন এত হিংসা!!!

আর সবাই তো ভাল খেলতে এসেছে, শিরোপা জিততেই এসেছে। বিশ্বকাপ দেশে নেওয়া কত বড় সম্মান, কত বড় গৌরব!!! তাহলে কেন হেরে যাওয়া দলকে নিয়ে, দলের নির্দিষ্ট একজন প্লেয়ারকে নিয়ে ট্রল করা???
হোক সে মেসি, হোক সে নেইমার......।
আমারতো জিতে যাওয়া দলের চেয়ে বেশী হেরে যাওয়া দলের জন্য মায়া হয়।
আহারে, হেরে গিয়ে মাঠটা ছাড়তে নাজানি কত কষ্ট হয়, কাপ ছাড়া দেশে ফেরা নাজানি কত কষ্টের.....??

কাপ নিয়ে দেশে ফিরবে এই স্বপ্ন সব দল আর দলের খেলোয়াড়দের । সেই স্বপ্ন ভাঙ্গা মানে একটা দেশের স্বপ্ন ভাঙ্গা, ঐ দেশের মানুষের স্বপ্ন ভাঙ্গা।
আমরা শুধু সাপোর্ট করেই এত কষ্ট পাই, তাহলে সেই দেশের মানুষের হারটা মেনে নিতে কত কষ্ট......!
আমরা সেই সহানুভূতির ধারে কাছেও যাই না।
অপেক্ষা করি ,আমার দল হেরেছে এখন অন্যদের সাপোর্ট করা দল ও হেরে যাক......।
আর্জেন্টিনা হারায় ব্রাজিলের সাপোর্টার খুশি, ব্রাজিল হারায় আর্জেন্টিনার সাপোর্টার খুশি ।
এ কেমন কথা..!!!

কাল ব্রাজিল গোল খাচ্ছে, বাজি ফোটানোর আওয়াজ পাচ্ছি। ভাবলাম বেলজিয়ামের সাপোর্টার, না আমার ধারনা ভুল, তারা আর্জেন্টিনার সাপোর্টার!
ব্রাজিলের হারে খুশি হয়েছে।
এমন কিছু কাজ ব্রাজিলের সাপোর্টাররাও করে রেখেছে।
খেলা শেষে ব্রাজিলের হারে , রাত দুইটায় আর্জেন্টিনার সাপোর্টাররা থালা বাটি নিয়ে রাস্তায় নেমে গেলো মিছিল করতে।
আজব তো!
ওদের হিংসাহিংসি 'ষ্টার জলসার ঘর ঘর কি কাহানীর' নাটকগুলোকেও হার মানালো।
এই হিংসাহিংসি করে আমরা কি করছি........?

আমাদের পরের প্রজন্মকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যা আমি পাবো না তা অন্যকে পেতে দিবো না, এবং এই না পাওয়াকে সেলিব্রেট করবো.......।
খেলাপ্রেমী হোন ভাল কথা, তবে কারো ব্যার্থতায় খুশি না হয়ে সহানুভূতি দেখিয়ে.......।

আমাদের দেশ যখন ক্রিকেট খেলতে অন্য দেশে গিয়ে হেরে আসে তখন আমাদের কেমন লাগে...?
গ্যালারি তে বসে নিজের দেশের মানুষের চোখে পানি দেখে বুকটা হু হু করে, তাহলে অন্য দেশের হেরে যাওয়া দেশের মানুষের চোখে জল আমাদের মনকে ছুয়ে যায় না কেন..?
ওরাও তো বসেছিল আমাদের মত নিজের দেশকে জয়ী দেখতে।

হেরে যাওয়া দলটা এমনিতেই খেলতে আসেনি , দিনের পর দিন পরিশ্রম করেছে শিরোপা নিজের দেশেকে ও দেশের জনগনকে উপহার দিতে......।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

রাজীব নুর বলেছেন: এখন আর খেলা দেখে আরাম পাই না। কোনো উত্তেজনা নাই।

২| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ হতাশায় ভুগছে, তারা ছুতো খুঁজছে গন্ডগোল করার জন্য; আমারও মাঝে মাঝে গন্ডগোল করতে ইচ্ছে হয়!

৩| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৯

সনেট কবি বলেছেন: আমাদের মানুষ হওয়া দরকার।

৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৮

হাঙ্গামা বলেছেন: মানসিক প্রতিবন্ধী এরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.