নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

দুই প্রকার

১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৫

প্রশ্নঃ- ভাষা কত প্রকার ও কি কি?
উঃ- ভাষা দুই প্রকার যথা সাধু ভাষা, চলিত ভাষা।
ছোটবেলার বাংলা দ্বিতীয় পত্রের একটা কমন প্রশ্ন ছিল।
ভাষা যেমন দুই প্রকার, তেমনি কান্নাও দুই প্রকার...!
এটা উপলব্ধি করলাম কাল বিশ্বকাপ ফাইনাল খেলা শেষে....!

ফ্রান্স জিতে গিয়ে অঝোরে কাদঁছে, ক্রোয়েশিয়া হেরে গিয়ে অঝোরে কাঁদছে....!
দুই কান্না একই, চোখ গড়িয়ে পড়ছে কিন্তু ভিন্নতা এই যে, "একটা কান্না খুশির, আরেকটা কান্না বেদনার.....!"
ফ্রান্সের প্রেসিডেন্ট তাদের দেশের খেলোয়াড়দের জড়িয়ে হাসছে, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট তাদের দেশের খেলোয়াড়দের জড়িয়ে হাসিমুখে কাঁদছে.....!
স্টেডিয়ামে বসা দু'দেশের দর্শক ও আনন্দ বেদনায় কাঁদছে।
দু'দেশের কান্নায় প্রকৃতিও বৃষ্টি রুপে কেঁদে, আনন্দ-বেদনার চোখের পানি একাকার করে দিলো।

আমরা যারা দর্শক রুপে টিভির সামনে বসে খেলা দেখছিলাম, আমরাও সংক্রমিত হয়ে গেলাম......!
শুনেছি হাসি আর কান্নায় মানুষ সংক্রমিত হয়, সেটাও কাল প্রমান পেলাম।
গালে গরম কিছু অনুভব করলাম, ভুলে গেলাম আমার সমর্থন করা দলের কথা।
শুধু মনে হচ্ছিলো কেন এই হার-জিত, কেন এই হেরে যাওয়ার কষ্ট, কেন এই কান্না, কেন খেলোয়াড়দের কান্না, প্রেসিডেন্টের কান্না, দর্শকের কান্না, বৃষ্টি রুপে প্রকৃতির কান্না.....?

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৩

বলেছেন: বেদনাবিধুর হৃদয়ের আকুতি দারুণ লিখছো

২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

এ.এস বাশার বলেছেন: কান্না দুই প্রকার -
1. সুখের কান্না 2.দু:খের কান্না
ছোট বেলায় শুনেছিলাম কেউ কান্দে সুখে কেউ কান্দে দুখে।

৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


ক্রোয়েশিয়া বিজয়ী হলে, আমি অনেক কষ্ট পেতাম মনে, বাঁচা গেলো!

৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: সেরা টিম হিসাবেই ফরাসিরা জিতেছে । অভিনন্দন তাদেরকে ।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.