নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

শালটা মায়ের ছিল

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২



শীতকাল আসলেই মাকে দেখতাম,পুরো শীত মায়ের প্রিয়, সাধারণ একটা নীল রঙ এর শাল গায়ে জড়িয়ে রাখতেন।
যদি বলতাম," মা আলমারিতে তোমার তো আরও শাল আছে, মামার আনা কাশ্মীরী শালও আছে। ওগুলো গায়ে দাও না কেন..?"

মা হেসে বলতেন," ওগুলো তোদের শ্বশুরবাড়ি বেড়াতে গেলে, পরে যাবো।"
আমাদের ভাই বোনদের শ্বশুড়বাড়ি হলো, প্রতি বছর শীতকালও আসে কিন্তু কাশ্মীরী শাল গায়ে দিয়ে আমাদের শ্বশুড়বাড়িতে মা আর আসেনা....!

সেই নীল রঙ এর শালটা নিজের কাছে রেখে দিলাম।
হ্যাংগারে ঝুলিয়ে রাখি, মায়ের কথা খুব বেশি মনে পড়লে শালটা জড়িয়ে ধরি।
শালটা জড়িয়ে ধরে রাখলে মায়ের শরীরের মা গন্ধ পাই, মনে হয় মা যেন তার উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরেছে.....।

সেদিন গায়ে জ্বর এসেছে, প্রচন্ড শীত লাগছে। গরম কাপড় সব তুলে রাখা, হাতের কাছে মায়ের শাল নিয়ে গায়ে জড়ালাম। চা খাওয়ার সময় চায়ের কাপটা উল্টে গিয়ে, শালটা নোংরা হয়ে গেলো.....!

কাপড় ধুয়ার বালতিতে শালটা ধুয়ার জন্য ভিজালাম, ধুতে গিয়ে বুকটা ছ্যাঁত করে উঠলো।
আমার মায়ের মা গন্ধ, মায়ের শীতকালের উষ্ণতা আমি ধুয়ে ফেলছি...!
টপটপ করে পড়া চোখের পানিতে নীল শালটা একাকার হয়ে গেলো।

"সেদিন আমি আমার মায়ের প্রিয় নীল শালটা ধুলাম না।
আমার মায়ের শরীরের মা গন্ধ, মায়ের শীতকালের উষ্ণতা, আমার চোখের পানিতে ধুয়ে ফেললাম...!"

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ....

২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: শেষটা দারুণ।

০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ.....

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার মাকে নিয়ে লেখা আমারও দু-চোখ ভাসাল ।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

সালমা রুহী বলেছেন: কি বলবো,,,,,,,

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: ++++

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০২

মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে দারুন অনুভুতি প্রকাশ করলেন।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ.....

৬| ১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৬

মলাসইলমুইনা বলেছেন: কেন এমন করে লিখলেন ! আপনার আম্মার কথা শুনতে শুনতে আমারোতো আম্মার কালো রঙের ওপর হালকা হলুদের এমব্রয়ডারি করা কাশ্মীরি শালটার কথা মনে পড়লো ! শীতে কোথাও বেড়াতে গেলেই আম্মা ওটা পড়তেন ! আমার সব সময় হাসিখুশি মমতাময়ী আম্মাকে যে কি ঈশ্বরী ঈশ্বরী লাগতো ওই শালটা গায়ে জড়িয়ে ! আম্মা নেই আজ অনেক দিন । মারা যাবার একদিন যে আম্মার পড়া তার গায়ের গন্ধ জড়ানো পাটভাঙা শেষ শাড়িটা আমার কাছে এখনো আছে আপনার মতোই তেমন করেই । লেখায় অফুরন্ত ভালোলাগা ।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

সালমা রুহী বলেছেন: কিছু বলতে পারছি না," শুধু মায়ের গন্ধ খুজে ফিরি......!"

৭| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

আরণ্যক রাখাল বলেছেন: খারাপ লাগল পড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.