নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

প্রিয় খোকা,

১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১


কেমন আছিস বাবা, এবার অনেকদিন হলো মাকে দেখতে আসছিস না।
সেই যে এসেছিলি কোরবানী ঈদের পরদিন, আমার জন্য বউমার হাতের কলিজা ভুনা, মাংসের তরকারি, আর পোলাও নিয়ে।
জানিস খোকা, আমি না এগুলো খেতে পারিনি। বার বার চোখের সামনে ভাসছিলো, আমার সংসার জীবনের কথা।
তোর বাবার কথা, তোর ছোটবেলার কথা, কোরবানী ঈদের কথা।

কলিজা ভুনা তোর খুব পছন্দ ছিলো, আমি রান্না করতাম, তুই বসে দেখতি আর অপেক্ষা করতি কখন রান্না শেষ হবে।
রান্না শেষ হলে টেবিলে খাবার বেড়ে দিতাম, সবার আগে তুই বসতি। তোর বাবা আমাকেও ডেকে নিতো, আমরা সবাই মিলে খেতে বসতাম।
তুই বায়না ধরতি, মা আমাকে খাইয়ে দিবে...!"
আমি তোকে লোকমার সাথে, মায়ের মমতা মেশানো পোলাও আর কলিজাভুনার মুখে তুলে দিতাম...।

আর আজ একা খেতে বসে খেতে পারি না, খেতে বসলে কি যেন গলায় এসে আটকে যায়,
"তোকে খাইয়ে দেওয়ার স্মৃতি চোখে ভাসে,
মা খাইয়ে দিবে কথাটা কানে বাজে...!"

মনে আছে খোকা, একবার তোর অসুস্থ নানুকে দেখতে যাচ্ছিলাম, তোকে তোর বাবার কাছে রেখে।
আমি যাওয়ার সময়, আমার আঁচল ধরে, " মা তুমি না থাকলে, আমার ভয় লাগে বলে তোর সে কি কান্না...!"
তোর কান্না সহ্য করতে না পেরে, আমি তোকে কোলে তুলে হাটা দিলাম বললাম," মা থাকতে কিসের ভয়...?"

খোকা আজ আমার একা থাকতে ভয় লাগে, "কিন্তু তোকে বলতে লজ্জা হয়।"
আর বলেই কি লাভ, তুই কি আর আমার মত বলবি, "চলে এসো মা, আমি থাকতে তোমার ভয় কিসের...!"

আমি মাঝে মাঝে পান খেতাম, তুই নতুন ফ্ল্যাটে উঠার পর একদিন তোকে পান আনতে বলেছিলাম।
তুই বললি," না মা, নতুন ডিস্টেম্পারে পানের দাগ লাগবে...!"
"বাবা তুই তোর দেয়ালে পানের দাগ লাগার কথা চিন্তা করলি?"
কলেজ থেকে এসে ভাত খেয়ে ভাল ভাবে হাতমুখ না ধুয়েই, মায়ের আঁচলে হাতমুখ মুছে ফেলেছিস।
তখন তো মা কখনো বলিনি, "আমার আঁচলে দাগ লাগবে। "

খোকা, "আমার একটা আবদার রাখবি...?"
তুই তোর ছেলেমেয়েকে বলে যাস, "আমার কবরের পাশে যেন তোকেও কবর দেয়, তোকে যেন আলাদা যায়গা কিনে কবর না দেয়...।

পৃথিবীতে তুই আমাকে তোর কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিস, মৃত্যুর পরে যেন আমরা বিচ্ছিন্ন না হই, তুই আমার বুকে থাকিস বাবা....!"

ইতি,
"বৃদ্ধাশ্রম থেকে তোর মা "

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: এমন পরিস্থিতিতে যেন কোন মাকে না পড়তে হয়।
লেখা ভাল লেগেছে।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ....

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

এমনটা যেন কোনো মায়ের না বলা লাগে

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

সালমা রুহী বলেছেন: কাল্পনিক লেখা তবুও চোখ ভিজে যায়.।।।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মনে হলো ব্যথায় ভরা কবিতা, শেষে দেখি চিঠি!

মায়েদের জন্য এমনটা অকাম্য!

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

সালমা রুহী বলেছেন: বাস্তবে কত মা এমন চিঠি লিখে, ছেলে আসার অপেক্ষায় আছে.....

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

হাবিব বলেছেন: দু:খ জনক................মায়েদের জন্য এমনটা কাম্য নয়!

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সালমা রুহী বলেছেন: আপনাদের মত ছেলেরাই পারে, এই ধারাটা পালটে দিতে......

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: বিষন্নতায় ভরে গেল মন।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

সালমা রুহী বলেছেন: তবুও খোকা তোর কবরটা যেন হয়, আমার কবরের পাশে।

একজন মা হয়ে আমিও চাই, আমার কবরের পাশে আমার খোকার কবর হোক।
কবরে আমার খোকা একা ভয় পাবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.