নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

প্রজন্ম আজ ফেটে পড়েছে প্রচন্ড প্রতিবাদে

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০

মহান স্বাধীনতা দিবসে সিলেটের গনজাগরণ মঞ্চ আবারো উত্তাল হয়েছিল শ্লোগানে শ্লোগানে-রাজাকারের ফাঁসি চাই। চলুন দেখে আসি কয়েকটি টুকরো ছবি !



দুপুর ৩টায় সময় দেয়া হয়েছিল। প্রথম দিকে রৌদ্রের খরতাপে মানুষ একটু কম ই ছিল। মেয়েরা বসে পড়ে পীচ ঢালা রাস্তায়





আস্তে আস্তে বাড়তে থাকে জনস্রোত





পাল্লা দিয়ে বাড়ে শ্লোগানের প্রখরতা-তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা





কেউ কেউ এসেছিল জাতীয় পতাকা কাধে নিয়ে





দ্রোহ নামে একটি সাময়িক পত্রিকা সরবরাহ করে কেউ একজন





কেউ আবার রাস্তায় জাতীয় পতাকা বিছিয়ে তাকে ঘিরে বসে যায়। শ্লোগানের ফাঁকে ফাঁকে গান-তীর হারায়ে ঢেউয়ের সাগর পারি দেব রে





সাদা টী শার্টে লাল কালি দিয়ে লেখাটি খুব ভাল লেগেছে আমার





একটু পর সস্ত্রীক জাফর ইকবাল স্যার চলে আসেন। এসেই রাস্তায় বসে পড়েন





সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গ্যাংগ নিয়ে আমরা বসেছিলাম এখানটায়





সিকৃবির জনপ্রিয় শিক্ষক জামাল স্যার ও শিক্ষক সমিতির সেক্রেটারি নজরুল স্যার যোগ দেন সন্ধ্যায়





এক বুড়া চাচা হাতে প্লে কার্ড নিয়ে হাজির



সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২

নিতাই দাদা বলেছেন: ++++++

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৭

স্বপ্নতরী (রাজু) বলেছেন: মানুষ আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেছে মনে হচ্ছে, ছোট জাগরন মঞ্চে জাগ্রত জনতায় ক্যমেরার লেন্সও ভরছে না!

প্রতিবাদ কি ম্রিয়মান হয়ে যাচ্ছে?

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আসলে সত্যিকার অর্থে যারা দেশকে ভালবেসে প্রজন্ম চত্বরে আসতো, তারা আজো এসেছে। অনেকেই লোক দেখানোরা হয়তো জামাতিদের ককটেল ও বোমার ভয় পেয়ে আসে না। তবে জনস্রোত উল্লেখ করার মতো ছিল। আমি ক্যামেরায় ভাল চবি তুলতে পারি না, এ জন্য হয়তো ম্রিয়মান লাগছে।

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

আন্ধার রাত বলেছেন:
কাছে থেকেও দূরে আছি।

ভালো লেগেছে।

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

আতিকুল০৭৮৪ বলেছেন: কালকে হরতাল এর প্রতিবাদে কোন মিছিল দেখলাম না

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হয়েছে।

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: +++

৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

িট.িমম বলেছেন: এই যদি হয় গণজাগরণ মঞ্চের গণজাগরন'রচিত্র তবে কি আর বুঝতে বাকি রইল আন্দোলন এখন ঝিমিয়ে পড়েছে।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমার পার্সোনাল ক্যামেরায় কয়েকটি টুকরো ছবি দেখে পুরো গণজাগরন চিত্র বুঝতে পারবে না। বুঝতে হলে গনজাগরণ মঞ্চে আসতে হবে।

৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আসলে সত্যিকার অর্থে যারা দেশকে ভালবেসে প্রজন্ম চত্বরে আসতো, তারা আজো এসেছে। অনেকেই লোক দেখানোরা হয়তো জামাতিদের ককটেল ও বোমার ভয় পেয়ে আসে না। তবে জনস্রোত উল্লেখ করার মতো ছিল। আমি ক্যামেরায় ভাল চবি তুলতে পারি না, এ জন্য হয়তো ম্রিয়মান লাগছে।

৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

আমি বোকা মানুষ বলেছেন: ভালো লাগলো জেনে সিলেট আবার উত্তাল হয়েছে।

জাফর ইকবাল স্যার দেখে আরো বেশি ভালো লাগলো।

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছিলাম !

১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭

সাকিন উল আলম ইভান বলেছেন: আফসোস দেখা হল না কেনো?

আগামীতে দেখা হবে নিশ্চয় ..:)

১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

এইচ আর খান বলেছেন: আন্দোলন চলছে চলবে। কোন দলের রাজনীতিকরন করার ষড়যন্ত্র মেনে নেয়া হবে না

১২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০

সুইট টর্চার বলেছেন: শেষ পর্যন্ত হাঁসিটা আর ধরেই রাখতে পারলাম না =p~ =p~ এই কয়জন মানুষেই ফাটাইয়া ফালাইলেন তাহলে আমাদের আর দরকার হবেনা মনে হয়। আরে মিয়া এরচেয়ে অনেক বেশী মানুষ আমার বাসার পাশের মাঠে সারাদিন আড্ডা দেয়। এদেশের মানুষ এত বোকা না, শাহাবাগীদের ধান্ধাবাজী দেশের মানুষ বুঝে গেছে।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সকল ব্লগাররাই নাস্তিক, ফ্যাসিবাদি, বাকশালী- হেফাজতে জামাত

সামু ব্লগে আপনি কি করেন? আপনি নাস্তিক হয়ে গেলেন !!

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুপার্ব।

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.