নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

সিলেটের ব্লগাররা লক্ষ করুন !

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

সকাল থেকে কেউ না খেয়ে, কেউ ক্লাস মিস দিয়ে, কেউ আবার পিকেটারদের হুমকি দূরে ঠেলে হরতালের মধ্যেই রেডিও ষ্টেশনে চলে এসেছে ।



আমাদের মারমা বন্ধু লাথুইনু আর সৌমিক শোনাবে-চৈত্র মাসের কৃষি, আরিফ-নোটন-পল্লব-শিউলির থাকব সুখে বামাসের এবারের বিষয় "ঔষধী গাছ", জালাল নাকি জ্বরে পুড়ছে-দেখা যাক কি হয়, মামু ভাগিনার মজার কৃষি সংবাদ শুনেতো হাসতে হাসতে লুটোপুটি..ড. মৃত্যুঞ্জয় স্যার আসতে পারেন তার মিষ্টি ভুট্টার প্রজেক্ট নিয়ে, গানের পাখি পাপিয়া শুনাবে মিষ্টি গান..নিয়মিত আয়োজন গুলোতো থাকছেই। তবে আর জে হিসেবে কি এবার আমার সাথে সুস্মিতা নাকি কেউ? চমক ! বলা যাবে না !!



তবে একটা জিনিস বলে দিই, এই প্রথম বারের মতো প্রোগ্রামের শুরুতে বিশেষ ইন্ট্রু ও মাঝখানে মাঝখানে সাইন টিউন থাকবে। প্রথম বারের মতো বিশেষ ফ্লেভার !!



সিলেটের কৃষক ও কৃষি প্রেমীদের জন্য সিকৃবির শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত বেতার অনুষ্ঠান - "মৃত্তিকা" (এক্সক্লুসিভ) শুনুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বেজে ৫ মিনিটি সরাসরি শুধু মাত্র ৮৮.৮ এফএম এ !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২

টানিম বলেছেন: হুম । গতকাল দেখলাম ।

২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

স্মিথ হাসান বলেছেন: হুম ---আমি সিলেটি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.