নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আমার নতুন মোবাইল নম্বর: ০১৫৫৪৯৯৮৫৭৫ ! জন্মদিনের প্রথম গিফট!!!

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আমার নতুন মোবাইল নম্বর: ০১৫৫৪৯৯৮৫৭৫



কয়েকদিন আগে টেলিটক সীমটা কিনে ছিলাম। মোবাইলে একটার পর একটা নাম্বার খুঁজছি, টেলিটকওয়ালা কোন বন্ধু পাই না। অনেক ফ্রী মিনিট ছিল অন্তত সেগুলো তো শেষ করা দরকার। আফসোস, কাউকে পাই না।



দেশীয় এ সীমটি কেন মানুষ ব্যাবহার করে না?

বাংলাদেশের মন্ত্রী-এমপি, সমাজ সেবক, তথাকথিত নেতা কিংবা সুশীল সমাজ। কেউ কি ব্যাবহার করছে টেলিটক? কিংবা সেই দেশপ্রেমিক তরুন-তরুনীরা? কেউ না !!



হুদাই প্যাচাল বাদ দিয়ে আসল কথায় আসি। সব মোবাইল অপারেটর বাদ দিয়ে টেলিটক ব্যাবহার করব ভাবছি। দেশের টাকা দেশেই থাকুক।



আপনার ব্যাবহার করুন। আমি ব্যাবহার করছি স্বাধীন৬৬ প্যাকেজটি। ১০ সেকেন্ড পালসের এ প্যাকেজটিতে পাবেন ৩টি এফএনএফ এর সুবিধা।কলরেট ও অন্যান্য অপারেটরের তুলনায় কম। দিন রাত ২৪ ঘন্টা .১৬ পয়সা/১০ সেকেন্ড। টেলিটক এফএনএফ .০৫পয়সা/১০ সেকেন্ড, অন্যান্য এফএনএফ .১০পয়সা/১০ সেকেন্ড।

এসএমএস ৫০ পয়সা যেকোন নাম্বারে যেকোন সময়। কথা স্পষ্ট, নেটের স্পীড ভাল, নেটওয়ার্ক ও ভাল। আর কি লাগে?



আমার জন্মদিনের প্রথম গিফট টা আমিই দিলাম।



টাকা আমি জমাতে পারি না, হাতে থাকলে চুলকায়, খরচ হয়ে যায়।অনেক কষ্টে নিজের জমানো টাকা দিয়ে আমার জন্মদিনের উপহার আমিই কিনলাম। এনড্রয়েট নতুন স্মার্টফোন সিম্ফনি W20।



W20 তে আছে ১ গিগাহার্টজ প্রসেসর এবং ৩.৫ ইঞ্চি এইচভিজিএ (৩২০*৪৮০ পিক্সেল) টিএফটি ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড। র‍্যাম আছে ২৫৬ মেগাবাইট এবং রম ৫১২ মেগাবাইট। মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে ১৬ গিগাবাইট পর্যন্ত। জিপিইউ হিসেবে আছে PowerVR SGX 531।



নিজের কোন ইচ্ছা পূরণ হলে ভালই লাগে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.