নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

ABCD: Anybody Can Dance

১২ ই জুন, ২০১৩ রাত ১২:৪০





সিকৃবির ড্যান্সারদের কে এ পোস্টটি উৎসর্গ করছি !!



বাতাস দোল দিয়ে যায়-পাতাগুলো নাচে। নদী-সাগরে স্রোত বয়ে যায়, পানি নাচে। কত্থক কিংবা হিপ হপ মিউজিকের তালে তালে মানব কোষ গুলো ও নেচে উঠে।



হিন্দি ছায়াছবি ABCD: Anybody Can Dance দেখলাম। অসাধারণ !! ভারতের বিখ্যাত কোরিওগ্রাফার Remo D'Souza পরিচালক হিসেবে সার্থক । Prabhu Deva এবং Ganesh Acharya সহ Dance India Dance সকল ড্যান্সারদের অভিনয় ও নাচ চমৎকার হয়েছে। বিশেষ করে বিখ্যাত ড্যান্স শো So You Think You Can Dance (2005) এর আবিস্কার Lauren Gottlieb অসাম, গ্রেট ! মেয়েটির ড্যান্সশৈলী এখনো চোখে লেগে আছে।



হলিউড ছবি Step Up এর সবগুলোই দেখেছি। তবে ভারতীয় উপমাহেদেশের ছায়াছবি বলেই কিনা আমার কাছে ABCD বেশি ভাল লেগেছে। ড্যান্সের ভেতর আবেগ জিনিসটা ঢুকিয়ে দেয়া হয়েছিল-কারণটা এটাও হতে পারে।এ ছবির সিক্যুয়েল অবশ্যই চাই। ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত সব হিরো-হিরোইন এই সিকোয়েলগুলোতে তাদের ড্যান্সের প্রতিভা দেখাবেন এ আশা করি !



প্রথম লাইনে ফিরে আসি: সিকৃবির ড্যান্সারদের কে এ পোস্টটি উৎসর্গ করছি !! আমাদের ক্যাম্পাসে কয়েকজন খুব ভাল ড্যান্সার রয়েছে । একটু নিয়মিত চর্চা করলে কিংবা একটা ড্যান্স ক্লাব এর কাজ শুরু করলে আমরাও কোন অংশে কম হবো না।



ড্যান্স হোক Rhythm of Life !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৪

সবুজ ভীমরুল বলেছেন: ভাইজান কি ভারতের পার্মানেন্ট ভিসা পাইছেন নাকি?? নাইলে এইসব হিজড়া টাইপ মুভি নিয়া প্রশংসায় মুখে ফেনা তুলতাসেন???

১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমি একজন ড্যান্সার, বাংলাদেশী ড্যান্সার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.