নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আপনার তোলা ছবি নিয়ে- কাকতাড়ূ্য়া !!

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪১





প্রথমবারের মতো - কাকতাড়ুয়া ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০১৩ !



প্রতিযোগিতায় যে কোন বাংলাদেশী অংশগ্রহন করতে পারবে।



প্রতিযোগিতার নিয়মাবলীঃ



* সময়সীমাঃ



সাবমিশনের তারিখ শুরু হবেঃ ২৬শে জুলাই, ২০১৩

সাবমিশনের শেষ দিনঃ ২২শে আগষ্ট, ২০১৩

ফলাফল দেয়ার তারিখঃ ৩১শে আগষ্ট, ২০১৩

ফলাফল প্রকাশ করার স্থানঃ https://www.facebook.com/kaaktadua.film



* বিষয়ঃ বাংলাদেশের গ্রাম



* ছবি সাবমিট করার নিয়মাবলীঃ



- যে কোন ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা যাবে। এমনকি আপনার মোবাইলফোনের ক্যামেরা দিয়েও ছবি তোলে পাঠাতে পারবেন ।

- ছবির বিষয়বস্তু পরিস্কার না হলে সেই ছবি গ্রহনযোগ্য হবেনা।

- কোনভাবেই অন্য কারো ছবি নিজের ছবি বলে দেয়া যাবেনা।আপনাকে নিশ্চিত করতে হবে যে ছবিটি আপনি সাবমিট করবেন তা অন্য কোথাও, কোন সাইটে বা ফেসবুকে আগে কখনও আপলোড হয় নি।

- কোন ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে তা বর্ণনা লিখে দিতে হবে।

- ফটোশপ বা অন্য কোন সফ্টওয়ার দিয়ে এডিট করা ছবি দেয়া যাবেনা।

- ইমেইলের সাইজ ২MB এর বেশী হতে পারবেনা।

- একজন প্রতিযোগী একটির বেশী ছবি দিতে পারবেন ।



* কিভাবে এবং কোথায় ছবি সাবমিট করবেন?



আপনার ছবিটি রেডি থাকলে পোষ্ট করুন আমাদের ফেসবুক পেজে (https://www.facebook.com/kaaktadua.film) এবং একই সাথে আপনার নাম, ঠিকানা, মোবাইল আর বয়স লিখে আপনার ছবিটি আমাদের ইমেইল করে দিন এই ঠিকানায় [email protected]

ইমেইলের Subject এ “Photography” লিখবেন।



এরপর অপেক্ষা করুন আপনার ছবিটি আমাদের সাইটে পাবলিশ হবার জন্য।ছবিটি পাবলিশ করা হবে https://www.facebook.com/kaaktadua.film এ। আপনার লিঙ্ক পাঠানোর ৪৮ ঘন্টার মধ্যে ছবিটি পাবলিশ হবে। পাবলিশ হতে আপনার কাছে ইমেইল পৌছে যাবে পাবলিশ পেজের লিঙ্ক সহ। পাবলিশ হলে ওয়েবসাইটের সেই পেজটি শেয়ার করুন সবার সাথে। যত বেশী লাইক আর কমেন্ট আসবে আপনার জেতার সম্ভাবনা তত বেশী। লাইক এবং কমেন্ট এবং পাবলিক Response এর উপরে ভিত্তি করে বিজয়ী নির্বাচিত করা হবে।

ইমেইলের সাথে নিম্নোক্ত ইন্ফরমেশন গূলো পাঠাবেনঃ

Name

Address

Mobile No

Photo Titile or Video Title (Both Bangla & English):



বিস্তারিত তথ্যের জন্য: [email protected], 01554998575, 01717798040

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

আরজু পনি বলেছেন:

:( :(
প্রতিযোগিতায় পাঠানোর মতো ছবি তুলতে পারি না।
কিন্তু তারপরও চেষ্টা করে দেখতাম।
কিন্তু আমার তোলা ছবিতো আমি অনেকদিন ধরেই নিয়মিত ফেসবুকে শেয়ার করে দেই :(

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এবার না হয় আমরা দিব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.