নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

ইত্যাদি ! চমৎকার !! চমৎকার !!!

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮



এবার ঈদের ইত্যাদি মিস করেছিলাম। গুগুল মামুকে নক করতেই লিংক পেলাম, ইত্যাদি দেখলাম।



কয়েকদিন ধরে ফেইসবুক ও ব্লগে হানিফ সংকেত ও ইত্যাদি নিয়ে ব্যাপক সমালোচনার ঝর তোলেছেন কিছু ফাজিল পোলাপান। তাদের মতে- ইত্যাদি জৌলুস হারিয়েছে, এক কথায় ঘুরে ফিরে বলা হয়, নতুনত্ব নেই, হাসি পায় না ইত্যাদি ইত্যাদি। এই সব কথা যারা ছড়াচ্ছেন- গালে জুতা মারা দরকার।



প্রতিবারের মতো এবারের ইত্যাদিও ফাটাফাটি রকমের ভাল হয়েছে। সামাজিক অসংগতিগুলো কৌতুকরসে সুন্দরভাবে উপস্থাপন করেছেন হানিফ সংকেত। নান্দনিক স্টাইল, সুন্দর ভাষাশৈলী, চমৎকার উপস্থাপনার অপর নাম হানিফ সংকেত ও ইত্যাদি। হ্যা এটা সত্য- কৌতুক আর হাস্যরসের নামে আজকাল বিভিন্ন টিভি চ্যানেলে যে ভারামী আর সুরসুরি অনুষ্ঠান হয় সেগুলো ইত্যাদিতে নেই। এবারকার ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলোর আদলে যারা অনুষ্ঠান বানান বা দেখেব তাদের পাছায় বাঁশ গেছে। তাই তারা ব্যাথায় কাতরাচ্ছেন আর এসব অপপ্রচার চালাচ্ছেন। হুজুগে বাংলাদেশে "কান নিয়েছে চিলে-চিলের পিছে ঘুরছি আমরা সবাই মিলে" এরকম লোকের সংখ্যা দিনদিন বাড়ছে। ইদুরের মতো বংশবৃদ্ধি করছে আমাদের বুদ্ধিজীবি সমাজ (টক শো দেখলেই বোঝা যায়) সমালোচনা করার কিছু না কিছু একটা জিনিশ বের করবে আর ত্যানা পেচাবে, ইশ্যু বানাবে।বারবার যদি বিভিন্ন আঙ্গিকে বলা হয় "মিথ্যা বলা মহা পাপ" - সমস্যা কি?



কৌতুক নাটিকা, গানে গানে টক শো, নান নাতি, মামা ভাগিনা, অসাধারণ মিউজিক কম্পোজিশনে হৃদয় খান আর কনার নাচ, হিন্দি সিরিয়ালের প্যাজগী দৃশ্যগুলো, বিভিন্ন স্টাইলের ভাষন, বিদেশী পর্ব, সবার প্রথম রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, সবার শেষের এন্ড্রু কিশোরের গান টা চমৎকার চমৎকার চমৎকার।



জন্মের পর থেকে যে ইত্যাদি দেখছি আজো তা ঝকমকে। কালের পরিবর্তনে সময়ের সাথে তাল মিলিয়ে হানিফ সংকেত ও ইত্যাদি হয়েছে আরো আধুনিক ও স্মার্ট। বিটিভি তথা বাংলাদেশের সব টিভি চ্যানেলের সেরা ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি" ও হানিফ সংকেত বেঁচে থাকুন ১৬ কোটি মানুষের দোয়া নিয়ে। স্যালুট স্যার, স্যালুট ইত্যাদি।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

তন্ময় ফেরদৌস বলেছেন: লিঙ্ক ?

২| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগসে। বিশেষ করে টকশো'র আদলে করা গান আর স্টার জলসাকে দেয়া বাঁশটা বেশি জোস হইসে।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ইত্যাদি সবসময়ই দেখতে ভাল লাগে। আর ঈদেরটা আরও ভাল হয়।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মদন বলেছেন: এবারের ইত্যাদি Click This Link

৫| ১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

খেয়া ঘাট বলেছেন: ইত্যাদি এখনো সবচেয়ে ভালো অনুষ্ঠান। দেখে বিরক্ত হতে হয়না।

৬| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০২

ভবঘুরে তানিম বলেছেন: সিরিয়ালরে পচানোটা খুব উপভোগ করছি ।
ইত্যাদি সবসময় সবার উপরে ।

৭| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৬

saamok বলেছেন: ইত্যাদি এখন আর ভালো লাগেনা। বুলশিট। বুরো-বুরিদের স্কুল।বিটিভি'র মতই বিরক্তিকর।

৮| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ইত্যাদির আকর্ষণ কমবে না কখনোই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.