নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

চেন্নাই এক্সপ্রেস : ফাউল, চরম ফাউল বলা উচিৎ ছিল !!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

রোহিত শেঠির এ্যাকশন কমেডি ধাচের হিন্দি ছবি- চেন্নাই এক্সপ্রেস দেখলাম। ফাউল, চরম ফাউল বলা উচিৎ ছিল। সত্যিকথা বলতে শাহরুখ খানের ছবি বলেই খুব আগ্রহ সহকারে দেখতে বসেছিলাম। কাহিনী খুবই সাধারণ ও গতানুগতিক। মুম্বাই থেকে চেন্নাইগামী 'চেন্নাই এক্সপ্রেস' ট্রেনে যাত্রী হয়েছেন রাহুল (শাহরুখ খান),বয়স ৪০ হয়ে গেলেও এখনো ব্যাচেলর রাহুল। দাদুর অতি আদরের ছায়ায় থাকতে থাকতে বিয়ের সুযোগ হয়নি। দাদুর ভালোবাসাই রাহুলকে রীতিমতো আচ্ছন্ন করে রেখেছিল। বুড়ো দাদুর দেখভাল করতে করতে তার পুরো সময় কেটে যেত নানা ব্যস্ততায়। নিজের বিয়ের কথা সিরিয়াসলি ভাবার সুযোগ হয়নি তার। প্রিয় দাদুর মৃত্যুর পর তাঁর অন্তিম ইচ্ছা পূরণের জন্য রাহুল চেন্নাই এক্সপ্রেস ট্রেনে চেপে বসে। দক্ষিণ ভারতের একটি পুণ্যস্থান রামেস্বরমে দাদুর চিতাভস্ম নিবেদনের জন্য রাহুলের চেন্নাইযাত্রা। ট্রেনে তার সহযাত্রী হয় এক তামিল তরুণী মিনা (দীপিকা পাড়ুকোন) .. শুরুতে ভাষাগত, সংস্কৃতিগত নানা বিরোধ, বিপত্তি, সমালোচনা থাকলেও এক সময় রাহুল-মিনার মধ্যে চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। রাহুল জানতে পারে মিনা দোর্দণ্ড প্রতাপশালী এক মাফিয়া ডন দুর্গেশ্বরার মেয়ে। মিনা তার সহযাত্রী হওয়ার পর থেকে ঘটতে থাকে নানা ঘটনা। যাই হোক শেষ পর্যন্ত মিল হয় এ জুটির।



এ টাইপের কাহিনী মার্কা সিনেমা ইন্ডিয়ান বাংলায় কিংবা আমাদের বাংলাদেশেও প্রচুর। ফাইট ও অভিনয়ে শাহরুখের চেয়ে দেব বা জিৎও ভাল করে।আমাদের অনন্ত জলীল কাকু খারাপ অভিনয় করলেও ফাইটে কিন্তু ভাল। চেন্নাই এক্সপ্রেসের কয়েকটা জায়গায় খুবই সস্তা মানের কাজ হয়েছে। তবে কিছু লোকেশন খুব ভাল ছিল। যেমন চা বাগান, ইন্ডিয়ান হাইওয়ে, দুধ সাগর নদী ইত্যাদি।



মুক্তির প্রথম দিনেই ২৯ কোটি ৫০ লাখ রুপি আয় আর বক্স অফিসের সব রেকর্ড ভেঙে মাত্র চার দিনেই চেন্নাই এক্সপ্রেস আয় করেছে ১০০ কোটি ৪২ লাখ রুপি। আমার মনে হয় এটা হয়েছে শুধু মাত্র হয়েছে শাহরুখ খানের জন্যই।



বিশাল শেখর সুরারোপিত 'চেন্নাই এক্সপ্রেস' ছবির গানগুলো ভাল লেগেছে।বিশেষ করে গোপী আর চিন্ময়ীর গাওয়া তিতিলী গানটা। অপেক্ষা করছিলাম কখন লুঙ্গী ড্যান্স গানটি আসবে । শেষ পর্যন্ত দি এন্ড এ আইটেম সং হিসেবে লুঙ্গী ড্যান্স দেখলাম। সত্যিকার অর্থে সার্বিকভাবে চেন্নাই এক্সপ্রেস আমার ভাল লাগে নাই । ডিফারেন্ট কিছু আশা করেছিলাম !!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৫

াজ বলেছেন: ভাই আমার http://www.only71.com এই সাইটে যান। আপনাদের ভালো লাগবে আশা করি। আপনার চাইলে লিখতেও পারেন।

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৮

মিজভী বাপ্পা বলেছেন: আমি গতকালই মুভিটি দেখলাম।রোহিত শেঠী বেশীর ভাগ সময়ই কমেডী মুভি করে।এটাও একটা আমার কাছে কমেডী মুভির মতই লেগেছে।যদিও কমেডীর অভাব ছিল :(

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

মুশাসি বলেছেন: আসলে মুক্তির পর নয়, অত্যুৎসাহী সিনেমাহল পরিবেশকদের কল্যানে এই মুভিটা মুক্তির আগেই ১০০ কোটি রুপীর মাইলফলক অতিক্রম করেছিলো।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪০

রাখালছেলে বলেছেন: যেহেতু পুরা ফাউল বললেন তাই এত কষ্ট করে বর্ননা না করলেই পারতেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.