নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

সিলেটেও বসেছিল ব্লগারদের মিলনমেলা

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫



৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসে সিলেটেও জমেছিল ব্লগারদের মিলনমেলা। আগে থেকেই নির্ধারিত ছিল ১৯শে ডিসেম্বর শুক্রবার বিকেল চারটায় সিলেটী ব্লগাররা চলে আসবেন নগরীর চৌহাট্টায় নতুন নির্মিত দৃষ্টিনন্দন শহীদ মিনার প্রাঙ্গণে।



শীতের বিকেলে ব্যস্ত নগরীর ফুটপাথের টঙে টঙে ধোয়া উঠা গরম চায়ের কাপের সাথে আড্ডার ধুম। পথচারীরা কেউ কেউ খেঁজুর গুড়ের ভাপা পিঠা কিংবা সরষে ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে ব্যস্ত। এমনি সময়ে সিলেটে ব্লগারা একে একে হাজির শহীদ মিনার প্রাঙ্গনে। কেউ এসেছেন দুপুরের কাঁচা ঘুম ছেড়ে, কেউ মাফলার গলায় চাদর মুড়ি দিয়ে, রিকশায় বসে কেউ প্রিয়জনের কথা ভাবতে ভাবতে, কেউ বা আবার বউ বাচ্চা নিয়ে সোজা বিয়ে বাড়ি থেকে চলে এসেছেন।



চলছে বিজয়ের মাস ডিসেম্বর। সুতরাং শহীদ মিনারের মঞ্চ খালি থাকবে না সেটাই স্বাভাবিক। মাইকে বক্তৃতা চলছে- সিলেট ফটোগ্রাফিক এসোসিয়েশন একটি পুরাতন সংগঠন। আমরা প্রগতিশীল ফটোগ্রাফাররা প্রকৃতির ছবি তুলি, মানুষের ছবি তুলি...ইত্যাদি ইত্যাদি। তখনো সব ব্লগাররা এসে পৌছায় নি। এই ফাঁকে আমরা কয়েকজন ফটোগ্রাফিক এসোসিয়েশনের এক্সিবিশনটা ঘুরে দেখলাম। আহা !! কি সুন্দর বাংলাদেশ !!



লোকে লোকারন্য সিলেট শহীদ মিনার। ব্লগাররা কোথায় বসবেন। সিদ্ধান্ত হলো শহীদ মিনারের ডানপাশে গণকবরের পাশের দেয়ালের আঙ্গিনায় দাঁড়াবো আমরা। লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ। দেশ নিয়ে যারা লিখেন, দেশের জন্য যারা লিখেন তারাতো শহীদ স্মৃতির পাশেই সবসময় দাঁড়াবে



লাল ইটের দেয়ালটিতে ৬ষ্ঠ ব্লগ দিবসের ব্যানারটি টানানো হলো।



ব্যানার টানিয়েই তার সামনে উপস্থিত ব্লগাররা পরিবার ও বন্ধুসহ দাঁড়ালেন। একটা ছবি তুললে মন্দ হয় না। কিন্তু সবাই এমনভাবে দাঁড়িয়ে রইলেন যেন দুপুরে কারো পেটে ভাত পড়েনি। ফটোগ্রাফারের এমন রসিকতায় সবাই হেসে উঠলেন। এমন সময় ছবিটি তোলা হলো।



এটা হলো ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের কেকের সিলেটী ভার্সন। ক্রিম রঙের কেকটির উপর তিনটি গোলাপ ফুল। খুব ইচ্ছা ছিল ফুলগুলো খাবো। লজ্জ্বায় তখন বলতে পারিনি।



কেক কাটার প্রস্তুতি।



অবশেষে কেকটি কাটা হচ্ছে। ব্লগার আশিক ভাইয়ের পুচকি মেয়ে আমাদের সবার হয়ে কেকটি কাটছে।



সিলেটের ব্লগাররা এই ভাবীর প্রতি সবচে বেশি কৃতজ্ঞ। খুব গোছালো ভাবিজান কাটা কেকটি সবার মাঝে বিতরণ করেছিলেন। "টিস্যু কই মামুন ভাই?" বলার সময় ছবিটি তোলা হয়েছে। কেকের পর ছিল সমুচা, চিকেন পেটিস আর কোকাকোলা। খাবার শেষে আঙ্গিনা থেকে আবর্জনা পরিস্কারের নেতৃত্বেও ছিলেন ভাবি।



হাসতে নাকি জানেনা কেউ কে বলেছে ভাই...



কোন কথা নাই..হাসতে হাসতে কেক খাই..



চলছে আড্ডা। এই কথা সেই কথা...



বিকেল গড়িয়ে সন্ধ্যে নামছে...শহীদ মিনারের ফ্লাড লাইটের আলোয় জ্বলজ্বল করছে ব্লগ দিবসের ব্যানারটি.. যোগাযোগে সামাজিক মাধ্যম ও আমাদের দায়বদ্ধতা।



মুন্সী সাহেব যেন সত্যিই কবি...আহা !! হোয়াট এ পোজ !!



যার কারণে সব ব্লগার এক হতে পেরেছেন। মামুন ভাই.. ধন্যবাদ আপনাকে !!



সবচে নিরব মানুষটির ছবি তুলছে সবচে সরব মানুষটি..



সরব মানুষ রূপম...আপু সমাজ চোঁখ নামান..



নিশাত এসেছিল সবার পরে.. অবশ্য গর্বে বুকটা ফুলে যায় যখন শুনি বন্ধু আমার অসুস্থ মুক্তিযোদ্ধাদের পূর্নবাসনে কাজ করছে। মৌলভীবাজারের মুক্তিযোদ্ধাদের সাথে সময় কাটিয়ে সে সরাসরি যোগ দিল আমাদের সাথে।



মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিলেটের শহীদ মিনারটি। রক্ত রাঙা লাল সূর্য্যটা যেন ঠিকরে বেড়িয়ে আসতে চাইছে।



বাঁধাই করে রাখার মতো ছবি। শহীদ বেদিতে সিলেটের ব্লগাররা। সামনে সবুজ শার্টে লেখক।



মুক্তচিন্তার জয় হোক। আবারো সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা

মন্তব্য ৫৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

প্রামানিক বলেছেন: সিলেটে বাংলা ব্লগ দিবস পালন করায় আনন্দিত হলাম। সবাইকে শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

মামুন রশিদ বলেছেন: অসাধারণ একটা দিন কাটালাম । সিলেটের ব্লগারদের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য ।


অনেক ধন্যবাদ ফয়সাল, আমাদের মাঝে এরকম উচ্ছ্বল প্রাণবন্ত একজন ব্লগার পেয়ে দিনটা সত্যি আনন্দময় হয়ে উঠেছে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মামুন ভাই কি যে বলেন...(দাঁত কেলিয়ে হাসি) তবে সময়টা দারুন কেটেছে বলতে হবে। ব্লগ দিবস ছাড়াও আমরা মাঝে মাঝে বসতে পারি ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

হামিদ আহসান বলেছেন: ভেনুটা দারুন হয়েছে। শুভকামনা সবার জন্য .......................

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সিলেটের শহীদ মিনার আসলেই সুন্দর । বিশেষ করে লাল সূর্য্যটা , যেন এখুনি বেড়িয়ে আসবে। আর পাহাড়ি প্যাটার্নটাও দারুন ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। সিলেটের সব ব্লগারদের এক সাথে দেখে খুব ভালো লাগছে! সবাইকে অনেক শুভেচ্ছা! :)

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: নতুন পুরাতনের মেশেলে দারুন বিকেল। তবে পুরানো অনেককে খুব মিস করেছি।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

জানা বলেছেন:

চমৎকার আয়োজন সিলেটি বন্ধুদের।

অশেষ কৃতজ্ঞতা এবং ভালবাসা সবার জন্যে।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আরে জানা আপু দেখি !!

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপুদের এভাবে চোখ নামিয়ে রাখতে বলে আমার বিশাল লস করে দিলেন ফয়সাল ভাই ;)

পোস্ট দারুণ হয়েছে, দারুণ হয়েছে আমাদের আজকের ব্লগ ডে ও।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি !!

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

নিমচাঁদ বলেছেন: মামুন ভাই এমন একজন মানুষ , উনি ব্লগকে পরিবার করে ফেলেছেন , এমন ব্লগীয় ভালোবাসা খুব কম সংখ্যক ব্লগারের মাঝে দেখা যায় ।
জয়ুত মামুন ভাই , সিলেটের ব্লগার দের আন্তরিক শুভেচ্ছা

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: একদম ঠিক । মামুন ভাই ছিলেন বলেই আজ আমরা এক হতে পেরেছি।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০০

মামুন রশিদ বলেছেন: শেষ মুহূর্তে অসুস্থতার জন্য 'সুরঞ্জনা' আপু আসতে না পারায় খারাপ লেগেছে । তবে দুই কিউট পিচ্চি সহ ব্লগার দম্পতি প্রভাষক(আশিক শাওন) আর শর্বরী শর্মী'র উপস্থিতি প্রোগরামে ভিন্ন মাত্রা এনে দেয় ।

সদা হাস্যময় 'ফয়সাল খলিলুর রহমান', সব কাজের কাজী 'মাননীয় মন্ত্রী মহোদয়', ভবিষ্যতের অর্গানাইজার 'সোজা কথা', সবচেয়ে পুরনো ব্লগার 'নিশাত শাহরিয়ার', নিরব গল্পকার 'পার্থ তালুকদার', হঠাৎ উদিত হয়ে চমকে দেয়া 'প্রতিভাবান বালক', আমাদের ইঞ্জিনিয়ার 'মোহাম্মদ আলমগীর খান', প্রেমিক কবি 'নুর ইসলাম রফিক', কবি কবি চেহারার স্মার্ট কবি এবং গল্পকার 'সৃষ্টিশীল আলিম', হ্যান্ডসাম ব্লগার 'দুরন্ত পলাশ', সবার জন্য এক্সপ্রেস ডটকমের সৌজন্য কপি নিয়ে আসা 'শরীফ তুহিন', সবচেয়ে নিরব ব্লগার 'পপস' সহ গেস্ট হয়ে আসা আরো কয়েকজনকে পেয়ে সত্যি অসাধারণ একটা বিকেল-সন্ধ্যা কাটালাম । সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: শর্বরী ভাবি খুব গোাছালো !!

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার তো ভুরি ভুরিও নাই, ভুড়িও নাও ফয়সাল ভাই :'(

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: পুরুষের জাতীয় সম্পদ ভুড়ি !! যাদের নাই ধরে নিতে হবে তারা এখনো বাচ্চাই রয়ে গেছে ;) ;)

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪

পার্থ তালুকদার বলেছেন: আসলেই ভাল কাটলো বিকেলটা.....

দারুন পোস্টে অনেক ভালোলাগা।
ধন্যবাদ সবাইকে।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: চুপ থাকার দিক দিয়ে আপনি ২য়। কথা কম, হাসি বেশি।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩

নুর ইসলাম রফিক বলেছেন: অনেক দিন পর গতানুগগিক জীবনের বাহিরে নতুনত্ব স্বাধ পেলাম।
ধন্যবাদ জনাব মামুন ভাইকে।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এমন দিন প্রতিদিনই হতে পারে

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

সোজা কথা বলেছেন: সুন্দর হয়েছে ফয়সাল ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। :)

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বেদিতে বসে গ্রুপের সাথে তোলা আমার ছবিটা আপনার দৃষ্টির আড়ালে চলে গেল!

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমার যে একটাও ছবি নেই। :) :)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৬

নিশাত শাহরিয়ার বলেছেন: .. প্রথম দিক মিস করলেও শেষের সান্ধ্য আড্ডাটা খুব ভাল লেগেছে!!! :)

সব একসাথে আর কি লাগে!!! :D :) B-)

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: তোমার জন্য গর্ব হয় বন্ধু। খুব ভাল কাজ হচ্ছে।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৯

প্রতিভাবান বালক বলেছেন: onek din por sylhet er blogger der sathe ekta osadharon somoy katalam..ayojok ebong agoto sobaike onek dhonnobad...:) :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সবাই মিলে এক হয়েছি, বেশ লেগেছে বেশ।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৪

টানিম বলেছেন: ধন্যবাদ , নিজের শহরে এমন আয়োজন দেখে ভালো লাগলো ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: একই শহরে যেহেতু থাকি আমরা একদিন আসুন আড্ডা দেয়া যাবে।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: সিলেটের সকল ব্লগারদের শুভেচ্ছা চমৎকার ভাবে ব্লগ দিবস উদযাপন করার জন্য্য।

শুধু রুপম ভাইয়ের ছবিতে না আমার তো মনে হয় মামুন ভাইয়ের ছবিতেও নোটিশ ঝুলানো দরকার ছিল। চির তরুণ মামুন ভাইয়ের ছবিতেও নোটিশ দেয়ার আবেদন রইল।

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মামুন ভাই তো চির সবুজ। হাসির তালে ভুড়ি দোলে !! ;)

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: সিলেট বরাবরই চমৎকার আয়োজন করে +++++++++++

কবে যেন চলেই আসি ;)

ভালো থাকবেন খুব :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ। :) :)

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সিলটী ব্লগারদেরকে অভিনন্দন....

মামুন রশিদ ভাইসহ কয়েকজন পরিচিত ব্লগারদের দেখে ভাল লাগলো :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ। :) :)

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩২

জুন বলেছেন: সিলেটের সব ব্লগারদের দেখে অনেক ভালোলাগলো, সবাইকে শুভেচ্ছা । আমার দেখা সিলেটি ব্লগারদের মধ্যে অত্যন্ত অমায়িক এক দরাজ অন্তকরনের মানুষ মামুন রশিদ কেও দেখলাম ছবিতে । প্রিয় বন্ধু সুরঞ্জনাকে মিস করছি । তার সুস্থতা কামনা করছি সর্বান্তকরণে।
সুন্দর ছবি সুন্দর আয়োজন।

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সুরঞ্জনা আপুর সুস্থতা কামনা করি।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার আয়োজন। আশেপাশে থাকলে অবশ্যই জয়েন করতাম!

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মুক্তচিন্তার জয় হোক।

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১

আবু শাকিল বলেছেন: সিলেটের ব্লগ দিবস দেখে ভাল লাগল।

মুক্তচিন্তার জয় হোক।

সবাইকে শুভেচ্ছা।

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ। :) :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ। :) :) মুক্তচিন্তার জয় হোক।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সিলেটের ব্লগারদের সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ। :) :)

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

জিনিয়াস পাগল বলেছেন: এমন অসাধারন একটা বিকেল মনের ফ্রেমে বাধাই করে রেখে দিলাম। অনেক অনেক ভাল লেগেছে অসাধারন কিছু মানুষের সান্নিধ্যে। সবাই কে ধন্যবাদ। ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: তোরা কেও যাসনে ও পাগলের কাছে। ভাইজান আসার জন্য ধন্যবাদ।

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

২৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭

জিনিয়াস পাগল বলেছেন: ভাইয়া সবাইকে পাগলের কাছে আসতে দিন। না এলে এই পাগলের আসল উদ্দেশ্য সফল হবে কি করে??

২৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: সিলেট এর ব্লগ ডের জন্য শুভকামনা ।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

সৃষ্টিশীল আলিম বলেছেন: চমৎকার প্রকাশ। ভালো লাগলো। ব্লগের ঐ দিনটিতে সবার সাথে উপস্থিত থাকতে পেরে নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে হচ্ছে। ব্লগার বন্ধুরা এত আন্তরিক বিশেষ করে মামুন ভাইয়ের কথা না বললেই নয়! এত মিশুক মানুষ এর ইতোপূর্বে দেখেছি বলে মনে পড়ে না।

আজ ওনার আন্তরিক প্রচেষ্টার কারণে আমি আমার হারানো আইডি' সৃষ্টিশীল আলিম' ফিরে পেয়েছি। ট্রিলিয়ন ট্রিলিয়ন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি... কৃতজ্ঞতা 'জনা' আপুর কাছেও।


সত্যিই ঐ দিনটি আমার জন্য স্মরণীয়। ব্লগার ফয়সাল, আলমগীর, নিশাত শাহরিয়ার, রূপম প্রমুখ মানুষ হিশেবে ওরা সত্যিই চমৎকার। ঐ দিন না মিশলে হয়ত বুঝতেই পারতাম না।

আমাদের বন্ধুত্ব টিকে থাকুক শতাব্দী থেকে শতাব্দী।

জয়তু ব্লগ ডে !!!

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ইশশশ আমি যদি থাকতে পারতাম

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৩

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: সবাইকে ষষ্ঠ ব্লগ দিবসের শুভেচ্ছা

৩০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৬

দূরে থাকা মেঘ বলেছেন: আমিও হাওয়া :( কেন যে গেলাম না :(

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন সবার জন্য আন্তরিক ধন্যবাদ

সামুর মন সব সময় ভাল থাক ---পুরাতন সব ব্লগার ফিরে আসুক ---বর্তমানে যারা লিখছে তারা মন খুলে লিখুক -- সামুর সাথে যারা সংশ্লিষ্ট সবাই ভাল থাকুন

---- ইয়া বড় বড় শুভকামনা ----

৩২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

নুর ইসলাম রফিক বলেছেন: ইস আপনাদের অনেক মিস করলাম।

সুন্দর একটা আয়োজনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
সাথে শুভেচ্ছা তো বটেইইইইইইইইই

৩৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: সেইরাম একটা পার্টি হইল।

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

মৃদুল শ্রাবন বলেছেন:
অনেক দারুণ একটা ব্লগডে পালন করেছেন আপনারা। ছবি গুলো দেখে মন ভরে গেল।

সামগ্রিক ব্লগ ডে উদযাপনটাকে এক লিঙ্কে খুঁজে পাবার জন্য স্টিকি পোষ্টে আপনার পোষ্টের লিঙ্ক এড করে দিয়েছি।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.