নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া : সারা বাংলাদেশে শুরু হোক এ অভিযান

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

ভাষার জন্য একবুক ভালবাসা নিয়ে আমরা কাকতাড়ুয়া থেকে- বাংলা বানান শুদ্ধি অভিযান চালাই। এরই ধারাবাহিকতায় আবারো সিলেট নগরীতে শুদ্ধি অভিযান চলেছে। ভাষার জন্য সমগ্র পৃথিবীতে একমাত্র বাঙালিরাই প্রাণ দিয়েছে। যদিও বাংলা আমাদের মাতৃভাষা, সামান্য অসচেতনতার জন্য অনেক ক্ষেত্রে আমরা এর প্রাপ্য সম্মান দিতে পারি না। যার উদাহরণ হচ্ছে- ভুল বাংলা বানান। রাস্তা-ঘাট, অফিস-আদালত, দোকান বিলবোর্ড, সাইনবোর্ড থেকে শুরু করে ব্লগ-ফেইসবুক অবধি এই ভুলের বিস্তার। তাই আমরা ভুলের বিপরীতে একটা সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছি। আমাদের যাত্রা শুরু হয় সকাল নয়টায়। পুরাতন কাকতাড়ুয়াদের পাশে পেয়েছিলাম কিছু নতুন মুখ। হেঁটে হেঁটে গিয়েছি চৌহাট্টাস্থ সিলেট শহীদ মিনারে। প্রায় ৩০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ শুদ্ধি অভিযানে অংশ নিয়েছে।



শহরতলির বালুচর (নয়াবাজার) থেকে রংতুলি নিয়ে হাঁটতে শুরু করে অভিযাত্রী দলটি। সেনপাড়া, শিবগঞ্জ, মীরাবাজার, নাইওরপুল, জেলরোড, বারুতখানা হয়ে, ভুল বানান ঠিক করতে করতে তারা জিন্দাবাজার পৌঁছায়। জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা গলিতে বিভিন্ন প্রেসে হানা দেয় এবং প্রেস মালিকদের শুদ্ধ বাংলা বানানে শব্দ লেখার ব্যাপারে অনুরোধ করে।



দোকানদারদের রাজি করানো চাট্টিখানি কথা নয়। কতো অনুনয় বিনয় দেখাতে হয়। কেউ ধমক দিয়ে বসে- ভাগো এখান থেকে।





ভুল বাংলা বানান শুদ্ধ করা কেন জরুরি- সে বিষয়ে বক্তৃতা চলছে।





দেয়ালে পোস্টার লাগানো নিষেধ- হওয়ার কথা। অথচ লেখা আছে-দেয়ালে পোষ্ঢার...





জিনিষ নয়, জিনিস; ষ এর নিচের লেজটা কেটে দিলেই স হয়ে যায় 





পোস্টারের ট এর মাথায় চুল লাগানো হচ্ছে



সিলেট নগরীতে সবচে বেশি ভুল যে শব্দ হয় তার মধ্যে অন্যতম-স্টোর। ইংরেজী শব্দ বাংলায় আসলে ষ না হয়ে স হয় যে..







কার্যালয় বানানে ্য ফলা নেই। ভুল বানানটি এতো উঁচু যে ছিল নাগাল পাওয়া যাচ্ছিল না। এক রিকশাওয়ালাকে ধরলাম- ভাই তোমার রিকশাটা সামনে নিয়ে আসবে। রাজি হওয়ার পর সাথে সাথে বনানী উঠে গেল রিকশায়-বানানটি শুদ্ধ হলো।





রং তুলি হাতে নগরীর বুকে হাঁটছে-কাকতাড়ুয়ারা





পোস্টার লাগানো নিষেধ, বানান ঠিক করা তো আর নিষেধ নয়





আমাদের লম্বু মাহির ছিল বলে রক্ষা, অনেক উঁচুতে যে বানান ভুল তা ঠিক করতে মাহির একাই যথেষ্ট





বাংলা বানান শুদ্ধির এবারের আয়োজনে আমাদের প্রাণ ছিল সমীর। ভাঙ্গা পা নিয়ে সে রং কিনেছে, গুলিয়েছে। নিখুঁত হাতে পরম মমতায় সে বানান শুদ্ধ করেছে।





একজনের হাতে তুলি, বাকীরা মজেছে আড্ডায়। কেউ আবার টুলটা ধরে রেখেছে, কেউ দোকান মালিকের সাথে কথা বলছে।





ফার্নিচার এর ণ-নেই, কারন এটি ইংরেজি থেকে এসেছে। নাইওরপুল এলাকায় যতোগুলো আসবাবের দোকান আছে সবগুলোতে এটি ছিল কমন ভুল।





সিষ্টেম কে সিস্টেম বানানো হচ্ছে





এরা আমাদের নতুন কাকতাড়ুয়া। ছেলেমেয়েগুলো খুব ভালো, অল্পতেই মিশে যায়।





বানান শুদ্ধির মাঝে চা বিরতি, সাথে প্রিয় দুটি মানুষ শাহাদাত ও বাপ্পী





লাল সবুজ তুলি হাতে দাঁড়িয়েছে নাইম, দেশকে এতো ভালবাসে ছেলেটা





ছবি নয় যেন, শহীদ মিনার





ছেলেটার নাম বিষাণ। খেতে পারে খুব। সিলেটের সব রেস্টুরেন্ট তার চাখা হয়ে গেছে। সিলেটের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট-পালকি। ভুল বানান তো আর ফেলে রাখা যায় না। নে বাবা তুই-ই ঠিক কর।





বানান শুদ্ধি অভিযান শেষে আমরা চলে আসলাম সিলেটের দৃষ্টিনন্দন শহীদ মিনারে। হেটে হেটে ক্লান্ত শ্রান্ত হয়ে শহীদ বেদিতে বসে আছে কাকতাড়ুয়ারা





ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট। পরে সবাই মিলে গাইলাম জাতীয় সংগীত- আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি





সাধারণত যে শব্দগুলো ইংরেজি থেকে বাংলায় এসেছে সে শব্দগুলোই বেশি ভুল হচ্ছে। ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান গুলোও অনেকের অজানা। বাংলা একাডেমি থেকে -িকার ও ী-কারের যে নিয়মগুলো দেয়া আছে সেগুলো অনুসরণ করছে না অনেকে।



আমরা ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম বানান শুদ্ধি অভিযান শুরু করেছিলাম। গত এক বছরে অনেকবার এ কর্মসূচী চলেছে। আমরা চাই সারা বাংলাদেশে ভুল বানানগুলো ঠিক হয়ে যাক। আগামী ২১ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা বাংলাদেশে নিজ নিজ এলাকায় বানান শুদ্ধি অভিযান শুরু হোক এমন অনুরোধ সবার কাছে।

মন্তব্য ১৪৫ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

বেগুনী ক্রেয়ন বলেছেন: বানান ভুল দেখলেই আমার ও ইচ্ছে করে ঠিক করে দেই|
অনেক ভালো এবং সুন্দর উদ্যোগ|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো এবং দূর্দান্ত একটি উদ্যোগ। আপনি এই দলে কি যুক্ত আছেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: জ্বী ! নেতৃত্ব দিচ্ছি !!

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যারা এই কাজে যুক্ত আছেন, তাদের সবারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

দেশের বিভিন্ন স্থানে আমাদের অনেক ব্লগার আছেন, অনেক তরুণ প্রাণ আছেন আশা করি তারাও নিজ নিজ জেলায় এই ধরনের একটি কর্মসূচী গ্রহণ করবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: অন্ত:ত প্রত্যেক জেলা শহরে শুরু হোক, ধন্যবাদ !!

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

জানা বলেছেন:

অসাধারণ উদ্যোগ, দারুণ পোস্ট। খুব মজা করে হাতে কলমে বাংলা বানান শুদ্ধিকরণ (এই রে! আমার বানান ঠিক আছেতো? নয়তো কাকতাড়ুয়ার দল চোখ বড় বড় করে এক্ষুনি রঙ তুলি হাতে হাজির হয়ে যাবে)।

একদল লক্ষ্মী (বানান?!?! :-/ ) কাকতাড়ুয়ার জন্য আমার অশেষ ভালবাসা আর শুভ কামনা।

সুযোগ পেলে একবার এই কাকতাড়ুয়াদের সাথে সারাদিন হেঁটে বেড়াতে চাই।


পোস্টের জন্যে অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা। @প্রিয় খলিলুর রহমান ফয়সাল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ প্রিয় জানাপু

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: চমৎকার একটি পোষ্ট। মডারেশন প্যানেল কে ধন্যবাদ স্টিকি করার জন্য।





খুব পরিমার্জিত সাবলিল ভাষা উপস্থাপন করা হয়েছে কাকতাড়ুয়ার কর্মযজ্ঞ, শুভকামনা কাকতাড়ুয়া।





ভাল লাগা অংশগুলু


ছবি নয় যেন, শহীদ মিনার
ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট। পরে সবাই মিলে গাইলাম জাতীয় সংগীত- আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি..

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

আমিনুর রহমান বলেছেন:




গ্রেট জব +

আচ্ছা পৌছায় হবে নাকি পৌঁছায় হবে?????

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: পৌঁছায় হবে। শুদ্ধি হয়ে গেছে।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

বাঁধলেই বাঁধন বলেছেন: অভিনন্দন কাকতাড়ুয়া।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

রঙতুলি বলেছেন: চমৎকার
দারুন লেগেছে আপনাদের কাজ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

হোসাইন মোহাম্মদ তালিবুল ইসলাম বলেছেন: অভিনন্দন কাকতাড়ুয়া। চমৎকার একটা কাজ। আপনাদের জন্য অনেক শুভ কামনা ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অসম্ভব ভালো লাগল।
কাকতাড়ুয়ার এই অভিনব কিন্তু সত্যিকার অর্থ এ প্রয়োজনীয় উদ্যোগে শুভ কামনা।

ভালো থাকবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

অ্যানালগ বলেছেন: সবচেয়ে বেশি প্রচলিত ভুল: ষ্টোর, রেষ্টুরেন্ট, ফটোষ্ট্যাট


শুদ্ধ: স্টোর, রেস্টুরেন্ট, ফটোস্ট্যাট

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: একদম ঠিক বলেছেন।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: শুধু মাত্র এই উদ্যোগটিকে সাধুবাদ ও সেল্যুট জানাতে অনেক কস্ট করে লগিং করলাম ।

আবেদন জানাবো উদ্যোগটি চলমান থাকুক এবং ছড়িয়ে যাক সারা বাংলায়।

আমার নিজেরও প্রচুর বানান ভুল হয় ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমাদের সবার হয়। সামান্য সচেতন হলেই হয়। প্রতি মাসে অভিযান চলেছে, চলবে।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯

সুমন কর বলেছেন: চমৎকার কাজ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

এনামুল রেজা বলেছেন: চমৎকার উদ্যোগটির জন্য আপনাদের প্রতি ভালবাসা ও একাত্মতা রইলো। হঠাৎ এমন খবরগুলো মন ভাল করে দেয়।

শুভকামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

অনন্ত৪২ বলেছেন: এই মহৎ উদ্যোগকে স্বাগত জানায়, শ্রদ্ধা জানায় উদ্দোক্তাদের প্রতি। বাংলা ছড়িয়ে যাক, শুদ্ধতার মধ্য দিয়ে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

আহমেদ জী এস বলেছেন: খলিলুর রহমান ফয়সাল ,





দেশীয় একটি গানের কথা মনে পড়লো --
" ভুল যদি হয় এমন মধুর / হোক না ভুল...."
ভুল ভাঙাতে গিয়ে যে এরকম একদল ঝকঝকে নবীনের দেখা মিললো তাই মনে হলো ---হোক না ভুল ..
এই ভুল না হলে এই পরম প্রাপ্তিটি কি করে হতো ?
তারুন্যের এই শুদ্ধতা কোথায় দেখতে পেতুম ?

নয়াবাজার থেকে "নয়া যাত্রা"র এই মিছিলে দেশকে ভালোবাসার যে সূর্য্যচ্ছটা সকাল নয়টার আলোর মতো ছড়িয়ে গলো দিগবিদিগ, তাকে বরন করে নিক সবাই ।

ভালো লাগছে এটা দেখে ও শুনে যে , নবীনরা জাগছে । এই ডামাডোলের ভেতরেও , আগুনের লেলিহান মৃত্যু শিখার ভেতর থেকে এক ফিনিক্স পাখির জন্ম হচ্ছে যেন।

এই কাকতাড়ুয়াদের সুন্দরতার পথযাত্রা তাড়িয়ে দিক আমাদের সব ভ্রান্তি। শুদ্ধ করে তুলুক সব ভুল ভেঙে দিয়ে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এতো সুন্দর কমেন্ট !! উৎসাহ পেলাম, ধন্যবাদ।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

ফাহিমুল ইসলাম বলেছেন: দূর্দান্ত একটি উদ্যোগ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

মুদ্রা সংগ্রাহক বলেছেন: চমৎকার একটি উদ্যোগ। এত এত নেগেটিভ খবরের মাঝে এই ধরণের পজিটিভ খবরগুলো দেখলে মন ভাল হয়ে যায়।

ব্লগে যে পরিমাণ বানান ভুল প্রতিদিন চোখে পড়ে সেটা ঠিক করার কোন একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আমরা প্রত্যেকে অন্তত পোস্ট করার আগে একবার অভ্র স্পেল চেকার দিয়ে চেক করে দেখতে পারি কোন বানান ভুল আছে কিনা।

পোস্ট করার সময় অটো স্পেল চেক রাখা যায় কিনা এ নিয়ে সামু ও চিন্তা ভাবনা করতে পারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: পোস্ট করার সময় অটো স্পেল চেক রাখা যায় কিনা এ নিয়ে সামু ও চিন্তা ভাবনা করতে পারে

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: মিষ্টি একটি কাজ করতেছেন আপনারা..... নাইস, ভাল, গুড, সালাম, অসাম, চমৎকার, সুন্দর কোন বিশেষণে বিশেষিত করবো বুঝতেছি না :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আপনাকেও মিষ্টি ধন্যবাদ ।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬

নিশাত শাহরিয়ার বলেছেন: ফাটাফাটি কাজ! :)


ফয়সাল, ফিলিং প্রাউড অফ ইউ! :D

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ দোস্ত

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ভালো কাজ। শুভকামনা রইলো কাকতাড়ুয়ার জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

ভূতের কেচ্ছা বলেছেন: বানান ভুল দেখলেই আমার ও ইচ্ছে করে ঠিক করে দেই|

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ইচ্ছে পূরণ করে ফেলুন

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





একটি মহৎকাজের নেতৃত্ব দিচ্ছেন আপনি।
শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

মাটিরময়না বলেছেন: যদিও বাংলিশে টাইপ করতে দিয়া অনেক বানান অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে যায় তবুও বানান ভুল দেখলে কেমন জানি গা কিরমির কিরমির করে।

ভালো একটা উদ্যোগ। সবাই মিলে এমন করে হয়তো আরো অনেক কিছুই করা যায়, যার কারণে সামাজিক উন্নয়নটা অনেক সহজ হয়ে যাবে।

জড়িত সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ অপুর্ব চমৎকার একটা কাজ করছেন কাকতাড়ুয়া দল আর তাদের নেতা লেখক খলিলুর রহমান ফয়সাল। আপনাদের আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। এরকম দুর্দান্ত উদ্যোগ বহুকাল দেখিনি।

আপনাদের সাফল্য কামনা করছি অন্তর থেকে।
ভাল থাকুন সবাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

ক্ষতিগ্রস্থ বলেছেন: 'বাঙ্গালী' সংশোধন করে 'বাঙালি' করে দিন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: দিলাম। ধন্যবাদ।

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার একটা কাজ করছেন আপনারা। তবে, কাজটি অধিক কার্যকর করার জন্য যা করা দরকার বলে মনে করি তা হলো- যেখান থেকে পোস্টার লেখা হচ্ছে, বা ছাপা হচ্ছে, বা যাঁরা পোস্টার লেখেন, তাঁদেরকে আগে বানান সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। তাহলে শুদ্ধি অভিযানে এতো শ্রম দিতে হবে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সেখানে গিয়েও সতর্ক করে এসেছি।

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ জানাতেই হবে।
ভাল কাজে ভালবাসা আছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

২৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

চটপট ক বলেছেন: দারুণ, এগিয়ে চলুক বানানশুদ্ধি। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

রাজজাকুর বলেছেন: অসাধারণ। সারাদেশে এই কার্যক্রম চালানো প্রয়োজন। শুভকামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: কাকতাড়ুয়া দলকে স্যালুট। এই দলের নেতৃত্বে আছেন জেনে অনেক ভালো লাগলো। অভিনন্দন আপনাকে।
এই মহৎ উদ্যোগ সব জায়গায় ছড়িয়ে দিতে পারলে নিশ্চয়ই ভালো একটা সচেতনতা সৃষ্টি হবে। তখন বানান আরও অনেক শুদ্ধ হয়ে উঠবে। আশা করবো জেলাভিত্তিক ব্লগাররা ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। অনেক ভালো লাগা, আশা জাগানিয়া একটা পোস্ট। ভাষার মাসে এই ধরণের পোস্ট আমাদেরকে আশান্বিত করে বাংলা ভাষার পরিশুদ্ধতার জন্য। অনেক শুভ কামনা রইলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আশা করি জেলাভিত্তিক ব্লগাররা ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন।

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

স্বদেশ হাসনাইন বলেছেন: অনলাইনে লিখতে গিয়ে হাতের লেখা ভুলে গেছি। দ্রুত প্রযুক্তির জগতে ঢুকে বাংলার অবস্থা শোচনীয়। মন্তব্য লিখতেই হাত কাঁপছে। মনে হচ্ছে এই বানানের সচেতনতার প্রশংসা করতে গিয়ে কয়টা বানান ভুল করে ফেলি। রাতারাতি বদলে ফেলা যাবে না। কিন্তু বাংলাকে সঠিক বানানে লেখার অভ্যেসটা তৈরি হোক। সব সময়ই ভুল বানানকে নিয়ে কৌতুক করেছি। কিন্তু ইচ্ছে ও সচেতনতার বৃদ্ধিতে এরকম ভাল কিছু আগে দেখি নি। কাকতাড়ুয়ার উদ্যোগকে স্বাগত জানাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: রাতারাতি বদলে ফেলা যাবে না। কিন্তু বাংলাকে সঠিক বানানে লেখার অভ্যেসটা তৈরি হোক।

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

গার্ডেড ট্যাবলেট বলেছেন: চমৎকার এবং প্রায়োগিক দিক থেকে সফল উদ্যোগ। আপনাদের এই অভিযাত্রায় সরকারি/বেসরকারি পৃষ্ঠপোষক এবং সমাজের সকল শ্রেনি-পেশার মানুষ সংযুক্ত হয়ে একে স্বার্থক করে তুলুক এই প্রত্যাশায়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: পৃষ্ঠপোষকের বড়ই অভাব, সবাই শুধু ধমক দেয়। ;)

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

আরজু পনি বলেছেন:

অসাধারণ শুদ্ধি অভিযান !

চলুক সারাদেশে...

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: চলুক সারাদেশে..

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

মহান অতন্দ্র বলেছেন: ভীষণ ভাল লেগেছে। মনে হচ্ছে আমিও নেমে পড়ি। ছবি গুলও বেশ। বিশেষ করে শহীদ মিনার বানানোটা ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭

জাফরুল মবীন বলেছেন: নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য কাজ।

কাকতাড়ুয়ার সকল সদস্যকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা :)

অনুরোধঃ “শহরতলির বালুচর (নয়াবাজার) থেকে রংতুলি নিয়ে হাটতে শুরু করে অভিযাত্রী দলটি।”- বোল্ড করা শব্দটির সঠিক বানান হবে ‘হাঁটতে’।

হেটে হেটে ক্লান্ত শ্রান্ত হয়ে শহীদ বেদিতে বসে আছে কাকতাড়ুয়ারা” -সঠিক বানানটি হবে ‘হেঁটে হেঁটে’।

শব্দগুলোর বানান শুদ্ধভাবে লেখার অনুরোধ রইলো।ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ঠিক করে দিলাম। ধন্যবাদ।

৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অসাধারণ একটা কাজ। খুব ভালো লাগলো। ভবিষ্যতে কি কখনও কি ঢাকায় হবে? তাহলে অংশ নিতে চাই । যদিও বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফেলেছি , তাই জানি না অংশগ্রহনের যোগ্য হিসেবে বিবেচিত হব কিনা।

ফেবুতে শেয়ার দিচ্ছি। এই ধরণের খবর ভাগাভাগিতেও বিপুল আনন্দ।অনেক শুভেচ্ছা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ঢাকায় শুরু করে দিন।

৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
তার ছেঁড়া খুব মেজাজ খারাপ হচ্ছে সামুর এই মোবাইল ভার্সনের অবস্থা দেখে . লগিন করতে পারতেছিনা । তাই কমেন্টও করতে পারলাম না । আমার হয়ে এইটা লিখে দিয়েন

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যারা এই কাজে যুক্ত আছেন, তাদের সবারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
দেশের বিভিন্ন স্থানে আমাদের অনেক ব্লগার আছেন, অনেক তরুণ প্রাণ আছেন আশা করি তারাও নিজ নিজ জেলায় এই ধরনের একটি কর্মসূচী গ্রহণ করবেন।

তার ছেঁড়া ভ্রাতার পক্ষ থেকে অনুরোধক্রমে লিখে দিলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ তার ছেঁড়া, ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা, ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৪

সন্তান দিবস (১৫ই নভেম্বর) বলেছেন: চমৎকার উদ্যোগ। সমর্থন রইল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

সরদার হারুন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার উদ্যোগ।

বানান শুদ্ধিকাজে জড়িত সকলকে শুভেচ্ছা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

এই আমি রবীন বলেছেন: খুবই ভাল কাজ। অভিনন্দন ও শুভকামনা সবার জন্যই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৬

ভিটামিন সি বলেছেন: আইচ্ছা, আমি যে ফান করবার গিয়া ইচ্ছা কইরা বানানে ভুল করি, এইডা কি করুন যাইবো না যাইতো না??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ফান করতে করতে একদিন সিরিয়াসলি শুদ্ধ বাংলা বানান ভুলে যেতে পারেন।

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

কম্পমান বলেছেন: অনেক ভাল উদ্যোগ নিয়েছেন।। চালিয়ে যান পাশে আছি সবসময়।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

রেনেসা বলেছেন: ভাই আমার সাইনবোর্েডে রেনেসা চন্দ্রবিন্দু ছাড়া লেখা আছে। দয়া করে কেউ ওটাকে রেনেসাঁ লিখে যাবেন না।

আমরা renesa থেকে রেনেসা লিখি।


আপনাদের স্যালুট। সবাই ভুল ধরে কিন্তু আপনারা ব্যতিক্রম সংশোধনের উদ্যোগ নিয়েছেন।

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

কালের সময় বলেছেন: দারুন কাজ ।
এখন থেকে আমার বানানে যে ভুল হয় সব থিক করে নিতে হবে । ধন্যবাদ কাকতাড়ুয়াদের এরকম একটি ভালো উদ্ধ্যেগ নেওয়ার জন্য ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: কয়েকটি বানান ভুল আছে, দয়া করে ঠিক করে নিন।

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

কলমের কালি শেষ বলেছেন: স্যালুট বস ! নিঃসন্দেহে অসাধারণ এবং প্রশংসনীয় উদ্যোগ । চারদিকে ছড়িয়ে পড়ুক বানান শুদ্ধি অভিযান ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: চারদিকে ছড়িয়ে পড়ুক বানান শুদ্ধি অভিযান ।

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

ভািটর সুর বলেছেন: অসাধারন কাজটি শুরু করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই, নিজেও যোগ দেয়ার ইচ্ছে রাখি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সিলেট থাকলে আমাদের সাথে থাকতে পারবেন। তা না হলে আপনি আপনার বন্ধুদের নিয়ে নিজ এলাকায় আজি শুরু করতে পারেন।

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

মাইনুল পাভেল বলেছেন: খুব ভালো এবং দূর্দান্ত একটি উদ্যোগ। ৪র্থ লাইন এ "অসেচেতনতার" বানান টা অসাবধানতা বশত হয়ত ভুল রয়ে গেছে । দৃষ্টি আকর্ষণ করছি ।

আপনাদের সবার প্রতি রইল শুভকামনা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ঠিক হয়ে গেছে। ধন্যবাদ।

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬

সপ্নাতুর আহসান বলেছেন: ভাল কাজ। পোস্টার, ব্যানার, সাইনবোর্ড ভুল ছাড়া তো চোখেই পড়ে না বলতে গেলে।

৫১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

লর্ড আরশাদ বলেছেন: উদ্যোগটা ইউনিক। ভালো লেগেছে। :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

কাবিল বলেছেন: অভিনন্দন কাকতাড়ুয়া।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

আবু শাকিল বলেছেন: চমৎকার উদ্যেগ।
যারা বাংলা বানানের শুদ্ধি অভিযানে সংপৃক্ত আছেন, সবাইকে কৃতজ্ঞতা এবং ভালবাসা জানাই।

৫৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭

ধূসরছায়া বলেছেন: চমৎকার উদ্যোগ, সকল ক্ষেত্রে সবাই মিলে এমন উদ্যোগ নিতে থাকলে অনেক কিছুই বদলে দেয়া সম্ভব। শুভকামনা রইলো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সকল ক্ষেত্রে সবাই মিলে এমন উদ্যোগ নিতে থাকলে অনেক কিছুই বদলে দেয়া সম্ভব।

৫৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

উদ্যোগী ও উদ্যমী এই মানুষগুলোর জন্য শ্রদ্ধা।


আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টি ব্লগে সবার নজরে আনার জন্য।

অনেক শুভকামনা সবার জন্য।
এভাবেই এগিয়ে যাক প্রজন্ম। এগিয়ে যাক বাংলাদেশ।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ।

৫৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

আবু মোশাররফ রাসেল বলেছেন: আমি এ বিষয়টি নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা সুপ্রভাত বাংলাদেশ এ (http://www.suprobhat.com http://www.esuprobhat.com) একুশে ফেব্রুয়ারির দিনে একটি নিউজ করে দিতে চাইছি...দেওয়া যাবে কি-না জানাবেন প্লীজ। আর একটি প্রশ্নের উত্তর দেবেন...কাকতাড়ুয়া কোন ধরনের সংগঠন..এর সদস্যরা কী প্রায় সামুর সদস্য?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: https://www.facebook.com/Gaanwala

৫৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ কাজ়। সবার জন্য শুভকামনা ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ দাদা

৫৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৬

বাড্ডা ঢাকা বলেছেন: দারুন ভালো ও চমৎকার উদ্যেগ।।

৫৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

নাইট রাইটার বলেছেন: অনেক ভালো এবং সুন্দর উদ্যোগ|

৬০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: স্যালুট জানাই এই অসাধারণ কাজের জন্য । আমার মন চাই আপন এই মহত কাজরে সাথে মিশে যাই ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আপনার মন চাইলে আমাদের কাজের মতো আপনার এলাকায়ও শুরু করতে পারেন

৬১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

রায়হান চৌঃ বলেছেন: ভাই সবার জন্য শুভকামন....অনেক ভালো... তবে হিন্দি শেখানোর উদ্যোগ হলে মনে হয় সরকারি সহযোগিতা পাইতেন, বয়ষ্করা জদি ও ভুলভাল হিন্দি বলেন কিন্তু বাচ্ছারা অনেক সুন্দর হিন্দি বলে....

আমার কথা গুলো হয়তো অনেক খারাপ লাগবে, তার পরও একবার ভেবে দেখেন আপনেরা কি পরিশ্রম টা ই না করছেন কিন্তু বাংলা ভাষার আর উন্নতি হবে বলে মনে হচ্ছে না

৬২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭

জানা বলেছেন:
এই পোস্টটার আমরা ফেইসবুকে প্রোমশন চালাচ্ছি। হোকনা একটু খরচ, একম অসাধারণ উদ্যোগটির প্রসার ও প্রচার খুব দরকার। আমরা মনে প্রাণে চাই উদ্যোগটি বাংলাভাষাভাষিদের মধ্যে আলোড়িত হোক। আমাদের মাতৃভাষার চর্চা সর্বত্র বিশুদ্ধ হোক।

দারুণ সাড়া পাওয়া যাচ্ছে দেখুন সবাই এবং যারযার একাউন্ট থেকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেবার আনন্দটিও উপভোগ করুন।

https://www.facebook.com/somewhereinblog

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ধন্যবাদ জানাপু

৬৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

ভূবন ডাঙ্গার হাসি বলেছেন: আইডিয়াটা খুব ভােলা লাগল। এগিয়ে যান............

৬৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

শহিদুল বলেছেন: খুবই চমৎকার উদ্যোগ
সকল কাকতাড়ুয়াদের জন্য আমার লাল সালাম সবুজ ভালোবাসা
এবং শুভকামনা।

৬৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ উদ্যোগ। ভাষার জন্য ভালোবাসা একেই বলে। বানানের ব্যাপারে আমিও খুব সিরিয়াস। তবু কিছু ভুল এড়াতে পারি না।

আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।

৬৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৬

মনু বলেছেন: পুলিশ এবং কাকতাড়ুয়া একযোগে শুদ্ধি অভিযান চালাইতাছে। কাকতাড়ুয়া নামের মাঝেই বহুপ্রাণবিরোধী ব্যাপার আছে একটা, কাক তাড়াইয়া দেবেন এনারা, অন্যরে 'সিক' বইলা ঘোষণা দিয়া উচ্ছেদ করবেন, আর নিজের রুচিরেই একমাত্র কইরা তুলবেন...এ তো হইতে দেওয়া যায় না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হা হা হা !! খুব মজা পেলাম

৬৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ এই উদ্যোগকে সাধুবাদ জানাই--- অন্তর থেকে ধন্যবাদ
শুভকামনা

৬৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগার হিসেবে আপনার এবং আপনার বন্ধুদের এই উদ্যোগটিকে আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে শেয়ার করেছিলাম। এখন পর্যন্ত সেখানে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি।

৬৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

ইখতামিন বলেছেন:
অসাধারণ এই উদ্যোগ শতভাগ সফল হোক, এই কামনা করি

৭০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অসাধারণ কাজ । চমৎকার উদ্যোগ ।

৭১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১

রেজওয়ান করিম বলেছেন: carry on

৭২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

বংশী নদীর পাড়ে বলেছেন: ভুল বানান শুদ্ধ করার এই অভিযানকে স্বাগত জানাই।

৭৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
শুভকামনা, কৃতজ্ঞতা ৷

৭৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

আমার নিজেরও বেশ বানান ভুল হয়, তারপরও চেষ্টা করি শুদ্ধ করতে...

বলতে ভুলে গিয়েছিলাম...বেশ কিছু ভুল বানানের ছবি তুলে আমি ব্লগে একটা পোস্ট প্রকাশ করেছিলাম ♣মাতৃভাষা সংকট : বানান সতর্কতা♣

দেখতে পারেন ।

আবারও শুভকামনা রইল এমন দারুণ উদ্যোগটির ।।

৭৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

মি. ফেসবুকিস্ট বলেছেন: চালিয়ে যান।চিটাগং আসলে সাথে থাকার চেষ্টা করবো :)

৭৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ উদ্যোগ|আমি এই পেজটা ফেবুতেও সেয়ার করেছিলাম,তারাও একাজের প্রশংসা করেছে|অনেক কিছু শিখলামও

৭৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫

বৃতি বলেছেন: চমৎকার এবং প্রশংসনীয় উদ্যোগ।

৭৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

তুষার কাব্য বলেছেন: অভিনন্দন কাকতাড়ুয়া।আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।

৭৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪

মৃদুল শ্রাবন বলেছেন:


চমৎকার এই উদ্যোগটা সারা দেশে ছড়িয়ে পড়া দরকার। আমাদের মাঝ থেকেই দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় এগিয়ে এসে সংগঠিত হয়ে বেরিয়ে রাস্তায় বেরিয়ে পড়লে বানান শুদ্ধিকরণ এই আন্দোলন টা সফল হবে।

ভাষার মাসে ব্যতিক্রমী এই আন্দোলন সফল হোক।


মাইনুল ভাইয়ের চমৎকার এই পোষ্টটিও বানান আন্দোলনের সঙ্গী হতে পারে।
একুশের চেতনায় লেখা: ‘আমার বানামে ভূল হয় না!’

৮০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

দ্য েস্লভ বলেছেন: দুনিয়ার আর কোনো ভাষার লোক বোধহয় লিখতে গিয়ে এতটা বানান ভুল করেনা,যতটা আমরা করি। ধনবাদ। ভুল বানান দেখলে অস্বস্তি লাগে,যদিও আমি নিজেই শুদ্ধ বানান সকল শব্দে এখনও পারিনা। এ বিষয়ে কোনো ভাল সফটওয়ার তৈরী হলে ভাল হত। হয়ে থাকলে তার খোঁজ পেলে কিনতাম অথবা ডাউনলোড করতাম।

৮১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার একটি উদ্যোগ।
অনেক কিছু শিখলাম।
আপনাদের সবার প্রতি রইল
অনেক অনেক শুভকামনা।

৮২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

নুর ইসলাম রফিক বলেছেন: আমি তো মিস করলাম আপনাদের ফয়সাল ভাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: কোন সমস্যা নাই। পরবর্তী অভিযানে থাকুন

৮৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন উদ্যোগ.....সারাদেশে এরকম একটা ক্যাম্পেইন করতে পারলে অনেক ভালো হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: সারাদেশে এরকম একটা ক্যাম্পেইন করতে পারলে অনেক ভালো হবে।

৮৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

বেকার সব ০০৭ বলেছেন: অসাধারণ কাজ । চমৎকার উদ্যোগ । আপনাদের সবার প্রতি রইল
অনেক অনেক শুভকামনা।

৮৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

মৌসুমী তুসার বলেছেন: এই রকম একটা ভালো উদ্যোগ আমি বহুদিন পরে দেখলাম। এদলের সব সদস্যকে স্যালুট। ইচ্ছে করে তোমাদের সাথে মিলিত হই। হয়না অনেক কিছু..............। কতটা সংকীর্ণ-ইনা আমাদের জীবন!!!

৮৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

রণজিত্‍ কুমার মহন্ত বলেছেন: আমার বাংলা বানানের ভুল দেখলে খুবই খারাপ লাগে। যে ভুল করে তাকে শুদ্ধ বানানটা লিখতে বলি। একবার শুদ্ধ বানান লিখতে বলায় এক ধামড়া আমার সাথে এমন আচরণ করেছিল যে খুব খারাপ লেগেছিল। জানি আমিও পুরোপুরি শুদ্ধ বানান হয়তো লিখতে পারিনা, তারপরেও কমন বানানগুলো ভুল দেখলে খারাপ লাগে।

কাকতাড়ুয়ার উদ্যোগ আমার খুবই ভালো লাগলো। এটা যদি বিস্তৃত হয় তাহলে অনেক ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.