নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

যখন ছিলাম অপ্রেম যুবক

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৫৯



২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি, আমরা যারা প্রেম করিনা, রাতে হঠাৎ মাথায় গ্যারা উঠলো। ভালবাসা দিবসের আগের দিন ১৩ তারিখ রাতে ১৩জন মিলে সিদ্ধান্ত নিলাম একটা সংগঠন খুলবো যার নাম হবে-অপ্রেম যুবক।

স্রেফ মজা করার জন্যই গড়েছিলাম এই প্রেমকাঙাল সংগঠন। শুরুতেই দেয়ালিকা প্রকাশ করে নিজেদের উদ্দেশ্য জানিয়ে দিলাম কারা কারা 'অপ্রেম যুবক'। প্রথম লাইনেই বড় হরফে লেখা 'উই আর আনলাকি থার্টিন! বিকজ উই আর সিঙ্গুলার ইন লাভ কেস, নাউ ওয়ান্ট টু বি প্লুরাল। ডু ইউ এগ্রি?' মজা করে ছবি এবং কার্টুন করে বন্ধুদের চেহারা এঁকেছিলেন হাসান শাহরিয়ার। পাশে আবার উল্টো করে লিখেছেন মোবাইল নম্বরও। উদ্ভট এ কাণ্ডেই সাড়া পড়ে যায় ক্যাম্পাসে। সিনিয়র-জুনিয়র সবাই জানতে চান ঘটনাটা আসলে কী! অনেকেই সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করে।

সেই ১৩ জন এখনো কি সিঙ্গেল আছে? যারা প্রেমের ফাঁদে পা দিয়েছে তারাইবা কেমন সুখে আছে?

যারা ছিলেন আনলাকি থার্টিন

* গোলাম কিবরিয়া
* রাসেন্দ্র তালুকদার
* আপ্তার হোসেন
* জেবু মিয়া
* কিশোর রায়
* আসাদুল্লাহ হোসেন সা'দ
* রাকিবুল হাসান
* ধ্রুবজ্যোতি চৌধুরী
* কামরুল হাসান
* অশোক বিশ্বাস
* রানা রায়
* দীপন দাস
এবং আমি
* খলিলুর রহমান ফয়সাল



তখনকার কয়েকজনের বক্তব্য জেনে নিই চলুন..


আপ্তার হোসেন বলেছিলেন-'আমরা যাঁরা একা একা থাকি, তাঁদের একসঙ্গে থাকার জন্যই এ চেষ্টা।' আরেক সদস্য রাশেন্দ্র তালুকদার তুলে ধরেন নিজেদের গভীর গোপন ব্যথার কথা_'প্রেমে ভীষণ জ্বালা। আমরা মনে করি, সেখানে স্বাধীনতা বলতে কিছু নেই। টাকা-পয়সা তো থাকেই না, এমনকি মানসম্মানও নষ্ট হয়ে যায়।' তবে সা'দ জানালেন, 'একা থাকাটা তাঁরা বেশ উপভোগ করা শুরু করেছেন। কারণ যিনি প্রেম করেন না, তাঁর সময় ও মানিব্যাগ দুই-ই ভালো থাকে।' অন্যদিকে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের তরিকুল ইসলাম সুজা জানালেন প্রেমের ব্যাপারে তাঁদের ধারণার কথা_'প্রেম হলো সিগারেটের মতো। একবার খাওয়া শুরু করলে বারবার খেতে মন চায়।' ক্যাম্পাস ঘুরে দেখা গেল, মেয়েরাও সাধুবাদ জানাচ্ছেন এই ছেলেদের। সাবিহা সুলতানা মেরিন তো শেষ পর্যন্ত প্রেমের অর্থ উপলব্ধির জন্য অভিনন্দিত করেই বসলেন এ ছেলেদের। মৌমিতা ব্যানার্জি বলেছিলেন নিজের অনুভূতির কথা_'শিরি-ফরহাদের যুগ শেষ। এখন আর আগের মতো প্রেমিকদের ওপর ভরসা করা যাচ্ছে না। মন থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি, এ ক্লাব গড়ার জন্য।'

সিলেটের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছিল 'অপ্রেম যুবক'র কার্যক্রম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও তাঁদের ক্যাম্পাসে সংগঠনটির কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। এ বিষয়ে নিজেদের আগ্রহের কথা খানিকটা দার্শনিক ঢঙে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির স্থাপত্য অনুষদের ছাত্র শিবু বিশ্বাস_'ভুয়া প্রেমিক হওয়ার চেয়ে প্রেম ছাড়াই বেঁচে থাকাটা অনেক ভালো।' পদার্থবিদ্যার আলমগীর, উত্তমের মুখেও একই কথার প্রতিধ্বনি। তবে ভিন্নমত জানালেন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অন্তরা চৌধুরী_'ঘোষণা দিয়ে যেমন প্রেমিক হওয়া যায় না, তেমনি প্রেম ছাড়া থাকার মধ্যেও গর্ব করার কিছু নেই।'

অপ্রেম যুবকের সদস্য তখন ছিল প্রায় ১০০। সদস্যদের মধ্যে যোগাযোগ এবং সংগঠনের কার্যক্রম বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছিল ফেইসবুক এবং টুইটার। বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ নানা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাঁদের বিশ্ববিদ্যালয়ে এটির শাখা খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।

আমাদের পরিকল্পনা ছিল _'তথাকথিত প্রেমের বিরুদ্ধে প্রচারণা চালানো এবং সত্যিকারের প্রেমের সম্পর্ক জোড়া লাগানো, ইভ টিজিং বন্ধ করা। ইচ্ছে ছিল লিফলেট, দেয়ালিকা ও ত্রৈমাসিক সাময়িকী প্রকাশেরও।' সংগঠনটির লক্ষ্য ছিল প্রেমের ক্ষেত্রে হতাশদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি। অনেক অপ্রেম যুবক প্রেমে এখন হাবুডুবু। বাকীরা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে।

আমাদের অপ্রেম যুবক নিয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক কালের কন্ঠ একটি ছবি সহ একটি ফিচারও ছাপিয়ে ছিল। পুরানো দিনগুলি আসলেই মধুর ছিল। নতুন অপ্রেম যুবকরা কেমন আছে? তাদের কথা শুনতে চাই

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৩১

বাড্ডা ঢাকা বলেছেন: হুম ভালো লাগলো ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৪

একনীল বনসাই বলেছেন: আমি ও অপ্রেম যুবক

৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(

৪| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৭

সুমন কর বলেছেন: মজার শেয়ার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.