নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

তবে........................ ?

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৮

এই দেশে আসলে কনও মানুষ বাস করে না, আছে কিছু শ্রমিক... কিছু ব্যবসায়ী...... কিছু বেকার...... আছে চাকুরীজীবী...... আছে বুদ্ধিজীবী...... আরও আছে শিক্ষক আর রাজনীতিবিদ। আছে জামাতি...... ছিল জাতীয়তাবাদী......... আছে হেফাজতি আর আছে জয় বাঙ্গালী। আছে ছাত্র...... আছে টেন্ডার-বাজ, সাথে নিয়ে সন্ত্রাসী।



নাই শুধু মানুষ.....................







যদি কারও মনে প্রশ্ন থাকে, যদি কেও মনে করে এটা পাগলের প্রলাপ, তা হলে আমার প্রশ্ন এরা কারা? কে দিলো এদের হাতে অস্ত্র নেবার অধিকার? কে দিলো এদেরকে আইন হাতে নেবার শক্তি ও ক্ষমতা? কেন কেউ নাই প্রশ্ন করার? কেন কেউ নাই চ্যালেঞ্জ করার?



যদি মানুষ থাকতই তবে তো শ্রমিক, ব্যবসায়ী, বেকার,চাকুরীজীবী,বুদ্ধিজীবী, শিক্ষক,রাজনীতিবিদ,জামাতি,জাতীয়তাবাদী,হেফাজতি আর জয় বাঙ্গালী থাকতো না! থাকতো কি ?



যদি মানুষ থাকতোই তবে, শাপলা চত্বরে জোড় হওয়া নিকৃষ্ট প্রাণীগুলো যখন কলেমা পরছে আর আল্লাহ আল্লাহ বলে জিকির করছে তখন জমায়েতের একদম লেজের দিকে বায়তুল মকারমের বই এর দোকান ও সোনার দোকানে আগুন দেবার কেউ থাকতো কি?



যদি মানুষই থাকতো তবে, রাস্তার লাইট গুলো জালীয়ে রাখবার মানুষ তো থাকতো।



যদি মানুষ থাকতোই তবে, ১০ জন খুন আর ১০০০ জন তো একই দৃষ্টিতে দেখত!



যদি মানুষ থাকতোই তবে, গাছের মায়ায় না কেঁদে মানুষের রক্তের মায়ায় কাতর হবার কেউতো থাকতো?



রাতের অন্ধকারে চারিদিক থেকে ঘিরে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো কে যারা সঠিক বলে বিবেকের সলতেয় প্রদীপ জ্বালিয়ে নিজেকে আলোকিত করছে, তারা যদি মানুষ হয়, তবে ছবিতে দিনের আলোয় সবার সামনে যারা নিকৃষ্ট হেফাজতিদের গুলি করছে আর মারছে তারা কারা ? নিশ্চয়ই মানুষ না ?



তবে........................ ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যদি মানুষই থাকতো তবে, রাস্তার লাইট গুলো জালীয়ে রাখবার মানুষ তো থাকতো।

যদি মানুষ থাকতোই তবে, ১০ জন খুন আর ১০০০ জন তো একই দৃষ্টিতে দেখত!

যদি মানুষ থাকতোই তবে, গাছের মায়ায় না কেঁদে মানুষের রক্তের মায়ায় কাতর হবার কেউতো থাকতো?

রাতের অন্ধকারে চারিদিক থেকে ঘিরে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো কে যারা সঠিক বলে বিবেকের সলতেয় প্রদীপ জ্বালিয়ে নিজেকে আলোকিত করছে, তারা যদি মানুষ হয়, তবে ছবিতে দিনের আলোয় সবার সামনে যারা নিকৃষ্ট হেফাজতিদের গুলি করছে আর মারছে তারা কারা ? নিশ্চয়ই মানুষ না ?

তারা জানোয়ার

তারা বাকশালী হায়েনা

তারা পাকি হানাদারের জারজ!!!

তারা ঘৃনারও অযোগ্য।

২| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সজল৯৫ বলেছেন: এই কি সেই বিজিবি, পুলিশ যারা কদিন আগেও এক একজন আহত শ্রমিককে রানা প্লাজার ধংস স্তুপ থেকে বাচাঁতে প্রানপন চেষ্টা করেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.