নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

মিথ্যায় আবৃত জাতী......... দুর্দমনীয় আবেগ........ বিষাক্রান্ত বিবেক......

০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৩

স্থির চিত্র মিথ্যা ! চলমান চিত্রও কি মিথ্যা ?! যার যেমন বিবেক এবং জ্ঞানের গভীরতা, তার তেমনই হবে বিচার এবং সিদ্ধান্ত। আর কনও কথা নয়, শুধুই শুনা আর দেখা......... বিচার নিজ নিজ .........সিদ্ধান্ত নিজ নিজ...... দেশ গড়ার দায়িত্ব সবার......... শুধু ভুলে যাবেন না, প্রত্যেক জাতী তার যোগ্যতা অনুযায়ী শাসক পায়।[/sb







ছবি ১- হেফাজতে ইসলামের অবস্থান আর আগুন লাগার অবস্থান



ছবি ২- এখানে কে হেফাজতে ইসলামের আর কে......কে?





ছবি ৩- আমরা কি এদের কে চিনি?





ছবি ৪- দেখেন তো লাল দাগ দেওয়া মানুষটা কে চলমান চিত্র ১ এ সত্যিই দেখা যায় কি না? যদি যায় তবে এখানে সে কোন পক্ষ?





ছবি ৫- পুলিশ কি জিন্সের প্যান্ট পরে ডিউটি করে? না কি পুলিশের ড্রেসের ভীতরে লালা জামা উঁকি মারে?





ছবি ৬- নিরাপত্তা বাহিনীর দাবী মতে ওদের গুলী না করে ভয় দেখিয়ে শাপলা চত্বর ছাড়তে বাধ্য করেছিলো! ওঁরা মাথার উপর হাত তুলে চত্বর খালি করে দেয় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে! তা হলে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং এর উল্টা দিকে পেট্রোল পাম্পে কারা এঁদের গুলী করে মারল?





ছবি ৭- পুলিশ দু’জন, কিন্তু বাকি গুলো কোন পক্ষ?





ছবি ৮- প্রেস তা হলে সবই সত্যি বলছে! আপনি কি একমত?





ছবি ৯- এখানে যারা দেশের শান্তি নিশ্চিত করছে, তারাই কি ব্লগে এসে দেশ প্রেমিক,ধর্ম প্রেমিক সরকারের হয়ে সাফাই গাইছে না?





ছবি ১০- এই রকম হেলমেট পরা লোককে কোথায় যেন আগুন দিতে দেখেছি? (চলমান চিত্র ১-)



Click This Link

চলমান চিত্র ১- হাউজ বিল্ডিং অফিসে এরা কারা ভাংচুর করছে, আগুন দিচ্ছে?



জহুর জওহর চিনে আর শুয়োর চিনে কচু.........



বিঃদ্রঃ কেউ কি আমাকে একটা প্রমান দেখাতে পারবেন, যেটা নিশ্চিত করবে মোল্লা নামের নিকৃষ্ট মানুষ গুলোই কোরআন শরীফে আর সোনার দোকানে আগুন দিয়েছে?



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৯

রাহুল বলেছেন: একটা হিসাব মেলাতে চেষ্টা করছি। ঢাকায় বিএনপি বলছে ৩০০০ জন নিহত আর সিডনীতে বিএনপি সমর্থকরা বলছেন ২৫০০ লাশ পাঁচটা ট্রাকে করে গুম করা হয়েছে। বিএনপির দলীয় পত্রিকার রিপোর্ট মোতাবেক যদি এটা ত্রিশ লাখ লোকের সমাবেশ হয় তাহলে তাদেরকে হঠাতে ৩০০০ লোক মারা যাওয়ার হিসাবটা ঠিকই আছে। হিসাবটা কঠিন হয়ে যাচ্ছে অন্য যায়গায়। বিভিন্ন হিসেবে শোনা ৫, ৮, ৯, ১০ ট্রাক। যুক্তির খাতিরে ধরে নিলাম ট্রাক ছিল আটটা। এখন আটটা ট্রাকে ৩০০০ কিংবা ২৫০০ লাশ ধরে কিনা সেই হিসাব করতে যাচ্ছি না।

হিসাবটা সময়ের। একেকটা লাশ টেনে এনে ট্রাকে উঠাতে যদি নূন্যতম দেড় মিনিট করেও লাগে তাহলে ২৫০০ লাশ ট্রাকে উঠাতে সময় লাগার কথা ৩২৫০ মিনিট বা ৬২.৩০ ঘন্টা।
যদি আটটা ট্রাকের জন্য আটটা টিম কাজ করে তাহলেও সময় লাগবে প্রায় আট ঘন্টা।

রাত তিনটা থেকে লাশ গায়েবের কাজ শুরু করলেও সকাল এগারোটা পর্যন্ত ট্রাকে লাশ ভরতে হবে। মিডিয়া এবং সাধারন মানুষ যারা অভিযানের পর এবং এগারোটার আগে শাপলা চত্বরে গিয়েছেন তারা কয়টা লাশ দেখেছেন কেউ বলবেন কি?

২| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৪২

মুিকত খান বলেছেন: চালিয়ে জান

৩| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

বাঙলি বলেছেন: বঙ্গবন্ধু এভেনিউতে আ. লীগ কার্যালয়ে হামলা করতে গিয়ে তিন হেফাজত কর্মী গণধোলাই বা লীগ ধোলাই খেয়েছেন, পুলিশের সাথে আ. লীগ কর্মীরা হেফাজতিদের আত্রমণ প্রতিহতও করেছে- এসব সব মিডিয়া প্রচার করেছে, কিন্তু আগুন লাগানোর দৃশ্য দিগন্ত টিভি কেন প্রচার করল না সে প্রশ্নটা কি খুব অবান্তর হবে?

৪| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:২০

কাঙ্গাল মুরশিদ বলেছেন: @বাঙলি:

তান্ডব করে হেফাজতিরা, গনধোলাইও খায় হেফাজতিরা, মারা যায় হেফাজতিরা, মাত্র ১০ মিনিটে শুধু শব্দের ভয়ে পালিয়েও যায় হাজার হাজার হেফাজতি - আবার এরাই ভয়ংকর সন্ত্রাসী জঙ্গী - কি অসাধারণ চিন্তা ধারা!!

৫| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় বোঝেন?????


তখন কোন প্রশ্ন করতে নেই!

শুধু দেখে যাওয়া। প্রতাবাদ করতে পারলে ভাল, প্রতিরোধ উত্তম, না পারলে শুধু দেখে যাওয়া!!!!

এখানে বিবেকে পচন ধরেছে..
এখানে মৃত্যুতে উল্লাস হয়...
সেই ২৮ অক্টোবর, কি ফটিক ছড়ি.. কি মতিঝিল!!!

বাকশালি সময়ে, বিকৃত চেতনায়, স্বার্থান্ধ যুক্তিবোধে আপনি কি খুজতে চান!!!!!!

হয়, নীরব থাকতে না পারলে.....
তাদের মতো মুগরে মুগর মেরে জিততে হবে
নইলে মরতে হবে.. মাঝামাঝি পথটা বন্ধ করেই রেখেছে!

ভাবুন কি করবেন?

৬| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
৭ নং ছবির সাথে ৮,৯,১০ ছবিগুলো কোন মিল নাই।
ভুয়া ছবির ফটোশপের সমাহার।

৮,৯,১০ ছবিগুলো ২০০৬ এর ২৮সে অক্টবরের ফটোশপ ছবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.