নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

আমার নিয়ার ডেথ অভিজ্ঞতা

২১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪

নিয়ার ডেথ অভিজ্ঞতা-৩ এর ধারাবাহিকতায়..................



নিয়ার ডেথ অভিজ্ঞতা বোলতে আমি যেটা বুঝি তা হোল প্রায় একদমই মৃত্যুর সময়কার অনুভূতি, যখন শরীর এবং আত্মা ( যেটা এমন কিছু, যা অবশ্যই শরীর থেকে সম্পূর্ণই আলাদা ও ভিন্ন) একে অপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা!



মারা যাচ্ছি বা ক্যানসার হয়েছে, সুতরাং আর তো মাত্র কটা দিন......... এই সময়কার অনুভূতিকে আমি কনও অবস্থাতেই নিয়ার ডেথ অভিজ্ঞতা বোলতে পারি না, তার কারণ এই দুটা অভিজ্ঞতাই আমার আছে, আর তা সম্পূর্ণ ভিন্ন। এটাকে আমি মনে হয় বোলতে পারি “নিয়ার ডেথ ফিলিং"......... সত্যিকারের ডেথ ফিলিংও পুরো সময়টা জুড়ে থাকে না......... খুব অল্প সময় থাকে মাত্র.........



আমার নিয়ার ডেথ অভিজ্ঞতা আমি সাধারণত কারো সাথে শেয়ার কোরতে চাইনা! কারণ এটা এমন একটা অভিজ্ঞতা যা কোনভাবেই কাওকে বুঝানো যায় না এবং চেষ্টা করলেও কেউ বুঝবে না। তারপরও লেখকের অনুসন্ধানী মন ও অনুরধে এবং কিছু পাঠকের জানার আগ্রহের কথা চিন্তা করে খুব সংক্ষেপে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি...............



সালটা ছিল ১৯৮৩, অক্টোবর ৭, বিকালে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ক্রিকেট কমেন্ত্রি(পার্থ) শুনে ঘর থেকে বের হলে আব্বা বলল সারাদিন ঘরে শুয়ে বসে কাটালি, মাঠে যা, মাঠে আজকে খুব ভালো খেলা হচ্ছে ( ফুটবল), বন্ধুদের খুঁজে নিয়ে বসলাম মাত্র হাফ টাইম! মাঠ খুব গরম তুই কেন আসলি? বন্ধুরা বলল। দুই পক্ষের তুমুল মারামারি হয়ে গিয়েছে একবার, কোনওমতে মেনেজ করে খেলা আবার শুরু হয়েছিলো! আপডেট হয়ে বাদাম চিবাতে চিবাতে খেলা শুরু......... ১০-১২ মিনিট যেতে না যেতে লেগে গেলো আবার! এমন লাগা লাগলো, যে যেদিকে পারে দৌড়.........



মাঠে তখন তুমুল চলছে! মাঠের চারিদিকে রাস্তা, মিনিট ৪-৫ পর এক কোনার রাস্তা থেকে মাঠের ভিতরের মারামারি দেখছিলাম। হটাত পিছন থেকে এক পুলিশ কমরের বেল্ট এর অংশটা ধরে আমাকে বেদম মার, বিশেষ করে তার চেষ্টা চলছিল মাথায় মারার! হাতে মোটা একটা কাঠের চোলা, স’মিল থেকে সংগ্রহ করা! আমি প্রাণ পণে হাত দিয়ে মাথার আঘাত গুলোকে ঠেকাচ্ছি আর চেষ্টা করছি তার হাত থেকে ছুটার, কিন্তু এমন বিশেষজ্ঞের মতো সে আমাকে ধরেছে যে, আমি কনও ভাবেই ছুটতে পারছি না......



তার প্রয়াস বৃথা গেলো না...... হটাত পিছন থেকে বাম কানের ঠিক উপরে একটা আঘাত...... না, কনও ব্যথা পেলাম না......... তবে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নিজেকে এতো হালকা মনে হতে লাগলো যে, আমি কোনোমতেই শরীরের ভার নিতে পারছিলাম না!? আমার সম্পূর্ণ শরীর অসম্ভব রকমের ভারী লাগছিলো! আমি প্রাণ পণে চেষ্টা করছিলাম শুয়ে পোরতে, যতোই পুলিশ ভাইকে বলছি, আমাকে ছেরে দেন, আমি শুয়ে পরবো, সে ততোই শক্ত করে ধরে আমাকে টানতে টানতে মাঠের ভীতরে নিয়ে যাচ্ছিলো......... এটাতো ছিল শারীরিক অবস্থা।



কিন্তু ঠিক সেই সময়ের আমার মানসিক অনুভূতি অবর্ণনীয়!



সম্পূর্ণ দুইটা ভিন্ন সত্তার অনুভূতি অত্যন্ত পরিষ্কার ভাবে আমাকে ভাগ করে ফেলতে চলছিলো! অবর্ণনীয় এক ভালো লাগা ও আনন্দ আমাকে তাড়িত করছিলো দেহ থেকে মুক্ত হয়ে পাখির পালকের মতো ভাসতে ভাসতে উপরে আরও উপরে চলে যেতে থাকা আমারই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিছু একটার সাথে ( ওটাই মনে হয় আত্মা) মিলিত হবার ব্যাকুল ইচ্ছায়............ কিন্তু পারছিলাম না পুলিশ ভাইয়ের কাড়নে, সে কিছুতেই আমাকে না ছেরে, মারতে মারতে( পরে শুনেছি), টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে! অথচ আমি সর্বশক্তি দিয়ে, কাকুতি মিনতি করে চেষ্টা করছি পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে উপরে চলে যেতে! সেই মিনিট খানেকের ভালো লাগা আর আনন্দ অনুভূতি ভাষায় ব্যাখ্যা করার জ্ঞান আমার নেই.........



তারপর............ আমি কোমায়............ জ্ঞান আসলো ২৪ অক্টোবর, ১৯৮৩......... মাঝখানে প্রায় ১৭ দিন জীবন থেকে হারিয়ে গেছে।

আর ক্যানসার?! সেটা আর এক ইতিহাস............... প্রায় ৮ বছর পর.........

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৮

নিয়েল হিমু বলেছেন: B:-)
শুনব । পুরোটা । পরের link টা কাইন্ডলী inbox করবেন প্লিজ
http://www.facebook.com/himuneyal

২| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৯

নিয়েল হিমু বলেছেন: আসলে ঠিক তাই আমিই বিশ্বাস করতে পারতেছি না । মনে হচ্ছে গল্প ।

৩| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

সানফ্লাওয়ার বলেছেন: আজ ও একটা অ্যাকসিডেন্ট করে বাসায় বসে আছি। ঠিক ই বলেছেন, কিছুক্ষনের জন্য অনুভূতি টা এমনি হয়ে যায়।

৪| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ইয়ািসর অাহেমদ বলেছেন: আপনার সাথে আমার একটা ঘটনা মিলে গেল।

৫| ২১ শে মে, ২০১৩ রাত ৮:০৪

ওবায়েদুল আকবর বলেছেন: আমি একবার রাস্তায় সেই সময়কার বেবি ট্যাক্সির ধাক্কায় জ্ঞান হারিয়েছিলাম। সেইম অভিজ্ঞতা। ধীরে ধীরে চারিদিকে কালো হয়ে যাওয়া তারপর শান্তির ঘূম। কিন্তু যখনি জ্ঞান ফিরল ব্যাথাগুলো ফিরে আসল।

খুব ভালো লাগল আপনার অভিজ্ঞতা পড়ে তবে দোয়া করি কারো যেন এইসব অভিজ্ঞতায় পড়তে না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.