নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

মুরগী ধরার ফাঁদ..................

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০০

মুরগী ধরার ফাঁদ..................



একবার নানার বাড়ি গিয়েছি পরীক্ষা শেষে। তো যাওয়া মাত্রই নানী আর খালাদের মাঝে হুড়াহুড়ি শুরু হয়ে গেলো কে আমাকে আগে আদর করবে! বড় নাতী/ ভাগিনা বলে কথা। এই ছবিটার সাথে কম বেশী সবাই বধ করি পরিচিত। আজ সে সবই শুধুই ধুসর সৃতি...............



গতকাল চার বিভাগীয় শহরের ভোটের ফলাফল দেখে ঐ পুরাতন সৃতিটা খুব মনে পরে গেলো...... কারণ, ঐ আদর পর্ব শেষ হতে না হতেই একটা বান করা মোরগ ধরার জন্য ফাঁদ পাতা শুরু হয়ে গেলো! আমি তখন ৮ বছরের শহরের ছেলে অবাক হয়ে দেখলাম, কি চমৎকার এবং সহজ সেই মুরগী ধরার ফাঁদ..................



আপনারা সবাই জানেন, তবুও একটু সৃতির সলতেয় আলো ফেলার তাগিদে...... একটা গোল বাঁশের কাঠি দিয়ে তইরী অর্ধ গোলাকৃতি ঝুরি উঠানের মাঝখানে এনে, সুতলি বাঁধা একটা বাঁশের কাঠির মাধ্যমে ঠেশ দিয়ে রেখে দিয়ে, সুতলির অন্য প্রান্ত ধরে একজন একটু আড়ালে, আর একজন সেই অর্ধ গোলাকৃতি ঝুরির নীচে কিছু চাল বিছিয়ে দিয়ে মোরগের পালের মনোযোগ আকর্ষণ করার জন্য মুখ দিয়ে অদ্ভুত একটা টি টি শব্দ করতেই ............ বাকীটা তো বুঝে গেছেন, কি থেকে কি হোল............



তো গতকাল হাসিনা খালাদের চার দানা ধানের বিনিময়ে বান(বীর্য হীন) করা বি এন পি মোরগ কে ঝুরির মাঝে এনেই, রশি ধরে দিলো টান! মোরগ বেটা ঐ চারটা দানাই পেলো, আর খালারা পেলো দানা সহ বান(বীর্য হীন) করা মোরগ!



এবার মোরগ যাবে কই? চার দানা ধানের লোভে যে বীর্য হীন মোরগ আক্কেল জ্ঞান হারায় ফেলে, সে সামনে ৩০০ দানার লোভ সামলাবে কি ভাবে.........



খালারা তো সুচতুর ভাবে সবাইকে এটা বুঝিয়ে দিয়েছে যে, সবাই যেমন ভেবেছিলো আ লী ১৫% ভোটও পাবে না , কিন্তু সেখানে ৪০%+ ভোট তাঁরা পেয়েছে! তার মানে কি? দেশের মানুষ এখনও আ লী কে তেমন অপছন্দ করে না যেমন সবাই ভাবছে! এটা ঠিক ভোট কিছুটা কমেছে, কিন্তু এটা কোনও ব্যাপারই না............ ধরা পরা মোরগ কে তো এবার ৩০০ দানার জন্য আসতেই হবে কেয়ারটেকার কেয়ারটেকার বাদ দিয়ে কিয়া ফিকার কিয়া ফিকার বোলে ...... এখন মাত্র ২০% গোঁজামিল দেওয়া থাকলো, তখন শুধু ২০% এদিক ওদিক করলেই কেল্লা ফতে......... হাসিনা খালা ২১০, বান(বীর্য হীন) করা মোরগ ৮০ আর বাকীটা বীচি হীন খালশাদ( খাসিলত খারাপ) এবং রগ কাটা ফাঁমাত( ফাঁপা কলস) ..................



হা হা হা............... কি চমৎকার......... কি চমৎকার......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৯

ভিটামিন সি বলেছেন: হা হা কি মচতকার মচতকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.