নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

রক্ষকই ভক্ষক

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

ঢাকার রাস্তায় যান যট নাই বল্লেই চলে! মিরপুর থেকে মিডফরড গেলাম ৪০ মিনিটে, মিরপুর রোড+ নিউ মারকেট+পলাশি হয়ে।



দোকানদাররা তাঁদের মালামাল বিক্রি করে দিচ্ছে অনেক কম দামে? অর্থাৎ কিনা টাকা ক্যাশ করে ফেলছে! আগামী দুই দিনে ঢাকা আরও অনেক ফাঁকা হয়ে যাবে, মিলিয়ে নিয়েন আমার কথাটা।



লোভীলীগ ঢাকার বাহিরের লোককে যে ঢাকায় ঢুকতে দিবে না, এটা বুঝার জন্য জ্ঞানী হবার প্রয়োজন হয় না।তার মানে এই দাঁড়াবে যে, ঢাকায় হয়তো লক্ষ লক্ষ মানুষ জড় কোরতে পারবে না বি এন পি, কিন্তু গোটা দেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ঠেকাবে কে? আর যদি বি এন পি ২৯ তারিখ রাত্রে লাগাতার অবরোধের ডাক দেয়, তাহলে ঢাকার অবস্থা কি হবে চিন্তা কোরতে পারেন কি?



আমিতো বিরোধী দলের সহিংস আন্দোলনের কনও কারন দেখি না। দু তিনটা মহাসড়ক আর কএকটা রেল পথ আটকাতে পারলেই ঢাকায় অক্সিজেনের অভাব পরে যাবে!



ভারসাম্যহীন প্রধানমন্ত্রী!

ভারসাম্যহীন অর্থমন্ত্রী !

ভারসাম্যহীন উপদেষ্টা !

জনগণ যদি এখন ভারসাম্যহীন হয়ে যায় তাহলে .........



খালেদা জিয়ার ভাষণে এমন কনও উগ্রতার কথা ছিল না যে ভাষণের কিছু পরেই এই রকম একটা নৃশংস ঘোটনা বিরোধী দল ঘটাবে। উল্টা তাঁর কথায় আপোষের কথাই অপেক্ষাকৃত বেশী ছিল। তাহলে ঐ ঘোটনার জন্য যদি বলি রক্ষকই ভক্ষক, ভুল হবে কি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সহমত।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
দুই মাস লাগাতার হরতাল-অবরোধ দিয়েও ঢাকার াল ফেলতে পারে নাই।
বিরামহীন হামলায়ও ঢাকা-চট্টগ্রাম রোড থেমে থেমে কম বেশী চালু ছিল।
আর্মি নামার পর অবরোধ সম্পুর্ন ভেস্তে গেছে

শতাধিক যাগায় দিনের পর দিন রেল লাইন উপড়িয়ে গাড়ী উল্টিয়ে কিছুই হয় নি।
রেলওয়ের অকুতভয় কর্মিরা দুতিন ঘন্টার ভেতর লাইন মেরামত করে রেল চালু করেছে।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.