নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

একটু একটু করে একাত্তরের দেনা শোধ হচ্ছে!

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৪১

পিস পিস করে বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ, আর একটু একটু করে একাত্তরের দেনা শোধ হচ্ছে! কেনো যে অন্যের সাহায্য নিয়ে স্বাধীন হতে গিয়েছিলাম?



আজ নিল দু’টো তেল ক্ষেত্র, তো কাল যাবে সোনাদিয়া দ্বীপ। আশুগঞ্জ পোর্ট ব্যবহার করেছে; মংলা চাইলে এখনই করতে পারে; চট্টগ্রাম পোর্ট নিয়ে নেবে সে ঘোষণা দিয়েই রেখেছে; নারায়নগঞ্জে নিজেরাই পোর্ট বানানোর জন্য টেন্ডার করেছে ওরা।



খাল-নদী-জমি ভরাট করে বিদ্যুত কেন্দ্রের মালামাল নিয়ে গেলো সড়ক পথে। এরপরে নিবে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা করিডোর- পারাপার করবে অস্ত্র ও সৈন্য। বহু আগেই ওদের পতাকা উড়িয়েছে তালপট্টিতে, যার জন্য জীবন দিতে হলো এক রাষ্ট্রপতিকে।



চুহাত্তরে বেরুবাড়ি নিলেও ফেরত দেয়নি দহগ্রাম-আঙ্গরপোতা। দু’বছর আগে সীমান্তে জমি বিনিময় চুক্তিতে আড়াইগুন নিয়ে গেলো। সমুদ্র জয়ে বাকওয়াজে পূবে হারিয়েছি কয়েকটি ব্লক, সামনে পশ্চিমে হারানোর পরেও হবে সমুদ্র উৎসব। বর্ডারে সমস্যা সৃষ্টিকারী বেআদপ বাহিনী ধংস করা হয়েছে। যুদ্ধ হতে পারে এমন শত্রু তালিকা থেকে নাম কাটিয়ে নিয়েছে নিজেদের!



৫৪ নদীর পানি তো সেই কবে নিয়ে মরুভূমি বানিয়েছে উত্তরাঞ্চল। এপাশে আগুণ লাগিয়ে ওপারে নির্মান হচ্ছে গার্মেন্ট। হাইটেক সবগুলো প্রতিষ্ঠানের মাথায় ওদের নাগরিক বসে আছে, যারা দেশে পাঠায় ৪ বিলিয়ন ডলার। তাদের হুকুমে এ দেশের অভ্যন্তরীণ প্রশাসন ও আইনশৃঙ্খলার গুরুভার এখন ৮% সংখ্যালঘুর উপর।



আকাশ সংস্কৃতি আর পোষাক পণ্যে বেঁধে ফেলেছে এদেশের নারী ও যুব সমাজকে। ফেন্সিডিল আর মাদক দিয়ে সয়লাব করে ফেলেছে গোটা দেশ। জাতির মাথার ভিতর যেভাবে কালাচারাল দাসত্ব তৈরী হয়েছে, ক’দিন পরে সবটা নিয়ে গেলেও উহ আহ করার বোধটুকুও হয়ত থাকবে না ।



____ এটা কি বিভ্রান্ত কোন চিন্তাবিদের ভুল সমীকরণ, নাকি দেশপ্রেমিক কোন নাগরিকের উৎকণ্ঠা ? বুঝতে না পেড়ে ছেড়ে দিলাম আপনাদের উপরে !!!



Collected from Nur Aftab Rupom

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭

সাইলেন্স বলেছেন: ইহুদিরা চালায় আম্রীকা আর ভারতের দালালেরা বাংলাদেশ।

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭

নবীউল করিম বলেছেন: কেন?

২| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৭

মুদ্‌দাকির বলেছেন: They are doing what they should but what are we doing for us ??

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৪

নবীউল করিম বলেছেন: আমরা এক হাতে কাপড় তুলে অন্য হাতে গোলাপ নিয়ে.....!!

৩| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

পথহারা নাবিক বলেছেন: যার জন্য জীবন দিতে হলো এক রাষ্ট্রপতিকে???????

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:১৭

নবীউল করিম বলেছেন: I.Q test......... ঝটপট বলে ফেলেন দেরি না করে।

৪| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২১

নষ্ট ছেলে বলেছেন: পোশাকশিল্পে ৫ হাজার কোটি টাকার অর্ডার চলে গেছে ভারতে
এই নিউজটা বাংলানিউজ২৪ থেকে ডিলিট করে দেওয়া হয়েছে।

৫| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশপ্রেমিক কোন নাগরিকের উৎকণ্ঠা - অবশ্যই।

শুধূ কি তাই চেতনার ব্যবসায়ীরা দেখি কানে তুলো চোখে কুলো বেঁধেছে- ৭১ ভারত পাকিস্তান যুদ্ধ বলার পরও@!!!!!

অথচ কি ালটা ছিড়ে এদেশী কেউ সামান্য সত্য উচ্চারন করলেও!!

আজ আর শাহবাগ জাগে না!

আজ দেশপ্রেমিকের দেশপ্রেম কর্পোরেট দাসত্বে লুকায় সুশীলতার আড়ালে!

৯৫ ভাগ মোটা দাগের বাংলাদেশী নীরবে গুমরে মরে-

চাই একজন বুলন্দ নেতা! উদাত্ত আহবান-
সব দালালেরা পালানোর পথ পাবেনা।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

নবীউল করিম বলেছেন: আসুন নেতা না খুঁজে সবাই আমরা পুঁচকি হোলেও নেতা হয়ে যাই।

আমার সব লেখাই বিবেকে চড়- থাপ্পড় মাড়ার মতো, কিন্তু প্রায় সবার বিবেক স্থূল বাণিজ্য কোরতে এতো বেস্ত যে ১৮+ লেখাতেই শুধু নঙ্গর ফেলে, না হয় বোলে “ কিছুই করার নেই”!

সত্যই কি কিছুই করার নেই? অন্তত লেখালেখি তো কোরতে পারি, শেয়ার কোরতে পারি, প্রচার কোরতে পারি। ৪৭,৫২,৭১ তো প্রচার ছাড়া হয় নাই!

৬| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

নতুন বলেছেন: বাংলাদেশি দালাল দরকার..... সত্যিকারের দেশপ্রমিক..

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

নবীউল করিম বলেছেন: দরকার বলছেন কেন? কেন এখন থেকে নির্ভেজাল দেশ প্রেমিক হলাম বলছেন না?

৭| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯

েমাহাম্মদ েমাজােম্মল হক বলেছেন: ঘটনা সত্য। িকছুই করার েনই।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩

নবীউল করিম বলেছেন: কত কাপুরষচিত আত্মসমর্পণ !

৮| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

রোদেলা দুপুর বলেছেন: দোষ আমাদের তারা তাদের দেশ প্রেম দেখাচ্ছে এখন আমরা যদি আমাদের দেশ প্রেম বিসর্জন দেই তাহলে কে কি করতে পারে???

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪

নবীউল করিম বলেছেন: দেশ প্রেম কবে দেখাব আমরা, আর কি কি হোলে আমাদের দেশ প্রেম জন্ম নিবে?

৯| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:০৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভারত চান্স পেলে কুড়ে কুড়ে খায়। এটা ভারতীয়দের মজ্জাগত। আমার এক বন্ধু যে রিসার্চের কাজ করেছে সেই কাজ দিয়ে তার এক ভারতীয় ল্যাবমেট মাস্টার্স করে ফেলেছে। এই হল ভারতীয়দের অবস্থা। আমাদের ভারত এবং ভারতীয় থেকে ষোলআনা দূরত্ব বজায় রাখতে হবে।

১০| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সাইবার অভিযত্রী বলেছেন: জয় বাংলা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.