নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

চৈত্রের প্রচন্ড দাপাদহে দেশ পুড়ছে! কথাও বৃষ্টি নেই। সবার কাছে আমার বিশেষ অনুরধ

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮

চৈত্রের প্রচন্ড দাপাদহে দেশ পুড়ছে! কথাও বৃষ্টি নেই। সবার কাছে আমার বিশেষ অনুরধ!



অনুগ্রহ করে যে সমস্ত পশু পাখী গৃহ পালিত না, সেই সব পশু পাখীর জন্য বিভিন্ন জায়গায় জায়গায় পানির ব্যাবস্থা করেন।যেমন ছাদে,বারান্দায়,আর্চে,গ্রিলে,জানালার সানশেডে।আমরা সবাই একটু সচেতন হলে আমাদের বহু পরীক্ষিত প্রাকৃতিক বন্ধুরা অনেক উপকৃত হয়।





মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

নবীউল করিম বলেছেন: ধন্যবাদ। প্লিজ এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিন। আমার লেখাটাই শেয়ার কোরতে হবে এমন না। মূল মেসেজটা পউছে দিন যে ভাবেই হউক।

২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সত্যিই দারুুন একটি বিষয় তুলে ধরেছেন । আমি আজি আমার ছাদে ব্যবস্থা নেব ।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

নবীউল করিম বলেছেন: ধন্যবাদ। প্লিজ এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিন। আমার লেখাটাই শেয়ার কোরতে হবে এমন না। মূল মেসেজটা পউছে দিন যে ভাবেই হউক।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

আমিনুর রহমান বলেছেন:




দারুণ একটা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

নবীউল করিম বলেছেন: ধন্যবাদ। প্লিজ এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিন। আমার লেখাটাই শেয়ার কোরতে হবে এমন না। মূল মেসেজটা পউছে দিন যে ভাবেই হউক।

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

চুক্কা বাঙ্গী বলেছেন: ভাল একটা বিষয় তুলে ধরেছেন ব্রাদার। আমার বারান্দায় ছোট একটা পানি রাখার বাটির ব্যাবস্থা করবো। দেখা যাক কি হয়!

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৩

নবীউল করিম বলেছেন: ধন্যবাদ। প্লিজ এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিন। আমার লেখাটাই শেয়ার কোরতে হবে এমন না। মূল মেসেজটা পউছে দিন যে ভাবেই হউক।

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

চুক্কা বাঙ্গী বলেছেন: ভাল একটা বিষয় তুলে ধরেছেন ব্রাদার। আমার বারান্দায় ছোট একটা পানি রাখার বাটির ব্যাবস্থা করবো। দেখা যাক কি হয়!

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

চুক্কা বাঙ্গী বলেছেন: কমেন্ট দুইটা এসেছে। একটা মুছে দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.