নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

দুই কি.মি.র ভাড়া ৮৫ টাকা করার নির্দেশ প্রধানমন্ত্রীর...এই প্রধানমন্ত্রী কার

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫

প্রধানমন্ত্রী কি এই বিশয়ে বিশেষজ্ঞ? উনি কি হিসাবে বলেন ভাড়া কত হওয়া উচিৎ ও ঠিক? জনগণ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য অতিরিক্ত ভাড়া দিতে প্রস্তুত উনি বলেছেন,এই “অতিরিক্ত” শব্দটা ভাড়ার আগে উনি কেন বসালেন? তার অর্থ ভাড়াটা যে অতিরিক্ত হয়ে গেছে এটা উনি স্বীকার করে নিলেন! কেন সাধারণ জনগণ অতিরিক্ত ভাড়া দেবে? অতিরিক্ত মানেই তো পরিষ্কার দুর্নীতি! প্রধানমন্ত্রী স্বয়ং কি ভাবে এই বে আইনি কথা প্রকাশ্য জন সম্মুখে বোলতে পারেন!



উনি নিশ্চয়ই এলিট শ্রেণীর প্রধানমন্ত্রী পরিচয় দিতে গর্ব বোধ করছেন, যারা কি না উনার ভাষায় “‘প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৮৫ টাকা নির্ধারণ, সবার জন্য সুবিধাজনক হবে’ উল্লেখ করে তিনি বলেন, জনগণ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য অতিরিক্ত ভাড়া দিতে প্রস্তুত”। এই জনগণ কারা? যে দুই কিলমিটার ভাড়া ৮৫ টাকা দিতে পারবে, সেতো ব্যাক্তিগত গাড়ি ব্যাবহার করার ক্ষমতা রাখে।



পরবর্তী প্রতি কিলোমিটার চার্জ ৩৪ টাকা, ওয়েটিং চার্জ ৮ টাকা/ ২ মিনিট! এই যদি হয় তবে এয়ারপোর্ট যেতে ৭০০-৮০০ টাকা! মতিঝিল যেতে ৪০০-৫০০ টাকা! আর ভাবতে পারছি না............... এই টেক্সি কেবের যাত্রী হবে ছিনতাইকারী, অসহায় রুগী আর দূরদূরান্ত থেকে ঢাকা ফেরত অসহায় যাত্রীরা। এই রকম একটা গুরুত্বপূর্ণ কাজ এলিট শ্রেণীর না হলে আমাদের প্রধানমন্ত্রীকে ট্যাক্সিক্যাব সার্ভিস উদ্বোধন করতে হয়?



এই রকম প্রধানমন্ত্রী তো সাধারণ জনগণের হতে পারে না। তাহলে আমাদের মতো সাধারণ জনগণের প্রধানমন্ত্রী কি দুরাশা?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই রকম প্রধানমন্ত্রী তো সাধারণ জনগণের হতে পারে না। তাহলে আমাদের মতো সাধারণ জনগণের প্রধানমন্ত্রী কি দুরাশা?

তো বটেই! অনির্বাচিত প্রধানের আর জনতার কাছে দায় কোথায়???

২| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

হেডস্যার বলেছেন: রক্ত চুষতে সরকারই সহায়তা করছে...বয়কট করলাম সার্ভিস।
এর চাইতে আরো ১০০ বিআরটিসি বাস নামান।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯

বনসাই বলেছেন: ট্যাক্সি > অতিরিক্ত ভাড়া> আগুন> সমাপ্তি।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯

নবীউল করিম বলেছেন: হেডস্যার আপনাকে সন্মান দেখিয়ে আমিয় বয়কট করলাম...............

৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২২

সাইলেন্স বলেছেন: হেডস্যারের সাথে সহমত।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৫

মুদ্‌দাকির বলেছেন: প্রথমে চিন্তা করলেম প্রথম ২ কিঃমিঃ হাইটা গিয়া তার পর গাড়িতে উঠলে কেমন হয় ?? না তাও পোষাইবো না !!! পার কিমি ৩৪ টাকা ওয়েটিং ৪টাকা মিনিট.........। ফতুর হয়া যামু !!!! :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.