নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

আমরা ভুলে যাই যে, ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল………

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

সকালে এক বন্ধুর স্ট্যাটাস এ সুন্দর একটা পোষ্ট পেলাম “ভারত তিস্তা নদীর গতিপথ কিভাবে পরিবর্তন করেছে তা ভিডিওতে দেখুন” এই নিয়ে।ক্যাপশনে মন্তব্যঃ পাঁচটি বাধ এবং দুইটি ব্যারেজ দ্বারা একটি আন্তর্জাতিক নদী তিস্তার গতিপথ পরিবর্তন করেছে রাক্ষসী হিন্দুস্থান, ভিডিওতে দেখুন আর শেয়ার করে বাংলার মুসলমানদেরকে জানান



ভিডিয়টা দেখে জানার পরিধি বাড়লো,সমৃদ্ধ হোল! কিন্তু মন্তব্যটা পড়ে আমার প্রতিক্রিয়া হলঃ



শুধু মুসলমানদেরকে জানাতে হবে কেন? অন্য ধর্মীয় ও জাতী গোস্টি কে কেন নয়? ভারতের এই অন্যায় কাজ কি সমস্ত বাংলাদেশীকে প্রভাবিত করে না? নীরব বার্তাটা দাঁড়ালো যে, অমুসলিম দেরকে তোমার দেশী, বন্ধু, সহযোগী, সহচর, মিত্র ইত্যাদি মনে করনা!এই দেশ শুধুমাত্র মুসলমানদের, আর কারো না! কেন এ’ভাবে লেখা হোল না “ভিডিওতে দেখুন আর শেয়ার করে বাংলার মানুষকে জানান”

Click This Link



একটা খবর বা একটা লেখা দিয়ে কি রকম সুচতুর ভাবে সমাজে সাম্প্রদায়িকতা,বিভেদ ও বৈষম্য সৃষ্টি করা হয়,এটা তারই একটা চমৎকার উদাহরণ।ঠিক প্রথম আলো যেমন লেখেছিল পাঠ্য পুস্তক পরিবর্তন করা হচ্ছে মাদ্রাসার আদলে!যেন ব্যাপারটা এমন যে, ৫ম শ্রেণীর বইয়ে হাতা ছাড়া একটা বালিকার ছবি মাদ্রাসার ছাত্রদেরকে যৌন সুড়সুড়ি দেয়,কিন্তু অন্য বিদ্যালয়ে দেয় না!অর্থাৎ;



১- একটা নিষ্পাপ বালিকাকে যৌন সামগ্রী হিসাবে অবচেতন মনে প্রবেশ করান হল!

২- মাদ্রাসার ছাত্র মানেই যৌন কাতর ভাবনাটাও সমাজে ইঞ্জেক্ট করা হল(রেকর্ড তা বলে না)!

৩- ফুল হাতা ও হাফ হাতার দুটা শ্রেণী বৈষম্য তইরীর সুক্ষ চাল দেওয়া হল!

৪- ধর্মীয় বিভেদ তইরীর পথ প্রসস্থ হল!

৫- অমুসলিমদেরকে মুসলিমদের প্রতিদ্বন্দ্বী ভাবার মানসিকতার খোঁড়াক যোগান দেওয়া হল!

৫- ভদ্রতা,শিষ্টাচার,শালীনতা যে শিশু বয়স থেকেই শিক্ষা দেওয়া উচিৎ এই জ্ঞানটা বিনাশ করা হল!

৬- ভদ্রতা,শিষ্টাচার,শালীনতা যে একক ভাবে মুসলিম ধর্মীয়র নামে ট্রেডমার্ক করে নেওয়া না, এটা যে বাঙ্গালী সংস্কৃতির একটা চমৎকার সুস্থ মূল্যবোধ, সেটাকে উপেক্ষা করা হোল!



হয়তো অনেকেই বিরক্ত হবে আমার এই প্রতিক্রিয়ায়! কিন্তু আমাদের সচেতন হতে হবে! কেউ এসে আমাদের কে সচেতনতার ইঞ্জেকশন পুশ করবে না। আমরা ভুলে যাই যে, ছোট ছোট বালু কণা, বিন্দু বিন্দু জল………

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬

সোহানী বলেছেন: সহমত........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.