নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নবীউল করিম

নবীউল করিম › বিস্তারিত পোস্টঃ

নতুন সম্রাট কে কুর্নিশ করার জন্য তইরী হন সবাই

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪

আফ্রিকা মহাদেশের সবচাইতে বেশী তেল ও গ্যাসের মজুদ নাইজেরিয়াতে। এলএনজি গ্যাস রপ্তানীতে দেশটির বিশ্বে অবস্থান চতুর্থ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব অনুযায়ী দেশটির রপ্তানী আয়ের ৯৬% আসে গ্যাস-তেল খাত থেকে। গত এক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গড় ৭.৪%। অথচ নাইজেরিয়ায় এখনো দারিদ্র সীমার নীচে বাস করে মোট জনসংখ্যার প্রায় ৬৮%। তারা দৈনিক মাত্র ১.২৫ ডলারে জীবন নির্বাহ করে। আয়গত অসমতাও বেড়েই চলেছে সেখানে।জিনি সূচক (Gini Index) .৩৮ থেকে পৌছেছে .৪৮ এ। গড় আয়ু মাত্র ৫২ বছর।আর মোট জনসংখ্যার অর্ধেকের বেশী লোক বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত। সামগ্রিক মানব উন্নয়ন সূচকে ২০১৩ সালে দেশটির অবস্থান ছিলো ১৫৩, ১৮৬টি দেশের মধ্যে।



তবে মজার ব্যাপার হলো, বহুজাতিক কোম্পানী শেলের নাইজেরিয়াতে গড় আয় বছরে ৯.২ বিলিয়ন ডলার। এই আয় নাইজেরিয়ার জাতীয় বাজেটের এক তৃতীয়াংশের মত। ২০১৪ সালে নাইজেরিয়া ২৯ বিলিয়ন ডলারের বাজেট ঘোষনা করেছে। শেল, এক্সন মবিল, শেভরনসহ মোট ১৮ টি বিদেশি কোম্পানী নাইজেরিয়ার ৯৯% তেল-গ্যাস উত্তোলনের দায়িত্বে নিযুক্ত। এই খাত থেকে তাদের সামগ্রিক আয় বিবেচনায় নিলে বুঝতে কষ্ট হবেনা নাইজেরিয়ার তেল-গ্যাস খাতের লাভের গুড় কারা খায়?



এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশের স্থলভাগ এবং সমুদ্র অঞ্চলের গ্যাস খাতের লাভের গুড়ও ঐ সব বিদেশি কোম্পানীগুলোকে খাওয়ানোর ব্যবস্থা কেনো হচ্ছে, কার স্বার্থে হচ্ছে? তিন দিকে ভারত দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ যে আগামি ২০-২৫ বছর পর গাজার মতো অবরুদ্ধ হবে না, তার তো কোনও কাড়ন দেখছি না! এখনই তো অনেক আলামত দেখতে চাইলেই দেখা যায়!



এই ব্যাপক লুটপাট গুলো নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যাবার জন্যই মধ্যপ্রাচ্যের অশান্তি,আল কায়দা থেকে বকো হারাম ইরানের পরমাণু চকলেট ও আই.এস.আই.এস!ভাগীদার চলে আসাতে ইস্ট ইউরোপে অশান্তি!ব্রিকস এর উত্থান......... সবই ঐ একটা রশুনের আলাদা আলাদা গুয়া!





চিন্তার কিছু খোরাক দিচ্ছি এবং আমার কথার প্রমাণও............



"Key members of ISIS it now emerges were trained by US CIA and Special Forces command at a secret camp in Jordan in 2012, according to informed Jordanian officials. The US, Turkish and Jordanian intelligence were running a training base for the Syrian rebels in the Jordanian town of Safawi in the country’s northern desert region, conveniently near the borders to both Syria and Iraq. Saudi Arabia and Qatar, the two Gulf monarchies most involved in funding the war against Syria’s Assad, financed the Jordan ISIS training."

Click This Link



ISIS in Iraq stinks of CIA/NATO ‘dirty war’ op

rt.com

For days now, since their dramatic June 10 taking of Mosul, Western mainstream media have been filled with horror stories of the military conquests in Iraq of the Islamic State in Iraq and Syria, with the curious acronym ISIS.



On a different note:

"In 2006 Weiss glass was just as frank about Israel’s policy towards Gaza’s 1.8 million inhabitants: The idea is to put the Palestinians on a diet, but not to make them die of hunger.’ He was not speaking metaphorically: it later emerged that the Israeli defence ministry had conducted detailed research on how to translate his vision into reality, and arrived at a figure of 2279 calories per person per day...

The screws were turned tighter during the 2000-5 uprising, and in 2007 the Gaza Strip was effectively sealed shut. All exports were banned, and just 131 truckloads of foodstuffs and other essential products were permitted entry per day. Israel also strictly controlled which products could and could not be imported. Prohibited items have included A4 paper, chocolate, coriander, crayons, jam, pasta, shampoo, shoes and wheelchairs." (Israel Mows the Lawn by Muin Rabbani)

Click This Link

File not found • LRB

http://www.lrb.co.uk



If you ask me “who was responsible for 9/11” ?

My answer should be “check the interview of Hilary Clinton by Fox News. She admits CIA is behind extremists groups in Afghanistan, Iraq & syria. No conspiracy. History! It is all geopolitics!



নতুন ভাগীদার ক্রমশ প্রকাশ্য!



সম্রাজ্জ পরিবর্তনের জন্য সব প্রেক্ষাপট গুলো একে একে জোরা লাগছে! নতুন সম্রাট কে কুর্নিশ করার জন্য তইরী হন সবাই, সে আসছে আর মাত্র ১৫-২০ বছরের মধ্যে...............।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.